![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
যে মানুষটার জন্ম না হলে দেশের আজকের সব ধনীরা বড়জোড় মধ্যবিত্তই থেকে যেত, আজকের বড় বড় সব আমলা বড়জোড় দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মকর্তা থেকে যেত আর দেশের আজকের জাতীয় নেতাদের ভাগ্য মফস্বলের উপর উঠত না! বাঙালির একটি স্বাধীন রাষ্ট্র শুধু কল্পনা আর স্বপ্নেই থেকে যেত... এই তালিকা শুধু বড় হবে... শুধু যদি বঙ্গবন্ধু'র জন্ম না হত। শুভ জন্মদিন নেতা...
.... বাংলাদেশ একদিন তার জন্ম অঙ্গিকার পূর্ণ করবে... একদিন অবশ্যই এই দেশ রাষ্ট্রধর্ম মুক্ত হবে... এই দেশের পাহাড়ী ও সমতলের মানুষ সমান অধিকার এবং মর্যাদায় এই ভূ-খণ্ডে বসবাস করবে... রাজনীতিতে ধর্মের সব রকম ব্যবহার নিষিদ্ধ হবে... রাজনীতির মূলনীতি হবে রাষ্ট্রের নাগরিকের কল্যান ও সুরক্ষা... নাগরিকের মৌলিক অধিকারের গ্যারান্টি দেবে রাষ্ট্র... সম্পদের সুষম বন্টন হবে... আইন এবং আদালত সমান মর্যাদায় দেখবে নাগরিকদের... একদিন নিশ্চয়ই রাষ্ট্র আমাদের নিরাপত্তা দেবে ঘরে এবং বাহিরে... নিশ্চয়তা দেবে আমাদের বাক ও চিন্তার স্বাধীনতার... মুক্ত হবে আমাদের শিল্পের ভাষা... আর এই সব কিছু নিশ্চিত হবে স্বচ্ছ জবাবদিহিতার সাথে... কেউ জবাবদিহিতার বাইরে থাকবে না... জানি আজও এই চাওয়া যা বাংলাদেশের জন্ম অঙ্গিকার তা কেবলি স্বপ্ন!
... কিন্তু এই স্বপ্ন একদিন পূরণ হবে... কেননা আমাদের নেতা ছিলেন বঙ্গবন্ধু... কেননা তিনি ছিলেন বাংলার... শুভ জন্মদিন লিলিপুটদের দেশের একমাত্র গ্যালিভার!
২| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৮
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: চাঁদগাজী বলেছেন:
আসলে উনি যা বলতেন, তা নিজেও বুঝতেন না।
ভাইয়া নিশ্চয়ই অনেক থিসিস করেছেন উনাকে নিয়ে........................
না বুঝেই বাংলাদেশ হয়ে গিয়েছে মনে হয়
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৭
চাঁদগাজী বলেছেন:
আসলে উনি যা বলতেন, তা নিজেও বুঝতেন না।