নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মদ আশরাফুল আবারও জাতীয় দলে চান্স পেয়েছেন। যদিও অন্য ৩/৪ জনের ইনজুরির সুযোগে। তবে তার এই সুযোগ কাজে লাগানো উচিত। সুযোগ বারবার আসে না। বাংলাদেশে তার মত এত অধিক সুযোগ আর কোন খেলোয়াড় পায় নি।
এদিকে অন্যরা বলে তাকে সুযোগ দিলেই আবার মাথার উপর থাকে বাদ দিয়ে দেয়ার শংকা। তাই তার স্বাভাবিক খেলা খেলতে পারে না। তবে এত কথা বুঝি না। আশরাফুল অভিজ্ঞ খেলোয়াড়। বিশ্বের সব অভিজ্ঞ খেলোয়াড় বাদ পড়ার পর সুযোগ পেয়েই তাদের যোগ্যতার প্রমাণ রাখেন। আশা করি আশরাফুল ভালো খেলবেন। আর যদি না পারেন তাহলে বলতে হয় আশরাফুল ভালো খেলোয়াড় নন।
২| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শাবাশ। এই না হলে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান।!!
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরী করে প্রাথমিক ভাবে আশরাফুল টিকে গেল। এবার আসল ম্যাচে কী করে তাই দেখার বিষয়।