![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশ্চিত জীবনব্যবস্থাই আমাদের অনিশ্চিত গন্তব্যের পথে প্রধান বাঁধা
দিনগুলো আজ বড্ড একা,
তোমায় নিয়ে ভাবতে থাকা ।
নি:স্তব্দ এই বিকেলে,
উদাসভাবে পরে থাকা ।
হয়তবা তুমি ই আছ,
হৃদয়ের ঐ জায়গাটায় ।
আচমকাই তোমার কথা ,
দিবা-নিশি আমায় ভাবায় ।
দিনগুলো ঠিক কেমন যেনো,
আগের মত দেয় না দোলা ।
এটাই কি তবে ভালবাসা??
শুধু শুধুই দু:খ পাওয়া ।
তুমিহীনা চলছিলই তো -
আমার এই একা জীবন,
আজকে তবে কেন শুধু্-
তোমার স্মৃতি তাড়িয়ে বেরায়??
হয়তবা দিন চলেই যাবে,
একা এ পথ চলতে চলতে ।
অবাক হৃদয় ডুকরে ভাবে-
ভালবাসা কি একেই বলে??!
©somewhere in net ltd.