নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ত্যজ বাঙালী, আতরাফ মুসলমান ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ

ইমন জুবায়ের

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]

ইমন জুবায়ের › বিস্তারিত পোস্টঃ

চাকমা জাতির আদি ইতিহাস: চম্পক নগরী কোথায় ছিল?

২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:১২





এই যে মাটিকে দেখছেন, মাটির কোলে শিশুটিকে দেখছেন। আজ আমরা এদের অতীত ইতিহাসের দিকে একবার ফিরে তাকাব। শুনব বিজয় গিরি নামে চম্পানগরীর এক রাজপুত্রর কথা, শুনব তারই উপকথা ...এই শিশুটি বড় হয়ে যে উপকথাটি শুনবে ...



যিশু খ্রিস্টর জন্মের ৬ শ বছর আগে প্রাচীন ভারতে ষোলটি জনপদ গড়ে উঠেছিল। এদের বলা হত ষোড়শ মহাজনপদ। ষোড়শ মহাজনপদের মধ্যে সবচে উন্নত রাজ্য ছিল মগধ।

তো মগধের অবস্থান কোথায় ছিল?

মগধের অবস্থান ছিল বর্তমান বিহারে।

মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ। পরে রাজধানী সরিয়ে নেওয়া হয়েছিল গঙ্গা নদীর পাড়ে -পাটলিপুত্র। (লক্ষ্য করুন, পাটালিপুত্র নয়।)

সর্ব প্রথম মগধ শাসন করেছিল হর্যঙ্ক বংশের রাজারা। এই হর্যঙ্ক বংশের একজন শ্রেষ্ট নৃপতি ছিলেন সম্রাট বিম্বিসার।

জীবনানন্দের “বনলতা সেন” কবিতার সেই চরণটি মনে পড়ে কি?

বিম্বিসার-অশোকের ধূসর জগতে ...

হ্যাঁ। সেই বিম্বিসার। ইনি ছিলেন বুদ্ধের সমসাময়িক।সম্রাট বিম্বিসার বুদ্ধকে অত্যন্ত সমীহ করতেন। নিয়মিত ধ্যান করতেন, দান করতেন। রাজগৃহে তখন দার্শনিকদের নগর হয়ে ওঠেছিল। অনেকটা প্রাচীন গ্রিসের পেরিক্লিসের সময়কার এথেন্স নগরীর মতন। বিম্বিসার দার্শনিকদের পৃষ্ঠপোষকতা করতেন।

কাজেই বিম্বিসারকে প্রাচীন ভারতের পেরিক্লিস বলাই যায়।

যা হোক। ষোড়শ মহাজনপদের একটি ছিল অঙ্গ রাজ্য। রাজ্যটি ছিল মগধের পুবে। চম্পা নামে একটি নদী ছিল মগধ আর অঙ্গরাজ্যের মাঝখানে। অঙ্গরাজ্যের রাজধানী ছিল চম্পানগরী।

বিম্বিসার অঙ্গরাজ্যের চম্পানগরী আক্রমন করেছিলেন।

আমরা চাকমাদের আদি ইতিহাস আলোচনা করছি।

এবার দেখা যাক ইন্টারনেট বিশ্বকোষ উইকিপিডিয়া চাকমাদের আদি ইতিহাস নিয়ে কি লিখেছে।

Ethnically, the Chakmas are Tibeto-Burman, and are thus closely related to tribes in the in the foothills of Himalayas. Their ancestors came from the Magadha Kingdom (now Bihar, India) to settle in Arakan and most of them later moved to Bangladesh known as Cox's Bazar, Korpos Mohol and Tega-Toyong-Borgang area of present Mizoram.



...Their ancestors came from the Magadha Kingdom (now Bihar, India) to settle in Arakan ...

কাজেই আরও খোঁজখবর করতে ইচ্ছে হয়।

আতিকুর রহমান রচিত গবেষণা কর্ম: পার্বত্য চট্টগ্রাম বইতে আরও কিছু তথ্য পেলাম। সব মিলিয়ে চাকমা জাতির আদি ইতিহাসের একখানি ছবি যেন তৈরি হল।

যা ওই ছবিটির মায়ের কোলে শিশুটির জন্য রেখে গেলাম।

চাকমারা চম্পক নামে এক নগরীর কথা বলে। সুখস্বপ্ন দিয়ে ঘেরা ছিল সেই নগরী। চাকমা জাতির নিজস্ব নগর। চাকমারা ওখানেই ফিরতে চায়। কেননা, একদা ওখানেই উত্থান হয়েছিল ওদের।

তো কোথায় ছিল সেই স্বপ্নের চম্পক নগরী?

চাকমা উপকথা মতে, এককালে চম্পক নামে চাকমাদের এক নগর ছিল। সেই নগরের যুবরাজের নাম ছিল বিজয় গিরি। তার সেনাপতির নাম রাধামোহন। তার পর বিজয় গিরি ২৬ হাজার সৈন্য নিয়ে অভিযানে বেরুলেন। নদীপথে।

কত দিন যে কাটল।

কত কত জনপদ যে জয় করলেন বিজয় গিরি।

একটি চাকমা গানে সে কথা রয়েছে-



তরকারী রেঁধে ভাত খেলে,

সমুদ্র সাগর লাগ পেলে।

সঙ্গে নিয়ে সৈন্যগণ,

রোয়ং কূলে পৌঁছে গেল রাধামোহন।



বিজয় গিরির অভিযাত্রা ছিল পুবমুখো। অর্থাৎ, প্রাচীন বঙ্গের দিকে।

কেননা, যাত্রাপথে পড়ল মেঘনা দয্যা (মেঘনা দরিয়া?), চাটিগাঙ (চট্টগ্রাম) ...

তো, বিজয় গিরির সসৈন্য যাত্রা অব্যাহত রইল।

চাকমা উপকথামতে বিজয় গিরির অভিযানের সময় কাল ছিল ১২ বছর।

তারপর নাকি সেনাপতি রাধামোহন চম্পক নগরে ফিরে গিয়েছিলেন।

পরে বিজয়গিরি শুনলেন যে তার ভাই চম্পক নগরের রাজা হয়েছে। বিজয় গিরি সংঘর্ষ এড়াতে চম্পক নগরের আর না ফিরে পুবের অরণ্যের দিকে যেতে থাকলেন।

কোথায়? পার্বত্য চট্টগ্রাম? আরাকানে? তিনি তো মেঘনা দয্যা পার হয়েছেন; চাটিগাঙও পেরিয়ে গেছেন। তা হলে আরাকানই হবে। আতিকুর রহমানের গবেষণা ও ইউইকি তাই বলে।

তবে মনে হয় না সে জীবন নিরুদ্রপ ছিল। আরাকান ছিল মগদের রাজ্য। প্রাচীন কাল থেকে আরাকানীরা মগ নামে পরিচিত। তারা হয়তো নতুন হলুদাভ মঙ্গোলয়েড টিবিটো-বারমান ভাষী অভিবাসীদের তাদের অঞ্চলে গ্রহন করতে অনিচ্ছুক ছিল। তা ছাড়া ছিল বাঘের উৎপাত। গহীন অরণ্য। বাঘ তো থাকবেই।

একটি চাকমা গানে সে দুরাবস্থার কথাও আছে।



ঘরত গেলে মগে পায়

ঝারত গেলে বাঘে খায়,

মগে ন পেলে বাঘে পায়

বাঘে ন পেলে মগে পায়।



যা হোক। তখন বলছিলাম যে, বিম্বিসার অঙ্গরাজ্যের চম্পানগরী আক্রমন করেছিলেন। ইন্টারনেট বিশ্বকোষ উইকিপিডিয়া চাকমাদের আদি ইতিহাস নিয়ে কি লিখেছে সে কথা আরেকবার মনে করি: ...Their ancestors came from the Magadha Kingdom (now Bihar, India) to settle in Arakanতা হলে কি বলা যায় বিজয় গিরি ছিলেন অঙ্গ রাজ্যের চম্পা নগরীর রাজপুত্র?

সম্রাট বিম্বিসার তাঁকে যে কোনও কারণে হত্যা না করে নির্বাসিত করেছিলেন।সম্রাট বিম্বিসার ইনি ছিলেন বুদ্ধের সমসাময়িক।সম্রাট বিম্বিসার বুদ্ধকে অত্যন্ত সমীহ করতেন। নিয়মিত ধ্যান করতেন, দান করতেন। সম্রাট বিম্বিসার মনে হয় অহেতুক হত্যা পছন্দ করতেন না।

কিন্তু, বিজয় গিরির কি হল?

সেসব কথাই তো এতক্ষণ বললাম।

সসৈন্য পূর্বমুখী অগ্রসর হয়ে মগরাজ্য আরাকান অবধি এসেছিলেন বিজয়গিরি। সেখানেই কি কোনও নগর গড়ে তুলেছিলেন?

যা আজও আবিস্কার হয়নি?

চাকমারা চম্পক নামে এক নগরীর কথা বলে। সুখস্বপ্ন দিয়ে ঘেরা সেই নগরী। চাকমা জাতির নিজস্ব নগর। চাকমারা ওখানেই ফিরতে চায়। কেননা ওখানেই উত্থান হয়েছিল ওদের।

রাজপুত্র বিজয় গিরির সময়ে আরাকানের গহীন অরণ্যে গড়ে ওঠা নগরীই কি চম্পক নগরী?

নাকি বিম্বিসার যে অঙ্গরাজ্যের চম্পানগরী আক্রমন করেছিলেন সেটি?

আমি বলছি না যে চাকমামানসে যে চম্পক নগরী রয়ে গেছে সেটিই অঙ্গরাজ্যের চম্পানগরী।

না, এমন আমি বলছি না।

কেননা, ইতিহাস ভীষন ধূসর।

ইতিহাস অনেক অনেক দিন আগে দেখা একটি স্বপ্নের মতন।

তারপরও একটা ছবি আঁকলাম; ... ছবির শিশুটির জন্য একটা ইঙ্গিত রেখে গেলাম।

এই তো অনেক।



তথ্যসূত্র:



১) আতিকুর রহমান রচিত গবেষণা কর্ম: পার্বত্য চট্টগ্রাম।

২) সুনীল চট্টোপাধ্যায়। প্রাচীন ভারতের ইতিহাস। (প্রথম খন্ড)

৩)উইকিপিডিয়া।

মন্তব্য ১৯ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:২১

কৌশিক বলেছেন: সোজা ফেভারিটে

২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:২৫

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
ইতিহাস দেখছি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে কৌশিক।
তা হলে তো অসাম্প্রদায়িক বৈষম্যশূন্য প্রেমময় ‍"সোনার বাংলা"-র প্রতিষ্ঠার খুব বেশি দেরি নাই। কি বলেন?
আমাদের পিছিয়ে পড়ার কারণ একটাই।
ইতিহাসচেতনাশূন্যতা!

২| ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:২২

ম্যাকলাভিং বলেছেন: ব্লগের রেসিডেনট ভাড় কে বলেন তো?

৩| ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৩

শ্রেয়া বলেছেন: আপনার লেখাগুলো সংগ্রহ করে রাখবার মত‍‍!!

২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:১১

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৪| ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:১৬

শফিউল আলম ইমন বলেছেন: চমৎকার লেখা। ধন্যবাদ আপনাকে।

২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৭

ইমন জুবায়ের বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৫| ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৪

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

আপনার লেখার ভঙ্গি চমৎকার ।
পাঠককে শেষ পর্যন্ত ধরে রাখার কৌশল রপ্ত আছে ।

ভালো লাগলো ।

২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৩

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ শিপন।

৬| ২৮ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮

ময়ুরবাহন বলেছেন: ভাল লেগেছে।

২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০৬

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৭| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:২০

মুকুল বলেছেন: অফলাইনে আপনার অনেকগুলো পোস্টই পড়লাম। সবগুলোতে কমেন্ট করবো না। এখানেই বলে যাই-

আপনার লেখা খুব টানছে। এরকম বৈচিত্র্যময় বিষয় নিয়ে লিখুন। শুভেচ্ছা রইলো। :)

২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৩৯

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৬

মে ঘ দূ ত বলেছেন: জীবনানন্দের উপমা গুলো যে এতোটা ইতিহাস নির্ভর আগে বুঝিনি :(

কাল জানলাম "শ্রাবস্তী" শব্ধের মানে। আর আজ "বিম্বিসার-অশোকের...

চাটিগাঙ (চট্টগ্রাম), শব্ধটা পড়ে মনে হচ্ছে Chittagong শব্ধটা চাটিগাঙ থেকেই এসেছে। এ আমার অনুমান। তবু আপনার ব্যাখ্যাটার অপেক্ষাই রইলাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৫

ইমন জুবায়ের বলেছেন: সম্ভবত। পরে খোঁজখবর করে বলব।
ধন্যবাদ।

৯| ২৭ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:২৩

অপরাজিতার কথা বলেছেন: একদম শুরু থেকে শুরু করলাম ইতিহাসের!দেখি কিছু বুঝতে পারি কিনা!ধন্যবাদ এত অসংখ্য ইতিহাস নিয়ে পোস্ট দেয়ার জন্য।আমার মত ইতিহাস বোধশূন্যদের জন্য অনেক উপকার হল।তবে ঠিকই বলেছেন,ইতিহাস ধূসর।তাই অনেক প্রশ্নের জন্ম দেয়,যার উত্তর না পেয়ে অস্থির লাগে!

২৭ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:২৯

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১০| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৮

মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলেছেন: মারদাঙ্গা লেখা।
চাকমাদের উপকথা নিয়েও লেখা আশা করি

১১| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১:৪৫

শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন পোস্ট। ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.