নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক ছড়া : ইনু\'র তত্ত্ব

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১১



খবর পাইলাম বাজারে আইছে
ইনু'র একটা তত্ত্ব,
চায়ের কাপে সবাই এখন
এইটা নিয়া মত্ত।

ইনুদের ছাড়া নাকি
লীগের নাই বেইল ,
ইনু, মেনন থাকলে বলে
নৌকা করব না ফেইল।

কথা শুইনা ভাইয়েরা আমার
জ্বইলা যায় পিত্তে,
নিজের মার্কায় পারলো না
কোন দিন জিততে।

এদের নাই ভোট ব্যাংক
নাই তেমন শক্তি,
তবুও দুই দল এখনো তাদের
কইরা যাচ্ছে ভক্তি।

সময় হইছে দুই দলের
এদের ত্যাগ করা,
নাইলে এরা ইনু'র মত
ধরাকে দেখবে সরা।।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা জানেন যে, বিশ্বে আজকাল গার্বেজও ফেলে দেয়া হয় না, সার হিসেবে বিক্রয় হয়, যদিও উহা বিষাক্ত খাদ্য উৎপাদন করতে পারে।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাই বলে এত বড় কথা তো উনার দলের জন্য অপমানজনক। ইনু'র যদি জনসমর্থন থাকতো তাও না হয় কথা ছিল...

২| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

শাহিন-৯৯ বলেছেন: উনাদের ভোটের চাইতে কুট বুদ্ধি বেশি।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব পরগাছাদের বাড়ার জন্য বি এন পি, আওয়ামী লীগ দুই দলই দায়ী। মিডিয়াও এদের খামাখা উপরে তুলে। অথচ এরা ভোটে দাঁড়ালে জামানত হারাবে। যে নেতা জামানত হারায় সে আবার কিসের নেতা?নৌকা প্রতীক নিলে আর কিসের দল?

৩| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৮

নূর-ই-হাফসা বলেছেন: এরা দুমুখো নেতা । কবিতা ভালো হয়েছে ।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজনীতি করতে করতে এদের লাজ লজ্জা বলতে কিছু নেই। যার নুন খায়, তার গুণ গাওয়া উচিত...

৪| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

আখেনাটেন বলেছেন: বেশ লিখেছেন।


অাদর্শচ্যুত নেতা...।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অন্যদের আদর্শ শেখায়। বাস্তবতা বুঝে না। কতটা নীচু জাতের রাজনীতিবিদ যে মন্ত্রীত্ব পাওয়ার জন্য নিজের মার্কাও পরিবর্তন করে...

৫| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

ধ্রুবক আলো বলেছেন: কত ধরনের কমেডি যে তারা করতে পারে!

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'বিবেক' বলতে একটা কিছু আছে - এটা এসব নীচু রাজনীতিবিদদের নেই...

৬| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৭

এম আর তালুকদার বলেছেন: উড়ে কবিতারে, আর পারিনা...

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: :D ;) :-B

৭| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৫০

ওমেরা বলেছেন: চাপা থাকলে আর কিছু লাগে না ।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই তো দেখছি। চাপা'র জোরে এতগুলো বছর রাজনীতি করছে...

৮| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:০৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ইনু, মেননরা অনেকটা কৃমি বা প্যারাসাইটের মতো | সবসময় এরা হোস্টের সন্ধান করে এবং তার উপর নির্ভর করে বেঁচে থাকে | তাই সাতই নভেম্বরের ক্যু এর পর কর্নেল তাহেরের ফাঁসি হলেও ইনুর মতো প্যারাসাইট কিন্তু জেনারেল জিয়ার সাথে আঁতাত করে পার পেয়ে যায় | আবার হাসিনার সাথে আঁতাত করে নতুন হোস্টের উপর ভর করার পর তার পূর্ববর্তী হোস্টের (জিয়ার) পত্নীকে তীব্র আক্রমনাত্বক সমালোচনা করতেও ইনুকে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা যায় |

খালেদার সরকারের সহায়তায় বিদেশে উন্নত চিকিৎসা পেয়ে মেননের মতো প্যারাসাইটও চরমপন্থীর গুলির আঘাতে মৃত্যুর দ্বারপ্রান্তে থেকে ফিরে এসে তার পুরাতন হোস্টকে ভুলে যায় | আজ মেনন ভাইয়া নতুন হোস্টের ঘাড়ে ভর করে ভালোই রুজি রোজগার করছেন এবং পুরাতন হোস্টকে সমালোচনা করতে ছাড়ছেন না |

এদের বোধ হয় বর্তমান হোস্টকে ছাড়ার সময় হয়ে গেছে | আওয়ামী লীগকে আক্রমণ করে চেঁচামেচি তারই লক্ষণ কিনা কে জানে ?

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব কৃ‌মি‌কে বড় হ‌তে দেয়াটাই ভুল বড় দুই দ‌লের। যে লোক জামানত হারায় তা‌কে পা‌শে বসা‌নো হয়। নি‌জের কোন প্রতীক নেই তবু কত গলাব‌াজি। ব্য‌ক্তিত্ব কত নী‌চে পর‌দিনই নি‌জে‌কে ১ পয়সার নেতা ব‌লে‌ছেন...

৯| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

রাজীব নুর বলেছেন: ইনু অতি দুষ্টলোক।

১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এবং ধূর্ত...

১০| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: এদের নাই ভোট ব্যাংক
নাই তেমন শক্তি,
তবুও দুই দল এখনো তাদের
কইরা যাচ্ছে ভক্তি।


:P :P

১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হা‌সিনা খা‌লেদা‌রে জিগাই‌তে মন চায়, নি‌জের দ‌লের যোগ্য নেতা‌রে বাদ দিয়া কেন এসব আগাছা‌রে বড় ক‌রে...

১১| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: বর্ণচোরা, কূটকুশলী এসব লোক সমাজের জন্য বিষবৃক্ষ,
এনারা অক্সিজেন গ্রহণ করে কার্বন-ডাই-অক্সাইড ত্যাগ করে!
ফলতো দেখাই যাচ্ছে-লেজে কুক্কুর নাড়ে।।
আপনার স্যাটায়ারিক্যাল ছড়া সময়োচিত হয়েছে।
ধন্যবাদ।

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব আগাছা এখন বিষবৃক্ষ। আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.