নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা শুনি- যা দেখি - যা ভাবি - তা লিখতে ইচ্ছে করে ।

কিবরিয়া জাহিদ মামুন

শহুরে ফোকলোর

কিবরিয়া জাহিদ মামুন › বিস্তারিত পোস্টঃ

বিলাপের সকাল

১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:৩৭


এই সকাল কড়কড়া ভাত তেল হলুদ লবনে ভাজি করে কাচা পিয়াজ দিয়ে খাওয়া সকাল
এই সকাল জমানো দুধের সরকে পিষিয়ে পিষিয়ে ঘি বানানো সকাল
এই সকাল গরম ভাত ঘি দিয়ে মেখে খাওয়া সকাল
এই সকাল খুদ বিরান খাওয়া সকাল ।

এই সকাল খেজুরের গুড়ের রসের পিঠা খেয়ে মাড়ি কাপানো
এই সকাল চাপি, চাপি বসিয়া পোড় জ্বালায়া আগুন তাপানো
এই সকাল মাচার লকে লকে লাউশাকের ডাটা ইছলা মাছ দিয়ে রান্না করার বন্দোবস্ত
এই সকাল গাছে নীচে পড়ে থাকা বিবর্ন হলুদ শুকনো পাতা ।

এই সকাল বারবনিতার শরীর বিকোনো মৌন হাসির সকাল
এই সকাল সারা রাতের প্রহরীর চোখ লাল সকাল
এ সকাল মাটি, নদী বেচা সকাল ।
এই সকাল পুকুরের স্থির পানিতে ভাব ঊঠা সকাল ।


এই সকাল আটোয়ার রাস্তায় সিগারেট হাতে ঘরহীন নেশাখোর সাদা যুবকের হাত পাতা সকাল
এই সকাল শুন্যে তাকিয়ে থাকবার সকাল, ফিরে না আসবার সকাল
এই সকাল সাগর রুনি, তনু, ত্বকি, বিশ্বজিদ, নুসরাত, আবরারের মায়ের বিলাপের সকাল, ।
এই সকাল নাম না জানা কোন মায়ের, যার সন্তান কে হত্যা করা হয়েছে
এই সকাল বিচার না হওয়া সকাল ।

এই সকাল পালিয়ে যাওয়া বিচারকের পেপসুডেন্ট টুথ পেস্টে দাত মাজা সকাল
এই সকাল নিজের অবসর নিজে নেয়া সকাল,
এই সকাল তাহাজ্জুদের ওয়াক্তে নষ্ট হওয়া ভোটের ব্যালট বাকসোর সকাল ।
এই সকাল মুখ বন্ধ করে রাখবার সকাল

অটোয়া
১৩/১০/২০১৯ [

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:১১

খায়রুল আহসান বলেছেন: সবাই জানে, বিলাপে মর্ষকামী ধর্ষকের আনন্দ বাড়ে, তবুও সবাই বিলাপ করে, কারো কন্ঠে হুঙ্কার নেই!

২| ১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

৪০ টাকা কেজি লবন,
১০০ টাকা কেজি পেয়াজ,
১১০ টাকা কেজি ধনিয়াপাতা,
২০০ টাকা কেজি সরিষার তৈল,
২৬০ টাকা কেজি কাঁচামরিচ দিয়ে ভর্তা বানিয়ে
৬২ টাকা কেজি চালের ভাত খাওয়ার পর শরীরে অন্য রকম একটা ভাব চলে আসে

৩| ১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বিলাপের পথ ধরেই আসে দ্রোহের চিৎকার
ক্রমাগত বিলাপ যখন মাত্রা পেরিয়ে যাবে
বিলাপের ঐকতানে যখন গুঞ্জন উঠবে আকাশে বাতাসে
ক্ষুদ্র ক্ষুদ্র বিলাপই বদলে যাবে দিন বদলের সমুদ্র গর্জনে -

প্রিয় সিনিয়রের আক্ষেপের জবাবে :)

মাৎসানায় সময়েতো এমনই হয়। বলতে চাই বলতে পারিনা
যে বলে সে বেঁচে থাকে না! এক দুই তিন
ক্রমাগত স্বৈরাচারিতার বাড়ে নির্যাতন।
মানুষ হেট হতে হতে -মাথা মাটি ছোঁবার আগেই
প্রচন্ড আক্রোশে মাথা উঁচু করে মাথা উঁচু করে বাঁচতেই -
তখনই খসে পড়ে স্বৈরাচারের তখত তাউশ!

৪| ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

৫| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২৩

মা.হাসান বলেছেন: এই সকাল মুখ বন্ধ করে রাখবার সকাল
মুখ বন্ধ রাখুন, নিরাপদ থাকুন।

৬| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১৮

সাহাদাত উদরাজী বলেছেন: শেষ দুই লাইনের সকাল পুরাই স্বীকার করে গেলাম।

৭| ২৭ শে অক্টোবর, ২০২০ ভোর ৪:৫৪

কিবরিয়া জাহিদ মামুন বলেছেন: সবাইকে পড়বার জন্য অনেক ধন্যবাদ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.