নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের সব থেকে বড় শিক্ষা এখনো অনেক কিছু শেখার বাকি রয়ে গেছে৷

ভাসমানঘুড়ি

নিশ্চিত জীবনব্যবস্থাই আমাদের অনিশ্চিত গন্তব্যের পথে প্রধান বাঁধা

ভাসমানঘুড়ি › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিচারন {৩১.৭. । ৩.০২ এ.এম}

৩১ শে জুলাই, ২০১৬ রাত ৩:০৬

তোমায় নিয়ে লিখা কবিতাগুলো,
আজো অমলিন ।
তোমার সব স্মৃতিগূলো,
ভেসে বেড়ায় প্রতিদিন ।
কেন তুমি চলে গেলে ,
আমাকে একা রেখে ।
জানিনা কিভাবে রব!
আমি আজ তুমিহীন ।

প্রতিদিন তোমাকে ভেবে ভেবে,
আজো আমি হাসি ।
প্রতি রাতে তোমাকে ভেবে ভেবে,
স্বপ্নের দূয়ারে ভাসি ।
তোমাকে এতটা ভালবাসি ।
আড়াল বহুদূর থেকে,
ছুয়ে যায় হৃদয়ে, অনুভূতিগুলো,
অস্পষ্ট আর্তনাতে ।

চেয়েছি তোমাকে প্রতিটিক্ষণে,
ভালোবাসার ডোরে,
দেখেছি তোমাকে অবাক চোখ,
হৃদয় আঙ্গিনাতে ।
রেখেছি আমার ভালবাসা,
তোমার চোখের আড়ালে ।
তবু বলবো শুধু,
তোমাকে ভালবাসি....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.