নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ত্যজ বাঙালী, আতরাফ মুসলমান ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ

ইমন জুবায়ের

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]

ইমন জুবায়ের › বিস্তারিত পোস্টঃ

লক্ষীবাঈ: ঝাঁসির রানী

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৩৪





ঝাঁসির রানী লক্ষীবাঈ। অসম সাহসী, হার না-মানা দৃঢ় মানসিক শক্তির অধিকারী এক নারী। ১৮ বছরে বিধবা, ২২ বছরে মৃত্যু ... কিন্তু তারপরও ইতিহাস মনে রেখেছে এই অতুলনীয় নারীকে ... যিনি স্বাধীন ভারত প্রতিষ্ঠার প্রথম পর্বে রেখেছিলেন অসামান্য অবদান, হয়ে উঠেছিলেন স্বাধীনতাকামী ভারতবর্ষের মানুষের প্রেরণার উৎস ...

















মানচিত্রে ব্রিটিশ ভারত। ভারতবর্ষে মুসলিম শাসন এবং ব্রিটিশ শাসনের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। মুসলিমরা বহিরাগত হলেও পরবর্তীকালে ভারতবর্ষের মাটির সঙ্গে মিশে গিয়েছিল, যে কারণে হিন্দুস্তান হয়ে উঠেছিল তাদের মাতৃভূমি। অপরদিকে বিটিশদের মনোভাব ছিল অত্যন্ত সংকীর্ণ ... তারা ভারতবর্ষকে ভেবেছে উপনিবেশ, এবং ভারতের জনগনকে ভৃত্য। সঙ্গত কারণেই সেই কায়েমী স্বার্থবাদী প্রভূত্বের বিরুদ্ধে রুখে উঠেছিল ভারতবর্ষের সংগ্রামী মানুষ ... যার নেতৃত্বে ছিলেন লক্ষীবাঈয়ের মতো অনন্য সাহসী নারীরা ...



১৮৩৫ খ্রিস্টাব্দের ১৯ নভেম্বর বারানসীর কাসি তে রানী লক্ষীবাঈ-এর জন্ম । বাবার নাম মরোপান্ত তামবে এবং মায়ের নাম ভগিরথীবাঈ। এরা ছিল মহারাষ্ট্রীয় ব্রাহ্মন, পেশায় রাজপুরোহিত। এরা কন্যার নাম রেখেছিলেন মনিকার্নিকা। অবশ্য আদর করে ডাকতেন মানু।





মনিকার্নিকা। (১৮৫৫ সালের ছবি। ) পরবর্তীকালের লক্ষীবাঈ।



মেয়েবেলায় মানু মিশুক এবং সুন্দর দেখতে ছিল বলে আত্বীয়স্বজনেরা ওকে ‘চামেলি’ বলেও ডাকত । শিক্ষাদীক্ষা অবশ্য ঘরেই হয়েছিল মানুর। চার বছর বয়েসে মা মারা যায়। বলতে গেলে বাবার কাছেই মানুষ। বাবা মরোপান্ত তামবে বিথুরেরর পেশোয়া দরবারে চাকরি করতেন। বিথুর জায়গাাটা উত্তর প্রদেশের কানপুর শহরের কাছে। (ক্রিকেটের কারণে কানপুর শহরটি তো আমাদের অজানা নয়। ) ...যাক। বিথুর- এর শাসক ছিলেন রাজা বাজী রাও পেশওয়া। মানু ছিল রাজার চোখের মনি। রাজা মানুকে ‘ছাবেলি’ বলে ডাকতেন । পরবর্তীকালে এই ছাবেলিই হয়ে উঠেছিল অসম সাহসী এক নারীযোদ্ধা।

যাক। এরপর মানুর বাবা মরোপান্ত তামবে ঝাঁসির মহারাজার দরবারে যোগ দিলেন।

মানুর বয়স তখন ১৩।





মানচিত্র ঝাঁসি। এই ঝাঁসিই হয়ে উঠেছিল রানী লক্ষীবাঈ-এর কর্মক্ষেত্র। ঝাঁসিকে তিনি ইতিহাসের পৃষ্টায় অনন্য মর্যাদায় স্থান দিয়েছেন ... ঝাঁসি আর লক্ষীবাঈ যেন অভিন্ন ...আজও ব্রিটিশবিরোধী প্রতিরোধ আন্দোলন শেষ হয়নি, আজও ঝাঁসির প্রেরণা ফুরোয়নি ...



ঝাঁসির মহারাজার নাম রাজা বাল গঙ্গাধর রাও নিউওয়ালকার। রাজার সঙ্গে বিয়ে হল মানুর। যদিও স্বামীর সঙ্গে বয়েসের ফারাক ছিল চল্লিশ বছর। বিয়ের সময় মানুষ বয়স ১৪ বছর। যা হোক। রাজা মানুর নতুন নাম দিলেন- লক্ষীবাঈ।





ঝাঁসির মহারাজা রাজা বাল গঙ্গাধর রাও নিউওয়ালকার। ইনিই নবপরিণীতা স্ত্রীর নাম বদলে রেখেছিলে লক্ষীবাই। এ নামেই পরিচিত হয়ে উঠেছিলে মানু ...





ঝাঁসির রাজদরবারে মরোপান্ত তামবের প্রভাব ছিল। কাজেই লক্ষীবাঈ স্বাধীনতা ভোগ করত, কেবল অন্দরমহলে আটকে ছিল না। অশ্বারোহনসহ তীরধনুক শিক্ষা করতেন নিয়মিত। এমন কী ঘনিষ্ট সহচরীদের নিয়ে খেলাচ্ছলে গড়ে তুলেছিলেন সৈন্যের দল। তখন কে জানত ... এ অভিজ্ঞতা একদিন বাস্তব সমরে কাজে লাগবে!







লক্ষীবাই।



১৮৫১ সালে লক্ষীবাই একটি পুত্রসন্তান প্রসব করেন। রাজা সে পুত্রের নাম রাখেন দামোদর রাও। রাজা অসম্ভব ভালোবাসতেন পুত্রকে। যদিও শিশুটি মারা যায়। রাজা শোকগ্রস্থ হয়ে পড়েন। অসুখে পড়েন। যা হোক। রাজা আনন্দ রাও নামে একটি শিশুকে দত্তক নেন । পরে অবশ্য শিশুটির নাম রাখা হয়েছিল দামোদর রাও । যাহোক। ২১ নাভেম্বর ১৮৫৩ খ্রিস্টাব্দে ঝাঁসির মহারাজা রাজা বাল গঙ্গাধর রাও নিউওয়ালকার মারা যান।







সতীদাহ প্রথা। ১৮২৯ খ্রিস্টাব্দে নির্মম প্রথাটি ব্রিটিশরা বাতিল করে। নইলে স্বামীর সঙ্গে লক্ষীবাঈকে সহমরণ যেতে হত। অথচ এই ব্রিটিশদের বিরুদ্ধেই লক্ষীবাঈকে রুখে দাঁড়াতে হয়েছিল। একে কি বলা যায়?





আনন্দ রাও যেহেতু ঝাঁসির রাজপরিবারের রক্তের সন্তান ছিল না সে হেতু তৎকালীন গর্ভনর জেনারেল লর্ড ডালহৌসি প্রবর্তিত Doctrine of Lapse ( বাংলা মনে পড়ছে না) অনুযায়ী ঝাঁসি ব্রিটিশ প্রশাসনের নিয়ন্ত্রনে চলে যায়। ১৮৫৪ খ্রিস্টাব্দে লক্ষীবাঈকে ৬০,০০০ রুপি পেনশন দেওয়া হয় এবং তাঁকে ঝাঁসির দূর্গ ত্যাগ করতে বলা হয়।







গর্ভনর জেনারেল লর্ড ডালহৌসি। ১৮১২ খ্রিস্টাব্দে স্কটল্যান্ড ক্যাসলে জন্ম গ্রহন করেন। পড়াশোনা করেছেন অক্সফোর্ডে। ২৫ বছর বয়েসে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন। ১৮৪৮ সালের ১২ জানুয়ারি ভারতের গর্ভনর জেনারেল নিযুক্ত হন। এরপর ১৮৫৬ খ্রিস্টাব্দ অবধি - এই ৮ বছর ভারত শাসন করেন। এ সময় কুখ্যাত Doctrine of Lapse নীতি অনুযায়ী প্রকৃত উত্তরাধিকারী না থাকলে রাজ্যটি ব্রিটিশদের অধীন হয়ে পড়ত। এই ডকট্রিন অভ ল্যাপস- এর কারণেই ১৮৫৭ খ্রিস্টাব্দে ভারতবর্ষে সিপাহী বিপ্লব সংগঠিত হয়।




লক্ষীবাঈ পেনশন ভাতা প্রত্যাখ্যান করে ব্রিটিশ আইনবিদের সঙ্গে পরামর্শ করা সিদ্ধান্ত নেন। পরে লন্ডনের আদালতে শুনানীর জন্য মামলা দায়ের করেন। ব্রিটিশ আলাদত ভারতবর্ষের নেটিভদের আবেদন শুনবে কেন! তারা রানীর আপিল খারিজ করে দেন। রানীকে ঝাঁসি দূর্গ পরিত্যাগ করতে বলা হল। কিন্তু ঝাঁসিকে মুক্ত রাখতে দৃঢ় শপথ নিলেন লক্ষীবাঈ। এবং রানীর সামনে এক অভূতপূর্ব সূযোগ চলে আসে। কেননা, ১৮৫৮ খ্রিস্টাব্দে ভারতবর্ষজুড়ে ব্রিটিশবিরোধী সিপাহী বিপ্লব আগুন ছড়িয়ে পড়ে।







ঝাঁসি দূর্গ । লক্ষীবাঈ এখানেই ব্রিটিশবিরোধী প্রতিরোধ গড়ে তুলেছিলেন।







ঝাঁসি দূর্গ । আজও এ দূর্গের প্রতিটি পাথর যেন সেই গৌরব এবং আত্মত্যাগের কথাই বলে ...



১৮৫৭ সালে ১০ মে। মিরাট-এ সিপাহী বিপ্লবের আগুনের সর্ব প্রথম স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল । আগেই বলেছি, সিপাহী বিপ্লবের অন্যতম কারণ ছিল ডালহৌসির কুখ্যাত ‘ডকট্রিন অভ ল্যাপস’। কারণ, স্থানীয় রাজার সম্পদ বাজেয়াপ্ত করার ফলে ভারতীয় সিপাহীরা চাকরি হারাচ্ছিল। ফলে চাকরিচ্যূত সিপাহীদের মধ্যে বাড়ছিল হতাশা এবং ক্ষোভ।







১৮৫৮ খ্রিস্টাব্দের সিপাহী বিপ্লব। সে সময় একটি গুজব ছড়িয়েছিল ... ব্রিটিশ সৈন্যদের ব্যবহৃত এনফিল্ড রাইফেলের নতুন বুলেট শূকর-এর চর্বি দিয়ে মোড়ানো। ব্রিটিশ সৈন্যবাহিনীতে ভারতীয় নেটিভরা ছিল। মুসলিম সৈন্যদের শূকর নিষিদ্ধ। যা হোক। ব্রিটিশ কর্তৃপক্ষ নতুন বুলেট নিষিদ্ধ করে। এবং সৈন্যবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যেগ গ্রহন করে। যদিও সিপাহীরা বহু সংখ্যক ব্রিটিশ সৈন্য এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানীর কর্মচারীদের হত্যা করে।



সিপাহী বিপ্লব অন্যতম কেন্দ্র হয়ে ওঠে ঝাঁসি । রানী লক্ষীবাঈ বিক্ষুব্দ সৈনিকদের ব্রিটিশদের বিরুদ্ধে সংহত করতে থাকেন। অন্যান্য স্থানীয় রাজাদের সাহায্য কামনা করেন।







ভারতবর্ষের মানচিত্রে ঝাঁসির অবস্থান



রানী লক্ষীবাঈ নিয়মিত সৈন্যের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে থাকেন। যে সৈন্যবাহিনীতে নারীরা যোগ দিয়েছিল। অভিজ্ঞ সেনাধ্যক্ষরা রানীর পাশে দাঁড়াল।







রানীর প্রতি পরবর্তী কালের ভারতীয় স্থপতির শ্রদ্ধা



স্যার হিউ রস- এর নেতৃত্বে ১৮৫৮ সালের জানুয়ারি মাসে ব্রিটিশ সৈন্যরা ঝাঁসির অভিমূখে এগুতে থাকে। রানী অত্যন্ত কার্যকরী এক প্রতিরক্ষা গড়ে তোলেন। ব্রিটিশরা ঝাঁসি অবরোধ করে। ২ সপ্তাহ ধরে চলে সংঘর্ষ। ব্রিটিশরা ঝাঁসি দূর্গে ভয়াবহ গোলা বর্ষন করতে থাকে । (এটি ব্রিটিশরা এখনও করে যাচ্ছে বিশ্বের নানা প্রান্তে। এখন করছে লিবিয়ায়। অবশ্য এ কথা বলার মানে এই নয় যে আমি গাদ্দাফির পক্ষে ... ) ...যাক। ঝাঁসি অবরোধকালে নারীরা সৈন্যদের জন্য খাদ্য ও অস্ত্রবহন করে। স্বয়ং রানী প্রতিরক্ষা ব্যবস্থার তত্ত্বাবধান করেন। অবশ্য মাত্র ১,৫৪০ সুশৃঙ্খল সৈন্য নিয়ে ব্রিটিশরা ঝাঁসি দখল করে নেয়। রানী পুরুষের ছদ্মবেশে রাতে অন্ধকারে সেই দত্তক পুত্রটিকে নিয়ে দেওয়াল টপকে পালিয়ে যেতে সক্ষম হন, যে ছেলেটিকে ঝাঁসির সিংহাসনে বসানোর জন্য জীবন বাজী রেখেছিলেন।

ব্রিটিশরা ঝাঁসি জয় করে বাবা মরোপান্ত তামবে কে ফাঁসি দেয়! এবং রাজ্যটিকে ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে সংযুক্ত করে।







ভারতবর্ষের মানচিত্রে গোয়ালিয়রের অবস্থান । রানী লক্ষীবাঈ এখানেই নিহত হন।




লক্ষীবাঈ কালপি নামক স্থানে শিবির স্থাপন করেন। অন্যান্য বিদ্রোহীর সঙ্গে তাঁর যোগাযোগ হয়। ...এর মধ্যে অন্যতম ছিলেন তাতয়া তোপি। যা হোক। ব্রিটিশরা ঘিরে ফেলছিল। আর যুদ্ধ করে জেতা সম্ভব হচ্ছিল না। ব্রিটিশরা উন্নত প্রযুক্তির অধিকারী। বিজ্ঞানকে তারা ব্যবহার করেছে মারণাস্ত্র তৈরির কাছে।

... ঐ বছরই ১৭ জুন লক্ষীবাঈ গোয়ালিয়র যুদ্ধে নিহত হন।

তিনি পুরুষবেশে ছিলেন। তাঁর অনুগত সৈন্যরা মৃতদেহটি গোপনে সরিয়ে ফেলে দ্রুত চিতায় তুলে দেয়। কেননা, ব্রিটিশ সৈন্য কর্তৃক লাঞ্ছিত হওয়ার আশঙ্কা ছিল। লক্ষীবাঈ সম্বন্ধে এক ইউরোপীয় উৎসে বলা হয়েছে ...

Because of her bravery, courage, and wisdom, and her progressive views on women's empowerment in 19th century India, and due to her sacrifices, she became an icon of Indian independence movement. The Rani was memorialized in bronze statues at both Jhansi and Gwalior, both of which portray her on horseback.







শিল্পীর চোখে অশ্বারোহী রানী। রানী লক্ষীবাঈকে নিয়ে লেখা হয়েছে অজস্র গল্পকাহিনী আর আঁকা হয়েছে অজস্র ছবি ...








রানীর প্রতি ভারতবর্ষের শ্রদ্ধা



তথ্যসূত্র:



Click This Link



Click This Link



http://en.wikipedia.org/wiki/Rani_Lakshmibai



ছবি: ইন্টারনেট

মন্তব্য ১১১ টি রেটিং +৪৭/-০

মন্তব্য (১১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৩৮

পটল বলেছেন: অনেক কিছু জানা হলো।
ধন্যবাদ।

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৪৪

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ

২| ২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৩৮

বৃষ্টিধারা বলেছেন: খুব ভালো লাগলো ভইয়া ।

অনেক কিছু জানলাম ।

শুভ কামনা ।

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৪৪

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ

৩| ২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৪১

রাষ্ট্রপ্রধান বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-)

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:৪০

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৪| ২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৪২

ফাহিম আহমদ বলেছেন: ইমন ভাই প্রথমে প্লাচ লন,,, এবার পড়ি

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:৪১

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ ফাহিম ।

৫| ২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৪৪

অরুদ্ধ সকাল বলেছেন:
উইকি থেকে এখানেই পড়তে ভালো লাগছে

ধন্যবাদ

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:৪২

ইমন জুবায়ের বলেছেন: উইকির পরিবেশনের চেয়ে আয়োজন ভালো।
ধন্যবাদ কবি।

৬| ২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৪৬

আরিয়ানা বলেছেন: চমৎকার লেখা। ভাল লাগলো।

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:৪৩

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৭| ২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৪৮

রাইসুল জুহালা বলেছেন: ভালো লাগলো আপনার 'মেয়েবেলা' শব্দের ব্যবহার। তসলিমার লেখার সাহিত্যমূল্য যাই হোক, আর সে যাই করুক, বাংলা ভাষায় একটা নতুন শব্দ যোগ করেছে। ঝাঁসির রানীর সম্বন্ধে মোটামুটি জানা ছিল, আরও ডিটেইলস জানলাম। বন্দুকের গুলির ব্যাপারটা কি শুধুই গুজব নাকি এর সত্যতাও কিছুটা ছিল? নিরপেক্ষ ইতিহাস কি বলে এই বিষয়ে?

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:৪৫

ইমন জুবায়ের বলেছেন: ... বন্দুকের গুলির ব্যাপারটা কি শুধুই গুজব নাকি এর সত্যতাও কিছুটা ছিল? ...
এই বিষয়ে আমি আজও কোনও নিরপেক্ষ সিদ্ধান্ত আসতে পারিনি। তবে মনে ভাবনা উদয় হয়-চতুর ইংরেজরা অমন বেমক্কা কর্ম করতে যাবে কেন?
ধন্যবাদ।

৮| ২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৫৩

ভুত. বলেছেন: অনেক অজানা কিছু জানলাম। ঝাঁসির রানি সম্পর্কে কিছু জানতাম, এখন ডিটেইল জানলাম।
+++++

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:৪৫

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৯| ২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৫৩

হিরম্ময় কারিগর বলেছেন: জানলাম বিখ্যাত ঝাসিঁ কি রাণী সম্পর্কে। কৃতজ্ঞতা ইমন জুবায়ের।

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:৪৬

ইমন জুবায়ের বলেছেন: ঝাসিঁ কি রাণী আজও প্রেরণার উৎস হয়ে রয়েছেন।
ধন্যবাদ।

১০| ২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৫৫

শিরীষ বলেছেন: আরো একটা মুগ্ধ হবার মত ইতিহাস চয়ন।
অনেক ধন্যবাদ ইমন ভাই।

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:৪৭

ইমন জুবায়ের বলেছেন: ভারতবর্ষের ইতিহাসের বাঁকে বাঁকে কত না অজানা অধ্যায় ...তা কে পড়ে শেষ করতে পারে?
ধন্যবাদ, কবি।

১১| ২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:০০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: জানলাম :) :)

ধন্যবাদ ভাইয়া!!

কেমন আছেন?

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:৪৮

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
নির্বাচন নিয়া ব্যস্ত আছি :P

১২| ২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:০৬

নষ্ট কবি বলেছেন: হিরম্ময় কারিগর বলেছেন: জানলাম বিখ্যাত ঝাসিঁ কি রাণী সম্পর্কে। কৃতজ্ঞতা ইমন জুবায়ের।

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:৪৮

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১৩| ২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:১৩

বরফ গলা পািন বলেছেন: অনেক কিছু জানলাম।











ধন্যবাদ।

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:৪৯

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১৪| ২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:১৭

রাজামশাই বলেছেন: মজার বিষয় - ঐ সময় স্বশিক্ষায় শিক্ষিত হইয়াও - অনেকে মানুষ পাওয়া যাইতো।

ইদানিং - বহু শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার পরও - ঐ গুলা থাইক্যা মানুষ কয়টা বাইর হয় ভাবার বিষয় ।

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:৫১

ইমন জুবায়ের বলেছেন: কথা তো সেটাই।

শাহ্ আবদুল করিমের একটা গান আছে ...

করি যে ভাবনা /সেদিন আর পাব না
ছিল বাসনা/সুখি হইতাম ...
দিন হতে দিন / আসে যে কঠিন
করিম দীহহীন /কোন পথে যাইতাম

১৫| ২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:১৯

নিয়নের আলো বলেছেন: ঝাঁসির রানী লক্ষীবাঈ সম্পর্কে খুব বেশি কিছু জানা ছিলনা।পোস্টটি ভালো লাগলো। পোস্টে দেওয়া রানীর ভাস্কর্যের ছবিটা ভালো লেগেছে।ভালো থাকবেন।

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:৫২

ইমন জুবায়ের বলেছেন: লক্ষ করেছেন ভাস্কর কি নিবিড় ভাবে পাথর খোদাই করেছেন। একে বলে ভালোবাসা একে বলে শ্রদ্ধা।
ধন্যবাদ।

১৬| ২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:২২

সাধারণী বলেছেন: অনেক কিছু জানলাম । ধন্যবাদ।

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ২:২৪

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১৭| ২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:২৩

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: এতদিন নাম শুনেছি, আজ জানলাম অনেক কিছুই, পোষ্টের জন্য ধন্যবাদ। ++

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ২:২৪

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১৮| ২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:৫০

মোঃ আরিফ উদ্দিন বলেছেন: খুব ভাললাগলো। তথ্য সমৃদ্ধ লেখা।

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ২:২৫

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১৯| ২৮ শে মার্চ, ২০১১ দুপুর ২:৫১

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ জানিনা প্রায একটা বিষয়ে জানানোর জন্য...

২৮ শে মার্চ, ২০১১ বিকাল ৩:০৯

ইমন জুবায়ের বলেছেন: : ধন্যবাদ।

২০| ২৮ শে মার্চ, ২০১১ দুপুর ২:৫৩

রাতুলবিডি বলেছেন: ১৭৫৭ তে বাংলা বিহার উড়িষ্যার পতন, পরবর্তিতে দক্ষ্যিনে টিপুর পতন, এবং আরো অন্যান্য জায়গায় পতনের পর মোগলরা থেকে যায় ক্ষমতাহীন, কাগুজে সরকার হিসেবে। ১৭৯৩ এ চিরস্হায়ী বন্দোবস্ত চালু হয়। ভারত হয়ে যায় কার্যত পরাধীন রাষ্ট্র।

১৮০৩ সালে মুসলিম ধর্মীয় নেতা শাহ আব্দুল আজীজ ভারতকে দারুল হরব ফতোয়া দেন। অর্থ্যাৎ, ভারত শত্রু আক্রন্ত দেশ, এখানে প্রত্যেক মুসলমানের জন্য জিহাদ ফরজ। তার এই ফতোয়া মুসলিম সমাজে ব্যাপক আলোড়ন তুলে। স্বাধিনতা ও জিহাদ সংগঠিত হতে থাকে।

১৮২৫ এর কাছাকাছি সময়ে সৈয়দ আহমাদ বেরলভী এবং ইসমাঈল শহিদ স্বাধীন ইসলামী রাষ্ট্র গড়ে তোলেন পান্জাবের কিছু অংশ আর সীমান্ত প্রদেশ প্রায় পুরাটা নিয়ে। ১৮৩১ এ বালাকোটের যুদ্ধে পরাজিত ও শহীদ হলে স্বাধিনতা আন্দোলন বড় রকমের ধাক্কা খায়। বাংলার সন্তান তীতুমীর হজে গিয়ে সৈয়দ আহমাদ বেরলভী এর নিকট জেহাদের বয়াত (শপথ) নেন। দেশে ফিরে এসে তিনিও প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেন, বাশের কেল্লা বানিয়ে।

১৮৪০ -এ মুক্তি আন্দোলনের দায়িত্ব আসে হাজী এমদাদুল্লাহ এর হাতে। এবার পরিকল্পনা হয় হিন্দু-মুসলিম যৌথ ভাবে যুদ্ধ করতে হবে। কিন্তু পুরাপরিকল্পনা বাস্তবায়িত হতে পারেনি। ১৮৫৭ এর মহাবিপ্লব, যদিও একে অনেকে সিপাহী বিপ্লব বলে, এটি ছিল সর্বস্তরের মিলিত বিপ্লব। এতে যোগ দিয়েছিল নানা সাহেব, ঝাঝির বানী সহ অনেকেই যারা সবাই সিপাহী না।

১৮৫৭ এর মুল সমস্যা ছিল আন্দোলনেক দিকে সংগঠিত হবার আগেই, অন্যদিকে পতন হয়ে যায়!

২৮ শে মার্চ, ২০১১ বিকাল ৩:১১

ইমন জুবায়ের বলেছেন: ১৮৫৭ এর মহাবিপ্লব, যদিও একে অনেকে সিপাহী বিপ্লব বলে, এটি ছিল সর্বস্তরের মিলিত বিপ্লব। এতে যোগ দিয়েছিল নানা সাহেব, ঝাঝির বানী সহ অনেকেই যারা সবাই সিপাহী না।

সহমত।

অনেক ধন্যবাদ, বিস্তারিত আলোচনার জন্য।

২১| ২৮ শে মার্চ, ২০১১ বিকাল ৩:৪৯

জেরী বলেছেন: +++

জিটিভিতে ঝাঁসির রাণী লক্ষীবাঈকে নিয়ে একটা সিরিয়াল দেখায় ছোটবেলার পর্যন্ত নিয়মিত দেখেছিলাম পরে রাণী যখন বড় হলো তখন আর নিয়মিত দেখা হয়নি বলে আফসোস ছিলো

২৮ শে মার্চ, ২০১১ বিকাল ৪:৩৩

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

২২| ২৮ শে মার্চ, ২০১১ বিকাল ৪:৪১

বড় বিলাই বলেছেন: একজন সত্যিকারের যোদ্ধা একেই বলে।

২৮ শে মার্চ, ২০১১ বিকাল ৫:০৯

ইমন জুবায়ের বলেছেন: আসলেই।
ধন্যবাদ।

২৩| ২৮ শে মার্চ, ২০১১ বিকাল ৫:৫৩

পদ্ম।পদ্ম বলেছেন: খুব ভাল পোস্ট

২৮ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:১০

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

২৪| ২৮ শে মার্চ, ২০১১ রাত ৯:২৪

অন্ধ আগন্তুক বলেছেন: রাণী লক্ষীবাঈ এর জন্য শ্রদ্ধার্ঘ্য ,

এবং আরেকটি ইমন জুবায়েরি পোস্ট ।


আরেকটু যোগ করি , তাতায়া টোপি এবং নানাসাহেব এর সম্পর্কে জানার আগ্রহ রইলো ।

শুভকামনা ইমন ভাই , ভোটিং জারি আছে । :)

২৮ শে মার্চ, ২০১১ রাত ৯:৩৮

ইমন জুবায়ের বলেছেন: তাতায়া টোপি এবং নানাসাহেব যথাসময়ে জানাব।
অনেক ধন্যবাদ।

২৫| ২৯ শে মার্চ, ২০১১ রাত ১২:৩৯

শায়মা বলেছেন: ঝাসির রানী আমার প্রিয় মানুষ!:)

২৯ শে মার্চ, ২০১১ ভোর ৬:৪১

ইমন জুবায়ের বলেছেন: তাই?

২৬| ২৯ শে মার্চ, ২০১১ রাত ১:৩৩

বায়োবোট বলেছেন: গংগা'র একটা ঘাট আছে, নাম মনিকার্ণিকা ঘাট। সম্ভবত তীর্থস্থান।
মনে হয় কোনো যোগসূত্র আছে।

২৯ শে মার্চ, ২০১১ ভোর ৬:৪২

ইমন জুবায়ের বলেছেন: হ্যাঁ। থাকতে পারে।
ধন্যবাদ।

২৭| ২৯ শে মার্চ, ২০১১ রাত ১:৫৫

নীল ভোমরা বলেছেন: চমৎকার পোস্ট!

২৯ শে মার্চ, ২০১১ ভোর ৬:৪২

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

২৮| ২৯ শে মার্চ, ২০১১ ভোর ৫:৪৩

কামরুল হাসান শািহ বলেছেন: অনেক কিছু জানলাম

২৯ শে মার্চ, ২০১১ ভোর ৬:৪২

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

২৯| ২৯ শে মার্চ, ২০১১ ভোর ৬:৫৯

শায়েরী বলেছেন: উনার শুধু নাম জানতাম
আর কিছুনা
এখন অঙ্ক কিছু জানলাম
ধন্যবাদ আপনাকে

২৯ শে মার্চ, ২০১১ সকাল ৭:১১

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৩০| ২৯ শে মার্চ, ২০১১ সকাল ৭:২৬

অ্যামাটার বলেছেন: প্রিয়তে নিয়ে গেলাম। লক্ষিবাঈয়ের গৌরবগাঁথা ইতিহাস যখন থেকে শুনেছি, তখন থেকেই তার ভক্ত।

২৯ শে মার্চ, ২০১১ সকাল ৮:৪৩

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ অ্যামাটার।

৩১| ২৯ শে মার্চ, ২০১১ সকাল ৮:৫১

জসিম বলেছেন: ভালো লাগার পোস্ট.

২৯ শে মার্চ, ২০১১ সকাল ৯:৩১

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ

৩২| ২৯ শে মার্চ, ২০১১ সকাল ৯:৪৫

আকাশের তারাগুলি বলেছেন: লক্ষ্মী বাঈ নিয়ে কখনো জানার আগ্রহ হয়নি, কিন্তু পড়ে বিস্মিতই হয়েছি।
অনেক জানলাম+

২৯ শে মার্চ, ২০১১ সকাল ১০:৩৭

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ

৩৩| ২৯ শে মার্চ, ২০১১ সকাল ১০:৫৭

বাদ দেন বলেছেন: চমতকার লেখা ।

২৯ শে মার্চ, ২০১১ সকাল ১১:০৮

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ

৩৪| ২৯ শে মার্চ, ২০১১ বিকাল ৪:১১

তুবা বলেছেন: অনেক অজানা তথ্য জানবার সৌভাগ্য হল। লেখককে ধন্যবাদ।

২৯ শে মার্চ, ২০১১ বিকাল ৪:২৩

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৩৫| ২৯ শে মার্চ, ২০১১ বিকাল ৪:৪৫

রেজোওয়ানা বলেছেন: ঝাঁসির রানী আমার আইডল :)

২৯ শে মার্চ, ২০১১ বিকাল ৫:১০

ইমন জুবায়ের বলেছেন: সর্বনাশ! এখন তো আর ইংরাজ নাই। তাহলে :|

৩৬| ২৯ শে মার্চ, ২০১১ বিকাল ৪:৫১

আইহনের স্ত্রী বলেছেন: প্রিয়তে...

২৯ শে মার্চ, ২০১১ বিকাল ৫:১০

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৩৭| ২৯ শে মার্চ, ২০১১ বিকাল ৫:৫৯

কবির চৌধুরী বলেছেন: ডিং ডং ;) :P

২৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:০৫

ইমন জুবায়ের বলেছেন: !:#P !:#P

৩৮| ২৯ শে মার্চ, ২০১১ রাত ৯:২৫

নিমা বলেছেন:

প্রিয়তে

পৃথিবীর প্রতিটি নারীর মাঝে ঝাঁসির রানীর মতো একটা স্বত্তা আছে
যা আমাদের আড়ালে থাকে কিংবা আমরাই আড়াল করে রাখি

অনেক ধন্যবাদ ভাইয়া

২৯ শে মার্চ, ২০১১ রাত ৯:৪৩

ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ

৩৯| ৩০ শে মার্চ, ২০১১ রাত ২:০৯

এ্যরন বলেছেন: ভাই আপনার ডান হাতের ছবি দিয়েন তো (কলম ধরা অবস্থার)

৩০ শে মার্চ, ২০১১ সকাল ৭:৪২

ইমন জুবায়ের বলেছেন: এই যে আমার লেখার হাতিয়ার


৪০| ৩০ শে মার্চ, ২০১১ সকাল ৯:৫৩

দেখি শুনি বলি বলেছেন: ইমন ভাই আপনার বল্গ আজকেই প্রথম দেখছি। কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। আপনার প্রোফাইল পিকচারটা পছন্দ হইল না। ইজরাইল ইজরাইল গন্ধ পাওয়া যায়।

৩০ শে মার্চ, ২০১১ সকাল ১১:২১

ইমন জুবায়ের বলেছেন: আমার ব্লগে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার প্রোপিকের ব্যাখ্যা এখানে পাবেন


Click This Link

অনেক ধন্যবাদ।

৪১| ৩০ শে মার্চ, ২০১১ দুপুর ১:০০

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: এ্যরন বলেছেন: ভাই আপনার ডান হাতের ছবি দিয়েন তো (কলম ধরা অবস্থার)

লেখক বলেছেন : এটা




এইটা যদি হয় ডান হাত তাইলে বাম হাত কুনটা B:-) ;)

৩০ শে মার্চ, ২০১১ দুপুর ১:৩৩

ইমন জুবায়ের বলেছেন: তাই তো :|

৪২| ৩০ শে মার্চ, ২০১১ দুপুর ১:৫২

মেহেরুবা বলেছেন: সমৃদ্ধ হলাম..

৩০ শে মার্চ, ২০১১ দুপুর ১:৫৩

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৪৩| ৩০ শে মার্চ, ২০১১ রাত ৮:৪১

তারার হাসি বলেছেন:
মনিকার্নিকা,পরবর্তীকালের লক্ষীবাঈ এর ছবি দেখে মনে হলো খুব কোমলমতি কোন নারীর চেহারা।
প্রয়োজনে নারীরাও অনেক কঠোর হতে জানে, জানাই ভাল।

ভাল লাগল ।

৩০ শে মার্চ, ২০১১ রাত ১১:৩২

ইমন জুবায়ের বলেছেন: নিমা বলেছেন:

পৃথিবীর প্রতিটি নারীর মাঝে ঝাঁসির রানীর মতো একটা স্বত্তা আছে
যা আমাদের আড়ালে থাকে কিংবা আমরাই আড়াল করে রাখি


অনেক ধন্যবাদ।

৪৪| ৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:৫৫

রিয়েল ডেমোন বলেছেন: দারুন সব ইতিহাস জানলাম ভাইয়া

অনেক ধন্যবাদ।

৩০ শে মার্চ, ২০১১ রাত ১১:৩৬

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ

৪৫| ৩১ শে মার্চ, ২০১১ বিকাল ৫:৫২

এ্যরন বলেছেন: ভাইয়া আপনাকে ভোট দিতে পারছিনা । লিংক কাজ করেনা খালি ঘোরে।
এমন একটা পোষ্ট দেয়া যায়না যে খানে লিংক থাকবে আর ক্লিক করলেই ভোট দেয়ার সাইটে যাওয়া যাবে। আমার ফেসবুক একাউন্ট আছে কিন্তু টুইটার নাই। আমি কি ভোট দিতে পারবো না???

৩১ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৫৫

ইমন জুবায়ের বলেছেন: http://twitter.com/
টুইটারে অ্যাকাউন্ট করে ভোট দেওয়া যাবে।
ভোট দেবার সাইটটি মাঝে মাঝে স্লো হয়ে যায়।
ধন্যবাদ।

৪৬| ৩১ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:০৬

এ্যরন বলেছেন: পেরেছি ........

The 7th Deutsche Welle Blog Awards - The BOBs
thebobs.com
has just voted for http://www.somewhereinblog.net/blog/benqt60 at the Deutsche Welle Blog Awards.

৩১ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৫৫

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

৪৭| ০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:১০

১১স্টার বলেছেন: বাহ! কি চমৎকার তথ্যের উপস্থাপনা। খুব ভালো লাগল।

ইমন জুবায়ের ভাই আপনাকে ভোট দিতে যেয়ে দেখি আপনার % ৩য় শ্রেনীর ব্লগারের থেকেও নিচে তখন শংকিত হই।

০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪২

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা

৪৮| ০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩৮

ক্রন্দসী বলেছেন: কি স্নিগ্ধ সুন্দর চেহারা!ভাই সিপাহি বিদ্রোহ শুনলে মনে হয় ইংরেজরা বৈধ সরকার তার বিরূদ্ধে বিদ্রোহ।স্বাধীনতা যুদ্ধ শব্দটা যথাযথ মনে হয়।

০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:৪৫

ইমন জুবায়ের বলেছেন: অনেকে মহাবিদ্রোহও বলে। আসলে তো স্বাধীনতা যুদ্ধই।
অনেক ধন্যবাদ।

৪৯| ১৩ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১৮

দোয়েল_পাখি বলেছেন: স্যার হিউ রস- এর নেতৃত্বে ১৯৫৮ সালের জানুয়ারি মাসে ব্রিটিশ সৈন্যরা ঝাঁসির অভিমূখে এগুতে থাকে।

১৩ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:২৯

ইমন জুবায়ের বলেছেন: :( ঠিক করলাম।

৫০| ০১ লা মে, ২০১১ দুপুর ১:০৩

anisa বলেছেন: সশ্রদ্ধ অভিনন্দন রানী লক্ষীবাই কে
খুব ভালো লাগলো............
সবাই যদি এমন হত খুব ভালো হত........
আগেও পরেছি সুন্দর উপস্থাপন মুগ্ধ করলো
শুভো কামনা অনেক অনেক
তোমার কমেন্ট এর উত্তরে বললাম থাকলেও টা প্রকাশ করার ক্ষমতা দেয়া হয়নি

০১ লা মে, ২০১১ দুপুর ২:১০

ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।

৫১| ০৬ ই মে, ২০১১ দুপুর ১২:৪৩

িনদাল বলেছেন: মোঃ আরিফ উদ্দিন বলেছেন: খুব ভাললাগলো। তথ্য সমৃদ্ধ লেখা।

০৬ ই মে, ২০১১ দুপুর ১২:৪৭

ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।

৫২| ০৬ ই মে, ২০১১ বিকাল ৩:০৮

ফলে পরিচয় বলেছেন: ভালো লাগলো। অনেক কিছু জানলাম।

০৬ ই মে, ২০১১ বিকাল ৩:৩৩

ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।

৫৩| ০৭ ই মে, ২০১১ দুপুর ২:৪১

বোকা সুজয় বলেছেন: অনেক কিছু জানলাম। তথ্য সমৃদ্ধ লেখা। সশ্রদ্ধ অভিনন্দন রানী লক্ষীবাই কে। অনেক ধন্যবাদ।

০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৪১

ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।

৫৪| ০৮ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৩৫

অতি সাধারন বলেছেন: ভাল লাগল। বরাবরের মতই অনেক কিছু জানলাম।

০৮ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৫৫

ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।

৫৫| ২৬ শে আগস্ট, ২০১১ রাত ২:১৯

সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: বাহ..... চমৎকার হয়েছে পোস্টটি...!!

২৬ শে আগস্ট, ২০১১ সকাল ৮:০২

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৫৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৮

নভোচারী বলেছেন: সিপাহী বিদ্রোহ হয়েছিল ১৮৫৭ সালে। লেখার কিছু স্থানে ১৮৫৮ এসেছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:২২

ইমন জুবায়ের বলেছেন: ঠিক করছি। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.