নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যর্থ

শত চেষ্টা... শত পরিশ্রম...... তবুও জীবনে সফলতার কোনো দেখা নেই। কেবলই ব্যর্থতা।

ব্যর্থ › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের কি কি করা উচিত।

৩০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৪৯

আমি তেমন কোন অর্থনীতিবীদ নই। কিন্তু আমার ক্ষুদ্র চিন্তাধারার কিছু কথা বলার চেষ্টা করছি।



বিশেষভাবে আর বলার অপেক্ষা নেই যে, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশ ও অর্থনৈতিকভাবে অনেকখানি এগিয়েছে। কিন্তু আমাদের উন্নয়নের এ গতি বৈশ্বিক উন্নয়নের গতির তুলনায় অনেক মন্থর। আবার অন্যভাবে বলতে পারি আধুনিক বিশ্ব যেখানে তথ্য প্রযুক্তির ব্যবহার করে দৈনন্দিন গৃহস্থালির সকল কাজ সহজ থেকে সহজতর করছে সেখানে আমরা এখনো কাজের বুয়া বা কেয়ার টেকারের উপর অনেকাংশে নির্ভরশীল।



যাই হোক, (আমার বিষয়বস্তু) অর্থনৈতিক উন্নয়নে সরকারের করণীয় বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা বিশ্বের অত্যন্ত জনবহুল দেশের একটি। এই বিশাল জনসংখ্যার সদব্যবহার আমাদের অর্থনৈতিক উন্নয়নের প্রধান হাতিয়ার হতে পারে। উদাহরণ স্বরূপ আমরা চীনকে দেখতে পারি। চীনের বিশাল জনসংখ্যা জনশক্তিরূপে তাদের অর্থনীতিতে দারুন অবদান রাখছে। শিল্পায়ন ও নগরায়নের মাধ্যমে প্রতিনিয়ত চীন তাদের অর্থনৈতিকে করছে অগ্রসর থেকে অগ্রসরতর। অনুরূপ আমাদের সরকার ও যদি শিল্পায়নের পথ সহজতর করে তবে আমাদের অর্থনীতিওঁ আরো দ্রুত সমৃদ্ধ হবে। আর বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমেই কেবল শিল্পায়নের উন্নয়ন সম্ভব।



রপ্তানীযোগ্য পণ্যের উৎপাদনের মাধ্যমেও আমাদের অর্থনীতি সমৃদ্ধ হতে পারে। এ প্রসঙ্গেও চীন উদাহরন হতে পারে। চীনের পণ্য রপ্তানী হয় না এমন কোন দেশ মনে হয় পৃথিবীতে নাই। আমরা এখনও হাতে গোনা কয়েকটি উৎপাদিত পণ্য রপ্তানী করে থাকি। বৈশ্বিক চাহিদার তুলনায় তা একেবারে অপ্রতুল। মানসম্পন্ন আরো অনেক পণ্য আমাদের দেশ থেকে রপ্তানী করা সম্ভব।

অন্যদিকে বর্তমানে আমরা যে ধরনের পণ্য রপ্তানী করি তার মানোন্নয়ন করতে না পারলে আমাদের বর্তমান বাজার ও হারানোর সম্ভবনা আছে। সরকারের উচিত এ বিষয়ে বিশেষ নজর দেয়া।



যত উন্নয়নের কথাই আমরা বলি না কেন, বিদ্যুৎ, জ্বালানী ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া সর্বোপরি কোন উন্নয়নই সম্ভব নয়।



দুর্নীতি ও রাজনৈতিক সদিচ্ছার অভাব আমাদের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়। সরকারের সদিচ্ছায় অর্থনীতির এই দুটি বাধা সহজে নির্মূল সম্ভব।এছাড়াও সরকারের বিভিন্ন পর্যায়ের কাজের সচ্ছতা ও জবাবদিহীতার ব্যবস্থা থাকলে আমাদের দেশের দুর্নীতি অনেকাংশে কমে আসবে।



সর্বোপরি দেশের জনগণকে অর্থনীতি সচেতন করে তোলার মাধ্যমে আমাদের জাতীয় ও অর্থনৈতিক উন্নতি সম্ভব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.