নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

ভিআইপি-রা আইসিইউ - তে গেলে সাধারণত আর ফেরত আসেন না...

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৭



১. অনেক বছর ধরেই লক্ষ্য করছি রাজনীতিবিদ, খেলোয়াড়, শিল্পী যে কোন অঙ্গনের ভিআইপি-রা একবার যখন আইসিইউ তে যান তখন আর ফেরত আসেন না। এক অদ্ভূত খেয়াল আমাকে তাড়া করে। অনেক সময় লক্ষ্য রাখি কে ফেরত এসেছে চরম অবস্থা থেকে। কিন্তু তাদের সংখ্যা কম। যেমন - সাবিনা ইয়াসমিন, খলিল(পরবর্তীতে মৃত্যু), রাজ্জাক (পরবর্তীতে মৃত্যু), কাজী জাফর(পরবর্তীতে মৃত্যু) প্রমূখ। খন্দকার দেলোয়ার, আবদুল মান্নান ভূইয়া, আবদুল জলিল, আবদুর রাজ্জাক, সুরঞ্জিত সেন, সেলিম আল দীন, আজম খান, লাকি আখন্দ, হুমায়ুন আহমেদ, শামসুল হক সহ অনেকেই আর রিকভার করতে পারেন নি।

২. আনিসুল হক যে দল থেকে নির্বাচিত হয়েছিলেন সে দল আমি সমর্থন করি না। তবে তাঁকে আমি শ্রদ্ধা করি তাঁর কথা শুনে। তাঁর স্বপ্ন গুলো শুনে। অনেক আশা দিয়েছিলেন এই ঢাকাকে নিয়ে। কিছুটা বাস্তবায়ন করেছিলেন। তবে তাঁকে আরো দরকার ছিল আমাদের। মৃত্যু যখন আসবে তখন আর সুযোগ দিবে না অসমাপ্ত কাজ শেষ করার জন্য। এটাই নিয়ম।

৩. এই যে চোখের সামনে এত ভিআইপি মারা যান এ থেকেও আমাদের শিক্ষার আছে। আমাদের দুই নেত্রীর চোখের সামনে অনেক জুনিয়র সিনিয়র নেতা মারা গিয়েছেন। আশা করি তেনারাও মৃত্যুর কথা স্মরণ করবেন। আর দেশটাকে ভালো অবস্থায় রেখে এই দুনিয়া থেকে বিদায় নিবেন...

মন্তব্য ৫৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমার খালি বার বার মনে হচ্ছে তার মৃত্যুর পিছে কারোও হাত নেই তো?

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন। এই সময় আর ওদিকে না যাই...

২| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যি ওনি মারা গেছেন? কয়েক দিন থেকে অনলাইনে ভেসে চলছে ওনি আর নেই কিন্তু এখন পর্যন্ত কোন নির্ভযোগ্য নিউজ পেলাম না। আল্লাহ ই ভালো জানেন। বেচেঁ থাকলে সাফা করে দিন, না থাকলে অাল্লাহ ওনাকে জান্নাতি করুণ।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কয়েকদিন আগে বা এরও আগে যেসব ছিল সব গুজব। এবার সত্যি সত্যিই...

৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ঠিক আছে, তার কাজ দেখে ভাল লাগছিল। তাই কষ্ট পেয়ে বলেই ফেললাম।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলেই খারাপ লাগছে উনার জন্য। আর ফেরত আসতে পারলেন না...

৪| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

শাহিন-৯৯ বলেছেন: আসলেই মানুষটা স্বপ্নবাজ ছিলেন।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের বাজে গণতন্ত্র আর বাজে রাজনীতির কারণে মানুষটার স্বপ্ন বাস্তবায়িত হয়নি...

৫| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

ওমেরা বলেছেন: আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন ।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিন...

৬| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

আমি তনুর ভাই বলেছেন: আনিসুল হক কোন দলের হতে পারেনা, দল তার ইমেজ দিয়ে দলের ইমেজ বারাতে চেয়েছিলো। তিনি ভালো মানুষের মনে যায়গা করে নিয়েছিলেন।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শপথ নেয়ার দিন মুজিব কোট পরা ছাড়া আওয়ামী তোষণ খুব কমই দেখিয়েছিলেন উনি...

৭| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

আবু সায়েদ বলেছেন: হ্যা, দুনিয়া খনস্থায়ী, খেল-তামাশা ছাড়া কিছুই না। আখেরাতের জীবনই চিরস্থায়ী ও সুখ। দুনিয়ার পদ-ধন-মর্যাদা কোন উপকারই করবে না ওপারে। শুধুই দরকার নেক-আমল।

এজন্য, খমতাশালী ব্যক্তিদের দেশ ও জাতির কল্যানে সর্বশক্তি নিয়োগ করা উচিত।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যদি দুই নেত্রী এই কথা ভাবতেন। তাহলে দল নিয়ে, দেশ নিয়ে, রাজনীতি নিয়ে এত ক্যাচাল ধরে রাখতেন না...

৮| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

আবু তালেব শেখ বলেছেন: ভালো লোক ছিলেন ব্যক্তিগতভাবে। শোকাহত আমরা। হাসিনা খালেদা এরশাদ মনে হয় অমৃত পান করেছে।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়...

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৪

অর্ক বলেছেন: তাঁর রাশভারী কণ্ঠস্বর, শুদ্ধ বাংলায় কথা বলা, স্পষ্টবাদিতা, আশ্চর্য মায়াবী দুটো চোখ, প্রখর ব্যক্তিত্ব সবমিলিয়েই একজন অসাধারণ মানুষ ছিলেন তিনি। আরও অনেক কিছুই দেয়ার ছিল তাঁর এই দেশকে, আমাদেরকে! খানিকটা অসময়েই চলে গেলেন! আর দুই নেত্রী অনেক কাছের মানুষদের মৃত্যু দেখে আসছেন। মনে হয় না কিছু হবে!
যাই হোক আজ আমি তাঁর মহান জীবনকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তাঁর আত্মার শান্তি কামনা করছি।
পোস্টের জন্য ধন্যবাদ।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তিনি উন্নত ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। স্পেশালী টিভিতে তাঁর কথা বলার ধরন এখনো আইকনিক।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:১২

শাহিন বিন রফিক বলেছেন: উনি সত্যিকারের ভাল মানুষ ছিলেন।

উনার উৎসর্গে একটা ছড়া লিখেছি কিন্তু আমার লেখা প্রথম পাতায় আসে না, তাই ভাল-মন্দ কারোর মন্তব্য পাচ্ছি না।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার ছড়াটা ভালো হয়েছে। ধৈর্য্য ধরেন। প্রথম পাতায় লেখা আসবে...

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল মানুষ ছিলেন বলেই মনে করি। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিন...

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: মন খারাপ করা খবর :(

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রতিটা মৃত্যুর খবরই মন খারাপ করে...

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন:

ভালো ঢাকার জন্য তার শূন্যতা অনুভব হবে।

উনারজন্য দোয়া রইলো।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঢাকা আবার নষ্টদের অধিকারে যাবে...

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


ঢাকার ব্যাপারে উনার কোন প্ল্যান ছিল?

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক প্ল্যান ছিল। কিন্তু রাজনীতিবিদ, আমলা, সন্ত্রাসীদের সাথে লড়তে গিয়ে একটু পিছিয়ে পড়েছিলেন...

১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৫

নিরাপদ দেশ চাই বলেছেন: নব্বই দশকের একজন জনপ্রিয় উপস্থাপক হিসেবে তাকে অসমভব পছন্দ করতাম। তবে যেদিন থেকে তিনি রাজনীতিতে ঢুকেছিলেন বুঝে গিয়েছিলাম যে তিনি নষ্ট হয়ে গেছেন। ভাল লোকের কোন স্থান আমাদের রাজনীতিতে নাই। মেয়র নির্বাচনের কথা একবার ভেবে দেখুন। খুব বেশিদিন আগের কথা নয়। ক্ষমতাসীন দল কিভাবে ভোট ডাকাতি করে মেয়র নির্বাচিত করেছিল , সেইসব ভিডিও প্রমান এখনও অনলাইনে খুজলে পাওয়া যাবে।চিকনগোনিয়া মহামারী আকারে ছড়িয়ে পরার পর তিনি বিবৃতি দিয়েছিলেন বাসাবড়িতে গয়ে মশা মারা সিটি করপোরেশনের পক্ষে সম্ভব নয়!! মেয়র হিসেবে তিনি যদি কিছুটা উন্নতি করে থাকেন তাহলে সেটা শুধুই গুলশান, বনানীর উন্নতি করেছিলেন। টকশোতে এই কথা সরাসরি বলে তিনি চরমভাবে বিতর্কিত হয়েছিলেন। টকশো উপস্থাপক তাকে জিজ্ঞাসা করেছিল যে , তিনি কি শুধু বনানী গুলশানের মেয়র নাকি ঢাকার মেয়র? এই প্রশ্নের পর তাকে আর দেখা যায়নি সেই শোতে। এইটাই খুব সম্ভবত তার শেষ টিভি শো ছিল।

আসলে একজন মানূষের মৃত্যূর পর তার সমালোচনা করাটা ঠিক শোভন নয়। কিন্তু যে হারে তাকে ক্লিন ইমেজের একজন হিরো বানানোর ধুম পড়েছে অনলাইনে, তাতে এই বিষয়গুলো সামনে না এনে পারলাম না। মানুষের মৃত্যুতে শোক জানানো সবার মানবিক দ্বায়িত্ব কিন্তু অযথা মিথ্যাচার করে তাকে হিরো বানানোটা পুরিপুরি অনৈতিক।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যর্থতা যে ছিল না তা অস্বীকার করা যাবে না। উনার মন্তব্য নিয়ে সমালোচনা আমরাও করেছি। তবে তিনি গতানুগতিকতার বাইরে যাওয়ার চেষ্টা করেছিলেন। ঢাকাকে নিয়ে স্বপ্ন দেখিয়েছিলেন যা আগের কোন মেয়র দেখাননি। অনেক রাস্তা দখলমুক্ত করেছিলেন। ঢাকার বাস ব্যবস্থা নিয়ে উনার প্ল্যানটা শেষ করে যেতে পারেননি। আসলে আমাদের সিস্টেম এসব ভালো কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে...

১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লোক ছিলেন।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নেগেটিভ নিউজ কম ছিল উনাকে নিয়ে...

১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৭

কোলড বলেছেন: He might have been a good/successful person but him becoming a mayor via a rigged election negated everything in my eyes. Britons said " Ding dong The bitch is gone" when Margaret Thatcher died and I will say the same, " Good Riddance!"

PS: I'm in NO way comparing Anisul Hoque to Maggy Thatcher.

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: he may have failed in his duty, but not corrupted...

১৮| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রয়াত আনিসুল হকের আত্মার মাগফেরাত কামনা করি।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আল্লাহ উনাকে মাফ করুন...

১৯| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৯

শুভ_ঢাকা বলেছেন: প্রয়াত আনিসুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত...

২০| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিন...

২১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

মোঃ ইকবাল ২৭ বলেছেন: যতটুকু জানি উনি একজন ভাল মানুষ এবং শেষ জীবন বেলায় অবশ্যই একজন সেরা মেয়র ছিলেন।দোয়া করি পরপারে সৃষ্টিকর্তা ওনাকে ভাল রাখুন।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চেষ্টা করেছিলেন অচল সিস্টেম ভাঙতে...

২২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১১

সুমন কর বলেছেন: তাইতো চিন্তা করি নি তো !!

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জীবন খুবই ছোট...

২৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮

ধ্রুবক আলো বলেছেন: আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
উনি সত্যি একজন ভালো মানুষ ছিলেন। খুব কম সময়ে উনি ঢাকা উন্নয়নে যতটুকু কাজ করেছেন তা অনেক বেশি।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের রাজনীতিবিদ, আমলা, সন্ত্রাসীরা উনাকে ভালো মত কাজ করতে দেয়নি। তবুও উনি চেষ্টা করেছেন...

২৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮

তারেক ফাহিম বলেছেন: রুহের মাগফিরাত কামনা করি।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিন...

২৫| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার এলাকায় উনার নানা বাড়ি। কয়েক মাস আগে এসেছিলেন।
নিঃসন্দেহে তিনি একজন ভাল মানুষ ছিলেন, উনার জান্নাতবাস কামনা করছি।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিন। নোয়াখালী বাসীর গর্ব ছিলেন তিনি...

২৬| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

আখেনাটেন বলেছেন: উনি মেয়র হওয়াতে ঢাকার কিছুটা হলেও উন্নয়ন চোখে পড়ে। বিশেষ করে ড্রেনগুলো সংস্কার। মাগফিরাত কামনা করছি।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক চেষ্টা করেছিলেন ঢাকাকে লাইনে আনতে...

২৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৭

শিবলী আখঞ্জী বলেছেন: উনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিন...

২৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সর্বশেষ সংযোজন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.