নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা শুনি- যা দেখি - যা ভাবি - তা লিখতে ইচ্ছে করে ।

কিবরিয়া জাহিদ মামুন

শহুরে ফোকলোর

কিবরিয়া জাহিদ মামুন › বিস্তারিত পোস্টঃ

পাজরের পাখি

০৮ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:৩৫



রাশিয়ান জার, ইদি আমিন দাদা, মুগাবে, হিটলার, বেন আলী, মোবারক সবার দেহে প্রান ফিরে পেয়েছে
সবাই হেটে হেটে আসছে শনির আখরার দিকে, চাংখারপুলের দিকে
তাহাজ্জুদের ওয়াক্তে দশাশই মিটিং করবে বলে
চারিদিকে আলো মিটিং এর আলো মিছিলের আলো
ঢাকা ইলেকটিৃক কোম্পানী আলোকিত করেছে চারিধার
কিন্তু আলোর অভাবে অপারেশন থিয়েটারে শল্য চিকিৎসক নেই ।
রোগীরা শেষবারের মত কলেমা পড়ছে
আসসাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল লাহু
কলেমা মুখে নিয়ে মরলে বেহেস্ত কনফার্ম ।
আলোহীন অপারেশন থিয়েটারের নাম ডিজিটাল বাংলাদেশ ।
বিচারহীনতার নাম ডিজিটাল বাংলাদেশ
ইদি আমিন দাদা হাসছে
বেন আলী হাসছে

মুয়াজ্জিনের কন্ঠে আসসালাতো খায়রুম মিনার নাওম,
আবরারের পাজরের পাখি উড়ে যায়
কলেমা বিহীন পাখি
মায়ের হাতের শেষ পরশ না পাওয়া পাখি
বাবার বুকের উত্তাপ না পাওয়া পাখি
ঢাকা ইলেকটৃক কোম্পানীর আলোহীন পাখি

জারের হাতে, দাদার হাতে, বেন আলীর হাতে, হিটলারের হাতে, মোবারকের হাতে হাত রেখে
নাচে চেতনার বেশ্যারা
আলোকিত মন্চে, হাজার আলোর বাতি, যেন শনির আখরা চাংখার পুলে সুর্য নেমে এসেছে
এই সুর্যের আলো ঢাকা ইলেকট্রিক কোম্পানীর
সকালের খবরের শিরোনাম সারা দেশে বাতাবী লেবুর বাম্পার ফলন
পিয়াজের দামে নাগালে ভারতমাতার এ যে সীমাহীন দয়া ।

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:০৪

করুণাধারা বলেছেন: কোন মন্তব্য করার মত অবস্থা নেই... আমারও এই বয়সী ছেলে আছে...

২| ০৮ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:১৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সারা দেশে বাতাবি লেবু নয়, বিভিন্ন কিছিমের দালালের বাম্পার ফলন হয়েছে |

৩| ০৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!
দারুন চপেটাঘাত!

এ দু:সহ অন্ধকার রাতের অবসান হোক
মিনারে মিনারে উঠুক আওয়াজ
আস সালাতু খাইরুম মিনান নাউম
ভেঙ্গে যাক ভয়ের ঘুম, টুটে যাক শংকার আশংকা

লাল সবুজের পতাকায়
উঠুক টকটকে লাল নতুন সূর্য আবরারে রক্তে নেয়ে।


# আস সালাতু খাইরুম মিনান নাউম-এ টাইপও টা দেখৈ নিন প্লিজ!

৪| ০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: বাস্তব কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.