![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনর হারিণের খোঁজে ঢাকার রাস্তার প্রতিটি মোরে মোরে শত শত মানুষ দারিয়ে আছে সকাল থেকে কথন এই সোনার হরিন আসবে।
সেই সোনার হরিণটি আর কিছূ নয় তা হল বাস। গত দুদিন ধরে ঢাকার রাস্তায় গাড়ি কমে গেছে। আমাদের ভোগ করতে হচ্ছে দূঃসহ যন্ত্রনা। এখন জ্যাম কম কিন্তু গাড়ি নেই কিছূ দিন পর আবার গাড়ি বাড়বে তখন আবার জ্যাম হবে প্রচুর।
আসলে সাধারন মানুষ যারা আমার হলাম বলির পাঠা। যা হয় আমাদের সাথে তা আমাদের মেনে নিতে হচ্ছে।
কেন নেই বাস ?
লাইসেন্স বিহীন গাড়ি ও লাইসেন্স বিহীন ড্রাইভার ধরবে বলে শপথ নিয়েছে সরকার। তাই এখন দুদিনের জন্য রাস্তায় সেই গাড়ি গুলো নেই। যখন ই বড় কর্তাদের সাথে লেনদেন হয়ে যাবে। তখন আবার স্বগৌরবে ঢাকার রাজপথ মাতিয়ে বেড়ারে এ সকল ভঙ্গুর দশা গাড়ি গুলো।
কেন আমাদের কে এভাবে কষ্ট দিচ্ছে ?
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯
প্লেবয় বলেছেন: এইভাবেই তো চলছে দেশ। সব জায়গায়। সব ক্ষেত্রেই।