নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কোন বিখ্যাত ব্যক্তির ছোটবেলাতেই এ রকম স্বপ্নের কথা বা ঘটনার কথা আমরা জানি শুধু বাংলাদেশের লেখকদের লেখায়। কলেজ জীবনে তরুণ বয়সে টেরেসা মে চিন্তা করেছিলেন সত্য কিন্তু বাংলাদেশের মানুষের তো সবকিছুতেই একটু বেশী আবেগ! তাই সেটাকে ছেলেবেলার স্বপ্ন বানিয়ে দিয়েছে।
অতি আবেগ - ১
১৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছেলেবেলা বলতে আমরা বুঝি প্রাইমারী সময়কার কথা...
২| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৪
অশ্রুকারিগর বলেছেন: গতকালকের বন্ধুদের সাথে আড্ডার স্মৃতি মনে পরে গেলো। ৩ বন্ধু আড্ডা দিচ্ছিলো। একজন কথাপ্রসংগে বললো " ইউটিউবে গানবাংলা চ্যানেলের উইন্ড অফ চেইঞ্জ এর কিছু গান দেখিস। ভালো লাগবে।"
একজন উত্তর দিলোঃ উইন্ড অফ চেইঞ্জ! নামটা সুন্দর তো ! বাংলা অনুবাদ করলে হয় পরিবর্তনের বাতাস।
তৃতীয়জন ফোঁড়ন কাটলোঃ এইজন্যে বলি একটু সাহিত্য পড়। এটার অনুবাদ হবে পরিবর্তনের হাওয়া, বাতাস হবেনা।
ঠিকই আছে, বিচার মানি তালগাছ আমার । আমি আরো ভাবলাম আপনি ছেলেবেলা বলায় ভুল ধরছেন, কেনো মেয়েবেলা লিখলোনা।
১৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার বলার উদ্দেশ্য হলো, আমাদের লেখক সাংবাদিকরা বিখ্যাত সবার ছোটবেলাকেই এভাবে বর্ণনা করেন।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৪
অশ্রুকারিগর বলেছেন: অতি আবেগের কি হলো ? আগা মাথা কিছু বুঝলাম না আপনার পোস্টের।
কলেজ জীবনে তরুণ বয়সে টেরেসা মে চিন্তা করেছিলেন সত্য
তাহলে সেটাকে ছেলেবেলার স্বপ্ন বলায় দোষের বা অতি আবেগের কি হলো ?