নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

বন্ধুকে বিশ্বাস করে....

১৩ ই জুন, ২০১৬ রাত ৮:০৭

১. বিদেশ থাকাকালীন সময়ে দেশে থাকা বন্ধুর(চাকুরিজীবি) কিছু টাকার দরকার পড়লো। পাঠিয়ে দিলাম। কিছুদিন পর আবারও দরকার পড়লো। পাঠালাম। হাওলাত হিসেবে নয়। ছোট অংক। তাই বন্ধু হিসেবেই পাঠাচ্ছিলাম। বিদেশে থাকা অন্য এক বন্ধু জানতো আমি মাঝে মাঝে টাকা পাঠাই দেশের এক বন্ধুকে। সে আমাকে বললো, ওর(দেশে থাকা বন্ধু) অভ্যাস খারাপ করে দিচ্ছ। আমি বললাম, বেস্ট ফ্রেন্ড, ব্যপার না। আরো ২ বার পাঠানোর পর আমার একটু খারাপ লাগা শুরু করলো। বিদেশে থাকা বন্ধু বললো, ও আবারও চাইবে। আমি বেট ধরলাম, না, আর চাইবে না। কিছুদিন পর আমি বেট হেরে গেলাম। আর পাঠাইনি। এখনো বন্ধুত্ব আছে, তবে হৃদ্যতা নেই...

২. নামাজী বড় ভাই। খুব ভালো। অনেকদিনের সম্পর্ক। ব্যবসায়ী। বিদেশ থেকে ফেরার পর টাকা চাইতো ব্যবসার জন্য। লাভ সহ ফেরত দিবে - এই বলে। সম্পর্ক নষ্ট হওয়ার আশংকায় 'না' করতাম। অনেকদিন পর একটা যৌথ ব্যবসার অফার করলো কয়েকজন মিলে। আমাকে শেয়ার দিতে বললো। আমিও বাড়তি ইনকামের আশায় ইনভেস্ট করলাম। ব্যবসায় লাভ হয় না। কথা ছিল টাকা উঠানোর জন্য ২/৩ মাস সময় দিলেই হবে। নামাজী বড় ভাই। কাগজপত্র হয়নি। আমার শেয়ার ফেরত চাইলাম। দুই বছরের বেশী হয়ে গিয়েছে। ফেরত দিচ্ছে না...

৩. এক বন্ধু বাসা বদলাবে পরিবারের সাথে রাগ করে। ফার্নিচার লাগবে। কিছু টাকার দরকার। তাড়াতাড়ি দিয়ে দিবে বললো। বিদেশ ফেরত আমার অনেক লিকুইড মানি। দিলাম। চার বছর হয়ে গিয়েছে। লজ্জা পাবে বলে মনে করিয়ে দেইনা। এখনো দেয়নি...

৪. নামাজী বন্ধু। অনেকদিনের সম্পর্ক। ব্যবসায়ী। বিদেশ থেকে ফেরার পর..........আমিও বাড়তি ইনকামের আশায় ইনভেস্ট করলাম।......কাগজপত্র হয়নি। দুই মাসেই টাকা ফেরত দেয়ার কথা। দুই বছরের বেশী হয়ে গিয়েছে। ফেরত দিচ্ছে না...

৫. বন্ধুত্ব জিনিসটা অনেক বড় ব্যপার। আমার কাছে এটার অনেক মূল্য। আজকের প্রজন্ম বন্ধুত্বকে কীভাবে দেখে জানিনা। আমি এটা বলছি না যে বন্ধুকে বিশ্বাস করার দরকার নেই। কারণ, সবার বন্ধু এমন হবে তা তো নয়। আমি এটাও বলছি না যে, বন্ধুকে বিপদে সাহায্য না করতে। বন্ধুর দ্বারা বন্ধুর উপকার হলে সেই বন্ধুর যে তৃপ্তি সেটা কেনাভাবেই অর্জন করা সম্ভব নয়। হয়তো আমার বেলায় এমন হয়েছে। সবার বন্ধু এমন হবে তা তো নয়...

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৬ রাত ৮:১৪

ৈতয়ব খান বলেছেন: ওরা আল্লাহর কাছেই জবাব দেবে। মানুষের বিশ্বাস নিয়ে যারা ছিনিমিনি খেলে তারা হয়তো এই দুনিয়ায় কিছুটা ভালো থাকে; কিন্তু পরকাল??? ওখানে বান্দার হক নষ্টকারী কেউ মাফ পাবে না।

১৩ ই জুন, ২০১৬ রাত ৮:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তারা সবাই নামাজী। হয়তো মৃত্যুর পর সন্তানেরা মাফ চেয়ে নিবে। আর আমিও....

২| ১৩ ই জুন, ২০১৬ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:




এটা একটা বিষাক্ত বৃত্ত: বন্ধু যদি কস্টের সময় টাকা না দেয়, দেবে কে? দিলে ফেরত আসে না।

১৩ ই জুন, ২০১৬ রাত ৮:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ শুধু বাংলাদেশেই সম্ভব!

৩| ১৩ ই জুন, ২০১৬ রাত ৮:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: এরকম কিছু বন্ধু আমারও ছিলো । ওদের সাথে এখন আর আর্থিক লেনদেন নেই ।

১৪ ই জুন, ২০১৬ রাত ২:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু করার নেই। বন্ধুত্বটাই থাকুক...

৪| ১৩ ই জুন, ২০১৬ রাত ৮:৫৪

নতুন বলেছেন: টাকা লেনদেন করলে অনেক সময় সম্পকের আসল রুপ দেখা যায়...:)

১৪ ই জুন, ২০১৬ রাত ২:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার বাবা একবার বলেছিলেন, এক খাটে ঘুমালেও মানুষ চেনা যাবে না যতক্ষণ টাকার লেনদেন না হবে!

৫| ১৩ ই জুন, ২০১৬ রাত ৯:১১

কল্লোল পথিক বলেছেন:


এরকম আমারও কিছু বন্ধু নামের কলংক ছিলো।

১৪ ই জুন, ২০১৬ রাত ২:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সমব্যথী হলাম...

৬| ১৩ ই জুন, ২০১৬ রাত ৯:১২

পাকাচুল বলেছেন: টাকা পয়সা সম্পর্ক নষ্ট করে, বন্ধু না, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্কও নষ্ট করে।

কারো স্বভাবের সমস্যা হলে নামাজ কিছু করতে পারবে না। চোর ছ্যাচর রাও অনেকে নামাজ কালাম পড়ে।

১৪ ই জুন, ২০১৬ রাত ২:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাই - ভাই সম্পর্ক আলাদা। তবে বন্ধুদের মধ্যে এটা করা একদমই উচিত না...

৭| ২৬ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৫

ঢাকাবাসী বলেছেন: টাকা লেনেদেন মানেই বন্ধুত্ব শেষ, বাঙালী হলে।

২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৯৯.৯৯% সত্য....

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৯

Mohammed Noor Hossain Shahed বলেছেন: বন্ধুত্ব নিয়ে উত্তম তিনটি কথা আমার জানা আছে।এই সুযোগে বলে ফেলি। রাসূল (সা:) বলেন, " বন্ধু হিসেবে তাকে গ্রহন কর _
১। যার কথায় তোমার জ্ঞান বৃদ্ধি পায়,
২। যার উপস্থিতি আল্লাহ্‌র কথা স্মরণ করিয়ে দেয়,
৩। যার কাজেকর্মে পরকাল মনে আসে।"

এইবার আপনি ভাবতে শুরু করুন আপনার এমন বন্ধু ক'জন আছে? স্মরণশক্তির ব্যর্থতায় হতাশ হলে দ্বিতীয়বার ভাবুন, আপনি এইরকম ক'জনের বন্ধু হতে পেরেছেন?
যাজাকাল্লাহু খায়রান।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উপরের সবাই নামাজী। দুইজন তো খুবই ভালো নামাজী ছাড়াও...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.