| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম পর্ব
======
হয়ত আপনাদের কাছে কথা গুলো একটু বেশি কড়া মনে হতে পারে, কিন্ত আমার বিশ্বাস বর্তমানে বেশির ভাগ মানুষ নিজেদের বানানো মিথ্যা জগতে বসবাস করে।আপনি দেখবেন,এই যে এখন কার মেয়েরা, এমন কি ছেলেরাও ...! আচ্ছা, সবাই যে এরকম ভঙ্গিমাতে আজকাল ছবি তুলে,এটার নাম যেন কি? আমি জানি না,আচ্ছা যাই হোক, যে মানুষেরা সারাদিন সেলফি তুলে,আর ইন্টারনেট আপলোড করতে থাকে, আমি আসলে তাদের বেপার টা বুজিনা। আপনি যদি নিজের জীবন মানুষের সাথে শেয়ার করার ব্যাপারে এত আন্তরিক হন, তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠা মাত্রই কেন সেলফি তুলে আপলোড করেন না ! যখন আপনার চোখের কোনায় ময়লা লেগে থাকে তখন থেকেই ছবি তোলা শুরু করেন না কেন ? কিন্তু না ! কখন কোন অবস্থায়, কোন ভঙ্গিতে, কোন এঙ্গেলে ছবি তোলা হবে তা অনেক যাচাই বাছাই এর পর ঠিক হয় । এবং আমরা শুধু এমন সময়ই ছবি তুলি যখন আমরা কোথাও ঘুরতে গিয়েছি, যখন নতুন পোশাক পড়েছি ,কিংবা যখন মজাদার কিছু খাচ্ছি। আর আমরা সর্বাত্মক চেষ্টা করি যেন পৃথিবীকে দেখতে পারি আমরা জীবন কে উপভোগ করেছি। আমরা পৃথিবী কে দেখতে চাই আমাদের জীবন টা অনেক অসাধারণ, আমাদের জীবন খুব "ফাটাফাটি" । কিন্তু সত্য হল এটা আপনার জীবনের বাস্তব চিত্র না, আপনি কোন রূপকথার জীবন যাপন করছেন না, আপনি অন্য সব মানুষের মতই ,আপনার জীবনও অন্য সবার মতোই । অথচ আমাদের মাঝে প্রবণতা হল ....... আমি এটা সবাই কে বলতে চাই ,যদি আপনি খুব সুখেও থাকেন তবুও তা দুনিয়াময় প্রচার করে বেড়াবার দরকার নেই। কেননা মানুষ তখন আপনাকে হিংসা করতে শুরু করবে। আপনার যা আছে তারা সেগুলো কামনা করা শুরু করবে।
২|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১০
চাঁদগাজী বলেছেন:
"কেননা মানুষ তখন আপনাকে হিংসা করতে শুরু করবে। আপনার যা আছে তারা সেগুলো কামনা করা শুরু করবে।"
-আপনি তো বেশ ছোট লোক!
৩|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৮
নতুন বলেছেন: আপনি যদি নিজের জীবন মানুষের সাথে শেয়ার করার ব্যাপারে এত আন্তরিক হন, তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠা মাত্রই কেন সেলফি তুলে আপলোড করেন না ! যখন আপনার চোখের কোনায় ময়লা লেগে থাকে তখন থেকেই ছবি তোলা শুরু করেন না কেন ? কিন্তু না !
আপনার প্রফাইল পিকটা কি সকালে ঘুম থেকে উঠা মাত্র তোল? আপনার ফেসবুকেও তেমন ছবি দেখলাম না।
আপনি যদি নিজেই আপনার ভ্রমনের ছবি সেয়ার করেন... তবে অন্য সবাই করলে সমস্যা কোথায়?
৪|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৬
গেম চেঞ্জার বলেছেন: চাঁদগাজী বলেছেন:
...
-আপনি তো বেশ ছোট লোক!
৫|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৬
গেম চেঞ্জার বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: শুভ ব্লগিং