নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁচতে হলে জানতে হবে

আমি কথা বলি সব কিছু নিয়ে, যা ঘটে আর যা ঘটে না।

বাঁচতে হলে জানতে হবে

বাঁচতে হলে জানতে হবে, জানাতে হবে।

বাঁচতে হলে জানতে হবে › বিস্তারিত পোস্টঃ

না জেনে থাকা যায় না - না থাকলে আর কিসের গল্প!

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫

গল্প লিখছি। আছি বলে লিখছি। লিখছি কিছু জানছি বলে। যদি জানাটাই না থাকতো - তাহলে আর থাকা হতো না। না থাকা হলে আর গল্প হতো না। আর গল্পই যদি না হতো.. আর কিছুই হতো না।



সুতরাং জানতে হচ্ছে - ভাবতে হচ্ছে। শিখতে হচ্ছে। শিখতে হচ্ছে কিভাবে বাঁচা যায়। বাঁচাতে হয়। প্রিয় মানুষকে বাঁচাতে হয়।



প্রিয় মানুষকে বাঁচাতে চাই। প্রিয় মানুষ ছাড়া বাঁচা যায় না। প্রিয় মানুষ কয়জন, একজন, দুইজন, তিনজন! একজন মানুষের অজস্র প্রিয় মানুষ থাকা ছাড়া বাঁচা যায় না। সারাজীবন তার হাজারো হাজারো মানুষ প্রিয় মানুষ হয়, কারণ হাজারো মানুষের হাত ধরে তার বেড়ে ওঠা। তার পথ চলা। কেবল বাবার হাত ধরে বা মায়ের হাত ধরে সে হাঁটতে শেখে না। সে হাঁটতে শেখে ঘরের অন্য সদস্যের হাত ধরেও। ভাইয়ের হাত ধরে, বোনের হাত ধরে। প্রতিবেশী কাকু/চাচা/জ্যাঠার হাত ধরে। দুধওয়ালার হাত ধরে। দোকানীর হাত ধরে। এমন হাজারো মানুষের হাত ধরে হাঁটা শেখে। জীবনের পরের সবকিছুর প্রতিটা অর্জন শেখা।



এই প্রিয় মানুষগুলোকে বাঁচানোর জন্য জানতে হবে, জানাতে হবে, যা জানলে তারা ভালো থাকবে - তাদের মঙ্গল হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.