নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা শুনি- যা দেখি - যা ভাবি - তা লিখতে ইচ্ছে করে ।

কিবরিয়া জাহিদ মামুন

শহুরে ফোকলোর

কিবরিয়া জাহিদ মামুন › বিস্তারিত পোস্টঃ

তাউফুলু তুখলু কারোনানো মুকুরু আলা ঘাটাতু ইয়া হুযুরু আলা হানুলুলু

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৬

ব্যনানা রিপাবলিক অফ হানুলুলু
পৃথিবীর দুটো দেশকে মহামতি হেনরী কিসিন্জার তলাবিহীন ঝুড়ি বলিয়া নিন্দে করেছিল একটি বাংলাদেশ আর একটি ব্যানানা রিপাবলিক অফ হানুলুলু । বাংলাদেশের গুনধর রাজনীতিবিদরা তাহাজ্জুদ নামাজ পড়ে অক্লান্ত পরিশ্রম করে বটমলেস বাসকেট থেকে বিশ্বের উন্নয়নের রোল মডেল হয়েছে । কিন্তু হানলুলু সেই জায়গাটা একদম ধরতে পারেনি । আগে ছিল যত কান্ড কাঠমুন্ডুতে এখন সেটা হয়েছে যত কান্ড হানুলুলুতে । ইদানিং সবার মুখে মুখে "তাউফুলু তুখলু কারোনানো মুকুরু আলা ঘাটাতু ইয়া হুযুরু আলা হানুলুলু"

বাংলা মানে হল সারা বিশ্ব যখন করোনা নিয়া দৌড়ের উপরে তখন হুযুরেরা হানুলুলু সিটির রাস্তায় । তারা প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদের পিতা শাহ কবজেল মোহাম্মদের ভাস্কর্য্যর বিরোধিতা নিয়ে মাঠ গরম করতেছেন । হানুলুলু শহরের বাসিন্দারা অনেকেই বলছেন এই ময়লানারা ভাস্কর্য বিরোধিতার সমাবেশে (হানুলুলুর ভাষায় মওলানাকে ময়লানা বলে), হানুলুলুতে বলে বেড়াচ্ছেন ধর্ম থেকেই করোনার টিকা তৈরি হবে ।
তো, এমন এক ময়লানাকে প্রশ্ন করা হয়েছিল -
তাহলে আপনারা করোনার টিকা তৈরি করছেন না কেন ?
এসব আন্দোলন ফান্দোলন বাদ দিয়ে । আপনারা তো অনেক ধর্ম জানেন । একটা টিকা আবিস্কার করে ফেলুন ! হানুলুলুর সে ময়লানা উক্ত মুসুল্লীকে মুরতাদ, কাফের ও হাবিয়া দোযগ নিশ্চিত হবার জন্য তীব্র ভৎসনা করিয়া সভাস্থল ত্যাগ করাইতে বাধ্য করিয়াছেন ।

হানুলুলুর বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদ নিজেই এই ময়লানাদের রাস্তাতে নামিয়েছেন । আমেরিকাতে চিকিৎসা কালে রিপাবলিকান থেকে ডেমোক্রেট সরকার পরিবর্তন দেখে প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদ নিজের ক্ষমতার চেয়ার ঠিক রাখবার জন্য পশ্চিমকে সাত পাচ বুঝাবার জন্য ময়লানাদের ব্যবহার করছেন । কেননা ময়লানাদের রাস্তাতে দেখলে পশ্চিম ভুলে যাবে প্রেসিডেন্ট শাহ আবজেলের চুরি চামারী, ভোট জালিয়াতি, গুম, খুন, ডিকটেটরশিপ । তারা আফগান্স্তিানের চেয়ে এই ডিকটেরকেই পছন্দ করবে মন্দের ভাল হিসেবে ।


এদিকে আমেরিকা থেকে শাহ আবজেল মোহাম্মদ তার চিকিৎসা শেষ করে দেশে এসে সাধারন মানুষের লাইনে দাড়িয়ে চিকিৎসককে দেখিয়ে পথ্য নিয়ে খবরের শিরোনাম হবার চেষ্টায় বাদ সেধেছে এক সাংবাদিক । লাইনে দাড়িয়ে চিকিৎসা নেবার সময় মাসিক তাংখোয়া নেয়া সাংবাদিক প্রশ্ন করলে প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদ জানান পরবর্তী মৃতুর আগ পর্যন্ত তিনি দেশেই চিকিৎসা করতে চান । সেই সাথে উচ্চ বিত্তদের অনুরোধ করেন স্বদেশে চিকিৎসা করবার জন্য ।

বেগতিক অবস্থা হলে যা হয় সেখানে মাসিক তাংখোয়া নেয়া ছাড়াও এক সাংবাদিক ছিল আল কাশামু টিভির তিনি প্রেসিডেন্ট শাহ আবজেল মোহম্মদ কে প্রশ্ন করেন মাননীয় সন্মানীত, দেশদরদী, মানব দরদী, হানুলুলুর স্বপ্ন, স্যাটেলাইট প্রেসিডেন্ট, সাগর বাচানো, ধান বাচানো, মান বাচানো, কৃষক বাচানো, নদী বাচানো, বন বাচানো, হানুলুলুর সর্বশ্রেষ্ঠ মানবের সন্তান হয়রত আওলিয়াতুল কুরুতিয়া প্রেসিডেন্ট -

গত ১০ তারিখের নিউইয়র্ক টাইমস ছাপিয়েছে আপনি জন হপকিনসনে চিকিৎসা বাবদ সাড়ে ৫ লাখ আমেরিকান ডলার পেমেন্ট করেছেন । আপনার সফর সংগী হিসেবে ছিল ৫৫০ জনের বিশাল বহর । যারা হোটেল হায়াতে থেকেছে । তাদের জন্য আলাদা ভাবে জনগনের ট্যাকসের টাকা হোটেল হায়াত কে দিতে হয়েছে । নিউইয়র্ক টাইমস ছাপিয়েছে গরীব দেশের প্রেসিডেন্টের রাজকীয় ইউএন মিটিং ও রাজকীয় চিকিৎসা ।
সেটা তাহলে কোন চিকিৎসা ছিল ?

শাহ আবজেল মোহাম্মদ আগ্নেয়গিরির মত রেগে যান । মনে মনে ভাবছিলেন যদি এই হারমাজাদাকে সাংবাদিক কে গুলি করে মেরে ফেলতে পারতেন । কিন্তু সব রাগ গোপন করে মুখে হাসি রেখে
প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদ উওর দেন এসবই ষড়যন্ত্র ।
এগুলো কিছু, দেশের স্বাধীনতা বিরোধী ও বিরোধী দলীয় নেতা ম্যালাও মোহাম্মদের ষড়যন্ত্র ।
নিউইয়র্ক টাইমস বিরোধী দলীয় নেতা ম্যালাউ মোহাম্মদের কাছে টাকা খেয়ে তার মত বিশ্বমানের, নোবেল পাবার যোগ্য বিশ্বের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট কে নিয়ে এ ভুয়া রিপোর্ট প্রকাশ করেছে ।
প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদ আরও বলেন তিনি গিয়েছিলেন ইউনাইটেড নেশনে মর্যাদাপুর্ন "ক্যালা কেউয়া" পুরস্কার নিতে । যদিও এই ক্যালা কেউয়া পুরস্কার আফ্রিকার যুদ্ধ বিধ্স্ত কিছু দেশের নেতারা ইউএনকে ফান্ড দিয়ে নেওয়া ছাড়া আর কোন মর্যাদাপুর্ন দেশের নাম পাওয়া যায়নি ।


যাহোক পরে এ সাংবাদিক অফিসে আসবার আগেই চাকুরী নেই মেইল পেয়ে যায় । এ সাংবাদিকের বউ ছিল হানুলুলুতে সরকারী চাকুরীজীবি তাকে ওএসডি করে দুর্নীতির মামলায় ফাসানো হয় । তারপর উক্ত সাংবাদিকের পত্রিকা অফিস সিলগালা করা হয় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে বলে । পত্রিকার অনলাইন ভার্সন কে ফ্লাগ করা হয় যাতে হানুলুলুতে কেউ পড়তে না পারে । আর সে সাংবাদিক তার লোকাল কোতোয়ালে মানে পুলিশ স্টেশনে প্রতিদিন সকাল দশটায় রিপোর্ট করেন । কোতোয়ালরা সাংবাদিক কে জানিয়েছেন সাংবাদিক না হলে আপনি ও আপনার পরিবার এতদিনে দেহত্যাগ করতেন । আর পত্রিকা অফিসের এডিটর সহ বাকী উপরের পদবীর সবাই গোয়েন্দা অফিসে হাজিরা দিচ্ছেন । ভয়ে পলাতক অনেকে । প্রায় তিন চারশ মানুষ বেকার । শুধু একটা প্রশ্ন করবার কারনে । সিলগালা করবার পর কতৃপক্ষ বলছে এটা তাদের রুটিন কাজ । যারাই দেশ বিরোধী প্রচারনা চালাবে তাদের দিকে এমন নজর থাকবে । তো, এক পত্রিকার উপরে এমন খড়গ হস্ত করাতে বাকী সব পত্রিকা ও সাংবাদিক ভয়ে নিজেদের গুটিয়ে নিয়েছে । সরকারী দপ্তরের অনিয়ম দুর্নীতি যেকোন সংবাদ ছাপাবার পুর্বে বারবার চিন্তা করতে হচ্ছে ।


ওদিকে হানলুলুর এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিরোধী দলীয় নেতা ম্যালাউ মোহাম্মদের প্রয়াত পিতা চ্যালাউ মোহাম্মদ কে নিয়ে চ্যালাউ মোহাম্মদের জন্মদিনে - "সময়ের চ্যালাউ মোহাম্মদ" নামে একখানি উপসম্পাদকীয় লেখেন । হানুলুলুর এক পত্রিকাতে প্রায় বছর তিনেক আগে , সেটার সুত্র ধরে সে শিক্ষককে চাকুরী থেকে বহিস্কার করা হয়েছে । উক্ত শিক্ষক হাসপাতালে তার রোগাক্রান্ত স্ত্রীর পাশে বসে এই দু:সংবাদ শোনেন বিশ্ববিদ্যালয় প্রশাসন তার চাকুরী নাই করে দিয়েছে । যেহেতু ইশারায় চাকুরী চলে গেছে সেহেতু কোন আদালতে গিয়ে তিনি সুবিচার পাবেন না বলে সবাই ধরেই নিয়েছে ।

হানুলুলুর নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই মনে করেন হানলুলুর এই দুরাবস্থা স্বাধীনতার শুরুতেই প্রতীয়মান হয় । হানলুলুর রেডিমেট নেতারা দেশের ৬ কোটি মানুষকে উওর হানুলুলু ফোর্সের সামনে রেখে নেতৃত্ব না দিয়ে পালিয়ে যান । উওর হানুলুলু ফোর্স প্রায় তিন লাখ নারীকে ধর্ষন করা মেরে ফেলা সহ নানাবিধও জঘন্য অপরাধ করে । বিশ লাখ মানুষ কে হত্যা করে । যে গনহত্যা আজও পৃথিবীর কোন স্বীকৃতি পাইনি । কেননা রেডিমেট নেতাদের লুটপাট করবার জন্য আলাদা দেশ দরকার ছিল । সেটা পাবার পর তারা আর জনগনের দিকে ফিরে তাকানোর প্রয়োজন মনে করেন নি । এমনকি হানুলুলুর ইন্সট্রুমেন্ট অফ সারেন্ডারে হানুলুলুর নাম নেই । ধর্ষিতা নারীদের, গনহত্যার স্বীকার মানুষের তাদের পরিবারের কারও নাম ছিলনা । এই গনহত্যাকারী মানবতার বিরুদ্ধে অপরাধকারী উওর হানুলুলু মিলিটারীর প্রায় ৭০ হাজার ফোর্স কে যুদ্ধবন্দী হিসেবে ছেড়ে দেয়া হয় প্রতিবেশী দেশের কাছে । ৭০ হাজারের উর্ধ্বতন ৭জনকে রেখে নুরেমবার্গ ট্রায়ালের মত করে ট্রায়াল করে বিচার করবার চিন্তা হানুলুলুর রেডিমেট লিডাররা করতে পারে নাই । সবাই ছিলেন পলাতক । পলাতক নেতাদের হেড নেতা উওর হানুলুলু ফোর্সের হাতে নিজেকে সপে দেন । বাকীরা পলাতক হয় পাশের দেশে ।

এই পলাতক নেতাদের ভিতরে একজন ছিলেন নক্ষত্র সাচ্চা দেশপ্রেমিক । শাহ তাইমুর মোহাম্মদ যিনি সব প্রতিকুলতাকে জয় করে যুদ্ধের নের্ত্বত্ব দিয়েছিলেন । যার নামে আজ হানুলুলুতে কিছুই নেই । উওর হানুলুলু ফোর্সের কাছে নিজেকে সপে দেয়া নেতা বর্তমান প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদের পিতা শাহ কবজেল মোহাম্মদ যুদ্ধের তের মাস উওর হানুলুলু ফোর্সের সদরদপ্তরের জেলে বন্দি ছিলেন । যুদ্ধে শেষে নিরপেক্ষ দেশ হিসেবে তাকে সুইজারল্যান্ডের জুরিখ শহরে পাঠানো হয় । জুরিখ শহরে হানুলুলুর ইমিগ্রান্টরা তাকে রিসিভ করেন । শাহ কবজেল মোহাম্মদ প্রেস কনফারেন্স করেন হাভানার চুরুট টানতে টানতে । তারপর থেকে তাকে অনেকেই চুরুট কবজেল বলে ডাকে । এরপর জুরিখে তিনি তার মেডিকেল চেকআপ করেন । মনিং শোজ দ্যা ডের মত সারা বিশ্ব সেদিনই বুঝে যায় হানুলুলু কোন দিকে যাবে ? যার দেশের কোটি কোটি মানুষ যুদ্ধে ক্ষতিগ্রস্থ সেই দেশের নেতা মেডিকেল চেকআপ করছেন জুরিখে । তখনই হেনরী কিসিন্জার বলেন বটমলেস বাসকেট যা আজও হানলুলুতে গোপনে অনেকেই ধর্ম হিসাবে মানে । সেদিনই কিসিন্জার এ নিউ রিলিজিউন হয়ে যায় হানুলুলুর জন্য । অথচ হানুলুলুর প্রতিবেশী বাংলাদেশের নেতারা কি করে জনগনকে নেতৃত্ব দিয়ে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে বাংলাদেশ কে স্বাধীন করে ।

জুরিখ থেকে ফিরে শাহ কবজেল একাধারে প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রীত্ব সহ চার মিনিষ্ট্রির দায়িত্ব নেন । এরপর শুরু হয় প্রেসিডেন্ট কবজেলের নেতা কর্মীদের লুটপাট । এরপর প্রেসিডেন্ট চুরুট কবজেল ১৩ মাস যুদ্ধে হত্যার নকশাকারী এক মাস্টার মাইন্ডকে এনে লাল গালিচা সম্বর্ধনা দেন । ধর্ষিতার আত্মচিৎকার, গনহত্যার রক্তের দাগ হানুলুলুর মাটি থেকে শুকাবার আগে । ১৫ হাজার বিরোধী দলীয় নেতা কর্মীদের গুলি করে হত্যা করেন । প্রেসিডেন্ট চুরুট কবজেলের নেতাকর্মীদের ভয়াবহ দুর্নীতিতে হানুলুলুতে দুর্ভিক্ষ দেখা দেয় । হানলুলুবাসীকে দুর্ভিক্ষর মধ্যে রেখে প্রেসিডেন্ট চুরুট কবজেল আবারো চিকিৎসার জন্য জুরিখে যান । তাই অনেকেই মনে করেন আজকের নড়বড়ে হানুলুলুর এই অবস্থা আসলে আজকের না শুরু থেকেই ।


অথচ বাংলাদেশের নেতারা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশেই সবসময় চিকিৎসা করেন । বাংলাদেশের আর্মী, পুলিশ, আনসার, বিডিআর, চকিদার, দফাদার কে যেমন পৃথিবীর সেরা ফোর্স হিসেবে গন্য করা হয় তাদের মানবিক গুনের কারনে । কিন্তু হানুলুলুর কোতোয়াল মানে পুলিশ নানাবিধ অপরাধের সাথে জড়িত । মাদক পাচার, ঘুষ, চোরাচালানী, খুন, গুম, ইত্যাদি নানাবিধ অপরাধ । বাংলাদেশের ক্লিন ইমেজের পুলিশের, আর্মীর, আনসার, বিডিআর, চকিদার, দফাদার জড়িত যেকোন ঘটনা নিয়ে সিনেমা নাটক ডকুমেন্টারী করা যায় । যদিও তারা মানুবিক হবার কারনে অনেক কম দু:ঘটনা । অনেকেই বলেন হানুলুলুর অপরাধের ৯০% অপরাধ কোতোয়াল পুলিশ, সরকারী কর্মকর্তা কর্মচারীদের ও ক্ষমতাশীন গদীনসীন প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদের দলীয় লোকজনের । একি চিত্র ছিল ম্যালাউ মোহাম্মদের সময়েও । চারিদিকে বোমাতংক । গ্রেনেড হামলা সহ নানাবিধ অপরাধ ।


তবে, হানুলুলুর পুলিশ, সশস্ত্র বাহিনী বাংলাদেশের পুলিশ ও সশস্ত্র বাহিনীর মত সৎ বা মানবিক না । চাউর হওয়া হানুলুলু পুলিশের নানাবিধ অপরাধ - যেমন নিজের স্ত্রীকে হত্যা, জোড় করে উঠিয়ে নিয়ে নারীকে বিবাহ, মাদক ব্যবসা করে হানুলুলু সিটিতে শপিং মলের মালিক হওয়া, দশ হাজার টাকার জন্য খুন করা, অনেক সময় খুন করার পর জানা যায় আরও দুশো মানুষকে খুন করেছিল হানুলুলুর পুলিশ । আসামীর স্ত্রীদের সোমর্থ্য কন্যাদের রেপ করা । বিদেশ থেকে কেউ গেলে টাকার জন্য তাকে হত্যা করা সহ এমন নানাবিধ ক্রাইমের সাথে হানুলুলুর পুলিশ জড়িত । এরপর হানুলুলুর সশস্ত্র বাহিনী আটা, রুটি, সুজি, চিনি ময়দা, ব্যাংক, বীমা, কনডম তৈরি করা নহ নানাবিধ ব্যবসায়িক কাজে জড়িত । এগুলো নিয়ে কোন ধরনের খবর, লেখা, নাটক সিনেমা তৈরি করা হানুলুলুর ভাষায় (মাসুলাতে খোড়া) বাংলা মানে, কবিরা গুনাহ । তাতে নাকি সুনাম নষ্ট হয় । মানে জনগন দেখলে সুনাম নষ্ট হবে ।
তো, অনেকেই বলেন এমন অপরাধ করলে সুনাম নষ্ট না হলে সেটা নিয়ে বললে লিখলে সেটা নিয়ে সিনেমা নাটক বানালে সুনাম নষ্ট হবে কেন ?

এই কেনর উওর মাথায় না রেখে হানুলুলুর ডিরেক্টর সিনেমা বানিয়েছিল । সেখানে কোতোয়ালের ডায়ালগে সত্যি তুলে ধরাতে তাদেরকে নুতন ডিজিটাল আইনে জেলে ঢোকানো হয়েছে । এদিকে হানুলুলুর সিনেমা হল গুলো পাশের দেশ কে দিয়ে দেবার চিন্তা করা হচ্ছে যাতে দেশের সিনেমা শিল্প ধংস হয়ে যায় । কয়েক বছর আগে প্রয়াত প্রেসিডেন্ট চুরুট কবজেল কে নিয়ে একটা সিনেমা তৈরি করবার জন্য হানুলুলুর কোন পরিচালক কে দায়িত্ব দেয়া হয়নি । দায়িত্ব দেয়া হয়েছিল পাশের দেশের পরিচালক কে ।


এদিকে সিনেমার ডিরেক্টর, গ্রেফতার হবার বছর দুয়েক আগে চারজন ভার্সিটির ছেলে ও মেয়ে কে গ্রেফতার করা হয়েছিল ড্রোন বানানোর দায়ে । বানানো ড্রন আকাশে উড়িয়ে পরীক্ষা করছিল । তাতে নাকি হানুলুলুর নিরপত্তা বিঘ্নিত হয়েছে । ছেলে মেয়েরা ড্রন বানিয়েছিল যাতে ড্রন দিয়ে সীমান্ত পাহারা দেয়া যায় । সীমান্তের রিমোট সিকিউরিটি পোষ্টে খাবার, মেডিসিন তড়িৎ পাঠানো যায় । হানলুলুর বিখ্যাত প্রবাদ উপকারী গাছের ছাল থাকেনা । দেশের উপকার করতে গিয়ে এই ছেলে মেয়েদেরকে জেলে ঢুকতে হয় । আর এদের পরিবার কে উকিল জজকে ঘুষ দিতে গিয়ে সর্বস্ব হারিয়ে নি:শ্ব হতে হয় । পরে রাতের আধারে এই ছেলে মেয়েরা পাড়ি জমায় আমেরিকাতে উচ্চতর গবেষনার জন্য । তাদের আবিস্কৃত সস্তার এই ড্রন কিনে নেয় ইজরেলী স্টার্ট আপ কোম্পানী । তারা কমার্শিয়ালী বাজারে ছাড়ে । মিয়ানমার এমবেসী আমেরিকা ইজরেলী স্টার্ট আপ কোম্পানীর সাথে এই ড্রন কেনার চুক্তি করে মিয়ানমারের সীমান্ত পর্যবেক্ষন করবার জন্য ।

গত কিছুদিন আগে হানুলুলুর (বিএফ) মানে বর্ডার ফোর্সের কয়েকজন সদস্যকে মিয়ানমার ফোর্স গুলি করে একজন কে উঠিয়ে নিয়ে গিয়ে টর্চার করে হানুলুলুকে ফেরত পাঠায় । সীমান্তে সে সময় মিয়ানমার এই ড্রন দিয়েই পর্যবেক্ষন করে । ইজরেলী একই ড্রন ইনডিয়া তাদের সীমান্তেও ব্যবহার এবং সেই ড্রন দিয়ে পর্যবেক্ষন করেই প্রতিদিন হানুলুলু সীমান্তের নিরীহ কৃষক, জেলেকে গুলি করে মেরে ফেলে অথচ এই মেধা ব্যবহার হবার কথা ছিল হানলুলুর নিজের জন্য । কিন্তু ইনডিয়া মিয়ানমারের আর এক প্রতিবেশী দেশ বাংলাদেশ তাদের সাথে ইনডিয়া মিয়ানমারের এত ভাল ডিপলোমেছি ও সীলগালা নিরাপদ সীমান্ত কখনো এমন দু:ঘটনার খবর শোনা যায় না ।

এভাবেই দিনের পর দিন মেধাবীরা মেধার মূল্যায়ন না পাওয়াতে ব্যানানা রিপাবলিক অফ হানুলুলু থেকে দুটো সুটকেসে পাচ বছরের, দশ বছরের সংসার গুছিয়ে নিয়ে ভেগে যাচ্ছে । যাদের মেধা নেই কিন্তু প্রচন্ড পরিশ্রম করবার ইচ্ছা তারা কেউ বসনিয়ার জংগল পাড়ি দিয়ে, কেউবা নৌকা করে ম্যালয়শিয়ার জংগলে গিয়ে হাজির হচ্ছে কাজের আশায় । জংগলে কেউ আধুনীক দাসত্ব করছে । কেউ মারা যাচ্ছে । কেউবা সাগরেই মারা যাচ্ছে । কারও হাড়গোড় পাওয়া যাচ্ছে কারও সেটাও পাওয়া যাচ্ছেনা ।

আর ব্যানানা রিপাবলিক অফ হানুলুলুর রেডিমেট নেতারা তারাও তাদের টাকা পয়সা বাড়ী গাড়ী পরিবার পরিজনদের সেটেল করে দিচ্ছে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডাতে । শোনা যায় ক্যানাডাতে ব্যানানা রিপাবলিক হানুলুলুর রেডিমেট নেতারা, গোয়ারমেন্ট অফিসাররা তাদের বিবিদের, সন্তানদের রাখবার জন্য বিবি পাড়া বানিয়েছেন ।

আজকে সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল বলা হচ্ছে বাংলাদেশ কে । বাংলাদেশের পাবলিক টয়লেট দেখতে ফাইভ স্টার হোটেলের মত । হাতির ঝিল দেখতে লস এন্জেলেসের মত । ভোলা দেখতে পুরা সিংগাপুর । বরিশালকে দেখলে মানুষ আমস্টারডাম মনে করে ভুল করে বসে । যে ভুল প্রেসিডেন্ট ট্রাম্প করেছিলেন নর্থ কোরিয়াতে মিটিং করতে যাবার সময় । তিনি হাতিরঝিল লস এন্জেলেস ভেবে এয়ারফোর্স ওয়ানকে ল্যান্ড করবার অর্ডার দিয়েছিলেন । এসব উন্নয়ন দেখে সারা বিশ্ব ব্যানানা রিপাবলিক হানুলুলুকে বলছে বাংলাদেশ কে ফলো করতে । তাদের কাছে শিখতে । বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ নেতারা কি করে তাহাজ্জুদ নামাজ পড়ে জনগনের জন্য দিন শুরু করে । কি নেই বাংলাদেশে - ডিপসিপোর্ট, বিশ লেনের রাস্তা, খাতুনগন্জে, চাংখারপুলে ফেসবুক টাওয়ার । বিলগেটস নামজারীর কাগজে সাইন করার জন্য সিটি কর্পরেশনে বসে আছে । শনির আখরাতে প্লট কিনছে জেফ বেজস । জামালপুরের ডিসির সাথে ইলন মাস্ক মিটিং করতেছে । ডিআইজি মিজান ওসি প্রদিপ আল্লামা সায়েনটিষ্ট বদি, আদম ইন্জিনিয়ার পাপুলের সাথে কথা বলছে গুগলের সুন্দর পিচাই । ছাগলনাইয়া তে টয়োটা প্লান্ট বেগমগন্জে নুতন আইফোন ফ্যাক্টরী ।

এই টাইগার ইকোনমীর ধারে কাছে ব্যানানা রিপাবলিক অফ হানুলুলু নেই । হানুলুলুতে যা আছে তা হল খুন গুম ধর্ষন বিচারহীনতা বিচারের দীর্ঘসুত্রিতা দুনীর্তি আর হাহাকার । এই হাহাকারে নুতন করে পড়েছেন সদ্য গ্রেফতার হওয়া সিনেমা পরিচালক ও কলাকুশলীরা । গারদের জানালার ফাক দিয়ে তারা ছোট্ট আকাশটাকে দেখছেন ।

নোট : এটি একটি কল্পনা প্রসুত কল্পকাহিনী যার বাস্তবতার সাথে কোন মিল নাই । কেউ দু:খ পেলে আঘাতপ্রাপ্ত হলে নিজের মতই দু:খ ও আঘাত পাবেন । তাতে লেখকের কোন দায় নেই ।


মন্তব্য ২৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১২

মেরুভাল্লুক বলেছেন: ভাগ্যভাল উত্তর মেরূতে জন্ম নিয়েছি, হনুলুলুতে জন্ম নিলে খবর ছিল। এইসব ধান্দাবাজ লোকজন গায়ের চর্বী খুবলে খেয়ে নিতো। বাংলাদেশের জনগনদের অভিনন্দন। তারা চোখে রংগীন চশমা, কানে ছিপি আর মুখে কুলুপ গুজে বেশ সুখে আছেন। হনুলুলুর জনগনের তাও নেই।

২| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: আমি আমার দেশ নিয়ে আশাবাদী। আমাদের দেশ দিন দিন উন্নতির দিকেই যাচ্ছে।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: শিরোনাম টায় বাংলায় কি হবে?

২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৮

কিবরিয়া জাহিদ মামুন বলেছেন: ধন্যবাদ রাজিব নুর । শিরোনামের বাংলা বিশ্ব যখন করোনা নিয়া দৌড়ের উপরে তখন হানুলুলুর রাস্তায় মওলানারা ।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪৭

আমি সাজিদ বলেছেন: আমি আপনার এই সিরিজের বিশাল ফ্যান। এইটা সুপার লাইক আর প্রিয়তে।

২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৯

কিবরিয়া জাহিদ মামুন বলেছেন: ধন্যবাদ সাজিদ । পড়বার জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫০

আমি সাজিদ বলেছেন: @রাজিব নূর ভাই, অন্য দেশগুলোও বসে নেই। এমন না যে মেগাপ্রজেক্ট শুধু দেশেই হচ্ছে আর অন্যরা আদিম গুহায় পড়ে আছে। সব দেশই দিন দিন উন্নতির দিকে যায়। দেশ স্বাধীনের মূলশর্ত তো এটাই। আপনি ঘরের কোন থেকে একটু বাইরর বের হয়ে আলো বাতাস দেখেন। চারপাশে কি হচ্ছে তা ভাবেন। মানুষ কি চায় তাও ভাবতে পারেন। তাহলেই বুঝতে পারবেন।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৮

পদ্মপুকুর বলেছেন: পুরাই মাথা আওলা, বাক্রুদ্ধ! যথারীতি আগেরগুলোর মতই সুপার্ব! আচ্ছা, ড্রোনের বিষয়টা কি একটু খোলাসা কইরা কনতো, মাঝে পটেটো রিপাবলিক অব কানসাপাটাতে গেছিলাম, তাই বিষয়টা হুনিনাইক্যা।

২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২০

কিবরিয়া জাহিদ মামুন বলেছেন: পড়বার জন্য মন্তব্য করবার জন্য অনেক ধন্যবাদ । ভাল থাকবেন । বিষয় কিছু না জাস্ট গায়েবি চিন্তা ।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩০

স্থিতধী বলেছেন: ময়লানা = ময়লা+ আনা
এই ময়লানা দের নিয়ে এভাবে খেলাধুলা করতে গিয়ে প্রেসিডেন্ট শাহ আবজেল আর হানুলুলু আসলে পাড় পাবে তো শেষ মেশ? নাকি ময়লানাদের দিয়ে আরো অন্যরাও যারা গুটি চালায় হানুলুলু তে ম্যালাঊ এর ৬৪ পাড়া গ্রেনেড বোমা আমলের মতো , এদের সবার মিলিত গ্যাড়াকলে থেকে হানুলুলুর ঘাটি পুরাটাই শেষে একদম ময়লা ময়লা হয়ে যাবে !

আসলেই বড় আপদে থাকে এই পোড়া কপালের দুঃখী হানুলুলু। সবাই পারেনা দুনিয়ার রোল মডেল হতে বাংলাদেশের মতো ।

জামালপুরের ডিসির সাথে ইলন মাস্কের মিটিং !! এত্তো গুপুন খবর আন্নে কোত্থেকে বাইর করেনগো ব্রাদার?? =p~

৮| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩০

সোনালি কাবিন বলেছেন: B-)) B-))

২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৮

কিবরিয়া জাহিদ মামুন বলেছেন: পড়বার জন্য মন্তব্য করবার জন্য অশেষ ধন্যবাদ । ভাল থাকবেন । আর গুপন খবর পাই হানুলুলুর বিখ্যাত ইন্টালিজেন্স টিআইএ থেকে ।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাংলাদেশের চোর রাজনীতিকরা না থাকলে সত্যিই আমরা সিংগাপুর হয়ে যেতাম।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৯

কথক আরমান বলেছেন: নয়া সিকিম।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৮

মেহেদি_হাসান. বলেছেন: বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ নেতারা কি করে তাহাজ্জুদ নামাজ পড়ে জনগনের জন্য দিন শুরু করে । কি নেই বাংলাদেশে - ডিপসিপোর্ট, বিশ লেনের রাস্তা, খাতুনগন্জে, চাংখারপুলে ফেসবুক টাওয়ার । বিলগেটস নামজারীর কাগজে সাইন করার জন্য সিটি কর্পরেশনে বসে আছে । শনির আখরাতে প্লট কিনছে জেফ বেজস । জামালপুরের ডিসির সাথে ইলন মাস্ক মিটিং করতেছে । ডিআইজি মিজান ওসি প্রদিপ আল্লামা সায়েনটিষ্ট বদি, আদম ইন্জিনিয়ার পাপুলের সাথে কথা বলছে গুগলের সুন্দর পিচাই । ছাগলনাইয়া তে টয়োটা প্লান্ট বেগমগন্জে নুতন আইফোন ফ্যাক্টরী
পুরাই জোস :)

১২| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৫

হাবিব ইমরান বলেছেন:
ইয়া ভাইতু,
লিকুল বিকি তিয়ামি ফিল হুনুলুলুল রাজাতু, তিল কিরামিল কুতুন আল কাহিল ফিল মাহিল জুল আছিল ওয়াল ইয়াবাতু ওয়াল গাজাতু ওয়াল বাবাতু খাইবাতু, ন খাইবাতু তু পস্তাইবাতু। ফাইনালাতু মালিশাতু সহমাতু ভাইতু। :D

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হাসতে হাসতে কাইত। =p~ =p~ =p~ =p~ =p~

তাউফুলু তুখলু কারোনানো মুকুরু আলা ঘাটাতু ইয়া হুযুরু আলা হানুলুলু
=p~ =p~

তবে চিন্তা হচ্ছে এখন এই পোস্ট মন্তব্য করে কি গুমের খাতায় নাম লেখাবো নাকি!
কিন্তু আশার কথা, এটা বাংলাদেশের গল্প নয়।
বাংলাদেশ হলে আমরা দেখাইয়া দিতাম। ;)



* কাভা

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩২

কিবরিয়া জাহিদ মামুন বলেছেন: পড়বার জন্য মন্তব্য করবার জন্য সবাইকে ধন্যবাদ । আপনাদের সামান্য ভাল লাগলে আমার সার্থকতা । সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন । পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকবেন । সে কামনা করছি ।

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৭

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশের রাস্ট্র যন্ত্রের ভেতরে এখনও ময়াল সাপ আছে, এরা এদের বিশাল শরির গুটিয়ে ওত পেতে বসে আছে। এই সব ময়াল সাপ কে যেদিন পিটিয়ে মেরে ফেলতে পারবে এই দেশের জনগন ওই দিনই মুক্তি।

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজিব নুর । শিরোনামের বাংলা বিশ্ব যখন করোনা নিয়া দৌড়ের উপরে তখন হানুলুলুর রাস্তায় মওলানারা ।

সুন্দর শিরোনাম।

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার অসামান্য রসবোধের কারণে আপনার পোস্টের অপেক্ষায় থাকি বরাবরই। শাহ আবজেল সমর্থক ও ময়লানাদের পাতানো খেলার এই যুগসন্ধিক্ষণে আপনার ঐতিহাসিক 'তাউফুল তুখলু ' পোস্টটি পড়ে অনেকদিন পর প্রাণ খুলে হাসলাম।

তবে এই পোস্টটির পাঠকদের প্রতি আমার দুই সেন্ট 'পোস্টায়াতু পাঠানু লুকাতু ওয়া ভাবানাতুন জাবাবাতু, আনা আবজলু ওয়া হুজুরিয়ু মুরুদয়াতু কাতালু' অর্থাৎ, পোস্টি অতি সংগোপনে পাঠ করিবেন এবং ভাবিয়া মন্তব্য করিবেন, নাহলে আবজেল সমর্থক বা ময়লানাদের মুরিদগণ কর্তৃক খরচ হইয়া যাইতে পারেন।
=p~

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৭

স্থিতধী বলেছেন: আর গুপন খবর পাই হানুলুলুর বিখ্যাত ইন্টালিজেন্স টিআইএ থেকে ।

আচ্ছা এই কাহিনী ! আমিও অবশ্য কিছু শুনেছিলাম । মহামতি কিসিঞ্জারের পরামর্শে নাকি আম্রিকার সি আই এ আর তাঁর সরকার মিলে হানুলুলুর স্বাধীনতা যুদ্ধের সময় ওদের স্বাধীনতাটা ঠেকাইতে "সোয়াত দোয়াত তোয়া জোয়া" নামে এক নৌ বহর পাঠায়েছিলো। হানুলুলুর বুদ্ধিমান স্বাধীনতাকামীরা মিলা মিশা আন্তর্জাতিক প্যাঁচ লাগায়ে তাঁর চক্রান্ত ঠেকায়ে দেয় । হতাশ কিসিঞ্জার বলে বসে লাভ নাই, তুমাদের সব- ই আখেরে বটমলেস । কমিউনিস্ট সুভিয়াত এর সাথে ক্যাপিটালিস্ট আম্রিকার কাইজ্জা তখন ব্যাফক চরমে । সুভিয়াত তখন হানুলুলুর প্রতিবেশী রাষ্ট্র মারফত হানুলুলুকে কে সবরকম কূটনৈতিক ব্যাক আপ দিয়া গেছে যাতে কিছুতেই গণহত্যা করার এক্সপার্ট উওর না শুওড় হানাদার সেনা নতুন হানুলুলুর জন্ম ঠেকাইতে না পারে । হানুলুলুর মুক্তিকামী সব যোদ্ধারা উওর না শুওড় সেনাদের যখন পুরা ঘিরা ফেলছে তখন উওর সেনারা ওগো অনেক পুরানা দোস্ত প্রতিবেশী রাষ্ট্রে ওপেনে একটা ছোট এয়ার এটাক দিয়া পরে গোপনে ডাইকা বলে, “ভাই না ভালা! আমগোরে তোরা এগো হাত তুন বাঁচা, নইলে সব লাশ হই যায়ুম এহানেই ! ” । চান্সটা পেয়ে প্রতিবেশী রাষ্ট্র সেনা বলে “ঠিক আছে ফ্রেন্ড, এইবার তাইলে ওপেনে একটা দোস্তখত কর সারেন্ডার ইনশট্রুমেন্টে ,তাইলে আমরা হানুলুলুর মুক্তিকামীদের সামলাইয়া তোগো জান বাঁচাইয়া তোগো বাড়ি ফেরত পাঠায় দিমু সহি সালামত, নো টেনশান ।” লম্পট -ধর্ষক উওর না শুওড় সেনাপ্রধান পিঁয়াজি চোখ মুছে বলেছিল, “বেস্ট ভাই, বেস্ট! জান টা আগে , ইজ্জত পরে । ”

ওদিকে হানুলুলুর মুক্তিকামী দেশপ্রেমিক নেতা , জনতা বেশীরভাগ ঐতিহাসিক বুকা ভুলা আদমি, বাকিগুলা রেডিমেট সুবিধাবাদী। তাই প্রতিবেশীর ভুজুংভাজুং টা তখন মাইনা নিলো , ভাবলো যা পাইসি, তাই সই। ঠিক এরকম ভুজুংভাজুং বুইঝাই ওরা তাঁরও আগে একবার ঐ উওর না শুঊর সেনাগো দেশের সাথে আঁতাত করে এক দেশ হয়ে ওদেরকে ভাই ভাবছিলো, অথচ সেই ‘ ভাই’ সেনারা ওদের বোনদের ধর্ষণ ,খুন, বাড়িতে আগুন দেয়া, অত্যাচারের কিচ্ছু বাকি রাখেনাই । আর এইবার নাকের ডগা দিয়া উওর না শুওড় সেনাগুলারে প্রতিবেশী রাষ্ট্রের পাহাড়ায় বিদায় নিতে দেখলো । ওগোরে যে আগে বিচারে নিতে হইবো এটা চিন্তা করার মুরোদ তখনি দেখাইতে পারলোনা । অন্যদিকে উওর না শুওড় সেনাগুলারে সাহায্য করা হানুলুলুর কতগুলা লোকাল বেইমান খুনী যেগুলার প্রায় সব ঐ অঞ্চলের এক ময়লানা ম্যাও দুদীর চরম ফ্যান, ওরাও সব চিপা গলি দিয়া চম্পট দিলো তখন । ওগো সর্দার, নাম “চাকর আযম” আবার হানুলুলু তে ঢুঁকে ময়লানা ম্যাও দুদী গিরি শুরু করতে পারলো ম্যালাঊ এর পিতা অতি চালাক চ্যালাঊ এর আমলে এসে । সেই সময় চ্যালাঊ আম্রিকা, ছাঊদি এরাব গ্রুপ কে খুশি রাখতে চাইতো খুব । কারণ হাভানা চুরুট কবজেল সাহেবের সাথে হাভানার লীডারের মেলামেশা, ভাব বিনিময় বেশী হইতেছে দেখে আম্রিকা নাকি কিছু লোকাল সেনা পাঠায়ে তাঁর জান কবচ করে ফেলে । তো এই চ্যালাঊ সাহেবের এতো কলিজা ছিলোনা যে এইসব দেইখা আম্রিকার বিরুদ্ধে যায় , ফলে সেই হানাদার কোলাবরেটর চাকর আযম এন্ড গং ব্যাক টু বিজনেস ইন হানুলুলু! আর এখন আবজেল সাহেবও নাকি চান আম্রিকার সব বন্ধুদের গূড বুকে থাকতে; ফলে ওই যে ঐ তাহাজ্জুদ নামাযের ওয়াক্তে ভোট দেবার এক নতুন ধারার তাহাজ্জুদের গণতন্ত্র আবিষ্কারের জন্য নাকি সামনে একটা ইনোভেশন এওয়ার্ড ও পেয়ে যাবেন, তাও আবার রয়্যাল ছাঊদি সোসাইটির কাছ থেকে ।

এভাবে করে হানুলুলু তে এই আবজেল, ম্যালাঊ, আর ময়লানা ম্যাওদুদীবাদী আযম গং দের লোকেরা ক্ষমতা দখলের সিম্পফনী সঙ্গীত; তাদের জনতার স্বাভাবিক বিকাশের পথ রুদ্ধ করে রাখতেছে বলে ঐ দেশের কিছু নিজের খেয়ে বনের মোষ তাড়ানো টাইপ বেকুব বিশ্লেষকরা দাবী করে যাচ্ছে । এদের কেউ কেউ আবার ওদের কিছু মিডিয়া, যেমন “ কোথাও কেউ নেই ডট বেশী” তে বেশী কথা বলতে চায় । চান্স পাইলেই ওঁগুলা সব ব্লক হয়ে যায় , তখন বোকারা নাকি ব্লগ দিয়ে অন্তরজাল চালিয়ে অন্তর জ্বালা মেটানোর চেষ্টা করে । শোনা যাচ্ছে, গেম অফ থ্রোন্সের লেখক মারটিন সাহেব তাঁর নেক্সট গল্প হানুলুলুর এসব ঘটনার প্রেক্ষিতে লিখবেন । নাম ঠিক করেছেন বাংলায় অনেকটা এমন; “ যে জন্মে লুলু তে, তাঁর কপাল ভাঙে শুরুতে”

আমি অবশ্য এসব কথা শুনেছি হানুলুলুর ওই টিআইএ তে কাজ করা এক প্রাক্তন দুর্ধর্ষ দুঃসাহসী স্পাই জনৈক মাসুম শেয়ানা এর কাছে । TIA তে কাজ করতেন বলে অনেকেই ওনাকে নাকি আদর করে টিয়া পাখিও বলতো । হানুলুলু জাতির এসব সুখ দুঃখ বলার সময় তিনি তাঁর একটি ব্যাক্তিগত দুঃখও আমার কাছে শেয়ার করেন । ভরা যৌবনে তিনি নাকি ছিলেন একা, “ টানতেন সবাইকে, কিন্তু বাঁধনে জড়াতেন না ” । কিন্তু এখন তিনি চাইলেও কেউ তাকে বাঁধনে নিচ্ছেনা, প্রায় প্রৌড় তিনি তাই একাই পাইপ টানছেন । তাঁর আর হানুলুলুর কথা ভাবলে খারাপ লাগে । :(

কিন্তু এটা ভাবতে ভালোই লাগে যে মহামতি কিসিঞ্জার হানুলুলু কে এভাবে কাইত করতে পারলেও, বাংলাদেশ আজ তাঁর মুঠোর সম্পূর্ণ বাইরে । :)

১৯| ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১২

স্প্যানকড বলেছেন: বেঁচে আছি ঘাস হয়ে
বেঁচে আছি লাশ হয়ে
বেঁচে আছি কাক হয়ে
বেঁচে আছি খাক হয়ে

বেঁচে আছি! বেঁচে আছি!
উফফ! সে কি আনন্দ

কে করল চুরি
কে করল লুট
কে করল দেশ ভাগ
কে করল গনতন্ত্র খুন
কে আসল মসনদে
কে নিল গদি
ওসবে টলছে না
গলছে না দিল

বেঁচে আছি! বেঁচে আছি!
এইতো বড্ড বেশী।

কে বাজালো ধর্মের বারোটা
সাপের মাথায় টুপি
কার কাছে নিদ্রা ঘুম
খাওয়া বলতে
মিলে রোজ
খিস্তি, চড় লাথি।

আমি তো ভাই,
শ্বাস নেই শ্বাস ছাড়ি
এতেই লাগছে তোমাদের ভারী !
বেঁচে আছি! বেঁচে আছি!
উফফ! তাতেই এত্ত সুখ
হাওয়ায় মিশালাম
যত্ত ছিল দুখ।


বাঁচায় রাখছে দয়াল !



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.