![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
অদ্ভুত! এখন সবাই বলার চেষ্টা করছে এটা শেষ পর্যন্ত একটি খেলা! দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৈনিকের খেলার খবরগুলো দেখুন, যেন আমাদের ক্ষোভ প্রশমনের দায় কাঁধে নিয়েছে! সবকটা নিউজ খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম; মন্তব্যগুলো 'আম্পায়ার এবার ঠিক সিদ্ধান্ত নিয়েছে', 'আম্পায়ারিং নিয়ে মাশরাফিও ক্ষুব্ধ', 'আম্পায়ার থেকে ভাগ্য সবই ছিল বিপক্ষে'!!!! নিউজের ভেতরে এমনভাবে লেখা.. পড়লে মনে হয়, যা হোক ভারত জিতেছে, আমরা পরবর্তীতে জিতব!!
আর আইসিসি'র সভাপতি লোটাস কামাল নাকি পদত্যাগ করবে, 'বাংলাদেশ আপিল করবে' ইত্যাদি আওয়াজ দিচ্ছেন! এগুলো নিঃসন্দেহে ক্ষোভ প্রশমন বিষয়ক কর্মসূচিরই অংশ। সে আইসিসি'র সভাপতি হয়ে ম্যাচের ভেন্যু পরিবর্তনের সময় 'আওয়াজ' দিলো না কেন? সে জানতো না এটা বাংলাদেশের স্বার্থের পরিপন্হী হবে? আম্পায়ার নির্বাচনে তার কি ভূমিকা ছিল? আর এইসব বালছাল 'আপিল' করে কী হবে? খেলা পুনরায় হবে! আমাদের পরাজয়ের এই চিত্র তাতে বদলাবে? শুধু দর্শক নয়, খেলোয়ারদের মনের ক্ষত দূর হবে? কিছু জরিমানা হবে... এই তো! পুরো খেলাজুড়ে আমরা যা দেখলাম তাতে বালের আইসিসি'র ভারতীয় বাজিকরদের জেতানোর জন্য সব আয়োজন পূর্বপরিকল্পিত মনে হয়েছে। আমরা সাধারণ দর্শক হয়ে এত কিছু দেখি আর তোমরা কি ... ছিড়ো? আমাদের একজন ধারাভাষ্যকার পর্যন্ত ছিল না খেলাগুলোতে! সব ভারতীয় চামচা দিয়ে ভরা! তারপরও এই আবাল লোটাস কামাল 'পদত্যাগের' গল্প শোনায়!
আমাদের প্রধান সংবাদপত্র আমাদের ক্ষোভ প্রশমনের যে ডোজ গেলাচ্ছে তাতে মনে হচ্ছে, আরে এটা তো 'খেলা'ই; যুদ্ধ তো না! তাদের কাছে জিজ্ঞাসা তাহলে এই 'খেলা'র জন্য এত আবেগীয় রিপোর্ট করে করে আমাদের আবেগকে 'জাতীয়তাবাদী' বানিয়ে ফায়দা লোটে কে? কার কন্ঠস্বর তোমরা? আমাদের? যদি আমাদের হও তাহলে 'ক্ষোভ' প্রশমনের চেষ্টা বাদ দিয়ে আমাদের ক্ষোভ বিশ্বকে জানাও... আর না পারলে অন্যের 'পদ' চাটার কাজ করোগে....
আর লোটাস সাহেব আপনি পদত্যাগ নয় বহু আগেই 'পোদত্যাগ' করেছেন! তা আজ দৃশ্যমান! বেহুতা আওয়াজ দিয়েন না... পাবলিক ঘাস খায় না!
২| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৬
সুমন কর বলেছেন: নো বলের নিয়ম আইসিসি কি পরিবর্তন করলো
৩| ২০ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৪
আলাপচারী বলেছেন: শাবাশ
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:০৪
নেবুলাস বলেছেন: বালের আইসিসি। বালের আম্পায়ার।
শাবাশ বাংলাদেশ। আমরা আছি তোমাদের সাথে। পরাজয় জেনেও শেষ বল পর্যন্ত তোমাদের সাথে ছিলাম।
ভারত তোমরা ক্রিকেট নিয়া ব্যবসা করতে থাকো। আর আমরা অন্তর থেকে ক্রিকেট খেলতে থাকি। ইন শা আল্লাহ একদিন তোমাদের মাটি থেকে কাপ আনব।