![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যৌবন বানে নিজ মন কোনে,ধ্যানমগ্ন এক রসিকজনা,
ছলনায় ভাবিয়া রসনা,জানিত প্রেম বুঝি দেহ ভোগ বাসনা।
অসহ্য এক অতৃপ্ত যাতনা, পিষিয়া মোরে ঘিরিয়া থাকিত,
নির্লজ্জ্ বুদ্ধি সিঁধি কাটিয়া,ছলনায় ললনারে খুঁজিত।
ব্যাকুল মন ভাবিয়া যখন,পোহাইত দিবা-রাতি,
জানিত কে এ পোড়া গৃহে,অন্ধকারে জ্বালাবে তুমি বাতি।
তোমার শৈল্পিক দেহ নদী বাঁকে,চাহিয়া দেখিতাম,ঝাঁকে-ঝাঁকে,
প্রেম তরঙ্গে কত ঢেউ,জলকেলি খেলে।
ভাবিতাম বধূ বুঝি,চক্ষু মুঝি লালসা ভোগের শিকার,
ঘর্ম ছেড়ে লজ্জায় মরি হায়-হায়,শ্রবনীয়া আমারে তোমার ধিক্কার।
সময় পেছনে ফেলিয়া মোরে,যত সম্মুখে রয়,
বধূয়ার প্রেমবারি অবগাহিয়া মোরে,তত বেশি কাছে টেনে লয়।
©somewhere in net ltd.