![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]
আমার আগের একটা লেখায় আমি বলেছি- প্রাগৈতিহাসিক বাংলার আদিম অধিবাসী ছিল প্রোটো অস্টালয়েড জনগোষ্ঠী।
তো কারা এই প্রোটো অস্টালয়েড ?
মনে করা হয় যে- প্রোটো অস্টালয়েডদের পূর্বপুরুষের বাস ছিল আফ্রিকায়।
তারপর তারা,নৃতত্ত্ববিদগনের মতে, আফ্রিকা ছেড়ে বেরিয়ে এসেছিল। সময়টা তখন কমবেশি ১ লক্ষ বছর আগে।
তারপর?
তারপর তারা লোহিত সাগর ও গালফ অভ এডেন পাড়ি দিয়েছিল।
কী ভাবে?
খুবই সাধারণ কৌশলে নির্মিত জলযানে চেপে।
সেখান থেকে তারা এশিয়ার উপকূল ধরে হাঁটতে হাঁটতে পৌঁছেছিল দক্ষিন এশিয়ায়, মানে প্রাগৈতিহাসিক বাংলার কাছাকাছি!
ওখান থেকেই কেউ কেউ আরও দক্ষিণমুখি হয়ে পৌঁছেছিল অস্ট্রেলিয়ায়!
(মানচিত্রে দেখবেন যে- বর্তমান ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চল আর অস্ট্রেলিয়ার উত্তরের মূলভূখন্ডের ফারাক খুব বেশি কিন্তু নয়।)
তো অস্ট্রেলিয়ায় যারা যারা পৌঁছেছিল- তারাই অস্ট্রেলিয়ার আদিম অধিবাসীদের পূর্বপুরুষ; বাঙালিদেরও। সে জন্যই প্রাগৈতিহাসিক বাংলার আদিম অধিবাসীদের আদি-অস্ত্রালও বলা হয়।
আরও জানতে ...
http://www.123exp-culture.com/t/03604410527/
Click This Link
http://en.wikipedia.org/wiki/Proto-Australoid
২| ২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:১৪
ইমন জুবায়ের বলেছেন:
মূলে আমরা বর্ণকৃষ্ণই। আদি-অস্ত্রালরা ছিল কৃষ্ণকায়। পরে যারা এসেছিল-সেই দাবিড়রাও ছিল কৃষ্ণবর্ণের। দ্রাবিড়দের পরে এল আর্যরা। এদের বলা হয় আলপাইন আর্য। এরাই ফরসা রংটা নিয়ে এল বাংলায়। এই কারণে বাংলার জনগোষ্ঠীতে এত সাদাকালোর মিশ্রন।
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:৫৬
অ্যামাটার বলেছেন: আচ্ছা, তাহলে আমাদের বর্ণ কি? আমাদের পূর্ভপোরুষ কি কৃষ্ণাঙ্গ?