নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা শুনি- যা দেখি - যা ভাবি - তা লিখতে ইচ্ছে করে ।

কিবরিয়া জাহিদ মামুন

শহুরে ফোকলোর

কিবরিয়া জাহিদ মামুন › বিস্তারিত পোস্টঃ

দৌড়

০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:৪২

মওলানা আব্বাস জানেনা, হারাধন জানেনা
ছোট স্যার, বড় স্যার কেউ জানেনা ।
নুতন জুতার গন্ধের মত কড়ি ফেল
তাহলেই আরাফাতের ময়দানের মত দৌড়াবে ।
যেভাবে শিমসন দৌড়েছিল প্যালেস্টাইনী সংহারে ।
যেভাবে হারিয়ে যাওয়া ঘুড়ির পিছে শৈশবে মতলুবর দৌড়েছিল ।
যেভাবে ছমিরন বেওয়া থকে রোপা আমন ধানের খেত মারিয়ে থক থকে কাদা মারিয়ে হাটুর উপরে কাপড় তুলে রিলিফ নিতে দৌড়েছিল ।
সেভাবে মওলানা আব্বাস, হারাধন দৌড়াবে উদ্ধশ্বাসে ।
মরার গরুর মাংসের গন্ধ পাওয়া শকুনের নাকের মত কড়ির গন্ধ পাবে ।
আর উদ্ধশ্বাসে দৌড়াবে ।
কড়ির গন্ধ না পেলে মওলানা আব্বাস, হারাধন, ছোট স্যার, বড় স্যার সবাই
পুকুরের কচুড়ীপানার মত স্থবীর । বাতাসের দোলাতেও স্থবীর ।


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:১০

জান্নাতুল ফেরদৌস৯৩ বলেছেন: ভালো পোষ্ট।

৩| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৩৯

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: হুম ভালো :)

৪| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১০:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কড়ির গন্ধছাড় সবাই স্থবির। বাতাসের দোলাতেও স্থবির।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.