নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা শুনি- যা দেখি - যা ভাবি - তা লিখতে ইচ্ছে করে ।

কিবরিয়া জাহিদ মামুন

শহুরে ফোকলোর

কিবরিয়া জাহিদ মামুন › বিস্তারিত পোস্টঃ

শহুরে ফোকলোর

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

বন্ধুরা ডাকত জামিল । ছোটবেলায় একধরনের লালশার্ট এল বাজারে । বাপ কিনে দিতে পারেনি । মনে হয়েছিল টাকা হলে জীবনে কতগুলো ওই লাল শার্ট কিনবে তার হিসাব নেই । টাকা যেদিন হল সেদিন আর লালশার্ট পড়ার বয়স নাই ।

অভাবী ঘরের সন্তান ঢাকা ভার্সিটিতে পড়তে এসেছিল জামিল । খুধার্ত পেটে চড়ারোদে চাইনিজ রেস্টুরেন্টের পাশে দিয়ে হেটে যাবার সময় মনে হত চাকুরী বাকুরী পাই সালার চাইনিজ খাওয়া কারে কয় দেখাবো । জামিল চাকুরী পেল । চাইনিজ শখের বশে দু একেদিন চাইনিজ খেলে মনে সাদা ভাতি ভাল ।
রিকশায় করে অফিস যাবার সময় প্রাইভেট কারের তীব্র হর্নে মনে হত কবে গাড়ী কিনবে । গাড়ী কিনল জামিল । এবার ডাকতার বললেন নো রিছ ফুড, নো গাড়ী । হাটতে হবে ।

ওদিকে আগে বাপ মা যেখানে চাকুরী করত সন্তানেরা সেখানের স্কুলে পড়ত । এখন সন্তানেরা যে স্কুলে পড়ে বা মা'রা সেখানে বাসা ভাড়া নেন ।

মোবাইলের আগের যুগে কাউকে ওমুক দিনে কোথাও থাকতে বল্লে সে ঠিকি থাকত । এখন মোবাইলের যুগে সাতবার মোবাইল করেও টিকির নাগাল পাওয়া যায়না ।

বছর শেষ না হতেই লন্ড্রিতে গেলে দেখা যায় কাপড় ইস্ত্রি মুল্য বাড়িয়ে দিয়েছে । সামনে থাকে নোটিশ বোর্ড । লন্ড্রি সমিতির মিটিং এ নির্ধারিত মুল্য বাড়িয়ে এত ।
সাইকেল, মোটর সাইকেল, গাড়ীর চাকাতে পাম দেয় ইদানিং তারাও এমন নোটিশ বোর্ড দিয়ে এক চাকা পাম ৫টাকার পরিবর্তে ১০ টাকা লাগিয়েছে ।

আগের দিনে নাপিতের ব্যবসা, ধুপি শপের ব্যবসা মনে করা হত নীচু শ্রেনীর লোকজন করে । এখন গলির মোড়ে মোড়ে চেইন শপে দাড়িয়ে গেছে । নাপতালী ব্যবসা আর ধুপি শপের ব্যবসা ।





মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: বশে দু একেদিন চাইনিজ খেলে মনে সাদা ভাতি ভাল । এখানে লাইনটি সম্পন্ন হয়নি। (মনে হয় সাদা ভাতই ভাল) হবে বা অন্য কোন শব্দ। লেখায় ++

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

শফিক2003 বলেছেন: please write something that's have depth value for social accountability

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৯

কিবরিয়া জাহিদ মামুন বলেছেন: ডেপথ এগুলোরে ভিথরেও আছে মি. শফিক২০০৩ । খুজে পাবার চোখটা থাকতে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.