নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের সব থেকে বড় শিক্ষা এখনো অনেক কিছু শেখার বাকি রয়ে গেছে৷

ভাসমানঘুড়ি

নিশ্চিত জীবনব্যবস্থাই আমাদের অনিশ্চিত গন্তব্যের পথে প্রধান বাঁধা

ভাসমানঘুড়ি › বিস্তারিত পোস্টঃ

একাকী সন্ধ্যায় ...

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩২

হাটছে !! ছেলেটা একা একাই হাটছে । সন্ধ্যা ছেড়ে পরিবেশ আরওওন্ধকার হয়ে উটছে । সব কিছুতেই কেমন একটা নিঃস্তব্দতা । রাস্তার গাড়িগুলো কেমন যেন দাঁড়িয়ে আছে । যেন তারা চলতেই ভুলে গেছে । কেউ যেন সময়টাকেই থামিয়ে দিয়েছে । কিন্তু ছেলেটা হেটেই চলেছে ।
হাতে একটা সিগারেট । কানে হ্যাডফোনে একটা মৃদু গান বাজছে , তপুর ''মন ভাল নেই'' । হ্যা, ছেলেটির মন আজ আসলেই ভাল নেই । তবুও সে হেটে চলেছে । নিদ্রিস্ট কোন গন্তব্য নেই । কিছুটা রিলাক্স মুডেই সে হাটছে । আজ কোন তাড়া নেই । আসলে তার কাছে আর কোন তাড়াই আসবে নাহ । একটা বিশবিদ্দালয়ের সে অধ্যয়নরত । স্কুল, কলেজের মত মা আর এখন সন্ধাতেই বাসায় আসার জন্য অস্থির হয়ে উঠে না । হয়ত মা বুজে গেছে ছেলে বড় হয়ে গেছে । সে সত্যি ই বড় হয়ে গেছে ।আজ সে অনেক কিছুই বুজতে পারে । ছোটবেলার জেদি ছেলেটা আজ সবকিছুই সহজে মেনে নিতে শিখেছে । বড় হতে চায় না সে! কিন্তু পরিবেশ, পরিস্থিতির কাছে সে নিরূপায় । সময় তাকে ছোট থাকতে দেয় নি । না! সে সময়কে দোষারোপ করে না । কারও উপর রাগ নেই তার ।

সময় এগিয়ে চলেছে ।
সেও হেটেই চলেছে । তার ইচ্ছে হচ্ছে অনন্তকালধরে এভাবে হাটতে । কিন্তু সে জানে আর আট-দশটা অসম্পুরন ইচ্ছার মত এটাও একটা ।
আজ তার মনটা বিষন্ন । রাস্তার আধো আলোর সোডিয়াম লাইট তার বিষন্নতাকে আরও বাড়িয়ে দিচ্ছে । হাতের সিগারেটটাও শেষ হয়ে এসেছে ।
একটু একটু করে অন্ধকার আরও বাড়ছে । বেড়েই চলেছে । ছেলেটাও হেটে চলেছে । তার থামতে ইচ্ছে করছে না ।অনিদ্রিস্ট গতিতে সে হেটেই চলেছে ... ... ... ... ... ... ... ... ..

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৪

রুবাইয়েত সাদমান বলেছেন: ছোট হলেও লিখাটা তে একটা ঘোর লাগার ব্যাপার আছে। কিপিটাপ :-)

২| ২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৯

ভাসমানঘুড়ি বলেছেন: ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.