![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]
সাজেক।
কোথায় সাজেক?
সাজেক রাঙামাটির জেলার বাঘাইছরি উপজেলার একটি ইউনিয়ন সাজেক। বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন সাজেক আয়তনে বিশাল, বাংলাদেশের অনেক উপজেলার চেয়েও আয়তনে বড়। এটির অবস্হান খাগড়াছড়ি জেলা থেকে উত্তর-পুর্ব দিকে। মুল সাজেক বলতে যে স্হানকে বুঝায় সেটি হলো 'রুইলুই' এবং 'কংলাক' নামের দুটি বসতি, স্হানীয় ভাষায় 'পাড়া'। সমতল ভুমি থেকে প্রায় ১৮০০ ফুট উচ্চতায় অবস্হিত 'রুইলুই' এবং 'কংলাক' বসতি, (এই উচ্চতা আমার নিজের মাপা জিপিএস দিয়ে)। রুইলুই-এর উচ্চতা কিছুটা কম, প্রায় ১৭৮০ ফুট; সবচেয়ে উচু হলো কংলাক পাড়া, প্রায় ১৮০০ ফুট। (জেড ইসলামের জার্নি টু সাজেক থেকে। লেখাটার লিঙ্ক নিচে ...)
রাঙামাটি
তো, সাজেক-এর পটভূমিতে আমি একটি গল্প লিখেছিলাম। অন্ধকারে সব মুছে যাবার আগে। তখনও আমি জানতাম না যে সাজেকরাঙামাটির জেলার বাঘাইছরি উপজেলার একটি ইউনিয়ন । আমি মনে করেছিলাম সাজেক খাগড়াছড়িতে!
যাক। কি আর করা! গল্প তো লেখা হয়েই গেছে।
উৎসাহীরা পড়ে দেখতে পারেন।
আমার গল্পের ডাউনলোড লিঙ্ক (পড়া যাবে না বোধহয়। কেবল ডাউনলোড এর জন্য)
Click This Link
অথবা ডাউনলোডের জন্য
http://www.mediafire.com/?gvye3yjit2d
সাজেক নিয়ে জেড ইসলামের সেই চমৎকার লেখাটি
Click This Link
০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৮:১৭
ইমন জুবায়ের বলেছেন: ডকু রিমুভ হলেও ডাউনলোড করা যাবে।
হ্যাঁ, সেটাই। শিরদাঁড়া।
২| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩৯
দীপান্বিতা বলেছেন: সাজেক-এর যে ছবিটা দিয়েছেন খুব সুন্দর! ... ঘরগুলোয় থাকতে ইচ্ছে করছে
'এই উচ্চতা আমার নিজের মাপা জিপিএস দিয়ে' - জিপিএসটা কি?
গল্প ডাউনলোড করছি .....
০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪৩
ইমন জুবায়ের বলেছেন: জিপিএসটা যে কি? টেকনিক্যাল টার্ম। অন্য কাউকে বলতে হবে।
৩| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪৮
আকাশ_পাগলা বলেছেন: আপনার গল্পের কথা শুনে লাফ দিয়ে ঢুকলাম। পড়ে বলব। আপাতত + দিয়ে গেলাম।
০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০৪
ইমন জুবায়ের বলেছেন: ওকে।
৪| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫৯
দীপান্বিতা বলেছেন: জেড ইসলামের লিংক আসছে……আপনারটা আসছে না!
০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০৫
ইমন জুবায়ের বলেছেন: কেন -তখন ডাউনলোড হয়নি?
আমার এখান থেকে তো এল।
৫| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০৩
সামছা আকিদা জাহান বলেছেন: আপনি আসলে কে ভাই বলুনতো আমাকে?
আপনিতো আমার বিস্ময়ের সীমা অতিক্রম করে চলেছে।
০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০৭
ইমন জুবায়ের বলেছেন: আরে। আমি সামান্য মানুষ। এক কোণে পড়ে আছি। এই আর কী।
৬| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৭
আকাশ অম্বর বলেছেন:
esnips এর লেখাটা কিন্তু আসছে না, ইমন ভাই।
আপনি আপনার ওয়েবসাইটে লেখাটা তুলে দিয়ে সেটার লিংক দিতে পারেন।
০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২১
ইমন জুবায়ের বলেছেন: লেখা আসবে না। এটা জাস্ট ডাউনলোডের জন্য।
৭| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৯
দীপান্বিতা বলেছেন: হ্যা! এবার হল......পড়ে বলব কেমন লাগল..
০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২২
ইমন জুবায়ের বলেছেন: ঠিক আছে।
৮| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২৩
আকাশ অম্বর বলেছেন: ও আচ্ছা। ঠিক আছে তাহলে।
৯| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৪৮
সৌম্য বলেছেন: পাহাড়ের রানী সাজেক ভ্যালী। তার তুলনা সেই।
০৯ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫৪
ইমন জুবায়ের বলেছেন: হ্যাঁ।
১০| ১০ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৪১
আকাশ_পাগলা বলেছেন: লেখাটা আসছে না বস। কী করব ?
১০ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৫৪
ইমন জুবায়ের বলেছেন: ডাউনলোড করা যাবে।
১১| ১০ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪২
নতুন রাজা বলেছেন: ভাইয়া জিপিএস হচ্ছে জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেম। একটা ইনস্ট্রুমেন্ট, ছোট মোবাইলের মতো। ওটা দিয়ে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, সমুদ্র থেকে উচ্চতা মাপা যায়।
আপনার গল্পটা নামালাম। একটু পর পড়া শুরু করবো।
ভালো থাকবেন...
১০ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩
ইমন জুবায়ের বলেছেন: তথ্যের জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৮:১৪
দীপঙ্কর বলেছেন: Document removed due to copyright infringment
আমি যেটা পড়ছি সেটা কী? শিড়দাঁরা ?