![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঁচতে হলে জানতে হবে, জানাতে হবে।
বায়ু, পানি, খাদ্য অথবা সাধারণ ছোঁয়ায় বা স্পর্শে এইচআইভি ছড়ায় না। এইচআইভি মানবদেহের কয়েকটি সুনির্দিষ্ট তরল পদার্থে (রক্ত, বীর্য, বুকের দুধ) বেশি থাকে। ফলে, মানবদেহের এই তরল পদার্থগুলোর আদান-প্রদানের মাধ্যমে এইচআইভি ছড়াতে পারে। সুনির্দিষ্টভাবে যে যে উপায়ে এইচআইভি ছড়াতে পারে, তা হলো :
১) এইচআইভি/এইডস আক্রান্ত রোগীর রক্ত কোন ব্যক্তির দেহে পরিসঞ্চালন করলে
২) আক্রান্ত ব্যক্তি কর্তৃক ব্যবহৃত সুচ বা সিরিঞ্জ অন্য কোন ব্যক্তি ব্যবহার করলে
৩) আক্রান্ত ব্যক্তির কোন অঙ্গ অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করলে
৪) এইচআইভি/এইডস আক্রান্ত মায়ের মাধ্যমে (গর্ভাবস্থায়, প্রসবকালে বা সন্তানের মায়ের দুধ পানকালে) তার শিশু এই রোগে সংক্রমিত হতে পারে
৫) অনৈতিক ও অনিরাপদ দৈহিক মিলন করলে।
____________
■ উৎস: নবম ও দশম শ্রেণীর ২০১০ সালের মাধ্যমিক সাধারণ বিজ্ঞান ও মাধ্যমিক সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তক থেকে সংগৃহিত।
■ ফেসবুক পেজ: জয়েন করতে পারেন এই লিংক চেপে।
■ এইচআইভি প্রতিরোধের জন্য প্রচারণামূলক ওয়েবসাইট: কি কি দেখতে চান সেসব মতামত জানাতে পারেন ' এই লিংক ' থেকে ওয়েবসাইটটি দেখে।
■ এইচআইভি প্রতিরোধের সরকারী ওয়েবসাইট: ভিজিট করতে পারেন 'এই লিংক ' থেকে।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩০
একটু স্বপ্ন বলেছেন:
খুব দরকারী একটা লেখা। উৎস দেখে বুঝা যাচ্ছে পোস্টের কথাগুলো নবম-দশম শ্রেণীর বই থেকে নেয়া। সুযোগ থাকলে লেখার "পরিসঞ্চালন করলে" ও "প্রতিস্থাপন" শব্দ দুটো পরিবর্তনের পক্ষে আমি। বিবেচনা করা যায় যথাক্রমে "দেয়া হলে" ও "লাগালে"। এতে বিষয়টি তুলনামূলকভাবে সহজবোধ্য হতে পারে।
একটা টেকনিক্যাল মন্তব্য। অনৈতিক দৈহিক মিলনটি যদি নিরাপদ হয় তবে কি এইচআইভি প্রতিরোধ হবেনা? নাকি এটি ছোটদের পাঠ্যপুস্তক এবং বৃহত্তর জনগোষ্ঠীর কথা বিবেচনা করে লেখা হয়েছে?
শুভ উদ্যোগে শুভকামনা, সবসময়।
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩২
আরজু পনি বলেছেন:
এইচআইভি নিয়ে পোস্টের মুল কমেন্টন্টের বাইরে উৎস যা দিলেন আর লিঙকগুলো সবগুলোর জন্যে মূলত প্রিয়তে নিলাম ...
আমি একটা লেখা লিখেছিলাম মোটামুটি বিস্তারতই । অবশ্য ব্লগের জন্যে না ।
ধন্যবাদ রইল ।।