![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঁচতে হলে জানতে হবে, জানাতে হবে।
বায়ু, পানি, খাদ্য অথবা সাধারণ ছোঁয়ায় বা স্পর্শে এইচআইভি ছড়ায় না। এইচআইভি কোন্ কোন্ উপায়ে সংক্রমিত হয় না এ বিষয়ে স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য উপায়গুলো নিচে উল্লেখ করা হলো:
১) এইচআইভি সংক্রমিত ব্যক্তি বা এইডস রোগীর সেবা করলে
২) তার সাথে একঘরে বসবাস করলে
৩) তার বিছানা ব্যবহার করলে
৪) তার হাঁচি বা কাশি থেকে
৫) তার জামা-কাপড় পরলে
৬) তাকে স্পর্শ করলে
৭) তার সাথে করমর্দন, কোলাকুলি করলে বা এক সঙ্গে খেলাধুলা করলে
৮) তার ব্যবহৃত পায়খানা/প্রস্রাবখানা ব্যবহার করলে
৯) তার থালা-বাসন ব্যবহার করলে
১০) তার সাথে একত্রে খাওয়া-দাওয়া করলে এবং একই পুকুরে বা একই বাথরুমে গোসল করলে
১১) মশা বা অন্য কোন পোকা-মাকড়ের কামড়ে।
যেসব উপায়ে এইচআইভি/এইডস ছড়ায় না তা নিচে চিত্রের মাধ্যমে দেখানো হলো:
____________
■ উৎস: সপ্তম শ্রেণীর ২০১০ সালের সাধারণ বিজ্ঞান পাঠ্যপুস্তক থেকে সংগৃহিত।
■ ফেসবুক পেজ: জয়েন করতে পারেন এই লিংক চেপে।
■ এইচআইভি প্রতিরোধের জন্য প্রচারণামূলক ওয়েবসাইট: কি কি দেখতে চান সেসব মতামত জানাতে পারেন ' এই লিংক ' থেকে ওয়েবসাইটটি দেখে।
■ এইচআইভি প্রতিরোধের সরকারী ওয়েবসাইট: ভিজিট করতে পারেন 'এই লিংক ' থেকে।
©somewhere in net ltd.