![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
আমাদের বেশ কিছু অগ্রজ আছেন যাঁরা তাদের পরের সময়ের চলচ্চিত্র সংসদকর্মী, নির্মাতা এবং চলচ্চিত্র সমালোচকদের ব্যাপারে এত বেশি উন্নাসিক এবং তাচ্ছিল্যপ্রবণ যে তা এক প্রকার অসুস্থতার পর্যায়ে চলে গেছে। এই অগ্রজেরা যে সম্মান এবং মর্যাদা পেয়ে থাকেন তাদের অনুজদের কাছ থেকে সে সম্মান এবং মর্যাদা আসলেও তাঁরা প্রাপ্য কি-না তা ভাবার প্রয়োজন আছে। ওনাদের মনোভাব দেখে মনে হয় ওনারাই একমাত্র এককালে চাষ করেছেন এবং সেই ধান খেয়েই আজও বেঁচে আছেন পরবর্তী সকল প্রজন্ম! অদ্ভুত এই উন্নাসিকতাকে মানসিক অসুস্থতা এবং কুপমুণ্ডকতা ছাড়া আর কী বলা যায়?
মনে রাখা প্রয়োজন শ্রদ্ধাবোধ পরম্পরাগত অন্যথায় অশ্রদ্ধা উৎপাদিত হয়!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪০
অন্ধবিন্দু বলেছেন:
হুম।