![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]
প্রাচীন ব্যাবিলন নগর।
ব্যাবিলন নগরের অবস্থান ছিল প্রাচীন মেসোপটেমিয়ায়
এককালের জমজমাট রমরমা নগরটির এখনকার অবস্থা এখন এরকম। পরিত্যক্ত। ট্যুরিস্ট ও প্রত্নবিদ অধ্যুষিত।ব্যাবিলন ছিল প্রাচীন মেসোপটেমিয়ার নগর-রাষ্ট্র। প্রাচীন ব্যাবিলনিয়া সাম্রাজ্যের রাজধানী। বাগদাদের ৮৫ কিলোমিটার দক্ষিণে বাবিল প্রদেশের আল হিললা- প্রাচীন ব্যাবিলন নগরটি ছিল সেখানেই; ট্রাইগ্রিস ও ইউফ্রেতিস নদীর মাঝখানে।
ব্যাবিলন শব্দটি এসেছে আক্কাদিয় ভাষার বাবিলু থেকে। বাবিলু মনে ঈশ্বরের দরজা।হিব্রুভাষায় বাবেল।এর মানে কনফিউশন।প্রথমে ছোট নগর ছিল ব্যাবিলন।পরে খ্রিস্টপূর্ব ৩য় সহস্রাব্দের দিকে ধীরে ধীরে প্রসার লাভ করতে থাকে। ওই সময়েই গড়ে উঠতে থাকে প্রাচীন মেসোপটেমিয় রাজবংশগুলি। ২৩০০ খ্রিস্টপূর্বের দিকে ব্যাবিলন হয়ে ওঠে পবিত্র নগরী। হাম্মুরাবি ছিলেন ব্যাবিলনিয় সাম্রাজ্যের প্রথম রাজা। তাঁর রচিত আইন বিশ্বসভ্যতার আইনের ভিত্তি।
সেকালের মহিমা। ব্যাবিলনের ইশতার গেট।
সেকালের সৌন্দর্য।
ব্যাবিলন নগরের প্রধান আকর্ষন ছিল ঝুলন্ত বাগান- বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। কলদিয় রাজ ২য় নেবুচাদনেজার ঝুলন্ত বাগান নির্মান করেন । তাঁর সময়কাল: ৬০০ খ্রিস্টপূর্ব।
অসুস্থ্য স্ত্রীর বিনোদনের জন্য ২য় নেবুচাদনেজার ঝুলন্ত বাগান নির্মাণ করেছিলেন।
ঝুলন্ত বাগানের প্রাচীন ছবি
ব্যাবিলন নগরের আরেকটি আকর্ষন ছিল টাওয়ার অভ বাবেল।
উপকথামতে প্রাচীন সুমেরিয় সভ্যতার মানুষ টাওয়ারটি তৈরি করেছিল স্বর্গ ছোঁওয়ার জন্য।
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৪
ইমন জুবায়ের বলেছেন: বাধিত হইলাম।
২| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৪
কিরিটি রায় বলেছেন: দারুন।
আপনাকে শুধু ধন্যবাদ দিলে হবেনা... অনেক অনেক কৃতজ্ঞাও...
সংক্ষেপে কত কিছূ হাজির করছেন বলেই জানতে পারছি।
>
উপকথামতে প্রাচীন সুমেরিয় সভ্যতার মানুষ টাওয়ারটি তৈরি করেছিল স্বর্গ ছোঁওয়ার জন্য।
এখনকার শত তরা দালানে উঠলে উপকথার লোক গোলো কি ভাব? কিংবা টুইন টাওয়ারের টপ ফ্লোরে উঠলে
তবুও আজও তারা স্বর্গ ছুতে পরছে না!!!!! কি বিস্ময়কর না?
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৬
ইমন জুবায়ের বলেছেন: বিস্ময়কর তো বটেই।
৩| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৭
কিরিটি রায় বলেছেন: তরা = তলা
উপকথার লোক গোলো কি ভাব? = উপকথার লোক গোলো কি ভাবত?
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৮:৪০
ইমন জুবায়ের বলেছেন: হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আমিও ভাবছি সেকথা।
৪| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৮:৫১
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: অনেক সুন্দর.. ধন্যবাদ..
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৬
ইমন জুবায়ের বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৫| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৫
সায়েম মুন বলেছেন: অসুস্থ্য স্ত্রীর বিনোদনের জন্য ২য় নেবুচাদনেজার ঝুলন্ত বাগান নির্মাণ করেছিলেন।
------------------------ নেবুচাদনেজারের সুন্দর ভাবনা।
পোষ্টে +
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৭
ইমন জুবায়ের বলেছেন: হ্যাঁ। নেবুচাদনেজারের ভাবনাটি সুন্দর।
ধন্যবাদ।
৬| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৮
বাবুনি সুপ্তি বলেছেন: অনেক অনেক ভাল লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া।
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৯:০০
ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।
৭| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৯
ব্লগ ৪১৬ বলেছেন: ভালো হইছে....প্লাস দিলাম ও প্রিয়তে নিলাম....এই ধরনের পোষ্ট বেশী ভালো লাগে...পারলে আরো কিছু ছবি দিয়েন।
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৯:০১
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ। আচ্ছা, ছবি আরও দেব পরে।
৮| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৯:০৯
শয়তান বলেছেন: অনেকদিনের পুষে রাখা একটা প্রশ্নঃ এই শুন্যউদ্যান টা কি অর্থে সপ্তম আশ্চর্যের একটি হইলো ?
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৯:১২
ইমন জুবায়ের বলেছেন: গাছপালা ভর্তি অন্যরকম একটি দালান। তেমন কাঠামো বেশি ছিল না প্রাচীন পৃথিবীতে। এসব ভেবেই ...
৯| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৯:২০
পাপী বলেছেন: এই জিনিষটার অপেক্ষায় ছিলাম। ++
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৯:৩০
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
১০| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ইতিহাস ছবিতে ও কথায়।
খুব সুন্দর।
শুভেচ্ছা ইমন।
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৭
ইমন জুবায়ের বলেছেন: শুভেচ্ছা।
১১| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৪
আকাশ_পাগলা বলেছেন: অনেক অনেক প্লাস।
এ ব্যাপারটা নিয়ে জানার অনেক আগ্রহ ছিল।
আচ্ছা, ঝুলন্ত বাগানে কী ঝুলত ??? এই ব্যাপারটা বুঝি নাই।
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৮
ইমন জুবায়ের বলেছেন: ঝুলন্ত বাগান আসলে একটা পিরামিডের মতন ধাপযুক্ত দালান। সে দালানে মাটি ছিল, ঘাস ছিল-সেখানেই সে আমলের নানা গাছপালা ছিল। তাই ঝুলন্ত বাগানে আসলে কিছু ঝুলত না।
১২| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৭
আকাশ অম্বর বলেছেন: শেষের ছবিটা Al Khazneh মনে হচ্ছে।
ছবিগুলো দারুন।
ধন্যবাদ।
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৯
ইমন জুবায়ের বলেছেন: Al Khazneh কোথায়?
১৩| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:১৪
দীপান্বিতা বলেছেন: অপুর্ব
.
.
.
বাব্বা! 'অসুস্থ্য স্ত্রীর বিনোদনের জন্য ২য় নেবুচাদনেজার ঝুলন্ত বাগান নির্মাণ করেছিলেন।'
'ব্যাবিলন নগরের আরেকটি আকর্ষন ছিল টাওয়ার অভ বাবেল। '- এখন আর এর কোন অস্তিত্বই নেই?
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৪০
ইমন জুবায়ের বলেছেন: হ্যাঁ। অসুস্থ্য স্ত্রীর বিনোদনের জন্য ২য় নেবুচাদনেজার ঝুলন্ত বাগান নির্মাণ করেছিলেন।'
এখন কেবলি মাটির ঢিপি। কত কালের কথা।
১৪| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:১৫
রণদীপম বসু বলেছেন: চমৎকার ! +
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৪০
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
১৫| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৯
ত্রিশোনকু বলেছেন: অপুর্ব। + এবং প্রিয়তে।
আপনার জন্য উপহারঃ
By the rivers of babylon, there we sat down
Ye-eah we wept, when we remembered zion.
When the wicked
Carried us away in captivity
Required from us a song
Now how shall we sing the lords song in a strange land
Let the words of our mouth and the meditations of our heart
Be acceptable in thy sight here tonight
By the rivers of babylon, there we sat down
Ye-eah we wept, when we remembered zion.
By the rivers of babylon (dark tears of babylon)
There we sat down (you got to sing a song)
Ye-eah we wept, (sing a song of love)
When we remember zion. (yeah yeah yeah yeah yeah)
By the rivers of babylon (rough bits of babylon)
There we sat down (you hear the people cry)
Ye-eah we wept, (they need their God)
When we remember zion. (ooh, have the power)
-BONEY M.
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৪
ইমন জুবায়ের বলেছেন: হ্যাঁ। গানটার কথা মনে পড়ছিল লেখার সময়।
১৬| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৪
আকাশ অম্বর বলেছেন: Al Khazneh। ওটা পেত্রা নামক জায়গায়। জর্ডান। ইন্ডিয়ানা জোন্সে দেখেছিলাম।
ধন্যবাদ।
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৬
ইমন জুবায়ের বলেছেন: ওহ্ ।তা হলে বদলে দিচ্ছি।
১৭| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৫১
মুভি পাগল বলেছেন: +++++++++++++++
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৬
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
১৮| ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১২:২০
পল্লী বাউল বলেছেন: +++++++++++++++
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১২:২১
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
১৯| ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৮
প্লাটো বলেছেন: প্লাস। ছোট্ট একটি অনুরোধ ছিল। সকল ছবির নীচে সম্ভব হলে সংক্ষেপে দুই থেকে এক লাইনের বর্ননা বা ক্যাপশান রাখবেন ভবিষ্যতে।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১২:৪১
ইমন জুবায়ের বলেছেন: ঠিক আছে।ধন্যবাদ।
২০| ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৯
আকাশ_পাগলা বলেছেন: লেখক বলেছেন: ঝুলন্ত বাগান আসলে একটা পিরামিডের মতন ধাপযুক্ত দালান। সে দালানে মাটি ছিল, ঘাস ছিল-সেখানেই সে আমলের নানা গাছপালা ছিল। তাই ঝুলন্ত বাগানে আসলে কিছু ঝুলত না।
মর্মাহত হইলাম। আমি ভাবছিলাম কতকিছু না জানি ঝুলে ওইখানে।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১২:৪২
ইমন জুবায়ের বলেছেন: সেরকম তো সম্ভব না।
২১| ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৯
জেরী বলেছেন: +++
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৩
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
২২| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪০
মানবী বলেছেন: অসাধারন সুন্দর পোস্ট!!
ইরাক আক্রমনে এই শূণ্যোদ্যানটি ক্ষতিগ্রস্থ হয়েছে শুনেছিলাম, খুব খারাপ লেগেছিলো জেনে।
চমৎকার পোস্টটির জন্য অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ ইমন জুবায়ের।
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৩
ইমন জুবায়ের বলেছেন: প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে আরও পরে।
২৩| ১০ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৫০
ত্রেয়া বলেছেন: বহুবছর আগে আব্বুর উপহার ছিলো একটি বই নাম মনেহয় প্রাচীন পৃথিবী।লেখকের নাম এখন আর মনে নেই।অনেককিছু জেনেছিলাম বইটি থেকে।ব্যাবিলনের কথাও ঐ বই থেকেই পড়া।ঐ সময় এই ছবিগুলোই মুগ্ধ করছিলো।
আপনার পোষ্ট পড়ে অনেকদিন আগের বইটার কথা মনে পরলো।এভাবে সাজিয়ে কখনো ভেবে দেখিনি আপনার মত।
ধন্যবাদ।
১০ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:২১
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
২৪| ০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০১
দূর আকাশের নীল তারা বলেছেন: কিভাবে যাওয়া যায়, থাকার ব্যবস্থা কি, বিস্তারিত জানালে ভালো হয়।
০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৭
ইমন জুবায়ের বলেছেন: জায়গাটা ইরাকে। বাগদাদের কাছে। যুদ্ধের কারণে এখন না যাওয়াই ভালো। পরে যাবেন।
২৫| ১৪ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৫
ঘরকাতুরে বলেছেন: দারুন পোস্ট। শুধু নাম শুনেছিলাম। ছবি ব্দেখে আজ পুরোটা বুঝতে পারলাম।
১৪ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৪
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
২৬| ১৪ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৬
জুহো. বলেছেন: আজকাল ব্লগে কমসময় থাকেন মনে হয় ?
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৮:২৮
হেমায়েতপুরী বলেছেন: শোকেসায়িত করা হইল।