নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ত্যজ বাঙালী, আতরাফ মুসলমান ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ

ইমন জুবায়ের

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]

ইমন জুবায়ের › বিস্তারিত পোস্টঃ

আশ্রয়ী প্রাচীন বাংলা

১৬ ই জুন, ২০১২ রাত ১০:১২

প্রাচীন বাংলার মানচিত্র। প্রাচীন বাংলার মহৎ এক ভূমিকা নিয়ে আজ আমি কিছু কথা বলব। বাঙালি হিসেবে আপনাদের তা জানা উচিত। যিশু খ্রিস্টর জন্মের ৬ শ বছর আগের কথা। প্রাচীন ভারতে ষোলটি জনপদ গড়ে উঠেছিল। এদের বলা হত ষোড়শ মহাজনপদ। ষোড়শ মহাজনপদের মধ্যে সবচে উন্নত রাজ্য ছিল মগধ। তো মগধের অবস্থান কোথায় ছিল?

মগধের অবস্থান ছিল বর্তমান বিহারে।







প্রাচীন ভারতবর্ষের মানচিত্রে মগধের অবস্থান। প্রাচীন বাংলার অবস্থান লক্ষ্য করুন।





মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ। পরে রাজধানী সরিয়ে নেওয়া হয়েছিল গঙ্গা নদীর পাড়ে -পাটলিপুত্র। (লক্ষ্য করুন, বানান পাটালিপুত্র নয়। পাটলিপুত্র ছিল সম্রাট অশোকের রাজধানী। (এই কথাটা মনে রাখবেন। কেননা, পরবর্তীতে সম্রাট অশোকের কথা আসবে।) তো, সর্ব প্রথম মগধ শাসন করেছিল হর্যঙ্ক বংশের রাজারা। এই হর্যঙ্ক বংশের একজন বিখ্যাত শাসক ছিলেন সম্রাট বিম্বিসার। জীবনানন্দের “বনলতা সেন” কবিতার সেই চরণ মনে পড়ে কি?



বিম্বিসার-অশোকের ধূসর জগতে ...





হ্যাঁ। সেই বিম্বিসার। ইনি ছিলেন বুদ্ধের সমসাময়িক।সম্রাট বিম্বিসার বুদ্ধকে অত্যন্ত সমীহ করতেন। নিয়মিত ধ্যান করতেন, দান করতেন। সম্রাট বিম্বিসারের পৃষ্ঠপোষকতায় রাজগৃহে তখন প্রাচীন ভারতীয় দার্শনিকদের নগর হয়ে ওঠেছিল- অনেকটা প্রাচীন গ্রিসের পেরিক্লিসের সময়কার এথেন্স নগরীর মতন। কাজেই বিম্বিসারকে প্রাচীন ভারতের পেরিক্লিস বলাই যায়।







বুদ্ধ যখন রাজগৃহে গিয়েছিলেন সে সময় বিম্বিসার নিজে বুদ্ধের সঙ্গে দেখা করেছিলেন। সম্রাট বিম্বিসার- এর উদারতা এবং নমনীয়তা লক্ষ করুন। (এই ছবিটি পরবর্তীকালের ভারতীয় শিল্পীর আাঁকা)





যা হোক। এই পোস্টের শিরোনাম আশ্রয়ী প্রাচীন বাংলা। প্রশ্ন উঠতেই পারে-মগধ, রাজগৃহ, বিম্বিসার-এসবের সঙ্গে প্রাচীন বাংলার মহত্বের কি সম্পর্ক। সম্পর্ক আছে। উদার রাজা বিম্বিসার পার্শ্ববর্তী একটি রাজ্য আক্রমন করেছিলেন। প্রাচীন সেই রাজ্যের কিছু সংখ্যক শরণার্থীর জন্য প্রাচীন বাংলা হয়ে উঠেছিল মানবিক। আশ্রয়ী।

এই হচ্ছে এই পোস্টের বক্তব্য।

কিন্তু, কি ভাবে সেই অসাধারণ ঘটনাটি ঘটেছিল?

তখন আমি ষোড়শ মহাজনপদের কথা বলেছি। তারই একটি ছিল অঙ্গ রাজ্য। রাজ্যটি ছিল মগধের পুবে। চম্পা নামে একটি নদী ছিল মগধ আর অঙ্গরাজ্যের মাঝখানে। অঙ্গরাজ্যের রাজধানী ছিল চম্পানগরী। বিম্বিসার সেই অঙ্গরাজ্যের চম্পানগরী আক্রমন করেছিলেন।

এবার আমাদের চাকমাদের আদি ইতিহাস সম্বন্ধে কিছু কথা জানতে হবে। উল্লেখ্য, চাকমাদের আদি ইতিহাস সম্বন্ধে আমি জেনেছি আতিকুর রহমান রচিত গবেষণা কর্ম: পার্বত্য চট্টগ্রাম বইটি থেকে। (চট্টগ্রামের প্রবীণ গবেষক আতিকুর রহমান আমার গুরুস্থানীয়। কেননা, আদিবাসী নৃতত্ব্ সর্ম্পকে আতিকুর রহমান -এর গভীর জ্ঞান এবং সহৃদয়তা আমাকে মুগ্ধ করেছে। ) ...সে যাই হোক। চাকমা উপকথায় আছে, এককালে চম্পক নামে চাকমাদের এক নগর ছিল। সেই নগরের যুবরাজের নাম ছিল বিজয় গিরি। তার সেনাপতির নাম রাধামোহন।

বিজয় গিরি নাকি ২৬ হাজার সৈন্য নিয়ে অভিযানে বেরিয়েছিলেন। নদীপথে। কত দিন যে কাটল। কত কত জনপদ যে জয় করলেন বিজয় গিরি।একটি চাকমা গানে সে কথা রয়েছে-



তরকারী রেঁধে ভাত খেলে,

সমুদ্র সাগর লাগ পেলে।

সঙ্গে নিয়ে সৈন্যগণ,

রোয়ং কূলে পৌঁছে গেল রাধামোহন।



বিজয় গিরির অভিযাত্রা ছিল পুবমুখো। অর্থাৎ, প্রাচীন বঙ্গের দিকে।

কেননা, যাত্রাপথে পড়ল মেঘনা দয্যা (মেঘনা দরিয়া?), চাটিগাঙ (চট্টগ্রাম) ... তো, বিজয় গিরির সসৈন্য যাত্রা অব্যাহত রইল। চাকমা উপকথামতে বিজয় গিরির অভিযানের সময় কাল ছিল ১২ বছর।



গৌতম বুদ্ধ ওই পথেই ঠিক ওই সময়েই (কিছু আগে বা পরে ) আরাকানে গিয়েছিলেন। অহিংসার আলো ছড়াতে। হ্যাঁ। প্রাচীন বাংলার ওপর দিয়ে বর্তমান মায়ানমারে গিয়েছিলেন বুদ্ধ। (প্রথম মানচিত্রটি দেখুন) আরাকানের লোকজন বুদ্ধবাণীতে মুগ্ধ হয়েছিল ঠিক তবে আজ তারf সে বাণীর মহত্ব ভুলে গেছে!





সে যা হোক। ১২ বছর পর নাকি সেনাপতি রাধামোহন চম্পক নগরে ফিরে গিয়েছিলেন। পরে বিজয়গিরি শুনলেন যে তার ভাই চম্পক নগরের রাজা হয়েছে। বিজয় গিরি সংঘর্ষ এড়াতে চম্পক নগরের আর না ফিরে পুবের অরণ্যের দিকে যেতে থাকলেন। কোথায়? পার্বত্য চট্টগ্রাম? আরাকানে? তিনি তো মেঘনা দয্যা পার হয়েছেন; চাটিগাঙও পেরিয়ে গেছেন। তা হলে আরাকানই হবে। আতিকুর রহমানের গবেষণাও তাই বলে। তবে মনে হয় না সে সময়ের আরাকানের জীবন নিরাপদ ছিল। আরাকান ছিল মগদের রাজ্য (এরাইরাখাইন, আজকের বাংলাদেশে বলে মারমা।)।







দক্ষিণ এশিয়ার মানচিত্রে আরাকানের অবস্থান।





প্রাচীন কাল থেকে আরাকানীরা মগ নামে পরিচিত। তারা হয়তো নতুন হলুদাভ মঙ্গোলয়েড টিবিটো-বারমান ভাষী অভিবাসীদের তাদের অঞ্চলে গ্রহন করতে অনিচ্ছুক ছিল। তা ছাড়া ছিল বাঘের উৎপাত। গহীন অরণ্য। বাঘ তো থাকবেই।

একটি চাকমা গানে সে দুরাবস্থার কথাও আছে।



ঘরত গেলে মগে পায়

ঝারত গেলে বাঘে খায়,

মগে ন পেলে বাঘে পায়

বাঘে ন পেলে মগে পায়।



যা হোক। তখন বলছিলাম যে, বিম্বিসার অঙ্গরাজ্যের চম্পানগরী আক্রমন করেছিলেন। ইন্টারনেট বিশ্বকোষ উইকিপিডিয়া চাকমাদের আদি ইতিহাস সর্ম্পকে লিখেছে Ethnically, the Chakmas are Tibeto-Burman, and are thus closely related to tribes in the in the foothills of Himalayas. Their ancestors came from the Magadha Kingdom (now Bihar, India) to settle in Arakan and most of them later moved to Bangladesh known as Cox's Bazar, Korpos Mohol and Tega-Toyong-Borgang area of present Mizoram.তা হলে কি বলা যায় বিজয় গিরি ছিলেন অঙ্গ রাজ্যের চম্পা নগরীর রাজপুত্র? সম্রাট বিম্বিসার তাঁকে যে কোনও কারণে হত্যা না করে নির্বাসিত করেছিলেন।সম্রাট বিম্বিসার ইনি ছিলেন বুদ্ধের সমসাময়িক।সম্রাট বিম্বিসার বুদ্ধকে অত্যন্ত সমীহ করতেন। নিয়মিত ধ্যান করতেন, দান করতেন। সম্রাট বিম্বিসার মনে হয় অহেতুক হত্যা পছন্দ করতেন না। কিন্তু, বিজয় গিরির কি হল?

সেসব কথাই তো এতক্ষণ বললাম। সসৈন্য পূর্বমুখী অগ্রসর হয়ে মগরাজ্য আরাকান অবধি এসেছিলেন বিজয়গিরি। সেখানেই কি কোনও নগর গড়ে তুলেছিলেন? যা আজও আবিস্কার হয়নি?

চাকমারা চম্পক নামে এক নগরীর কথা বলে। সুখস্বপ্ন দিয়ে ঘেরা সেই নগরী। চাকমা জাতির নিজস্ব নগর। চাকমারা ওখানেই ফিরতে চায়। কেননা ওখানেই উত্থান হয়েছিল ওদের।

রাজপুত্র বিজয় গিরির সময়ে আরাকানের গহীন অরণ্যে গড়ে ওঠা নগরীই কি চম্পক নগরী?

নাকি বিম্বিসার যে অঙ্গরাজ্যের চম্পানগরী আক্রমন করেছিলেন সেটি?

আমি বলছি না যে চাকমামানসে যে চম্পক নগরী রয়ে গেছে সেটিই অঙ্গরাজ্যের চম্পানগরী। না, এমন আমি বলছি না। কেননা, ইতিহাস ভীষন ধূসর। ইতিহাস অনেক অনেক দিন আগে দেখা একটি স্বপ্নের মতন। তারপরও একটা ছবি আঁকলাম; ...

যে ছবিতে প্রাচীন বাংলা তার আশ্রয়ী ভূমিকায় স্থির ...কেননা, প্রাচীন বাংলাই তো রাজপুত্র বিজয় গিরির পূর্বমুখি অভিবাসনের (মাইগ্রেশন?) নিরাপাদ আশ্রয় হয়েছিল। চাকমাদের উপকথা বিশ্লেষন করে বলা যায় না কি যে সম্রাট বিম্বিসার এর সময়ে প্রাচীন বাংলা অঙ্গরাজ্যের শরনার্থীদের জন্য হয়ে উঠেছিল আশ্রয়ী?বলা তো যায়।

এবার সম্রাট বিম্বিসার থেকে সম্রাট অশোক।

সম্রাট অশোকের সময়ও বাংলা শরনার্থীদের জন্য হয়ে উঠেছিল আশ্রয়ী। তবে এবারের শরনার্থীদের সংখ্যা অনেক বেশি।

ব্যাখা করি।

সম্রাট অশোকের সময়কাল ছিল ৩০৪/২৩২ খ্রিস্টপূর্ব। ইনি ছিলেন মগধের মৌর্যবংশের শাসক। সম্রাট বিম্বিসার যেমন ছিলেন মগধের হর্যঙ্ক বংশের নৃপতি । এর বাবার নাম সম্রাট বিন্দুসার; দাদার নাম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। ইনি সম্রাট আলেকজান্দারের সমসাময়িক। তো, সম্রাট অশোকের রাজধানী ছিল মগধের উত্তরে গঙ্গা নদীর ধার ঘেঁষে পাটলিপুত্র নগরে।







পাটলিপুত্র। মনে থাকার কথা মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ। পরে রাজধানী সরিয়ে নেওয়া হয়েছিল গঙ্গা নদীর পাড়ে।





রাজাগজাদের সিংহাসনে বসে যুদ্ধ করতে হয়। সম্রাট অশোকও একটি যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। নানা কারণে সেই যুদ্ধটি ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। যুদ্ধের নাম, আমরা অনেকেই জানি, কলিঙ্গযুদ্ধ। কলিঙ্গ রাজ্যটি ছিল বর্তমান উড়িষ্যায় ।দাপট দেখাতেই সম্ভবত সম্রাট অশোক সেই কলিঙ্গরাজ্য আক্রমন করে বসেন। সময়টা-২৬২/২৬১ খ্রিস্টপূর্ব। এই যুদ্ধের বিভৎসতা দেখে সম্রাট অশোক যুদ্ধবিগ্রহ পরিহার করে করেছিলেন। বুদ্ধের অহিংস নীতি গ্রহন করেছিলেন-এই পোস্টের বক্তব্য তা নয়।







উড়িষ্যার মানচিত্র। উইকিপিডিয়ায় লিখেছে Orissa is a state of India, located on the east coast of India, by the Bay of Bengal. লক্ষ্য করুন, উড়িষ্যার উত্তরেই প্রাচীন বাংলা ( বাংলাদেশ!)





এবার সম্রাট অশোকের দাদা সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যর আমলের এক বুদ্ধিমান লোকের কথা বলব। সেই লোকের নাম ছিল- চাণক্য। চাণক্য ছিলেন সম্রাট অশোকের দাদা চন্দ্রগুপ্ত মৌর্যর উপদেস্টা। খুব বেশি নৈতিকতার ওপর জোর দেননি চাণক্য। বলেছেন: খাড়া গাছ আর ভালো মানুষ ধরাশায়ী হয় আগে। রাষ্ট্রপরিচালনায় তাঁর কুটিল নীতির জন্য তার নাম হয়েছিল কৌটিল্য (Kautilya)। প্রাচীন ঋষিদের তুলনায় চাণক্যের এখানেই ফারাক। ছিলেন বাস্তববাদী। তবে আধ্যাত্মিকতাকে অস্বীকার করেননি। বলেছেন-“The happiness and peace attained by those satisfied by the nectar of spiritual tranquillity is not attained by greedy persons restlessly moving here and there.”কামশাস্ত্রের রচয়িতা যে বাৎসায়ন-তার সঙ্গে অনেকেই চাণক্যর সঙ্গে অভিন্ন মনে করেন। চাণক্যর অন্যনাম বিষ্ণুগুপ্ত।







চাণক্য।মুখচোখে খল ধূর্ততা ফুটে উঠেছে ঠিকই।




কিন্তু কলিঙ্গ যুদ্ধে সঙ্গে চাণ্যকর কথা কেন? প্রাচীন বাংলার আশ্রয়ী মানবিক ভূমিকার কথাই -বা কেন আসছে? আসছে এই কারণে যে -চাণক্য ১৫ পর্বের রাষ্ট্রনীতি নিয়ে গ্রন্থ লিখেছিলেন। সেই গ্রন্থের নাম: অর্থশাস্ত্র। অর্থশাস্ত্রের অধ্যায়গুলি হল-



* I Concerning Discipline

* II The Duties of Government Superintendents

* III Concerning Law

* IV The Removal of Thorns

* V The Conduct of Courtiers

* VI The Source of Sovereign States

* VII The End of the Six-Fold Policy

* VIII Concerning Vices and Calamities

* IX The Work of an Invader

* X Relating to War

* XI The Conduct of Corporations

* XII Concerning a Powerful Enemy

* XIII Strategic Means to Capture a Fortress

* XIV Secret Means

* XV The Plan of a Treatise



সেকালে প্রশ্ন উঠেছিল যে-যুদ্ধবন্দিদের নিয়ে কি করা হবে। তো, চাণক্যের নির্দেশ ছিল- যুদ্ধবন্দিদের আপন রাজ্য থেকে উৎখাত করা।এই উৎখাতের একটা সংস্কৃত শব্দ আছে। এই মুহূর্তে আমার মনে পড়ছে না। যা হোক। এই উৎখাতে পিছনে চাণ্যকের নিজস্ব যুক্তি ছিল। সম্রাট অশোক কলিঙ্গবাসীকে উৎখাত করেছিলেন। ঐতিহাসিকদের মতে, কলিঙ্গবাসী উত্তরের পথ ধরে প্রাচীন বাংলায় এসেছিল। তার মানে প্রাচীন বাংলা তাদের আশ্রয় দিয়েছিল। ঐতিহাসিক গবেষনায় এ তথ্য উঠে এসেছে। (এই ঘটনার সূত্র উল্লেখ করতে পারছি না বলে দুঃখিত। বছর কয়েক আগে কলকাতা থেকে প্রকাশিত একটি সাহিত্য পত্রিকায় এ বিষয়ে একটি নিবদ্ধ পড়েছিলাম )

সূত্র মনে নেই ঠিকই। তবে মনে আছে, প্রাচীন উড়িষ্যার (অর্থাৎ কলিঙ্গরাজ্যের ) অনেক শব্দ বাংলায় অর্ন্তভূক্ত হয়েছে। তার একটি হল "খালি"। তো, খালি মানে কি? খালি মানে ১. (সাগরসংগমের নিকটবর্তী) সরু শাখানদী;২. নদীর মোহানা; ৩. সাগর নদী খাল প্রভৃতির সংকীর্ণ অংশ। দেখুন,

Click This Link আর মনে করুন, নোয়াখালি কোন্ নদীর তীরে বা কোন্ মোহনায় অবস্থিত?

নোয়াখালি এবং মহেশখালি শব্দের খালি মানে খাঁড়ি। প্রাচীন কলিঙ্গবাসীর ব্যবহৃত শব্দটি আজও বাংলাদেশে টিকে আছে।







সম্রাট অশোকের সময়ও বাংলা শরনার্থীদের জন্য হয়ে উঠেছিল আশ্রয়ী। তবে এবারের শরনার্থীদের সংখ্যা অনেক বেশি।তবে সেকালে বর্ডারে কড়াকড়ি ছিল না, ছিল না জনসংখ্যার আধিক্য।বাংলা/বাংলাদেশকে আমরা বলি মাতৃতান্ত্রিক বাংলা। যিনি আশ্রয় দেন তিনিই তো মা।





ছবি। ইন্টারনেট।

তথ্যসূত্র:



আতিকুর রহমান রচিত গবেষণা কর্ম: পার্বত্য চট্টগ্রাম

উইকিপিপিয়া।

এবং অন্যান্য সূত্র।

মন্তব্য ৩৭ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১২ রাত ১০:২৩

বড় বিলাই বলেছেন: জানা উচিৎ এই তথ্যগুলো।

১৬ ই জুন, ২০১২ রাত ১০:২৪

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

২| ১৬ ই জুন, ২০১২ রাত ১০:৩৩

রেজওয়ান তানিম বলেছেন: সুন্দর পোস্ট ইমন ভাই। বেশ কিছু জিনিস জানলাম

১৬ ই জুন, ২০১২ রাত ১০:৩৫

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৩| ১৬ ই জুন, ২০১২ রাত ১০:৩৫

আকাশ মামুন বলেছেন: প্রীত ও চমৎকৃত হলাম।

১৬ ই জুন, ২০১২ রাত ১০:৩৭

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৪| ১৬ ই জুন, ২০১২ রাত ১০:৩৮

সৌম্য বলেছেন: খুব সুন্দর লাগলো।
তবে বস রাখাইন আর মগ রা এক হয় কিভাবে? মগরা তো মুলত মারমা। একসময় এই বিশাল অংশ মারমা'রা শাসন করতো। আরেক নাম মং। ইতিহাসে অনেক মং রাজার নাম পাওয়া যায়, যেমন কাউয়া মং, কানা মং (কুদুম্বগুহার গুপ্তধনের গল্প)। এখনো মারমাদের কমন টাইটেল হয় মং, যেমন- হ্লাচিং মং, ক্রিস্টোফার মং এমন। মং রাজারা এখন পার্বত্যচট্টগ্রামের ৩রাজার একজন (বান্দারবানে)। শুনেছি মংরা একসময় পূর্তুগীজদের সাথে মিলে নৌবিদ্যায় দুর্দান্ত হয়ে উঠে, তখন পর্তুগীজ পাইরেটদের সাথে নিয়ে বাংলায় নিয়মিত লুঠপাট করতে চলে আসতো (সন্দীপের গঞ্জালেভস নামের এক জলদস্যুর কথা প্রায়ই আসে)। এই মং জলদস্যুরাই মগ জলদস্যু।
আর রাখাইনরা সম্পূর্ন আলাদা ভাষায় কথা বলে। আলাদা কালচার। রাখাইনরা থাকে কুয়াকাটার ঐদিকে সমুদ্রের পাশে, এছাড়া কক্সবাজার, মহেশখালি, স্বন্দীপ। আর মারমাদের বাস পাহাড়ের উপরে, বান্দারবানে।

১৬ ই জুন, ২০১২ রাত ১০:৪৩

ইমন জুবায়ের বলেছেন: http://www.mediafire.com/view/?prh9l9xb4g6jezl এই বইটায় আছে যে রাখাইনদের আমরা বাংলাদেশে বলি মারমা। বার্মায় বলে রাখাইন। আবার এরাই মগ। মানে যে মগদের কথা আমরা শুনি, জলদস্যু ছিল। তবে আমার ভুল হলে শুধরে নেব।
ধন্যবাদ।

৫| ১৬ ই জুন, ২০১২ রাত ১১:০৫

অনিক আহসান বলেছেন: হুম....(তবে সংগ্রহে রাখতে ভুল করলাম না)

১৭ ই জুন, ২০১২ সকাল ৭:০৯

ইমন জুবায়ের বলেছেন: ঠিক আছে।

৬| ১৬ ই জুন, ২০১২ রাত ১১:২১

নাজনীন১ বলেছেন: আপনি জ্ঞানী, নির্বিবাদী, নির্ঝন্ঝাট মানুষ, ক্ষমতালোভী কিছু মানুষ আপনাকে মোহগ্রস্ত করছে অথবা বিরক্ত করছে এটা আমাকে কষ্ট দেয়. :(

১৭ ই জুন, ২০১২ সকাল ৭:১১

ইমন জুবায়ের বলেছেন: অমানবিক, সংকীর্ণ সিদ্ধান্ত শুধু আমাকে কেন-সবাইকেই কষ্ট দেয়।
ধন্যবাদ।

৭| ১৬ ই জুন, ২০১২ রাত ১১:২২

নাজনীন১ বলেছেন: আপনি নিজে ব্যক্তিগতভাবে বুদ্ধ এবং চাণক্য -- এ দুজনের মাঝে কাকে বেশি পছন্দ করেন? :)

১৭ ই জুন, ২০১২ সকাল ৭:১৩

ইমন জুবায়ের বলেছেন: চাণক্যের কথা বাস্তবসম্মত বুঝি, তবে বুদ্ধই যেন অনেক গভীর ও মানবিক।
ধন্যবাদ।

৮| ১৬ ই জুন, ২০১২ রাত ১১:২৪

প্রজন্ম৮৬ বলেছেন: এই ২৬০০ বছর পেরিয়ে আমরা কতটুকু সভ্য হলাম???

দেখলাম অনেক অংক, অনেক যুক্তি, তথ্য আর বিশ্লেষনে ভরপুর হাজার হাজার পাতায় রোহিঙ্গা ইস্যু'তে লেখালেখি। কিন্তু কি ছিল সেইসব বিদ্যায় জানেন ভাই? যাদের ডাঙ্গায় নামার আগেই তাড়িয়ে দিলাম, দেখলাম ঐ অসহায় লোকগুলোর সম্পর্কে যাচ্ছেতাই নেতিবাচক কথাবার্তা!

কত ভিন্ন ভিন্ন আঙ্গিকেই না আমরা মানবতা জ্বালিয়ে-পুড়িয়ে-উড়িয়ে দিলাম কিন্তু পারলাম না একটাও ইতিবাচক ইস্যু সবার সামনে তুলে ধরতে!!!

১৭ ই জুন, ২০১২ সকাল ৭:১৭

ইমন জুবায়ের বলেছেন: ... যাদের ডাঙ্গায় নামার আগেই তাড়িয়ে দিলাম, দেখলাম ঐ অসহায় লোকগুলোর সম্পর্কে যাচ্ছেতাই নেতিবাচক কথাবার্তা!

সমস্যা এখানেই। ওরা মানুষ না, কেবলই অপকর্মকারী। কিন্তু, এমন ধারণা তো সত্যের অপলাপ মাত্র।

ধন্যবাদ।

৯| ১৬ ই জুন, ২০১২ রাত ১১:২৫

নাজনীন১ বলেছেন: বাংলার মানুষেরা রোহিঙ্গাদের অনেক আগে থেকেই আশ্রয় দিয়ে আসছে.... তাহলে আমাদের বৈশিষ্ট্য এখনো একই রকম আছে... :)

১৭ ই জুন, ২০১২ সকাল ৭:১৯

ইমন জুবায়ের বলেছেন: আমিও সেটাই বলি। কেবল রোহিঙ্গা কেন, আরও অনেক জাতিসত্ত্বাকে দিয়েছে। আমাদের বৈশিষ্ট্য এখনও একই রকম আছে ... কিন্তু ...

১০| ১৬ ই জুন, ২০১২ রাত ১১:২৬

নাজনীন১ বলেছেন: প্রজন্ম৮৬-এর এই কথাটা বেশ ভাল লেগেছে,

কত ভিন্ন ভিন্ন আঙ্গিকেই না আমরা মানবতা জ্বালিয়ে-পুড়িয়ে-উড়িয়ে দিলাম কিন্তু পারলাম না একটাও ইতিবাচক ইস্যু সবার সামনে তুলে ধরতে!!!

১১| ১৬ ই জুন, ২০১২ রাত ১১:৩২

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ নাজনীন১ আপা, বিষয়টা আসলেই দেখুন, আমার ব্লগিংয়ের শুরু থেকেই দেখে আসলাম কিছুদিন পরপর ইস্যু তৈরী হচ্ছে, এবং মেধা'র ডেস্ট্রাক্টিভ ব্যাবহারে সেসব ভেঙ্গেও পড়ছে।

ভার্চুয়াল জগৎটাতে নেগেটিভ এনার্জির ছড়াছড়ি!!!

১২| ১৬ ই জুন, ২০১২ রাত ১১:৩৭

নাজনীন১ বলেছেন: @ প্রজন্ম৮৬, আপনার শেষ কমেন্টটা যদি ফেইসবুকের মতো লাইক দেয়া যেত, তাহলে আমি তাই দিতা. :)

১৩| ১৬ ই জুন, ২০১২ রাত ১১:৪৯

প্রজন্ম৮৬ বলেছেন: :)

১৪| ১৭ ই জুন, ২০১২ ভোর ৪:৪০

শব্দহীন জোছনা বলেছেন: বিম্বিসার-অশোকের জগত ধূসর ছিল কেন?


পোস্ট প্রিয়তে ...

১৭ ই জুন, ২০১২ সকাল ৭:২১

ইমন জুবায়ের বলেছেন: ধূসর বলতে এখানে কবি প্রাচীন বুঝিয়েছেন।
ধন্যবাদ।

১৫| ১৭ ই জুন, ২০১২ সকাল ৭:৪৫

আমি লিখতে চাই না বলেছেন: বরাবরের মতো দুর্দান্ত।

১৭ ই জুন, ২০১২ সকাল ৭:৫৬

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১৬| ১৭ ই জুন, ২০১২ সকাল ১১:৪৬

ইমন জুবায়ের বলেছেন: @সৌম্য ...Rakhain, The a small tribe of arakan origin belonging to the Bhotbarmi community of the Mongoloids. Many consider that Rakhains and their neighbours, marmas are in fact, the same tribe. The skull of Rakhains is round, their nose is flat, they have black hair, they are usually short in height, and their complexion is light brown. A section of Rakhains started living in ramu and its adjacent areas in chittagong hill tracts in the fifteenth century.(বাংলাপিডিয়া)


১৭| ১৭ ই জুন, ২০১২ দুপুর ২:৪৬

ভারসাম্য বলেছেন: ভাল লাগা যথারীতি।

১৭ ই জুন, ২০১২ বিকাল ৪:৪৪

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১৮| ১৭ ই জুন, ২০১২ বিকাল ৫:৪৫

পদ্ম।পদ্ম বলেছেন: ++

১৭ ই জুন, ২০১২ বিকাল ৫:৪৮

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১৯| ১৭ ই জুন, ২০১২ রাত ৮:৫৬

মুনসী১৬১২ বলেছেন: বলিহারি নিশ্চুপ দোয়েল
ওই কণ্ঠে নেই কেন আজ
অভয় সঙ্গিত, গুটানো কেন প্রশস্ত ডানা
দিগন্ত ছোঁয়া সবুজ ঈগলের

সহস্র কাল যে গাঙ্গেয় বুকে
নিযুত গাঙচিলের নিভারণ আকাশ ছিল
আজ দামাল পদ্মার জলে কি এতোই ভাটা
পরযায়ী নিরন্ন বালিহাঁসের ঠাঁই হবে না.........

ঘুমন্ত মাল্লা তোমার মাস্তুল তোলো
ডুবন্ত বালুকায়
আজ তোমার নিদারুণ প্রয়োজন

১৭ ই জুন, ২০১২ রাত ৯:০৮

ইমন জুবায়ের বলেছেন: সহস্র কাল যে গাঙ্গেয় বুকে
নিযুত গাঙচিলের নিভারণ আকাশ ছিল
আজ দামাল পদ্মার জলে কি এতোই ভাটা
পরযায়ী নিরন্ন বালিহাঁসের ঠাঁই হবে না...

চমৎকার!চমৎকার! চমৎকার!

২০| ১৮ ই জুন, ২০১২ রাত ১:২৯

রাশমী বলেছেন: চরম!! কোনো অতি শয়তানি বুদ্ধির কাজ করে সফল হলে আমাদের বাসার বাবুদের টুকিটাকি বকা দেয়ার সময় চানক্য বলতো!! :D :P তবে পোস্ট টি পাঠ্য করার মত ভাল হয়েছে!!

১৮ ই জুন, ২০১২ ভোর ৬:১৯

ইমন জুবায়ের বলেছেন: :)

২১| ২০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:২৮

রঙ্গভরা বঙ্গদেশী বলেছেন: সময়ের বিবর্তনে আশ্রয়ী প্রাচীন বাংলা এখন আর আশ্রয় দেয়না। এখন চাণক্যের কুটিল রাজনৈতিক শিক্ষা আমরা গ্রহন করতে শিখে গিয়েছি।

ধন্যবাদ, মানবিক হৃদয়ে দোলা দেবার এই প্রচেষ্টার জন্য।

২০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫১

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.