![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]
অল্প বয়েসী সৌদি কনেকে এভাবে সাজানো হয়। ছবিটি ইন্টারনেট থেকে প্রাপ্ত।
বন্ধুর কাছ থেকে ঋন নিয়ে আর পরিশোধ করতে পারেননি এক সৌদি নাগরিক। তাই তিনি আট বছর বয়েসী মেয়েকে বিয়ে দেন ৪৭ বছর বয়েসী বন্ধুর সঙ্গে। কিন্তু, বাদ সেধেছেন মেয়ের মা। তিনি মেয়েকে ফেরত পাওয়ার জন্য আদালতের শরণাপন্ন হন। আদালত অবশ্য দ্বিতীয়বারের মতো ওই বিয়ের পক্ষেই রায় দিয়েছে। সৌদি আরবের ওনায়জা নগর আদালতের বিচারক শেখ হাবিব আল -হাবিব গত শনিবার ওই মামলা খারিজ করে দেন। এর আগে গত ডিসেম্বরেও বিয়ে ভেঙ্গে দেওয়ার আবেদন নাকচ করে দিয়েছিলেন ওনায়জার আদালত। সে সময় স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনার ব্যাপক সমালোচনা করেছিল। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মেয়েটির মা রিয়াদের আদালতে আপিল করেছিলেন। কিন্তু উচ্চ আদালত রায় পুনর্বিবেচনার জন্য আবার মামলাটি ওয়ায়জার আদালতে ফেরত পাঠান।
সংবাদসূত্র: দৈনিক প্রথম আলো। সোমবার; ১৩ এপ্রিল। ২০০৯।
Click This Link
১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৫
ইমন জুবায়ের বলেছেন: Click This Link
২| ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৪
শূন্য আরণ্যক বলেছেন: কিছুই বলার নাই
কেউ কেউ বিবর্তনবাদের উল্টো পথে হাটে ....
১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৬
ইমন জুবায়ের বলেছেন: মেয়েটির মায়ের মানসিক যন্ত্রণা টের পেয়ে বিষাদ বোধ করছি।
৩| ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৫
জুল ভার্ন বলেছেন: যে আদালত অমন রায় দিতে পারে-সেটা কোঙ্ক্রমেই আদালত নয়। ওটা ছাগলের খোয়ারে শুয়োরের আস্তানা। লাত্থী মারি ঐ আদালতের বিচারকদের।
১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪০
ইমন জুবায়ের বলেছেন: আদালত যদি দূর্বলকে রক্ষা না করে তো সেই আদালতের কী প্রয়োজন? মেয়েটির মায়ের মানসিক যন্ত্রণা টের পেয়ে বিষাদ বোধ করছি।
৪| ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৭
সিউল রায়হান বলেছেন: ভাই সৌদিগুলো তাদের তেলের টাকায় অন্ধ হয়ে তাদের পুরুষাঙ্গের তীব্র জ্বালা মেটাতে এগুলো করবে এটাই নরমাল......
একটু পরেই দেখবেন হাজারটা যুক্তি চলে আসবে এর পক্ষে.. যেগুলোর প্রধান কথা হবে: মেয়ের বয়সী একজনকে বিয়ে করা হচ্ছে দায়মুক্তির জন্যে ও তার কোন অবমাননা হবেনা , হলে আল্লাহ আছেন, পরকালে শাস্তি দিবেন........
কিছু বলার নাই....... কতটা সাইকো হলে এরকম পিচ্চি একটা মেয়েকে একজন বিয়ে করতে পারে মাথায় আসেনা.....
নিউজটা নিয়ে মজা দেখতে চাইলে প্রথমআলো ব্লগে পোস্ট করেন..... ওখানে বহুবিবাহ / বাল্যবিবাহ সমর্থন করা মানুষের সংখ্যা ৮০% +
১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪০
ইমন জুবায়ের বলেছেন: নিউজটা নিয়ে মজা দেখতে চাইলে প্রথমআলো ব্লগে পোস্ট করেন..... ওখানে বহুবিবাহ / বাল্যবিবাহ সমর্থন করা মানুষের সংখ্যা ৮০% +
তাই নাকি ? বলেন কি!
৫| ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৮
লেখাজোকা শামীম বলেছেন: ওই বিচারক বোনাস হিসেবে নিজের মেয়েকেও ওই ভদ্রলোকের সাথে বিয়ে দিতে পারত !!!!!!
১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪১
ইমন জুবায়ের বলেছেন: হ্যাঁ, সেই ভালো ছিল।
৬| ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৯
সিউল রায়হান বলেছেন: " জুল ভার্ন বলেছেন: যে আদালত অমন রায় দিতে পারে-সেটা কোঙ্ক্রমেই আদালত নয়। ওটা ছাগলের খোয়ারে শুয়োরের আস্তানা। লাত্থী মারি ঐ আদালতের বিচারকদে "
লাত্থি'র সাথে সাথে থুথু দিলাম
১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪২
ইমন জুবায়ের বলেছেন: অমানুষদের তাইই করা উচিত!
৭| ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪০
দুরের পাখি বলেছেন: সমস্যা কি ? কোরানে হাদিসেতো বিয়ার কোন সর্বনিম্ন বয়স সেট করা নাই ।
১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪২
ইমন জুবায়ের বলেছেন: তাই তো? চিন্তায় পড়ে গেলাম।
৮| ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪৩
অলস ছেলে বলেছেন: বিষয়টা এরকম না যে, সৌদি আরবে এমন প্রায়ই ঘটে।
তবে, এমন অমানবিক ঘটনা বছরে হয়তো তিন চারটা ঘটে, যার পেছনে তাদের নিজস্ব গোত্রনির্ভর সংস্কৃতি এবং ফেলে আসা মরুজীবনের প্রভার কাজ করে, যার অনেক দিকই সাধারণ মানবিক বিবেচনায় অমানবিক। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো এসব ঘটনাকে ছেঁকে এনে হাইলাইট করে, প্রথম আলো কেবলমাত্র উন্নতমানের কপি পেষ্ট করে তাদের মূল স্বার্থ পূরণ করার অংশ হিসেবে।
যাইহোক, এটা সত্যি আরব অমানুষগুলো এখনও পেছনে পড়ে আছে, এবং প্রকারান্তরে এভাবে নিজের মেয়ে বিক্রির খবরটা পড়ে খারাপ লেগেছে।
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৬
ইমন জুবায়ের বলেছেন: যাইহোক, এটা সত্যি আরব অমানুষগুলো এখনও পেছনে পড়ে আছে, এবং প্রকারান্তরে এভাবে নিজের মেয়ে বিক্রির খবরটা পড়ে খারাপ লেগেছে।
এই হল আসল কথা।
৯| ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫৪
ম্যাভেরিক বলেছেন: অত্যন্ত মর্মান্তিক ঘটনা। মেয়েটির জীবন এই গ্লানি থেকে মুক্ত হোক। তার জীবন হোক সুখের, গৌরবের, এবং বড় হয়ে সে এসব অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হোক।
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৭
ইমন জুবায়ের বলেছেন: এমন অসম বিয়ে ওদেশে প্রায়ই হয়।
১০| ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫৫
অলস ছেলে বলেছেন: মন্তব্য লিখতে লিখতে যে মন্তব্যগুলো এসেছে, তা পড়ে মনে হচ্ছে, আক্রমণটা এবার ইসলামের দিকে যাবে।
আরব হলেই যে তারা ইসলামের প্রতিভূ, এমন মনে করা ভূল। সউদী আরবেই নাজরান এবং দাহরানে (দাম্মামের কাছে) কয়েক হাজার খ্রীষ্টান জনসংখ্যা আছে, শিয়া আছে। আর সউদী বিচার ব্যবস্থাও ইসলামিক হিসেবে দাবী করলেও এর মূল ভিত্তিই অনৈসলামিক, নিজেদের জন্য এক আইন এবং বিদেশীদের জন্য আরেক, এমন অনেক কিছুই আছে। গত দুই তিন দিন আগেও পত্রিকায় আমাদের দেশে ছয়/সাত বছরের এক বাচ্চাকে ধর্ষণের খবর পড়েছি, এমন ঘটনা নিয়মিত ঘটছে আমাদের দেশে, এমন খবর নিয়মিতই আসে বাংলাদেশের পত্রিকায়, এবং দূর দূরান্তের অনেক খবর আসেও না। প্রথম আলো কিছু কিছু ক্ষেত্রে (খুব দূর্লভ) সাইনবোর্ড হিসেবে এমন ঘটনা নিয়ে আলোড়ন তুললেও সাধারণভাবে কি করে? অন্য পত্রিকার মতই ট্রিট করে খবরটাকে। এখন ঐ ধর্ষণকারীর কারণে তার দেশ বা ধর্ম সবই কি খারাপ হয়ে যাবে?
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৮
ইমন জুবায়ের বলেছেন: আপনার বক্তব্য বিচেনার দাবি রাখে।
১১| ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫৭
নাজিম উদদীন বলেছেন: নবীর সুন্নত ।
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৯
ইমন জুবায়ের বলেছেন: এই জন্যই সক্রেটিস বলেছেন-ব্যাক্তিপূজা ভালো না।
১২| ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫৮
সরকার সেলিম বলেছেন: প্রথমত: এইটা একটা নিন্দনিয় ঘটনা যার জন্য আমরা ও নিন্দা জানাই।
দ্বিতীয়ত: সচারচর দেখা যায় যে সবসময় প্রথম আলো এই সমস্ত সংবাদ গুলো খুব সুক্ষ্ ভাবে এবং উদ্দেশ্যমুলক ভাবে মুসলমানদের কে নেগেটিভ ভাবে তুলে ধরে। আমি @ েমাহাম্মদ িমজানুর রহমান এর সাথে একমত যে প্রথম আলোর রিপোর্টিং বিশ্বাস করার আগে একশবার ভাবতে হবে।
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩০
ইমন জুবায়ের বলেছেন: সংবাদটি আসলে পরিবেশন করেছে সি এন এন।
১৩| ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪০
মোহাঃ তাওহীদুল হাসান বলেছেন: শুধু যে প্রথম আলো তাই নয় বরং প্রতিটা খবরের কাগজের রিপোর্টিং বিশ্বাস করার আগে একশবার সত্য মিথ্যা যাচাই করা উচিত হবে, কারন এরকম অনেক সত্য উদাহরন আমার কাছে আছে, যা মিথ্য কথাকে তারা দিব্বি সত্য হিসাবে রিপোর্ট করে নিছক হয়রানি করে.....
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩০
ইমন জুবায়ের বলেছেন: মিথ্যে খবর প্রচার করা ঠিক না।
১৪| ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৪
ট্র্যানজিস্টার বলেছেন: "বন্ধুর কাছ থেকে ঋন নিয়ে আর পরিশোধ করতে পারেননি এক সৌদি নাগরিক। তাই তিনি আট বছর বয়েসী মেয়েকে বিয়ে দেন ৪৭ বছর বয়েসী বন্ধুর সঙ্গে।"
আল্লাহ কিন্তু মেয়েদেরকে পণ্য বানাতে নিষেধ করছেন। এজন্যই ভদ্রলোক তার মেয়েরে গিফট করছেন, টাকা ছাড়া। টাকার ব্যাপারটা বানোয়াট, কারণ আমরা আমাদের এগেইন্সটে যায় এমন সব খবররে ইহুদিদের ষড়যন্ত্র বইলা আমরা জানি। পুরাপুরি ভ্যালিড কথা। আর পাওনাদার ভদ্রলোক হয়তো টাকা এম্নেই মাফ দিছেন। আমি শিওর। ইসলামে মেয়েদের পণ্য বানাইতে নিষেধ আছে।
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩১
ইমন জুবায়ের বলেছেন: আপনার কথা ফেলে দেওয়ার মত নয়।
১৫| ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:০৩
সারিয়া তাসনিম বলেছেন:
যে দেশে চোর ধরা পরলে নগদে হাত কেটে ফেলা হয় , সেই দেশে এইটা অবাক হবার মত কিছু না। ওরা এর চাইতেও অনেক বেশী বিকৃত ।
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩২
ইমন জুবায়ের বলেছেন: ওদের অনেক কিছুই এক্সট্রিম!
১৬| ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১০
সেলটিক সাগর বলেছেন: অ-মানুষ।
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৩
ইমন জুবায়ের বলেছেন: তাই তো। এই কাজতো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের নয়।
১৭| ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৮
দুরের পাখি বলেছেন: চোরের হাত কাটা কোরানের স্পষ্ট আইন । বিকৃতি বলায় তিব্র দিক্কার ।
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৪
ইমন জুবায়ের বলেছেন: আপনার ধিক্কার যথাস্থানে পৌঁছে দিলাম ।
১৮| ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৫
সারিয়া তাসনিম বলেছেন:
দুরের পাখি , চোরের হাত কাটা বিষয়ে কোরানের আইন আমার জানা নেই । তবে আমি হাত কাটাকে বিকৃত বলি নাই , বিকৃত ওদের মানসিকতা । জুয়া খেলে হেরে গেলে ওরা নিজের বউকেউ অন্যের হাতে তুলে দিতে দ্বিধা করেনা। চুরি প্রমানিত না হলে হাত কাটা কতটুকু আইন সঙ্গত আমি জানিনা এবং বেশির ভাগ ক্ষেত্রে সৌদিতে প্রমান করার কোন সুযোগ না দিয়েই হাত কাটা হয়।
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৫
ইমন জুবায়ের বলেছেন: জুয়া খেলে হেরে গেলে ওরা নিজের বউকেউ অন্যের হাতে তুলে দিতে দ্বিধা করেনা।
বলেন কী!
মেয়েদের ওরা কি মনে করে!
১৯| ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৯
রুবেল শাহ বলেছেন: এখন আর হাত কাটে না.............
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৬
ইমন জুবায়ের বলেছেন: তা হলে?
২০| ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৩
গোলন্দাজ বলেছেন: ঐ বিচারক্ রে আমাদের প্রানপ্রিয় লেজে, হোমো এরশাদ এর সাথে এক রাত নজরানা হিসাবে রাখা হোক।
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৭
ইমন জুবায়ের বলেছেন: ঐ লোকটা বিচারক নামের কলঙ্ক।
২১| ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৭
শান্তির দেবদূত বলেছেন: কিছুই বলার নাই ... .. শুধু বলতে পারি, অমানবিক
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৬
ইমন জুবায়ের বলেছেন: তাই তো।
২২| ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৬
কেএসরথি বলেছেন:
এইটা শুধু প্রথম আলো না, দুনিয়ার অনেক পত্রিকায় এসেছে।
আমার মনে হয় না, এই ঘটনাকে বানোয়াট বলার কোনো সুযোগ আছে।
arab রা যে একটা বর্বর জাতি, সেটার প্রমান অনেক আগেই মিলেছে। তেলের টাকায় তারা কোটিপতি, কিন্তু শিক্ষার আলো তাদের ছুতে পারেনি। তাই মাঝে মাঝে এমন কিছু করে তারা তাদের কু-বুদ্ধির কিছুটা পরিচয় দিয়ে থাকে।
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৮
ইমন জুবায়ের বলেছেন: এইটা শুধু প্রথম আলো না, দুনিয়ার অনেক পত্রিকায় এসেছে।
আমি সি এন এন এর লিঙ্কটা দিয়েছি।
২৩| ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৬
দুরের পাখি বলেছেন: @সারিয়া তাসনিম
নিজ চোখেই দেখে নিন হাত কাটা সংক্রান্ত আইন । কোরান ৫:৩৮
বিকৃত ওদের মানসিকতা সেইটা বুঝছি । হাত কাটাটা তার একটা উদাহরণ হিসাবেইতো দিছেন , নাকি ?
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৯
ইমন জুবায়ের বলেছেন: কোরানের লিঙ্কের জন্য ধন্যবাদ। খুঁজছিলাম।
২৪| ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৮
দুরের পাখি বলেছেন: নাকি, অপ্রমানিত চুরির জন্য হাত কাটা হৈলে সেইটা বিকৃতি, কিন্তু প্রমাণিত চুরির জন্য কাটা হৈলে সেটা বিকৃতি না ?
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২০
ইমন জুবায়ের বলেছেন: দুটোই বিকৃতি। হাত কাটে সমাজপতিরা। প্রশ্ন এই সমাজে চুরি থাকবে কেন? দারিদ্র? তাহলে দারিদ্রই-বা থাকবে কেন?
২৫| ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩৪
অলস ছেলে বলেছেন: দুরের পাখি: চোরের হাত কাটা কুরআনের আইন সত্য এবং যথাযথ। কিন্তু, এর মানে এই না যে, যে কোন কিছু চুরি করে ধরা পড়লেই ধাম করে হাত কেটে দেয়া হবে। অনেক, অনেক শর্ত আছে।
যে জিনিস চুরি করা হয়েছে, তার বেশ কয়েকটা শর্ত আছে। কোন জিনিস খোলা পড়ে থাকলে চুরি হলে হাত কাটা হবে না, নিরাপদ পাহারা বা নিরাপত্তা হেফাজত থেকে চুরি হলে তারপর।
দুই নাম্বার, চুরি হওয়া জিনিসটার নির্দিষ্ট পর্যায়ের মূল্যমান থাকতে হবে। এইটাও গুরুত্বপূর্ণ।
তিন নাম্বার, চোর যদি অভাবী হয়, একেবারেই নিরুপায় হয়ে চুরি করে, হাত কাটা হবে না। ওমর রা: দুর্ভিক্ষের সময় একস্থানে এই আইন সাময়িক ভাবে রহিত করেছিলেন।
এরপর দুইজন সাক্ষীর চাক্ষুষ প্রমাণের বিষয়টাতো আছেই। সব মিলে এই হাত কাটার শাস্তি চরম পর্যায়ে গিয়ে প্রধান বিচারক দিতে পারেন।
চাক্ষুষ সাক্ষীসহ অন্যান্য সব শর্ত পূরণ না হলে, তখন আনুষঙ্গিক আইন ও প্রমাণ অনুযায়ী বিচারক জেল জরিমানা বা অন্য শাস্তি দেবেন।
রাসুল সা: প্রায় দশ বছর রাষ্ট্র শাসন করেছিলেন, এর মাঝে হাত কাটার শাস্তি হয়েছে হাতে গোণা দুই তিনটা। বাকী চার খলীফার সময়ও একই রকম। সুতরাং, দয়া কৈরা ফাল না পাইরা ঠান্ডা হন ভাইজান, লাভ কি?
সৌদি আরবে যেটা করে, আপনি বাংলাদেশী, পাকি বা ভারতীয়, আপনার মালিকের বউএর আন্ডার গার্মেন্টস চুরি কৈরা ধরা খাইছেন, দিবো আল্লাহু আকবার বৈলা কোপ। আপনার পাসপোর্ট পশ্চিমা দেশের, নাস্তা পানি করাইবো পুলিশ অফিসার। যদি সৌদি প্রভাবশালী বংশের লোক হন, অপরাধ পুরাপুরি সইত্য হলেও কোন মুশকিলা নাই। সুতরাং, আবার ও বলতাম চাই, দয়া কৈরা আরবদেরকেই ইসলামের প্রতিভূ মনে কৈরেন না।
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫২
ইমন জুবায়ের বলেছেন: তিন নাম্বার, চোর যদি অভাবী হয়, একেবারেই নিরুপায় হয়ে চুরি করে, হাত কাটা হবে না। ওমর রা: দুর্ভিক্ষের সময় একস্থানে এই আইন সাময়িক ভাবে রহিত করেছিলেন।
যাক, জেনে শান্ত্বনা পাওয়া গেল।
২৬| ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৮
হাসান বায়েজীদ বলেছেন: মার্হাবা...
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫২
ইমন জুবায়ের বলেছেন: কাকে দিলেন? প্রথম আলোকে?
২৭| ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০২
অলস ছেলে বলেছেন: ইমন জুবায়ের ভাই: চারটা অপরাধের শাস্তি পরিস্কার করে কুরআনে আছে। হত্যা, চুরি, ব্যাভিচার আর বাকীটা মনে পড়ছে না। এই চারটাকে 'হুদুদ' একচনে 'হদ্ব' বলা হয়। এ সবগুলোই এরকম নায্য এবং যথার্থ শর্তের পর বিবেচ্য। এবং বাকী সব অপরাধের শাস্তি শরীয়ার মধ্যে সুষমভাবেই আছে, যুগের ও স্থানের চাহিদানুযায়ী যে বিধান সবসময় আপডেট হয়, কুরআন এবং হাদীসের মূলনীতি (উসুল) ঠিক রেখে। আমরা ফিকাহ বা শরীয়ার কথা সবসময় শুনি। কিন্তু যেগুলো মূলনীতি বা উসূল ফিকাহ, তা আমাদের দেশের আলেমদের বেশিরভাগই জানেন না। এই জন্য ইসলাম মানে এখন বোটকা গন্ধ ওয়ালা জুব্বা পড়া এক লোক, যিনি প্রস্রাবের পর লুঙ্গি উচিয়ে ধরে আরেকহাতে মেসওয়াক খিলাইতে খিলাইতে জোরসে কদম মারতে থাকেন।
আমরা সাধারণত গ্রামের ফতোয়াবাজ কাঠমোল্লা আর মোড়লদের স্বার্থপ্রসুত খবরগুলো দেখে অথবা তালেবান বা আরবদের পাগলামী গুলো দেখে এই সব শাস্তি কে মধ্যযুগীয় বলি। আমি মনে করি, এই তালেবান এবং আরবগুলোই ইসলামী শরিয়া'র সবচেয়ে বেশি ক্ষতি করছে, বর্তমান প্রেক্ষাপটে। অপরাধের যথাযথ শাস্তি বিকৃতি না, বরং কোন সমাজে অপরাধ করে পার পেয়ে যাওয়াটাই বিকৃতি। যাইহোক, বলে লাভ কি, সব ইউটোপিয়ান হয়ে গেছে।
২৮| ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২০
দুরের পাখি বলেছেন: @ অলস ছেলে
এক নাম্বার শর্তডা কুথা থাইকা পাইলেন সেইটা বৈলা দিলে ভালু হয় না ?
দুই নাম্বার : হ নির্দিষ্ট দামের থাইকা বেশি হৈতে হৈব, নির্দিষ্ট দামডা কি ? আমি যদ্দুর জানি দেড় বিঘত দড়ির সমান মূল্যের ।
তিন নাম্বার : খাইচে, এইনা ওমরের কোন আকামের কথা কৈলেই ফাল পাইড়া উঠেন, ওমর কি করছে সেইটা ইসলাম না, কুরানে হাদিসে যা আছে সেইটা ইসলাম ।
দুইজন স্বাক্ষীর চাক্ষুষ প্রমাণেরডা ঠিকাছে । চোর নিজে স্বীকার করলে কানুন কি ? আমি জানি না । জানা থাকলে বৈলেন ।
আর ভাইডি, ফাল পাড়ার বয়স অনেকাগেই পার কৈরা আসছি । সারিয়াপু জানেন না বৈলা উনারে জানাইলাম । এদ্দুররেই ফাল মনে করলে , আমরার অন্য আচরণ ক্যামনে সহ্য কৈরা আছেন ভাবতেই গা শিরশির কৈরা উঠে ।
২৯| ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৮
মনির হাসান বলেছেন: @ লেখকঃ ধন্যবাদ বিষয়'টি গোচরে আনার জন্য
@অলস ছেলে ... শর্তপুরণ করে নিশ্চিত ভাবে প্রমান হলো সে চোর । এরপর শাস্তি হবে ... হাত কাটতে হবে ...
এখন ... ... আপনি কি হাত কাটা"টা সমর্থন করেন ?
হত্যা, চুরি, ব্যাভিচার এবং সম্ভবত মুর্তাদী .. এই চার'টার শাস্তির ব্যাপারেও কি আপনার সমর্থন আছে ।
হ্যা না এর মধ্যে উত্তর দিলে ভালো হয় ।
৩০| ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৫
হাসান মাহবুব বলেছেন: খুব কষ্ট লাগলো দেখে।
১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
ইমন জুবায়ের বলেছেন: কী আর করা!
৩১| ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৬
অলস ছেলে বলেছেন: এখন শর্তগুলান কৈত্থাইকা পাইছি, তার খোঁজ করতে হৈলে লাইব্রেরীতে যাইতে হৈবো, তারপর কিতাব বাইর কৈরা আনতে পারমু অবশ্যই, কিন্তু লাভ কি এই ব্লগের জন্য এত সময় দিয়া, এবং বইটা অবশ্যই আরবী হৈবো, তখন সৈটা পড়া আপনার কাম না, যেমন আপনার ইলেকট্রনিক্স পড়া আমার কাম না।
আপনি আমারে বিশ্বাস করলে মনে রাখেন এক নাম্বার শর্তটা আছে অবশ্যই, খুব বেশী যদি দরকার মনে করেন, আমি দুই এক সপ্তাহ সময় দিলে সম্পুর্ণ ইস্যুটা নিয়া লেখতে পারি, কিন্তু ব্লগের জন্য এই সময় দিতে ইচ্ছা নাই, আসল কাজেই দৌড়াইতাছি, পারতাছি না।
মূল্যমান টাও একদেড় বিঘত দড়ির সমান মুল্যের মত এত হাস্যকর হৈবো না, কনফার্ম।
কুরআন শরীফে যা আছে তা পরিপূর্ণ ইসলাম। বিশুদ্ধ প্রমাণিত হাদিসে যা আছে তাই ব্যাখ্যা সাপেক্ষে শরীয়ার অন্তর্ভূক্ত। তারপর সাহাবীদের কাজ ও ব্যাখ্যা সাপেক্ষে শরীয়ার অন্তর্ভূক্ত। এভাবে চৌদ্দ পনেরটা আছে শরীয়ার আইনের উৎস, ক্রমানুসারে এবং ব্যাখ্যাসাপেক্ষে। এর মধ্যে শেষের দিকে এসে সংশ্লিষ্ট এলাকার আচার ঐতিহ্যও আছে, আরবীতে বলে উরফ। আরো আছে, ইসতেহসান (আগে থেকে প্রচলিত বৈধতা, শরীয়া যারে নিষেধ করে নাই), ইজতেহাদ (পারসোনাল রিজনিং), ইজমা' (সর্বসম্মত ঐক্যমত), ক্বিয়াস (তুলনা), সদ্দ যারায়ে' (খারাপ পরিণতি রোধ) এবং আরো আরো।
আরবী কিছু ওয়েবসাইটে আছে ব্যাখ্যা।
Click This Link
আরবী উইকিতেও কিছু আছে।
Click This Link
কিতাব খোঁজলে, তাও আছে, সবই আছে, সময়সাপেক্ষ গবেষণার ব্যাপার। আমি গবেষক্ও না, পেটের দায়ে দৌড়াইতেছিও।
চোর নিজে স্বীকার করলে, তাহলে ইসলামী শরীয়াতে স্বাক্ষী লাগেনা। কিন্তু তখন দেখতে হয়, কেন সে স্বীকার করছে। কোন লোভ বা ভয় বা ব্ল্যাকমেইলিং বা অন্য যে কোন ধরণের পশ্চাত কারণ আছে, নাকি কেবল আল্লাহর ভয়েই স্বীকার করছে, সৈটা। তারপর্ও চুরির ক্ষেত্রে তখন অন্যান্য শর্তগুলো (মুল্যমান এবং বস্তুর নিরাপদ থাকা, চোরের অভাবী না হওয়া) থাকতে হবে চুড়ান্ত শাস্তি দেয়ার জন্য।
সবকিছুর উপর, ফাল পারা বা ঠেস মারার ভাব টা আপনার জন্য বিশেষ, নাস্তিক ঘরানার অন্য যে কেউ যা কিছু কৌক, আমার কিছু আসে যায় না। আপনেরে একটু একটু বন্ধু মনে করছি বৈলায় গুতাইলাম। ব্যাস, মতবিরোধ হলে প্রতিবাদ করমু, তবে অন্যকাউরে এম্নে কইতে দেখবেন না আমারে। দেখলে বকা দিয়েন। আর এইটাউ পচন্দ না হৈলে উইথড্রন সাথে দুকিত।
৩২| ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৫
অলস ছেলে বলেছেন: উইকিপিডিয়ার আগের লিংকটাতে আরবী থাকার জন্য কাজ কর্তাছে না, এইটা কর্বে কিনা জানি না।
মনির হাসান: জ্বি, হ্যা। ইসলামী রাষ্ট্রে এবং সব আনুষঙ্গিক শর্ত পূরণের পর।
৩৩| ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৮
ট্র্যানজিস্টার বলেছেন: তার মানে এই দাঁড়ালো যে অন্তত কিছু কিছু ক্ষেত্রে শরিয়তমোতাবেক চুরির জন্য হাত কেটে ফেলা যায়, তাই না?
৩৪| ১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
দুরের পাখি বলেছেন: @ অলস ছেলে
ঐ শর্ত কোরানে বা হাদিসে নাই এইটা নিশ্চিত । এখন ফেকাহ জাতীয় ব্যাপার স্যাপার টাইনা আনলে সমস্যা হাজারো । তিয়াত্তরলাখ ফেরকা তৈরী হয় ঐখানে গিয়াই । যাউগ্গা , ফান্দে পড়লে ফেকাহ ডাইক্যা আনা আবার ফান্দে পড়লে হাদিসরে অস্বীকার করার বালছাল নিয়া আগ্রহ বেশিদিন ধৈরা রাখা যায় না । অতএব, এমনেই জিগাইছিলাম আর কি, ইনস্ট্যান্ট মনে থাকলে বলার জন্য । নিজেরো একটু জ্ঞান বাড়াইতাম । অত কষ্ট করার দরকার নাই । অন্তত আমার জন্য না ।
দ্বিতীয় শর্তডা আমি মোটামুটি নিশ্চিত, দেঘ বিঘত/হাত/গজ এই তিনটার একটা । কওমি মোল্লাগো মাইঝখানে বড় হৈছিতো, এইগুলা ব্যাপারে অনেক স্মৃতি ।
"সবকিছুর উপর, ফাল পারা বা ঠেস মারার ভাব টা আপনার জন্য বিশেষ, নাস্তিক ঘরানার অন্য যে কেউ যা কিছু কৌক, আমার কিছু আসে যায় না। আপনেরে একটু একটু বন্ধু মনে করছি বৈলায় গুতাইলাম। "
ওক্কে । নো হার্ড ফিলিংস ।
৩৫| ১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:২২
মনির হাসান বলেছেন: ওক্কে অলস ছেলে ... আই গট ইট ...
৩৬| ১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:০৪
কেএসরথি বলেছেন:
আচ্ছা একটা কথা, যে লোকের লোন তাকে তার লোনের টাকা ফেরত দিয়ে দিলেই তো হয়। এই যাত্রায় মেয়েটা আর তার পরিবার বেচে যায়।
এই টাকা দেবার ক্ষমতা মেয়েটার পরিবারের হয়তো নেই, কিন্তু যেসব মানবাধিকার সংস্থা মেয়েটার জন্য চিৎকার করে গলা ফাটাচ্ছে, ওরা দিক।
এই যাত্রায় মেয়েটা তো বেচে যায়। এরপর এই বিষয়ের আইন গুলো কে সৌদি আদালত মার্জন করুক।
১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৬
ইমন জুবায়ের বলেছেন: আপনি ঠিকই বলেছেন।
৩৭| ১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১৩
সৌম্য বলেছেন: লেখাজোকা শামীম বলেছেন: ওই বিচারক বোনাস হিসেবে নিজের মেয়েকেও ওই ভদ্রলোকের সাথে বিয়ে দিতে পারত !!!!!!
১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:২০
ইমন জুবায়ের বলেছেন: মনের কষ্টে বলেছেন আর কী।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৪
েমাহাম্মদ িমজানুর রহমান বলেছেন: প্রথম আলো অনেক উদ্দেশ্যমূলক ও অতিরঞ্জিত রিপোটি করে থাকে। প্রথম আলোর রিপোর্টিং বিশ্বাস করার আগে একশবার ভাবতে হবে।