![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজে হাসতে চাই :),অন্যকে হাসাতে চাই :)।ব্লগিং করি মজা করার জন্য,কিছু হাসিখুশি সময় কাটানোর জন্য :)।সিরিয়াস ব্লগার না,সুশীলসমাজ দূরে থাকলে ভাল করবেন।
ভার্সিটি লাইফ কাটালাম একসাথে চার বছর বন্ধু হিসেবে।রুমমেট ৩ বছর।নানা কাজে একসাথে সাথে।বিপদে আপদে একজন আর একজনের পাশে থাকা।
সেই বন্ধুটি ইদের পরেই বিয়ের পিড়িতে বসতেছে।কেবল ভার্সিটি লাইফ শেষ করলাম।তারপর ই বিয়ে।প্রেমের বিয়ে। আসলে ২ বছর আগেই বিয়া করছে
। এখন পারিবারিকভাবে
।
সামর্থ্য খুব বেশি নাই তাই এই বাজেটের ভিতর কি দেয়া যায় একটু সাহায্য করেন।কোন কিছু কেনাকাটা সম্পর্কে খুব ই অজ্ঝ।
ঢাকা থেকে চিটাগাং নিয়ে যেতে হবে তাই ছোট কিছু হলে ভালো হয় তবে ছোট হতেই হবে এমন কথা নেই।
সাহায্য করলে উপকৃত হব।
২৫ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৪০
বিবর্ন বেদনা বলেছেন: দারুন!! এটা মাস্ট কিনব তাহলে।সাথে আর কি নেয়া যায় বলেন তো?ভাবতেছি যত প্রকার আছে সব প্রকার মার্কেট ঘুরে ঘুরে কিনব।কিন্তু এটা তো অন্য হিসাব,এইটা সব বন্ধু একসাথে দিব মজা করে।আসল পুরস্কার কি দিব?
২| ২৫ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৩০
মোস্তাক হাসান বলেছেন: ভাই, আমরা সব বন্ধু এর বিয়া তে এক কার্টুন condom উপহার দেই।( সাতে অন্য উপহার উ দেই কিন্তু এটা must)। বাকি টা আপনার বিবেচনা।
২৫ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:২০
বিবর্ন বেদনা বলেছেন:
৩| ২৫ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৩৩
ডঃ জেকিল বলেছেন: ধর্মীয় গ্রন্থ উপহার দিতে পারেন।
২৫ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৫১
বিবর্ন বেদনা বলেছেন: আইডিয়া টা খারাপ না।মাথায় থাকল।ধন্যবাদ।
৪| ২৫ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৩৯
জুসাআহমেদ বলেছেন: ভাই, আমরা সব বন্ধু এর বিয়া তে এক কার্টুন condom উপহার দে.।
২৫ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৫১
বিবর্ন বেদনা বলেছেন: দারুন মজা হত নিশ্চয়।
৫| ২৫ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৪৪
প্লাব২০১০ বলেছেন: একটা বদনা, একটা বালতি একটা মগ একটা হারপিক দিতে পারেন।। সাথে নেপকিন দিলে ভাল হয়।
২৫ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৫০
বিবর্ন বেদনা বলেছেন: থাব্রাইয়া সোজা করে দিব।আমার ব্লগে আর আসবি না।
৬| ২৫ শে আগস্ট, ২০১১ সকাল ১০:০০
শুভ রাত্রি বলেছেন: সবচেয়ে ভাল হবে আপনারা সব বন্ধুরা নগদ টাকা দেন। ১০ - ১২ জন বন্ধু যদি ১৫০০ - ২০০০ টাকা করে দেন তাহলে ভালই তাকা হবে। যা দিয়ে আপনার বিবাহিত বন্ধু ও তার বউ তাদের ইচ্ছা মত যিনিস কিনতে পারবে। এর সাথে আরো একটা যিনিস দিবেন সবাই মিলে ,, বাজার এ যত কোম্পানি এর যত ফ্লেবারের কনডম আছে তা এক প্যকেট করে দিতে পারেন,, এইটা ৫০০ টাকা এর মধ্যে হয়ে যাবে
২৫ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:১৩
বিবর্ন বেদনা বলেছেন: ধন্যবাদ ভাই। শেসের কাজ টা মাস্ট করব
৭| ২৫ শে আগস্ট, ২০১১ সকাল ১০:০৩
রাইসুল জুহালা বলেছেন: ভার্সিটি লাইফ কাটালাম একসাথে চার বছর বন্ধু হিসেবে।রুমমেট ৩ বছর।নানা কাজে একসাথে সাথে।বিপদে আপদে একজন আর একজনের পাশে থাকা।
আপনার বন্ধুর রুচি, পছন্দ-অপছন্দ তাহলে তার বাবা-মা-ভাই-বোন-স্ত্রীর চেয়ে আপনিই সবচেয়ে ভাল জানেন। এত ঘনিষ্ঠ কাউকে উপহার দিতে হলে একদম আপনার মন যা বলে সেটা কিনুন। প্রচলিত ডিনার সেট, টি সেট ইত্যাদিতে যাবেন না। মনে করার চেষ্টা করুন আপনার বন্ধু কোন জিনিসটা পেলে সবচেয়ে খুশি হবে, ছাত্রজীবনে কোন জিনিসটার তার কেনার খুব শখ ছিল কিন্তু যেকোন কারনেই হোক কিনতে পারে নাই। সেরকম একটা এক্সক্লুসিভ কিছু খুঁজে বের করুন। সেটার দাম হতে পারে ১৫০০ টাকার অনেক কম, হতে পারে এমন কিছু যা মানুষ সাধারনত বিয়ের উপহার হিসেবে দেয় না। আমি অনেক আগে আমার এক বন্ধুকে বিয়ে উপলক্ষে একটা কুকুর কিনে দিয়েছিলাম। সে তার আগে কোনদিন কুকুর পোষে নাই, কিন্তু ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমি বুঝতে পারতাম কুকুরের প্রতি তার আগ্রহ আছে। বিয়েতে কুকুর দিয়েছি শুনে সবাই আমাকে নিয়ে হাসাহাসি আর অপমান করল। কিন্তু এই উপহারটা পেয়ে বন্ধু যতটুকু খুশি হয়েছিল, আমি জীবনে এত খুশি খুব বেশি লোককে করতে পারিনি।
২৫ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:১৫
বিবর্ন বেদনা বলেছেন: অনেক ভালো উপদেশ।আসলে সেরকম কিছু খুজে পাসসি না।দুই জন ই খেতে পছন্দ করতাম খুব।খেতে যেতাম দূরে ভালো কোথাও।চকলেট এর প্রতি মারাত্মক দুর্বলতা।
ভাবতে হবে ভাই।সেরকম কিছু পেলে তাই দিব।
আপনার বন্ধুর কথা শুনে বেশ ভালো লাগলো।
৮| ২৫ শে আগস্ট, ২০১১ সকাল ১০:১১
আকাশের তারাগুলি বলেছেন: আড়ং বা কোন শপিংসেন্টারের গিফট ভাউচার দিয়ে দেন।
২৫ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:১৫
বিবর্ন বেদনা বলেছেন: ধন্যবাদ ভাই।বিষয়টা মাথায় থাকল
৯| ২৫ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৫২
রাজীব বলেছেন: মার্সিডিস বেন্জের ঢাকা-কক্সবাজার-ঢাকা টিকিট দিতে পারেন সাথে প্রাসাদ প্যারাডাইজে ৩দিন ২রাতের জন্য বুকিং।
২৫ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:১৬
বিবর্ন বেদনা বলেছেন: বাড়ি চিটাগাং।কতবার যে ওই কক্সবাজার গেছে ঠিক নাই।জীএফ কে নিয়েই গেছে।তার সাথেই তো বিয়া। ভাবতে হবে আরও।
১০| ২৫ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৫৮
ধীমান অনাদি বলেছেন: বিয়াতে কি আপনি একা গিফট দিবেন? আমাদের এক বন্ধুর বিয়েতে,আমরা অটবি থেকে ড্রেসিং টেবিল কিনে দিয়েছিলাম। আপনারাও তেমন কিছু করতে পারেন।
আর কনডমতো মাস্ট।
২৫ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:২১
বিবর্ন বেদনা বলেছেন: ভাইয়া,এখন পর্যন্ত একা।কয়েকদিন আগে বুঝতে পারব কে কে যায়।আইডিয়া ভালই।তবে ঢাকা থেকে চিতাগাং যাব।অবশ্য অখানে গিয়েও কেনা যায়।মাথায় থাকল।
শেষের টা মাস্ট করব।হিহিহিহিহিহি
১১| ২৫ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:৫৭
আ েধক আ িম বলেছেন: ভায়াগ্রা দেন,কামে লাগবো
২৫ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:২১
বিবর্ন বেদনা বলেছেন: দূরে গিয়া মরেন
১২| ২৫ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:২৯
মুহসীন৮৬ বলেছেন: গত মাসে আমার বন্ধুর বিয়েতে স্যুটের কাপড় দিয়েছিলাম....চিন্তা করে দেখতে পারেন....(*নডম এর সাথে চকলেট নিতে যেনো ভুল না হয় :প)
২৫ শে আগস্ট, ২০১১ রাত ১০:৫৫
বিবর্ন বেদনা বলেছেন:
১৩| ২৫ শে আগস্ট, ২০১১ রাত ১০:৫৮
কক বলেছেন: আইপিলও খারাপ আইডিয়া না.....বন্ধু একদম নির্ভেজাল আনন্দ পাবে। এছাড়া কস্তুরি গোল্ড ১ পাতা দেওয়া যেতে পারে
২৬ শে আগস্ট, ২০১১ সকাল ৯:২৭
বিবর্ন বেদনা বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৩০
মোস্তাক হাসান বলেছেন: ভাই, আমরা সব বন্ধু এর বিয়া তে এক কার্টুন condom উপহারছনা।( সাতে অন্য উপহার উ দেই কিন্তু এটা must)। বাকি টা আপনার বিবেচনা।