![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]
বাংলাদেশের মানুষকে রিকশা সর্ম্পকে কিছু বলা আর এসকিমোদের বরফ চেনানো একই কথা। অথচ, পূর্ব বাংলায় রিকশা কোথা থেকে এল-কত সাল থেকে এতদ্বঞ্চলে রিকশা চলতে শুরু করল, বা ১৯৪১ সালে ঢাকায় কতটি রিকশা ছিল- এসব প্রশ্নের উত্তরে ‘ইয়ে’ ‘ইয়ে’ করবেন অনেকেই। সে কারণেই রিকশার কাহিনীমূলক এ পোষ্ট ...
পালকি থেকে রিকশা
আগে ছিল কাহার-টানা পালকি; তারপর রিকশা। রিকশার উদ্ভব জাপানে । ১৮৬৮ খ্রিষ্টাব্দের দিকে। সেই জাপান দেশেও আগে ছিল মানুষ-টানা পালকি। তারপর রিকশা। ১৮৭০ সালের পর রিকশা সে দেশে জনপ্রিয় হয়ে ওঠে। কারণ একটাই। পালকির চেয়ে রিকশা দ্রুত দৌড়ায়। আর ঘোড়ার চেয়ে মানবশ্রম ছিল সস্তা। ঘোড়ারগাড়ি বড়লোকের বাহন।
নাম
মানবশক্তির শকট বা man-power carriage এর জাপানি হল nj jin-riki-sha.
কাজেই-
কে প্রথম বানাল ত্রিচক্রযান?
ঠিক কে প্রথম রিকশা বানাল আজও জানা যায়নি। মার্কিনিরা এই দাবী করে যে অ্যালবার্ট টোলম্যান নামে এক মার্কিন কামার নাকি মিশনারীদের জন্য ১৮৪৮ সালে প্রথম রিকশা তৈরি করে। কোথায়? ম্যাসাচুসেটস-এ। জায়গাটা আমেরিকার বোস্টনে।
অন্যরা বলে জোনাথন স্কোবি নামে একজন মার্কিন মিশনারী ১৮৬৯ খ্রিস্টাবের দিকে রিকশার উদ্ ভাবন করেন। জাপানে । স্কোবি থাকতেন জাপানের ইয়াকোহামায় । স্কোবির স্ত্রী ছিলেন চলৎশক্তিহীন, মানে ইনভ্যালিড। ইয়াকোহামায় রাস্তায় স্ত্রীর চলাচলের সুবিদাথেই নাকি স্কোবি রিকশা বানিয়ে ফেলেন! ...অন্যরা আবার বলে যে ইজুমি ইয়োসুকি রিকশার আবিস্কারক । সালটা ১৮৬৯। ইজুমি ইয়োসুকি নাকি রেস্তোঁরা মালিক ছিলেন । আবার এও শোনা যায় যে ১৮৮৮ সালে একজন মার্কিন বাপ্তিস্ত মিনিষ্টার রিকশার উদ্ ভাবন করেন।
বোঝা গেল ত্রিচক্রযান তৈরির ক্রেডিট সবাই নিতে চায়।
জাপান
জাপানিরা অবশ্য তিনজন ব্যাক্তিকে রিকশা আবিস্কারের কৃতিত্ব দেয়।
এরা হলেন- ইজুমি ইয়োসুকি, সুজুকি টোকুজিরো এবং তাকায়ামা কোসুকি। বলা হয় যে এরা সেই ১৮৬৮ সালেই রিকশা আবিস্কার করেছেন। এর কিছুকাল আগে জাপানের টোকিয়ো শহরের রাস্তায় অশ্ব শকট মানে ঘোড়াগাড়ি চলতে শুরু করে। ১৮৭০ খ্রিষ্টাব্দে টোকিও সরকার এই তিনজনকে রিকশা তৈরি ও বিক্রির অনুমতি দেয়। রিকশা চালানোর লাইসেন্স হিসেবে এই তিনজনের একজনের সীল লাগত অনুমতিপত্রে।
১৮৭২ খিষ্টাব্দে টোকিয়ো শহরে সর্বমোট রিকশার সংখ্যা ছিল ৪০,০০০ । তখন থেকেই এটি জাপানি জনগনের গমনাগমনের প্রধান বাহন হয়ে ওঠে।
এরপর আরম্ভ হয় রিকশার বৈদেশিক যাত্রা।
১৮৮০ সালের দিকে রিকশা পৌঁছয় ইন্ডিয়া । প্রথমে সিমলায়; এরপর কুড়ি বছর পর কলকাতায়। অর্থাৎ, ১৯০০ সালের দিকে রিকশা পৌঁছয় কলকাতায় । কলকাতায় সে সময় প্রচুর সংখ্যক চিনে বাস করত চায়নাটাউনে। চিনেরই প্রধানত রিকশা ব্যবহার করত। তবে মালামাল টানার জন্য যাত্রী বাওয়ার জন্য না ।
কোলকাতার রিকশা
এর ১৪ বছর পর তারা কলকাতার পৌরসভায় রিকশায় প্যাসেঞ্জার নেওয়ার জন্য অনুমতি চাইল। অনুমতি মিলল। কেননা, শীঘ্রই ভূমি থেকে উৎখাত হয়ে শহরে আসা কৃষকের প্রথম পেশা হয়ে উঠছিল রিকশা বাওয়া।
পূর্ব বাংলায়
আরও দশ পনেরো বছর কাটল। উনিশ শ তিরিশ ও চল্লিশের দশকে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে রিকশা হয়ে ওঠে জনপ্রিয়। ১৯১৯। বার্মা থেকে রিকশা প্রথম ঢোকে পূর্ব বাংলায়। চট্টগ্রামে। মজার কথা হল- ঢাকায় কিন্তু রিকশা চট্টগ্রাম থেকে আসেনি। এসেছে কলকাতা থেকে। নারায়নগঞ্জের ও ময়মনসিংহের নেত্রকোনার ইউরোপীয় পাট ব্যবসায়ীরা নিজস্ব ব্যবহারের জন্য কলকাতা থেকে সাইকেল রিকশা আনে। ঢাকায় চলত ঘোড়াগাড়ি, পালকি আর ধোলাই (ও অন্যান্য) খালের নৌকা। কাজেই নতুন ত্রিচক্রযানটি ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছিল।
প্রথম প্রথম ঢাকাবাসীরা সাইকেল রিকশা চাপতে চায়নি।
যাক। ১৯৪১ সালে ঢাকায় কতটি রিকশা ছিলো বলেন তো?
৩৭ টি।
আর ১৯৪৭ সালে ১৮১টি।
১৮৪৭ সালের আগে ঢাকা ছিল জেলাশহর। ১৯৫১ সালের আদমশুমারী অনুযায়ী জনসংখ্যা ছিল মাত্র ৬২,৪৬৯ জন!!! ১৯৯৮ সালে ৮০ লক্ষ। এবং রেজি রিকশা ১১২,৫৭২ টি!
আসলে তো আরও বেশি।
এই হল রিকশাকাহিনী।
ভবিষ্যতের রিকশা?
আধুনিক রিকশা নিয়ে চমৎকার একটি পোষ্ট
Click This Link
২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪
ইমন জুবায়ের বলেছেন: রিকশা তো তুলে দিচ্ছে। শুধু সাইকেল আর রিকশা চলবে-তেমন হলে তো ভালোই হয়।
ধন্যবাদ।
২| ২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
আকাশ অম্বর বলেছেন:
মজাই লাগলো এই রিকশাকাহিনী !!
ধন্যবাদ।
২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
৩| ২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
লেখাজোকা শামীম বলেছেন: ভবিষ্যৎ রিক্সার ছবিটা সবচেয়ে ভালো লাগল। তবে এখই পাওয়া যাচ্ছে ইলেট্রনিক রিক্সা।
২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
ইমন জুবায়ের বলেছেন: হ্যাঁ। শুনেছি।
৪| ২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
কিরিটি রায় বলেছেন: জানার আছে অনেক কিছূ!!!
ধন্যবাদ।
২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
৫| ২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩
রামন বলেছেন: এমন এক সময় ছিল যখন ঢাকা শহরে রিকসা উদ্যমগতিতে চলতো। আরএখন রিকসাগুলোকে দেখে মনে হয় এরা বাক্সবন্দি।
২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪
ইমন জুবায়ের বলেছেন: হ্যাঁ।
৬| ২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫
জনৈক আরাফাত বলেছেন: ভবিষ্যতের রিকশাটা বর্তমানে একধরণের মিশুক টাইপের গাড়ি এসেছে, যেগুলো রিকশার চেয়ে একটু দ্রুত চলে, সেটার মত দেখতে!
পোস্টের জন্য ধন্যবাদ।
২১ শে জুলাই, ২০০৯ রাত ৮:০৪
ইমন জুবায়ের বলেছেন: পলিউশন কম হলেই হল।
ধন্যবাদ।
৭| ২১ শে জুলাই, ২০০৯ রাত ৮:১২
তায়েফ আহমাদ বলেছেন: জেনে ভাল লাগল। ধন্যবাদ।
সংগীত ছাড়া ও যে আপনি অনেক খোঁজ খবর রাখেন- তা জেনে আরো ভাল লাগল!
২১ শে জুলাই, ২০০৯ রাত ৮:১৩
ইমন জুবায়ের বলেছেন: তাই?
ধন্যবাদ।
৮| ২১ শে জুলাই, ২০০৯ রাত ৮:২০
শয়তান বলেছেন: সামহ্যয়ারইনের অফিসেও একটা রিকশা আছে
২১ শে জুলাই, ২০০৯ রাত ৮:২২
ইমন জুবায়ের বলেছেন: আরে দারুন তো।
৯| ২১ শে জুলাই, ২০০৯ রাত ৮:২২
শাওন৩৫০৪ বলেছেন: দারুন....ভবিষ্যত রিক্সার ছবি কই থেইকা পাইলেন ভাই? আমি একটা অর্ডার দিতাম....
২১ শে জুলাই, ২০০৯ রাত ৮:২৪
ইমন জুবায়ের বলেছেন: নেটে পেলাম। অর্ডার দেওয়া যায় কি না জানি না।
১০| ২১ শে জুলাই, ২০০৯ রাত ৮:৩৫
সোহানা মাহবুব বলেছেন: রিক্সা ঢাকা থেকে উঠিয়ে দিলে একদিক থেকে ভাল,যানজট হয়তো কমবে।আবার খারাপও.......রিক্সা ছাড়া ঢাকা শহর কল্পনা করলে কেমন যেন ন্যাড়া ন্যাড়া লাগে।
আপনার রিক্সা পোস্ট ভাল লেগেছে।খুব অভিনব।
+++
২১ শে জুলাই, ২০০৯ রাত ৮:৩৯
ইমন জুবায়ের বলেছেন: রিকশা আসলে উঠে যাবেই। করার কিছুই নেই। জাপানে সময়মতো উঠে গেছে।
ধন্যবাদ।
১১| ২১ শে জুলাই, ২০০৯ রাত ৯:৩৪
সাইফ ইমাম বলেছেন: প্রিয় পোস্টে গেল +++
২১ শে জুলাই, ২০০৯ রাত ৯:৩৫
ইমন জুবায়ের বলেছেন: তাই?
১২| ২১ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৯
অমাবশ্যার চামচিকা বলেছেন: ভালো পোস্ট। প্লাস+
২১ শে জুলাই, ২০০৯ রাত ১১:০৯
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
১৩| ২১ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩০
একরামুল হক শামীম বলেছেন: ঢাকার রিক্সা নিয়ে আমিও একটা লেখা লিখেছিলাম
২১ শে জুলাই, ২০০৯ রাত ১১:১০
ইমন জুবায়ের বলেছেন: দেখছি। ধন্যবাদ।
১৪| ২১ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৬
আকাশচুরি বলেছেন: অনেক কিছু জানা হলো
২১ শে জুলাই, ২০০৯ রাত ১১:১০
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
১৫| ২১ শে জুলাই, ২০০৯ রাত ১১:১৬
শূন্য আরণ্যক বলেছেন: ভবিষৎ এর রিক্সাটা সবচে ভালো লেগেছে ।
গাড়ীও ফেইল !!
প্রিয় পোষ্ট ।
২১ শে জুলাই, ২০০৯ রাত ১১:১৭
ইমন জুবায়ের বলেছেন: হ্যাঁ, ব্রাদার; গাড়ীও ফেইল।
ধন্যবাদ।
১৬| ২১ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫০
কালো রঙের পাকা চুল বলেছেন: darun post
২২ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৫১
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
১৭| ২২ শে জুলাই, ২০০৯ রাত ১২:১৩
ঘাসফুল বলেছেন: চমৎকার লেখা
২২ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৫১
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা।
১৮| ২২ শে জুলাই, ২০০৯ রাত ২:১৫
দীপান্বিতা বলেছেন: ১মেই আপনাকে অনেক২ ধন্যবাদ জানাই
আপনার ব্লগে এলেই অনেক কিছু জানা যায়......যা মনের বিকাশ ঘটায়......
কলকাতায় মাঝে বলছিল টানা রিক্সা তুলে দেবে......যদিও এখনও অল্প-বিস্তর চলছে......টানা রিক্সা আর ট্রামের জন্য কলকাতাবাসী গর্বিত......
আপনি সময় করে পালকির কথাও বলুন না!......ওটার ছবিই অল্প২ দেখি
২২ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৫০
ইমন জুবায়ের বলেছেন: সত্যিই টানা রিক্সা আর ট্রামের জন্য কলকাতাবাসী গর্বিত......
হ্যাঁ। লিখব। পালকি নিয়েও লিখব।
অনেক অনেক শুভেচ্ছা।
১৯| ২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:১৬
প্রণব আচার্য্য বলেছেন: ++
২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:২৯
ইমন জুবায়ের বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা।
২০| ২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:২০
বুলবুল আহমেদ পান্না বলেছেন: প্রিয়তে নিলাম.....
সময় পাইলে - Click This Link
Click This Link
২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৩৩
ইমন জুবায়ের বলেছেন: দুটো লিঙ্কই ভালো লাগল।
ধন্যবাদ।
২১| ২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪৫
অপ্সরা বলেছেন: রিক্সার এতকিছু ইতিহাস!!!
২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫৭
ইমন জুবায়ের বলেছেন: হ্যাঁ তো।
২২| ২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৫:১৬
শফিউল আলম ইমন বলেছেন: বেশ তো চমৎকার ইতিহাস জানা হলো। আপনার কাছে প্রত্যাশা অনেক বেড়ে গেছে বুইঝেন কিন্তু।
অনেক ভালো থাকুন ইমন ভাই।
২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৭:০৯
ইমন জুবায়ের বলেছেন: প্রত্যাশা বেড়ে যাচ্ছে? হা হা হা।
অনেক ধন্যবাদ।
২৩| ২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:২৭
জটিল বলেছেন: কঠিন অবস্থা , চমৎকার
২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৩
ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।
২৪| ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪২
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: রিকশা আমার খুবি প্রিয় বাহন। বলতে গেলে রিকশা সম্পর্কে তেমন কিছু জানতাম না। আজ অনেক জানলাম।
অনেক ধন্যবাদ, দাদা।
১২ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৪৭
ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।
২৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০৯
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস++++++
Travel Bangladesh information
১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২০
ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।
২৬| ০১ লা জুন, ২০১২ রাত ১১:১১
এম. মিজানুর রহমান সোহেল বলেছেন: valo laglo.
০২ রা জুন, ২০১২ ভোর ৬:৪১
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
২৭| ০২ রা জুন, ২০১২ সকাল ৯:৩৫
ঘুমন্ত আমি বলেছেন: ভবিষ্যত্ রিকশাকে আমি রিকশা বলতে নারাজ ! মোটর কিংবা ব্যাটারি চালিত যানবাহন কখনো রিকশায় চড়ার মজাও দিতে পারবে না ।
০২ রা জুন, ২০১২ সকাল ১০:১৯
ইমন জুবায়ের বলেছেন: আমারও তাই মনে হয়।
ধন্যবাদ।
২৮| ০২ রা জুন, ২০১২ সকাল ৯:৪৬
আশফাকুল তাপস বলেছেন: এটা দেখি অনেক আগের পোস্ট।এ সম্পর্কিত ডকুমেন্টস বা বইপত্র হয়ত এখন আপনার কাছে আর নাই।যদি আমি পোস্টটা সেই সময় পড়তাম তাহলে জানতে চাইতাম যে টানা রিকশা থেকে সাইকেল রিকশার বিবর্তন কবে কিভাবে ঘটল।এটা এই পোস্টে ঠিক ক্লিয়ার হল না।কিন্তু পোস্টে যা পেয়েছি সেটাও অনেক।থ্যাংকস আপনাকে।
০২ রা জুন, ২০১২ সকাল ১০:২০
ইমন জুবায়ের বলেছেন: টানা রিকশা থেকে সাইকেল রিকশার বিবর্তন কবে কিভাবে ঘটল? এ ব্যাপারে জানতে পারলে অবশ্যই জানাব।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: রিকশা ছাড়া ঢাকা কল্পনা করা যায় না! এমন একটা শহর বানানো যায়, যেখানে কোনো যান্ত্রিক বাহন চলবে না, শুধু সাইকেল আর রিকশা চল্পবে