![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
সকালে ঘুম থেকে ওঠা মুশকিল... তার ওপর টেলিভিশন দেখা তো আরও মুশকিলের ব্যাপার! আগামীকাল সোমবার মাছরাঙা টিভিতে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত 'রাঙাসকাল' অনুষ্ঠানে সরাসরি সম্প্রচারে অতিথি হিসেবে উপস্থিত থাকব। কথা হবে বাংলাদেশের চলচ্চিত্র-সংস্কৃতি, সংসদ আন্দোলন এবং একান্ত কিছু... যদি কারো অসীম ধৈর্য্য এবং সুযোগ হয় দেখতে পারেন...
২| ২৯ শে জুন, ২০১৪ রাত ১১:১১
রাফছানজানি বলেছেন: আপনি কে? কেন উপস্থিত থাকবেন?
৩| ৩০ শে জুন, ২০১৪ রাত ১২:১৩
আজিজুল হাকিম শাওন বলেছেন: টকশো দেখে কি হবে? কোন কাজ নাই, খালি হাউ কাউ। টকশো দিয়ে যদি দেশ জাতির ভাল কিছু হত, বাংলাদেশ বিশ্বের অন্যতম ভাল একটা দেশ হত। দুনিয়ার আর কোথাও এত টকশো হয় না। টকশো নিয়ে হুমায়ুন আজাদের একটা কথা খুব মনে পড়ে। থাক আর নাই বা বললাম।
৪| ৩০ শে জুন, ২০১৪ রাত ১:৫২
ঘুড্ডির পাইলট বলেছেন: এতো সকালে ?
৫| ৩০ শে জুন, ২০১৪ রাত ১:৫৯
কামরুল ইসলাম রুবেল বলেছেন: স্বাগতম। মেইন কন্ট্রোলে আছি।
৬| ৩০ শে জুন, ২০১৪ সকাল ১০:৩৮
পুরান লোক নতুন ভাবে বলেছেন: মামুন তুমারে জীবনে দেখলাম না মসজিদে গিয়া নামায পড়তে অথচ এই টিভি মিডিয়া চলচিত্র নিয়া এতো মাতা মাতি!! মামুন পরপারেরও কিছু চিন্তা করো! খালি হাতে যাইতে হবে ঐ পারে!! এখনো সময় আছে নামায রোযা শুরু করো!! তুমার শুভাকাঙ্ক্ষী হিসাবে এর থেকে বেশী কিছু বলার নাই!!
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৪ রাত ১১:০৫
অগ্নি সারথি বলেছেন: