![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশ্চিত জীবনব্যবস্থাই আমাদের অনিশ্চিত গন্তব্যের পথে প্রধান বাঁধা
মায়াটা বড্ড তীক্ষ্ণ,
যতই ছাড়িয়ে নেবার চেষ্টা করি তত ঝাপটে ধরে ।
আর কল্পনা ?!!
দু দন্ড অশ্রু ছাড়া এদের অস্তিত্ব কোথায়??
কল্পনাগুলোকেও তাই বার বার তাড়িয়ে দিতে চাই ।
ভীষণ খারাপ ওরা ,
সর্বদা কেমন একটা মোহে আচ্ছন্ন করে রাখে ।
দুর্বলতার সুযোগ এরাও হাতছারা করতে চায় না, করে না ।
দিনকে রাত আর রাতকে দিন
বোঝাতে চাইলেই কি মন মেনে নেবে??
আর কোন মিথ্যাকে তারা বিশ্বাস করতে চায় না, করে না,
শুধু তুমি ছাড়া ।
তোমাকে, হ্যা তোমাকেই বলছি…
©somewhere in net ltd.