নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতা, গণতন্ত্র, পরিবারতন্ত্র, বেকুব জনতা...

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০২




১. সবসময় কোন নেতা মারা গেলেই তার স্ত্রী বা সন্তান সেই আসনের প্রার্থী হয়ে যান। দল চিন্তা করে আবেগের কারণে ঐ আসনে বিপক্ষ দল সুবিধা করতে পারবে না, আসনটাও হাতছাড়া হবে না। তাই মৃত নেতার পরিবারের কাউকে দিলে জয় পাওয়া সুবিধার হয়। এই চিন্তা বড় দুই দলেই আছে। এই বাজে চিন্তার কারণে নতুন নেতা আসতে পারে না। হাসিনা, খালেদা নিজেই এই চিন্তার ফসল। তাই তারাও এই ধারা জারি রেখেছেন...

২. একটা আসনে কোন নেতা জনপ্রিয় হলেই কি তার পরিবারের জন্য সেই আসন ২০/৩০ বছরের জন্য ইজারা দেয়া হয়ে যায়? কেন ঐ আসনে ত্যাগী নেতা/কর্মীদের মূল্যায়ন করা হবে না? এ ক্ষেত্রে দুই নেত্রীর সিলেকশানের চেয়ে জরুরী হলো গণতান্ত্রিক ব্যবস্থা। ঐ আসনের নেতা কর্মীদের মধ্যেই ভোট হবে তারা কাকে প্রার্থী হিসেবে দেখতে চায়। তাহলে আর কারো মধ্যে হতাশা জন্ম নিবে না...

৩. অবশ্য পরিবারের সদস্য মনোনয়ন দেয়ার জন্য আমাদের মত কিছু বেকুবও দায়ী। যারা অতি আবেগের বশে গণতন্ত্রের শিক্ষা ভুলে গিয়ে পরিবারতন্ত্রেই আস্থা স্থাপন করি। আনিসুল হক-এর মৃত্যুর পরপরই সোশাল মিডিয়াতে রোল পড়ে গিয়েছে পরবর্তী মেয়র হতে হবে আনিসুল হকের মত বা তার পরিবারের কাউকে! এ ক্ষেত্রে তেনার স্ত্রী রুবানা হককে অনেকেই প্রার্থী বানিয়ে বসে আছেন। এমনকি অনেক মিডিয়াও এমন প্রচার চালাচ্ছে। আবার মৃত নেতার ইমেজ এবং দলের মার্কা থাকলে সহজেই নির্বাচিত হওয়া যায় - এই ফর্মূলাতে বিশ্বাসী আনিসুল হকের ছেলে নাভিদুল হকও পিতার দাফনের পরই মেয়র হওয়ার খায়েশ জানিয়েছেন মিডিয়াতে! ক্ষমতা বড়ই মিঠা! হেলায় সুযোগ কে হাতছাড়া করতে চায়?

৪. দুই নেত্রীর কাছে অরণ্যে রোদন করি - পরিবারতন্ত্র বাদ দিন। সঠিক গণতন্ত্র না থাকার কারণে দেশ অনেক পিছিয়ে আছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করুন শেষ বয়সে এসে। কারণ, টাইম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া নাই উপায়...

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৩

শাহিন-৯৯ বলেছেন: পরিবারতন্ত্রের ভারে এদেশ না জানি কবে সমুদ্রে ডুবে যায়।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাও ভালো। এই পরিবারতন্ত্র দেখেই মনে হয় মরতে হবে...

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৩

এম আর তালুকদার বলেছেন: চমৎকার লিখেছেন। ভাল লাগলো। আসলেই গনতন্ত্র মানে যে পরিবারতন্ত্র নয় এটা অনেকে বুঝতেই চায় না।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবস্থা এমন হয়ে গিয়েছে আমার মনে হয় হাসিনা, খালেদাকেও চামচারা বেরিয়ে আসতে দিচ্ছে না। আর কত বছর এসব সহ্য করতে হবে জানি না...

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৩

সচেতনহ্যাপী বলেছেন: রোদনে কাজ হবে না।। সেই যে, প্রাচীন প্রবাদ, আগের হাল যেদিকে যায়, পিছনের হালও সেদিকেই :( :-P

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রাচীন প্রবাদ হলেও আমরা যে এমনটাই তা প্রাচীন বাসীরা ঠিকই বুঝেছিলেন...

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৭

এম আর তালুকদার বলেছেন: "অসুস্থ গণতন্ত্র"

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পড়লাম। আসলেই অসুস্থ হয়ে গিয়েছে গণতন্ত্র। সারাবে কে?

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪২

চাঁদগাজী বলেছেন:


দখলকারীর সংখ্যা পারিবারিক হারে বাড়ছে

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: লোভ,লোভ আর লোভ...

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৪

চাঁদগাজী বলেছেন:


সেইদিন ২/৪ জন মৃত মেয়রের পক্ষে বলছিলো, এরা হালকা দখলদার পরিবার।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মেয়রের পক্ষে বিপক্ষে বলতেই পারে। তবে তার পরিবার থেকেই কেন মনোনয়ন দিতে হবে। তাও তার দাফন না হতেই ছেলের কেন আবদার?

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৯

ঢাকার লোক বলেছেন: দেশে মানুষ কারা ?
আমরা আর মামারা ছাড়া !

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মানুষ আ‌ছে, গনতন্ত্র নেই...

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৯

আমি তনুর ভাই বলেছেন:

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গনতন্ত্র চর্চা না করা‌তে দে‌শে এত অ‌নিয়ম...

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:০৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশের ৯৯.৯৯% জনগণই চরম অযোগ্য, বেকুব, অপদার্থ - তাই তাদের মধ্য থেকে একজনও মানুষ(?) খুঁজে পাওয়া যায় না মেয়র মনোনয়নের জন্য | খুঁজতে হয় শীর্ষনেতাদের পরিবার থেকে | একই কাহিনী ঘটে দেশের শীর্ষ পদগুলির মনোনয়নের ক্ষেত্রেও | জনগণ নেতাদের পূজা করতে করতে নাকে মুখে ফেনা তুলে ফেলে |

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জনগণ কী করবে? তেনারা দুই জন পরিবারের সদস্যদের বলি দিয়ে এই সাম্রাজ্য কিনে নিয়েছেন...

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ২০০ বছর গোলামী করায় বাঙ্গালীদের মধ্যে এই ধরনের মানুষিকটা গড়ে উঠেছে। আমরা স্বজনপ্রিতির বিরুদ্ধে কোথা বলি আবার সেটাকেই প্রকারন্তরে মেনে নেই।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক ব‌লে‌ছেন। সারা বছর বল‌বে প‌রিবারতন্ত্র চাইনা। আব‌ার কেউ মারা গে‌লে তার প‌রিবার‌কেই গুরু মা‌নে...

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: আমি চাই দেশের উন্নয়ন। এবার যে'ই আসুক। কালা চান আসুক আর লাল চান আসুক।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উন্নয়ন কে না চাই‌বে? কিন্তু দে‌শে তো একটা গণতা‌ন্ত্রিক সি‌স্টেম থাক‌তে হ‌বে...

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৩

খায়রুল আহসান বলেছেন: এসব কথাবার্তা শুনে আমারও ভাল লাগেনি। যেন দেশে আর কেউ নেই ভাল কাজ করার।
নাভিদুল হককে তার বাবার পর্যায়ে পৌঁছতে আরো অনেক পথ হাঁটতে হবে।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ক্ষমতার মজা কেউই ছাড়তে চায় না। তার পিতা মাত্র ২ বছর আগে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করলো। আর সে পিতার দাফন করতে না করতেই নির্বাচন করার খায়েশ জানায়...

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪১

আমি তনুর ভাই বলেছেন: গরম ভাত সবাই খাইতে পারে, রাইধা খাওয়ার আনন্দই আলাদা, আগে একজন আনিসুল হক হও, পরে বাবার পথে হাটো।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের দেশে রাজনৈতিক পিতার সন্তানরা তাদের পিতার পেছনে এত চামচা দেখে নিজেরাও ছোট থেকে নেতা হওয়ার স্বপ্ন দেখে...

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

তারেক ফাহিম বলেছেন: ক্ষমতা বড়ই মিঠা
ভালো বলেছেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নাহলে কেউ পিতার লাশের সওয়াল জওয়াবের আগেই এই কথা কয়!!!

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

কামরুননাহার কলি বলেছেন: শোনেন শোনেন সবাই শোনের এদের মানুষকে আর রাজনীতি করতে আসে না আসে হলো টাকা,,, টাকা ,, আর টাকার মুখ দেখতে হাহাহাহ ।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: টাকা এদের কম নাই। এনারা টাকার চেয়ে বেশী চিন্তা করে ক্ষমতা, চেয়ার...

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৭

ঢাকাবাসী বলেছেন: রুবানা হক হলে একটা ভাল জিনিস হবে তাঁর টাকার প্রয়োজন নেই তাই করাপশনটা কম হবে মনে হয়!

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রুবানা হক দলের ফরম কিনে যদি কর্মীরা তাকে প্রার্থী হিসেবে দেখতে চায় তাহলে কারো আপত্তি থাকবে না। কিন্তু শুধু আনিসুল হকের স্ত্রী হিসেবে সরাসরি মনোনয়ন গ্রহণযোগ্য নয়...

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৪

নিরাপদ দেশ চাই বলেছেন: গোল্ডফিশ মেমরি নাহলেতো ২০১৫ সালের মেয়র নির্বাচনের কথা ভুলে যাবার কথা না। এত যে জনপ্রিয় আনিসুল হোক (অনেকের ভাষ্যমতে), তাকে ভোট ডাকাতি করে জিততে হয়েছিল। সুতরাং গনঅন্ত্রের কথা বলে লাভ কি? শব্দটাতো বহু আগেই গুম হয়ে গেছে।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দ্বিমত করার কিছু নেই। গণতন্ত্র নেই। তবুও আশা...

১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০

সাইন বোর্ড বলেছেন: গণতন্ত্র এখনো অাছে নাকি ?

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেনারা তো বলছে আছে!

১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
টাইম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া নাই উপায়... সব কথার শেষ এটাই।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যদি তেনারা ২ টা মিনিট এইটা নিয়ে ভাবতেন...

২০| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫২

ওমেরা বলেছেন: বাংলাদেশের রাজনীতি ভাল বুঝি না । তবে টাইম হলে যাইতে হবে এটা বুঝি । ধন্যবাদ ভাইয়া।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা বুঝলে জীবনে কেউ আর খারাপ কাজ করবে না...

২১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: টাইম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া নাই উপায়
আল্লাহু মালুম কখন যে সে টাইম হবে। |-)

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যদিও কারোই জানা নাই, তবুও তেনাদের সতর্ক থাকা উচিত...

২২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:২০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জেরুজালেম প্রসঙ্গে আপনি আপনার ভাবনা নিয়ে এখনো কোন পোস্ট দেন নাই ভাই।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গুছিয়ে উঠতে পারছি না। চাঁদগাজী ভাই আছে তো...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.