নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের সব থেকে বড় শিক্ষা এখনো অনেক কিছু শেখার বাকি রয়ে গেছে৷

ভাসমানঘুড়ি

নিশ্চিত জীবনব্যবস্থাই আমাদের অনিশ্চিত গন্তব্যের পথে প্রধান বাঁধা

ভাসমানঘুড়ি › বিস্তারিত পোস্টঃ

চাওয়া {২৭.০৫.২০১৫ ।১১.০২ পি.এম}

২৭ শে মে, ২০১৫ রাত ১১:০৭

যদি ইচ্ছে হয় আকাশ হও,
মেঘ হয়ে ফিরে এসোনা।
যদি ইচ্ছে হয় নাহয় মেঘ ই হও,
তবু বৃ্ষ্টি হয়ে ফিরে এসোনা।

যদি ইচ্ছে হয় সমুদ্র হও,
ঢেউ হয়ে ফিরে এসোনা।
কিংবা পাহাড় হউ,
সবুজ হয়ে ফিরে এসোনা।

যদি ইচ্ছে হয় গিটার হও,
স্টিং গুলো নাহয় নাই নড়ল।
যদি ইচ্ছে হয় গান হও,
সুর হয়ে ভেসো না।

যদি ইচ্ছে হয় সুর্য হও,
আলো ছড়িয়ো না।
যদি ইচ্ছে হয় চাদ হও,
জোছনা নাহয় নাইবা ছড়ালে।

যদি ইচ্ছে হয় বৃক্ষ হও,
ফুল হয়ে ফুটো না।
আর যদি হতেই হয়, আচ্ছা ফুল ই হও,
কি দরকার সুভাস ছড়ানোর???

যদি ইচ্ছে হয় উড়ো চিঠি হও,
নাহয় নাখোলাই থাকুক।
কিংবা নতুন মোড়কের কোন বই,
অখোলা, অদেখা কোন এক বই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৫ রাত ১২:১১

জেন রসি বলেছেন: সুন্দর!

:)

২| ২৮ শে মে, ২০১৫ রাত ১:৫৪

ভাসমানঘুড়ি বলেছেন: ধনযবাদ । @জেন রসি

৩| ২৮ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৫

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা ।

২৮ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

ভাসমানঘুড়ি বলেছেন: ধন্যবাদ । @কলমের কালি শেষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.