![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশ্চিত জীবনব্যবস্থাই আমাদের অনিশ্চিত গন্তব্যের পথে প্রধান বাঁধা
হৃদয় নামক অঙ্গ টা যদি তোমাকে নিয়ে কিছু ভাবতে চায়,
তুমি টেনশন করো না ।
বার বার ই একে কেটে ফালাফালা করে
দেয়ার দায়িত্ত্ব আমার ।
ভুল করে জিহ্বাটা কিছু বলতে চাইলেও
তুমি উদ্দিগ্ন হয়ো না ।
প্রত্যেক ক্ষনে একে রোধিত করাই
আমার কর্তব্য ।
আর প্রতিটি মুহুর্তে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা,
যেন সুন্দর ভাবে মিটিয়ে দেন সব কিছু ।
যেন খারাপ লাগার কারন গুলো
থেকেও তোমাকে রেহায় দেন দ্রুত ।
ভাল থেক তুমি,
ভাল থেক সর্বদা ।
তোমার জন্য সর্বদাই
শুভকামনা ।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২১
ভাসমানঘুড়ি বলেছেন: আপনাকে আবারো অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১১
নিলু বলেছেন: ভালো , লিখতে থাকুন