নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা শুনি- যা দেখি - যা ভাবি - তা লিখতে ইচ্ছে করে ।

কিবরিয়া জাহিদ মামুন

শহুরে ফোকলোর

কিবরিয়া জাহিদ মামুন › বিস্তারিত পোস্টঃ

মিয়ানওয়ালীর মিয়ার চোখ

০৭ ই মার্চ, ২০১৯ রাত ১২:০৮

নেতা অসুস্থ । লাগবে শীতাতপনিয়ন্ত্রিত কেবিন । লাগবে ধরিত্রির সেরা শল্য চিকিৎসক ।
হাওয়াই জাহাজে নেতা উড়বে পৌছে যাবে সীমানা পেরিয়ে ।
এতকড়ি আসে কোথা থেকে ?
জনতার কোষাগার থেকে ।
জনতা সে মুখ নীচু করে জুতা পালিশ করছে । মুখ নীচু করে সেলাই করছে । মুখ নীচু করে কাপড় ডলছে ।
কখনো জনতার হচ্ছে মাছের মৃতু, কখনো কয়লার মৃতু, কখনো বা ছিন্নভিন্ন দেহ চলে যাচ্ছে শকুনের পেটে ।
অথবা চাটাই মোড়া, শেওলা ধরা প্রাচীরের পাশে বেওয়ারিশ লাশ ।

ফজরের আজান দেয়া মোয়াজ্জেন, সুরা কাহাফ পড়ানো ঈমাম সবাই ভীত ।
এযে বেওয়ারিশ লাশ । বাঘে ছোয়া আঠার ঘার চেয়ে ভয়ংকর ছত্রিশ ঘা ।
তাকিয়ে রয় বন্দুকের নল । সবচেয়ে ভয়ংকর লোহা । যা দিয়ে বাঘ মহিষ এক ঘাটে জল খায় ।

নেতার কফিন আসছে চন্দন কাঠে মোড়া । লাখো লাখো আদম । গার্ড অফ অনার ।
বিউগলের করুন সুরে বিদায় । কফিনের পেছনে ছুটছে মতিহার যার কারনে দুনিয়া ছেড়েছে জরিনা ।
পেছনের ছুটছে মাতবর যে দখল করেছে তুলসী বালার ভিটা । মিনহা খালাক না কুম ।
কবরের পাশের জমানো মাটি শেষ । লাখো আদমের এত মাটি কোথায় ?
শোকের কালো পতাকা বাতাসের টানে দুলছে । জবুথবু দেবদারু তাকিয়ে দেখছে ।

বন্দুকের নলের পিছে উড়ছে শাড়ীর আচল ।
ঘিরে আছে সুবিধাবাদী জারজের দল শ্বাপদের দল ।
শত সহস্রাব্দের চেনা মুখ অচেনা ধুসর,
যেন ইদির চোখ, খায়বার পাখতুনের আগার চোখ,
মিয়ানওয়ালীর মিয়ার চোখ ।





মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ১:৩৭

রাফা বলেছেন: দিবালোকের মত সবকিছু স্পষ্ট ।তবুও নির্বিকার প্রতিবাদি বিশাল জনগোষ্ঠি।নিজেরাই হারিয়ে বসে আছে আলোর সেই দিশা।তারা জানেনা তাদের হয়ে লড়াই করার কেউ নেই আজ।
কারন আর কেউ হোতে চায়না স্বজাতির কাছেই হারিয়ে ফেলতে নিজের প্রিয় ,খুব ,খুব খুব আদরের স্বজন।

ধন্যবাদ,কি.জা.মামুন।ভালো লিখেছেন।

২| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ৩:২৩

কনফুসিয়াস বলেছেন: লেখাটি দারুন হয়েছ। ধন্যবাদ।

৩| ০৭ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৪| ০৭ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৫১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দুষ্ট-শিক্ষিত, ধান্দাবাজ, অসৎ উপায়ে ধনি হয়ে যাওয়া এক শ্রেণীর নেতাদের দুষ্টচক্র আলাদিনের প্রদীপের মতো পেয়ে গেছে পনেরো/ষোলো কোটি দাস-দাসীদের - যারা বুঝে হোক বা না বুঝেই হোক ওই সকল আমলা-নেতাদের আজীবন দাসত্বের দাসখত দিয়ে ফেলেছে ।

খুব সুন্দর লিখেছেন ! ++

৫| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪৬

মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.