|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কথপকথন 
প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদ ও তার প্রধান নির্বাহী । 
****************************************************************
প্রেসিডেন্ট - ডেংগুতে কত আক্রান্ত ? 
নির্বাহী -   প্রায় ৩২ হাজার । 
প্রেসিডেন্ট- মারা গেছে কত ? 
নির্বাহী- প্রায় - ১২০ । মাননীয় প্রেসিডেন্ট আপনি কি ডেংগুকে মহামারী ডিক্লেয়ার করবেন ? এবং হুর সাহায্য নিবেন ? যেমনটা কম্বোডিয়া করেছে ? 
প্রেসিডেন্ট - নাহ । সারা পৃথিবী ভাববে আমি ইনকমপিটেন্ট । যেমনটা গামা প্লাজাতে নেইনি । অনেক দেশ এগিয়ে এসছিল । 
নির্বাহী - তাতে তো মানুষ বেশি মারা গেছে ? 
প্রেসিডেন্ট - মানুষ মরবেই । মানুষ  জন্মেছে মরবার জন্য । ডেংগুকে গুজব হিসেবে চালিয়ে দাও । দেশ উন্নত হবার লক্ষন বল। বিরোধী দলের ষড়যন্ত্র বল । মসজিদ, মন্দিরে  ময়লানা, পুরোহিতদের  দোয়া করতে বল । যারা প্রগতিশীল তাদের বল ডেংগুর বিরুদ্ধে  কবি গুরুর গানের সাথে  মোমবাতি জ্বালাবে । টেলিনর কে বল মোমবাতি  স্পন্সর করতে ।  
প্রেসিডেন্ট- ঈদে বাড়ী যাওয়া আসাতে  মরবে কত ? 
নির্বাহী- প্রায় ৩০০ । 
প্রেসিডেন্ট- লন্চ ডুবিতে কত মরতে পারে ? 
নির্বাহী- ৬০০ থেকে ১০০০ । 
প্রেসিডেন্ট- গামের্ন্টেসে আগুন লেগে কত মরবে ? 
নির্বাহী - প্রায় ৩০০ থেকে ১০০০। 
প্রেসিডেন্ট- নদী, পুকুর, ডোবা, নালা, খাল, বিলে, বন্যা, বজ্রপাতে  মরবে কত ? 
নির্বাহী - প্রায় ৪৭ । 
প্রেসিডেন্ট- রাজনৈতিক কারনে মরবে কত ?
নির্বাহী- প্রায় ২৫ । 
প্রেসিডেন্ট- সামাজিক কারনে ?
নির্বাহী - প্রায় ১৭ । 
প্রেসিডেন্ট - ক্রসফায়ারে ? 
নির্বাহী- প্রায়  ২২ । 
প্রেসিডেন্ট - বন্ধু রাস্ট্র মারবে কত ? 
নির্বাহী - যেহেতু ঈদ সামনে একটু বেশি প্রায় ২৯ ।  
প্রেসিডেন্ট- ঈদ কবে ? 
নির্বাহী- আপনি যেদিন বলবেন ।  
প্রেসিডেন্ট- আমার চেয়ারের বা ক্ষমতার বিরুদ্ধে কোন শ্লগান হতে পারে ? আমার পরিবারে উপরে কোন আক্রমন ? 
নির্বাহী - গোয়েন্দা তথ্যমতে সম্ভবনা শুন্য । 
প্রেসিডেন্ট - ওকে  দেশোবাসীর প্রতি আমার বানী সহ  ১২ তারিখ ঈদ ঠিক কর ।  
*****************************************************
ব্যানানা রিপাবলিক অফ হানুলুলুর অনলাইন পত্রিকা 
হানুলুলু টাইমস থেকে ভাষান্তরীত ।
 ১৫ টি
    	১৫ টি    	 +১/-০
    	+১/-০  ১৪ ই আগস্ট, ২০২০  রাত ১২:৩২
১৪ ই আগস্ট, ২০২০  রাত ১২:৩২
কিবরিয়া জাহিদ মামুন বলেছেন: সময় নিয়ে এতখানী মন্তব্য করবার জন্য অনেক ধন্যবাদ । আর হ্যা হানুলুর রাজা ভগবান । তিনি যে দাসখৎ দিয়েছেন সেটা কত প্রজন্ম কে বহন করতে হবে সেটা দেখার বিষয় ।
২|  ১০ ই আগস্ট, ২০২০  সকাল ৯:৪০
১০ ই আগস্ট, ২০২০  সকাল ৯:৪০
খায়রুল আহসান বলেছেন: ভালো লিখেছেন। ইঙ্গিত স্পষ্ট। 
"যা শুনি- যা দেখি - যা ভাবি - তা লিখতে ইচ্ছে করে" - লিখুন লিখুন, লিখলেই না মানুষ জানতে পারবে।
  ১৪ ই আগস্ট, ২০২০  রাত ১২:২৫
১৪ ই আগস্ট, ২০২০  রাত ১২:২৫
কিবরিয়া জাহিদ মামুন বলেছেন: ৫০ বছরের হানুলুলু এখনো হেলে আছে একি দিকে 
যেন যে কোন সময় ভেংগে পড়বে ।
৩|  ১০ ই আগস্ট, ২০২০  সকাল ৯:৫৩
১০ ই আগস্ট, ২০২০  সকাল ৯:৫৩
নূর আলম হিরণ বলেছেন: ব্যাপার গুলো বাস্তবে অনেকটা এমনিই।
  ১৪ ই আগস্ট, ২০২০  রাত ১২:২৬
১৪ ই আগস্ট, ২০২০  রাত ১২:২৬
কিবরিয়া জাহিদ মামুন বলেছেন: নাহ, এটা নিরেট বাস্তবতা না । নিরেট বাস্তবতা হল যারা তাদের প্রিয়জন কে হারিয়েছেন স্বাধীন দেশে । বিচারের নামে প্রহসনে ।
৪|  ১০ ই আগস্ট, ২০২০  সন্ধ্যা  ৭:৪৯
১০ ই আগস্ট, ২০২০  সন্ধ্যা  ৭:৪৯
শেরজা তপন বলেছেন: মজা পেলাম! ঠিক যেন আমরাই...
  ১৪ ই আগস্ট, ২০২০  রাত ১২:২৭
১৪ ই আগস্ট, ২০২০  রাত ১২:২৭
কিবরিয়া জাহিদ মামুন বলেছেন: আমরা না । আমরা তো সুইজারল্যান্ড । সারা পৃথিবীর সোনাদানার উপর বসে আছি সুখি নীলগন্জ । আর গনতন্ত্র রপ্তানী করছি ।
৫|  ১০ ই আগস্ট, ২০২০  রাত ৮:৪৯
১০ ই আগস্ট, ২০২০  রাত ৮:৪৯
রাজীব নুর বলেছেন: বেশ।
  ১৪ ই আগস্ট, ২০২০  রাত ১২:৩০
১৪ ই আগস্ট, ২০২০  রাত ১২:৩০
কিবরিয়া জাহিদ মামুন বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই । আমার লেখার নিয়মিত পাঠক ।
৬|  ১১ ই আগস্ট, ২০২০  রাত ১১:৪৫
১১ ই আগস্ট, ২০২০  রাত ১১:৪৫
কিবরিয়া জাহিদ মামুন বলেছেন: আপনারা সময় করে আমার লেখা পড়েছেন তাতে অসংখ্য ধন্যবাদ । সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ।
৭|  ১২ ই আগস্ট, ২০২০  রাত ১২:৩২
১২ ই আগস্ট, ২০২০  রাত ১২:৩২
ইলি বলেছেন: অনেক মিল খুজেপাই কিন্তু নাম বলতে পারছিনা, আজকাল কেমন জেনো ভুলে যাই। ধন্যবাদ।
  ১৪ ই আগস্ট, ২০২০  রাত ১২:২৩
১৪ ই আগস্ট, ২০২০  রাত ১২:২৩
কিবরিয়া জাহিদ মামুন বলেছেন: ভুলে থাকতে পারলে তো ভাল হত । কিন্তু চোখ খুললেই তো দেখা যায় স্যাটেলাইট থেকে গরুর দড়ি দিয়ে বাংলামটরের ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রন করছে । সেটার দিক নির্দেশনা দিচ্ছেন স্টিভ মোব্বার গুগলের পুর্বে সার্চ ইন্জিন তৈরির জনক ।
৮|  ১২ ই আগস্ট, ২০২০  ভোর ৫:৩৩
১২ ই আগস্ট, ২০২০  ভোর ৫:৩৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বলো সবে জয় হনলুলু রাজা কি জয় !
শাহ আবজাল মোহাম্মদের বয়স কত হলো ? তার জন্মদিনের দাওয়াত পাবো তো ? বড়োই খায়েশ একবার হানুলুলুতে যাওয়ার - আর তা যদি হয় শাহ আবজালের জন্মদিনে।
  ১৪ ই আগস্ট, ২০২০  রাত ১২:২০
১৪ ই আগস্ট, ২০২০  রাত ১২:২০
কিবরিয়া জাহিদ মামুন বলেছেন: সিলেক্টেড গেষ্ট ছাড়া দাওয়াত পাওয়া যায়না । যেমন ধরুন ব্যাংক ডাকাত. স্টোক মার্কেট খেকো দরবেশ লুটেরা, খুনি সহ বড় বড় পদের লোকজন কে তিনি ডাকেন ।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০২০  সকাল ৮:২৭
১০ ই আগস্ট, ২০২০  সকাল ৮:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন:
যায় যদি যাক প্রাণ
হনলুলুর রাজা ভগবান!
হনলুলুর যন্তর মন্তর ঘরে যাই
যেথা হয় সবার মগজ ধোলাই
সেখানে নিয়ে যার মাথায় যা
ঢুকানো হয় সে সর্বদা বেল তা
তোতাপাখির মতো বলি সবি
যা লিখে দেয় রাজকবি।
রাজকবি লিখে:
“ভরপেট নাও খাই, রাজকর দেওয়া চাই”
“বাকি রাখা খাজনা, মোটে ভালো কাজ না”
“যায় যদি যাক প্রাণ, হনলুলুর রাজা ভগবান”
“যে করে খনিতে শ্রম যেনো তারে ডরে যম”
“অনাহারে নাহি খেদ, বেশি খেলে বাড়ে মেদ”
“লেখাপড়া করে যেই, অনাহারে মরে সেই”
“জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই”
“বিদ্যা লাভে লোকসান, নাই অর্থ, নাই মান”
যে গায়না উন্নয়নের গান, জেনো তার পাকিমন
গণতন্ত্র চায় যে গণতন্ত্রের শত্রু সে
মন্ত্রতো সেই একখান, হনলুলুর রাজা ভগবান!
বলো সবে জয় হনলুলু কি জয়