![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশ্চিত জীবনব্যবস্থাই আমাদের অনিশ্চিত গন্তব্যের পথে প্রধান বাঁধা
কোথায় যেন সবকিছু কেমন হয়ে যাচ্ছে !
নিজেকে হারিয়ে ফেলছি কি??
কই নাতো । যদি তাই হয় তবে হয়তো অনেক আগেই আমি হারিয়ে গিয়েছি ।
নিজেকে আমি খুজে ফিরি
হ্যা আমাকেই।
তবে তোমাকে তোমাকে ভুলে গিয়ে না ,
তোমাকে সাথে নিয়ে, কাছে নিয়ে, পাশে নিয়ে ।
দূর আকাশে তারা দেখতে দেখতে
কিংবা হতাথ বৃষ্টিতে ভিজতে ভিজতে
অথবা চাদের জোছনায় নিজেকে ভাসিয়ে দিয়ে
তোমাকে ভালবাসি ।
শুধু তোমাকে ।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছু টাইপো আছে। আশা করি ঠিক করে নেবেন।
কবিতা মোটামুটি লেগেছে।