নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবেক চক্রবর্তী

আমি একজন সাধারন মানুষ

বিবেক চক্রবর্তী › বিস্তারিত পোস্টঃ

মোদির বিয়ের আতশবাজি (বিবেক চক্র বর্ত্তী)

২৫ শে মে, ২০১৪ রাত ১০:৫১

বিজেপির সাংগঠনিক দৃষ্টিভংগি, একমুখী ধর্মীয় গোড়ামিপূর্ণ মন্দির/মসজিদ ভিওিক অতিত কর্মকান্ড------ইত্যাদি আজ আর সময়োপযোগি আলোচনা নয় বরং সময় ক্ষেপন। অন্তত ভারতীয় সংখ্যাগরিষ্ঠ জনতার ভোটের সিদ্ধান্ত আজ তাই স্বাক্ষ্য দিচ্ছে।ভারতের স্বাধিনতা,সার্বভোমত্ব আর জাতীয় পতাকার জন্মদাতা রাজনৈতিক দল ভয় বা লজ্জায় কুর্মের(কচ্ছপ) ন্যায় মস্তকাদি সংকোচিত করে আত্মরক্ষার আজ দুশ্চিন্তায় বাকহীন।তাহলে প্রশ্ন জাগে,জনতা কি ভূল করেছে ? উওরে আপাতত নিশ্চিত করে হাঁ বা না বলাটা বোধয় এক ধরনের আবেগপূর্ণ মন্তব্য দোষে দুষ্ট হবার আশংকা থেকে যায়। তবে নিশ্চিত করে বলা যায় -পরাজীত সদ্য বিদায়ি সরকারের নেতৃত্বের অযোগ্যতা,দক্ষ না হলেও রাজার ছেলে রাজা হবে এমন মনোভাব এবং ক্ষমতাকালীন সরকারের বিভিন্ন ব্যর্থতা সহ দুর্নীতির র্নিলজ্জ মহড়ার দায়ে, জনতা গণতান্ত্রিক অস্ত্র দিয়ে ভোটরুপ গুলি ছুঁড়ে কংগ্রেস সরকারকে বধ করতে কার্পন্য করেনি।জনগণ সরকারের পরিবর্তন নিশ্চিত করেছে। জনগণের সরকার পরিবর্তনের ইচ্ছা গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে এই আপত কালীন মোদি সরকার।সুতরাং মোদির দুশ্চিন্তার কারন যথেষ্ট।কারন এটা তাঁর বার্ষিক পরীক্ষা।যা হউক-মোদির সংসদমুখীরুপ বিয়ে যাত্রাটি বেশ চমকপ্রদ।দক্ষীণ এশীয় প্রতিনিধিগন বরযাত্রিক হয়ে গগণ বিদারী শব্দ আর রাষ্ট্রিয় বাদ্যের তালে-তালে মৃদু-মন্দ পদক্ষেপে বর মোদির পেছনে পেছনে অগ্রসরমান।তবে আনন্দের ঘাটতি এই জন্য যে- ভারতীয় ভিন্ন আদর্শের কিছু রাজনৈতিক অভিমানি দল মোদির বিয়ের বহরে অংশগ্রহনের সম্ভবনা ক্ষীন বলে আভাস পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে মোদির শাসনামলে মডেল গুজরাটের আদলে সাঁজবে সারা ভারত।পন্ডিতেরা বলেন-যত গর্জে তত বর্ষে না।তবু শুভ কামনা রইল।আশা করি রাষ্ট্রিয় দায়িত্ব গ্রহনের আড়ম্বরপূর্ণ বর যাত্রাটি যথা সময়ে পৌঁচছ যাবে সংসদরুপি বিয়ে বাড়িতে। আনন্দঘন পরিবেশে রাষ্ট্রিয় দায়িত্ব গ্রহনরুপ রাজনৈতিক বিয়েটি সুসম্পন্ন হবে আগামিকাল সূর্য উদয়ের কয়েক ঘন্টা পরেই। অতপর শুরু হবে পাঁচ বছর মেয়াদি সরকারি কর্মকান্ডের দাম্পত্য জীবন।উৎপন্ন হবে ভারতীয় জনতাকে মোদির কথা দেওয়া গুজরাট মডেল সম উন্নয়নরুপ সন্তানের ।হয়তবা তখনি বলা যাবে -মোদির বিয়ের আতশবাজি সমাদৃত হবে দেশ-বিদেশে......!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.