নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. ১৯৯৬ সাল। প্রায় ২১ বছর পর আওয়ামী লীগ জাতির কাছে অতীতের সব কিছুর(বাকশাল, রক্ষী বাহিনী ইত্যাদি) জন্য ক্ষমা চেয়ে, ইসলামী লেবাস নিয়ে নির্বাচনে জয়লাভ করে। আওয়ামী লীগ পায় ১৪৬ সিট, বি এন পি পায় ১১৬ সিট। ৫ বছর পরই ২০০১ সালে আবার হেরে যায় বিএনপি জোটের কাছে। এবার বিএনপি পায় ১৯৩ সিট, আওয়ামী লীগ পায় ৬২ সিট। ২১ বছর পর তারা ভালো কাজ করে জনগণের সমর্থন নিতে পারত। কিন্তু নানা ব্যর্থতায় জনগণ আবার বি এন পি-কে বেছে নেয়...
২. বি এন পি মাত্র ৫ বছরের মাথায় ক্ষমতা পেয়ে নিজেদের অজেয় ভাবতে শুরু করে। সংখ্যা গরিষ্ঠ ইসলামী ভোট, বি এন পি ভোট, আওয়ামী গডফাদার(হাজারি, হাজী সেলিম, মকবুল, আবু তাহের), আওয়ামী লীগের সামান্য সিট - সবকিছু বিবেচনায় রেখে বিএনপি নেতারা মনে করতে থাকে এই জোটকে আর সহজে আওয়ামী লীগ হারাতে পারবে না। খালেদা জিয়া জনসভায় বলেন, ১৫ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। নাজমুল হুদা (বর্তমানে বি এন পি বিরোধী) বলেছিলেন, ৪ দলীয় জোটকে ৪০ বছরেও হারানো যাবে না। কিন্তু তারা মাত্র ৫ বছর পরেই ক্ষমতা হারায়। অবশ্য ২০০৬ সালের আন্দোলন না হলে বিএনপি আবারও ক্ষমতায় আসতো(সেটা ভিন্ন প্রসঙ্গ)।
৩. আওয়ামী লীগ কি জিনিস তা ১৯৯৬-এর অসহযোগ আন্দোলনের মাধ্যমে বিএনপি'র বোঝার কথা। তবুও মওদুদের বেকুবি-তে খামাখা নিজেদের মতাদর্শের প্রধান বিচারপতি কে.এম. হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্য বিচারপতিদের অবসরের বয়স ২ বছর বাড়িয়ে দেয়। বি এন পি এত এত ইস্যু পেয়েও আওয়ামী লীগকে নামাতে পারছে না। কিন্তু আওয়ামী লীগ এই একটা ইস্যুতেই বিএনপিকে হারিয়ে দেয়। আওয়ামী লীগ জানে ভোটের রাজনীতিতে বিএনপি জোটকে হারানো কঠিন। তাই প্রথম সুযোগেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়...
৪. আওয়ামী লীগ বুঝে গিয়েছে প্রশাসন, আর্মি, পুলিশ নিজেদের থাকলে কেউ তাদের হারাতে পারবে না। তাই এখন বিএনপি-কে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিচ্ছে। সৎ সাহস না থাকার কারণে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতেও ভয় পাচ্ছে। তবে দিন সব সময় এক যায় না। কয়েকদিনের ব্যবধানে আনিসুল হক, মহিউদ্দিন চৌধুরী, সায়েদুল হক মারা গিয়েছেন। কেউ অমর নয়। খালেদা জিয়া যেমন ভেবেছিলেন, আওয়ামী লীগ আর আসবে না সহজে, এখন শেখ হাসিনা ভাবছেন বিএনপি আর আসতে পারবে না। সময়ই সব বলে দিবে...
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেনারা বুঝেছিল, এটাই ভোট টানার অন্যতম কারণ হতে পারে...
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৭
চাঁদগাজী বলেছেন:
জেনারেল জিয়া ক্ষমতা দখল করে, ক্যান্টনমেন্টে বিএনপি'র জন্ম দিয়েছিল সরকারের প্রাশান ও ব্যুরোক্রেটদের হাতে, এটা বেই-আইনীভাবে গঠিত দল, ইহা ফালু মালুদের দল, ইহার বিলুপ্তির দরকার।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিকল্প তৈরি না হওয়া পর্যন্ত দুই খারাপ থেকে কম খারাপকে বেছে নিতে হবে। বিকল্প না থাকাতে গুজরাটের কসাই নরেন্দ্র মোদি আজ প্রধানমন্ত্রী...
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৮
বেনামি মানুষ বলেছেন: My name is Ozymandias, King of Kings;
Look on my Works, ye Mighty, and despair!
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপাতত দুই রানীকে নিয়ে কথা হচ্ছে...
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইট'টি মারলে
পাটকেল'টি খেতে হয় !!
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময় কথা বলবে...
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৪
চাঁদগাজী বলেছেন:
বিএনপি থাকাতে আওয়ামী বিরোধীরা বিএনপি'কে ভোট দেয়, বিএনপি'কে রাজনীতি করতে হয়নি; বিএনপি না থাকলে বিকল্প দল জন্ম নেবে; আওয়ামী লীগ এখন বিএনপি ভাললোবাসে, উহাকে লতাপাতা দিয়ে বাঁচায়ে রাখবে।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই মুহূর্তে বিএনপি ছাড়া অন্য দল আসার কথা আওয়ামী লীগ নিজেও চিন্তা করছে না...
৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: সময় কথা বলবে...
ইতিহাস তাই বলে !! আমরা সময়ের অপেক্ষায়...................
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না...
৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৩
বেনামি মানুষ বলেছেন: লেখক বলেছেন: আপাতত দুই রানীকে নিয়ে কথা হচ্ছে... জ্বী, আমার কথা ও বাহিরে না।বলেছি ওজ্যামেন্ডিয়াস গেলো তল, হাসিনা খালেদা বলে কতো জল।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। ধরতে পারিনি...
৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৬
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া কি বলেন, ছাগলে কোন পাতা খায়, কে জানে!
উনি কেন্টনমেন্টের সাজানো পুতুল ছিলেন, গণেশ এখন নেই মনে হয়; এখন উনাকে শেখ হাসিনার উপর নির্ভর করতে হবে, শেখ হাসিনা সামলাতে না পারলে, উনার পাতে মাংস আসবে, না হাড্ডি
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর বেশীদিন নেই। প্রাকৃতিক ভাবে দুইজনকেই বিদায় নিতে হবে। তখন কী পরিবর্তন হয় রাজনীতিতে তাই দেখার বিষয়...
৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৯
আবু তালেব শেখ বলেছেন: আওয়ামীলীগ নিজেদের অধীনে ছাড়া নির্বাচন দেবে না কখনো।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সংখ্যাগরিষ্ঠ ভোট এখনও বিএনপি'র পক্ষেই যাবে - এটা আওয়ামী লীগ জানে...
১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খালেদা জিয়ার কোটি টাকার শাড়ি ও স্যুটকেস নিয়ে তোলপাড়
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যদি শেখ হাসিনার চাঁদাবাজির মামলা(চেক বইয়ের পাতার নম্বর সহ) মিথ্যা হয়, তাহলে খালেদা জিয়ার কোটি টাকার শাড়ি ও স্যুটকেসের গল্পও মিথ্যা...
১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৩
নির্বেদ মানব বলেছেন: অজিমণ্ডি - শেলির লেখা সনেট।
'আমার নাম অজিমণ্ডিস, রাজাদের রাজা।
আমার কাজগুলি দেখুন,
আপনি পরাক্রমশালী, এবং হতাশা! '
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনুবাদ ঠিকমত হয়নি...
১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গুগলের অনুবাদঃ
আমার নাম অজিম্যান্ডস, কিং অফ কিং;
হে আমার পরাক্রমশালী, হায়!
Āmāra nāma ajimyānḍasa, kiṁ apha kiṁ;
hē āmāra parākramaśālī, hāẏa!
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গুগল অনুবাদ বেশীরভাগ সময়ই সঠিক হয় না...
১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সময় কথা বলবে...
আওয়ামী অন্ধ ভক্তদের দেখলে করুনা হয়! জ্ঞান বিবেক, সত্যাসত্য সব লোপ পায় কি করে তাদের??
অনির্বচিত সরকার, গুম, খুন, জুলুম, স্বৈরাচারিতা, দ্রব্যমূেল্যর উদ্ধগতি, শিক্ষার মান তলানীতে ঠেকানো, বিদ্যুতের, গ্যাস, তেলের মূল্যবৃদ্ধি, শেয়ার বাজার, বাংলাদেশ ব্যাংক লুট, বেসরকারী ব্যাংক গুলোর দেউলিয়াত্ব, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার, ইয়াবায় ডুবে যাওয়া দেশ, ছাত্রলীগের ধর্ষন রেকর্ড, শিক্ষক, মানী, গুনিদের নিত্য লাঞ্চিত হওয়া, প্রশাসনকে নিলর্জ দলীয় করন, বিচার বিভাগকে নিয়ে পুতুল খেলা, ভারতের সাথে অসম বানিজ্য ঘাটতি, ট্রানজিটের নামে একতরফা সুবিধা প্রদান,পদ্মা, তিস্তা অসমাপ্ত চুক্তি, অকাল বন্যায় বারবার ভেসে যাওয়া, হওরের বাঁধ দূর্নীতি, সুন্দরবন ধ্ভংসকারী রামপাল, বলতে গেলে উইকিপিডিয়া হয়ে যাবে ব্যার্থতা বলা শেষ হবেনা। বলতে গেলে টোটাল সিস্টেম ক্রাশ করার পরও নিলর্জ বেহায়ার মতো তার সাফাই গায়!!!!!!!!! তাদের কি গন্ডারের চামড়া??
প্রশাসনিক ভাবে ৭২-৭৫ যেমন ব্যার্থ ছিল আজো সমানতালে ব্যার্থ! অথচ খই ফুটে অবিরাম মিথ্যা আর প্রপাগান্ডার!
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গন্ডারের চামড়াও আওয়ামীলীগের কাছে ফেল। কোন রাজতন্ত্রে বা স্বৈরাচারের শাসনেও বিপক্ষ মতকে এভাবে তুচ্ছ করা হয় না। পোষা (..) মত ঘেউ ঘেউ করার জন্য আছে হানিফ, হাসান, ইনু...
১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৩
সাইন বোর্ড বলেছেন: বাস্তবতাকে কেউ অস্বীকার করলেই ইতিহাস মিথ্যে হয়ে যায় না । সব চালাকি, কৌশল, ক্ষমতায় থেকেই নেওয়া যায়, ক্ষমতার বাইরে সবাই টিকটিকি । জণগনের উপর যাদের অাস্থা নেই তারা তো খুঁটির দিকেই এগুবে...
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই দিন দিন নয়, আরো দিন আছে। তারা জানে হারলে কী পরিমাণ দৌড়ের উপর থাকবে তারা। সৎ ছিল না বোঝাই যায়...
১৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৫
শিখণ্ডী বলেছেন: আওয়ামী লীগের প্রতিপক্ষ এখন বিএনপি নয়; ছাত্রলীগ।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বি এন পি ১০ বছর ধরে ক্ষমতার বাইরে। তাই নিজেরা নিজেরা কামড়াকামড়ি করছে...
১৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩১
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " আর বেশীদিন নেই। প্রাকৃতিক ভাবে দুইজনকেই বিদায় নিতে হবে। তখন কী পরিবর্তন হয় রাজনীতিতে তাই দেখার বিষয়..."
-আওয়ামী লীগ ও বিএনপি যেইভাবে এখন আছে, এরা রাজনীতি করবে না, এরা ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করবে সব সময়।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কী করা যাবে তাহলে? আর্মি গেলেও তো সমালোচনা শুরু হয়ে যায়! এই দুই দল থেকে মুক্তির উপায় কী?
১৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৮
চাঁদগাজী বলেছেন:
আপনি বলছেন যে, যেভাবে মহিউদ্দিন, আনিসুল হক, ছায়েদুল হক চলে গেছে, সেই রকমভাবে শেখ হাসিনা ও বেগম জিয়ার পর কি হবে?
শেখ হাসিনার অভাবে আওয়ামী ভাংবে, বেগম জিয়ার অভাবে বিএনপি ছোট হয়ে যাবে ও রাজনীতি করার চেষ্টা করবে ১ম বার।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তবুও সুরাজনীতিটাই করুক দুই দল...
১৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪১
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " কী করা যাবে তাহলে? আর্মি গেলেও তো সমালোচনা শুরু হয়ে যায়! এই দুই দল থেকে মুক্তির উপায় কী?"
-মিলিটারী রাজনীতি করা মানে দেশ পাকিস্তান।
মুক্তির পথ ষহেখ হাসিনার হাতে ছিল, উনি বিএনপি'কে বিলুপ্ত করলে, আওয়ামী লীগ ঠিক হতো, কিংবা মুসলিম লীগে পরিণত হতো।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনা নিজের আওয়ামীলীগকেও তো বিএনপি'র চেয়ে বেশী আলাদা করতে পারেননি। সেই দলবাজি, চাটুকারিতা, স্বজনপ্রীতি। আওয়ামী লীগ বিএনপি কেউই এত দেউলিয়া হয়নি এখনো যে মুসলিম লীগ হয়ে যাবে...
১৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০০
চাঁদগাজী বলেছেন:
@বিদ্রোহী ভৃগু ,
আপনি কবিতা লেখেন ধর্মীয়, আবার রাজনীতির উপর বক্তব্যও রাখেন; এই ২টি বিষয় আজকাল আর একমুখী নয়, এগুলো একমুখী ছিল রাজতন্ত্রে; যা কিছু ঘটুক, খিলাফত আর ফিরে আসবে না; বেগম জিয়াকে খলীফা খলীফা মনে হয় নাকি?
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধর্মীয় কবিতা মনের খোরাক, রাজনীতি সমাজের খোরাক...
২০| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: জনগণ বিএনপিকে ভোট দিলে আওয়ামীলীগ এর প্রতি বিরক্ত হয়েই দেবে। কারণ, তাদের দুঃশাসন সীমা ছাড়িয়ে যাচ্ছে। বিএনপিকে ভালোবেসে ভোট দেওয়ার কোন কারণ নেই, তাদের শাসনামলও জনগণ দেখছে। বাঙালি এক দল বেশিদিন পছন্দ করে না। তাই আপাতত পুরনো পাপ মাফ করে নতুন আশায় বিএনপিকেই হয়তো সমর্থন দেবে। কিন্তু হিতে বিপরীত হবে শেষে।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐ যে বললাম, দুই মন্দ থেকে কম মন্দকে বেছে নিতে হবে। শুদ্ধ গণতন্ত্র চর্চা করলে, এই দুই দল থেকেই ভালো নেতা, সুশাসন বের হয়ে আসত...
২১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৪
মরুসিংহ বলেছেন: বিএনপির আন্দোলনে দুর্বলতার অন্যতম কারণ হলো ছাত্র সংগঠনের অভাব। দেশের খুব কমই ইন্সটিটিউশন আছে যেখানে ছাত্রদলের স্ট্রং কমিটি আছে। চবি'তে যদি ২ জন ছাত্রদল করে তো তাদের কমিটি ৩ টা। ২ জনে ২ টা আর দুইজন মিলে একটা। এই হচ্ছে সারা দেশের অবস্থা। ফলে বিএনপিতে সব খেদানো নেতার আস্তানা।
আর বিএনপির জন্ম ক্যান্টনমেন্ট নাকি জেনারেলের কোলে ইট ডাজন্ট মেটার। বিএনপি যদি দেশের সার্থে কাজ করে তাহলে এগুলা কিছুই না। কথা হচ্ছে করে কি না? আর দেশের সব মুক্তিযোদ্ধা মিলে যদি আওয়ামীলীগ করে আর দেশের বাঁশ মারে তাহলে অই দলরে দেশের মানুষের 'দুচার'ও টাইম নাই। এইজন্যই শক্তিরর মুখে জিম্মি করে রাখা হয়। আমরা তারেই ভালোবাসি যে দেশের পক্ষে কাজ করে। কেউ কাজ না করলে কারোরেই ভালোবাসি না। দাড়ি।
আওয়ামীলীগ এর দেশের প্রকৃত উন্নয়ন করার যাবতীয় যোগ্যতা আছে। বিএনপির যেটা আওয়ামীলীগ এর মতো নাই। আওয়ামীলীগ কোথায় বিএনপিরে পাত্তা না দিয়ে দেশের কথা ভাববে কিন্ত তার কিছুই দেখা যাচ্ছে না। আর কিছু পাবলিক আছে মুক্তিযুদ্ধরে আর এই দেশটারে আওয়ামীলীগের বাপের সম্পত্তি বানায়া তাদের পোঁ* চাটতে ব্যাস্ত। এই বাপের সম্পত্তি ভাবার কারনেই তাদের ভেতর আজ এরকম অটোক্রেটিক ভাব।
বিশ্বের দিকে তাকালে দেখা যায় অনেক দেশেই প্রধান দল দুইটা। একটা ধর্মভিত্তিক আরেকটা ধর্মদ্বেষী বা সুন্দর করে বললে ধর্মনিরপেক্ষ।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি ছাত্ররাজনীতির বিপক্ষে। ছাত্ররা কাউকে ক্ষমতায় আনতে পারে না। তারা মূল দল করুক ক্যাম্পাসের বাইরে গিয়ে। আমাদের আন্দোলন হওয়া উচিত নিরপেক্ষ নির্বাচন নিয়ে। নতুবা এই আসন ভিত্তিক নির্বাচনী ব্যবস্থাও তুলে দিতে হবে। বিএনপি'র বিরুদ্ধে যতই অভিযোগ করা হোক, ভোটের সময় এসব কেউ মনে রাখেনা। জনগণ নিজের ভোট দিয়ে যাকেই ক্ষমতায় আনুক কারো আপত্তি থাকার কথা নয়। কিন্তু সেই সুযোগটা জনগণকে দেয়া হচ্ছে না...
২২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫০
জিয়াতুসি বলেছেন: আমি কিছু আমরা জমাট কথা বলতে চাই, আর সেজন্য কনো দলের সাপোর্ট নিয়ে কথা বলব না। বাংলাদেশে এই মুহূর্তে কনোভাবে বি এন পি ক্ষমতায় আসার যুক্তি দেখছি না। কারণ গত নির্বাচন যেভাবে হয়ছে এইবারও ওইভাবে হবে।বি এন পি নেত্রি বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবে তবে আওয়ামীলীগেরে আন্ডার সেজন্য ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক কম।তবে আওয়ামীলীগের ক্ষেত্রে একটা কথা হল মুজিবিয় শিক্ষায় রাজনীতি ওয়ামীলীগ কখনও করতে পারে নাই।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মনে হয়না শেখ হাসিনার আন্ডারে বিএনপি নির্বাচনে যাবে। কারণ গেলেই তাদের হারিয়ে দেয়া হবে। আর শেখ হাসিনা জীবিত থাকতে বিএনপিকে ক্ষমতায় আসতে দিবে না...
২৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০১
রাজীব নুর বলেছেন: ১৩, ২০ এবং ২১ নং মন্তব্যকারীর সাথে আমি একমত।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকে ধন্যবাদ। নিরপেক্ষ নির্বাচনে বিএনপি আসলে কারোই আপত্তি হওয়ার কথা না...
২৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৫
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: নকলকারীর টেনশন একটু বেশিই থাকে,কখন ধরা পরে এক্সফেল হয়ে যায়!
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমম। ঠিকই ধরেছেন। যাকে বলে, চোরের মন পুলিশ পুলিশ...
২৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২০
হাসান কালবৈশাখী বলেছেন:
নিরোপেক্ষ নির্বাচন এখন আর সম্ভব না।
গরিব ভোটারদের বাড়ীতে গিয়ে ২ টি হাজারি নোট হাতে।
কোরান মাথায়, বাচ্চার মাথায় হাত রেখে শপথ, দাঁড়িপাল্লা বা ধানেরশিষ। তারপর টাকা।
এখন ভোট কি নিরোপেক্ষ?
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব যাতে করতে না পারে সেজন্য আইন কঠোর করতে হবে। নিরপেক্ষ নির্বাচন সম্ভব যদি শেখ হাসিনার সদিচ্ছা থাকে...
২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৭
চাঁদগাজী বলেছেন:
খালেদা জিয়ার ক্থা আপনি কি সিরিয়াসলি নিয়েছিলেন? উনি হয়তো নিজের কথা নিজেও বিশ্বাস করেন না, উনার কথা লিলিপুটিয়ানদের কথার সমান।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তখনকার ভোটের হিসাব আর আওয়ামীলীগের দুর্নামের কারণে এটা বিশ্বাসযোগ্য ছিল...
২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: আমাদের সমস্যা হচ্ছে আমরা ভুলে যাই - ক্ষমতা কারো চিরস্থায়ী নয়।
ধন্যবাদ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই তো কেউ মনে রাখে না...
২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১০
অপু তানভীর বলেছেন: এটাও ইতিহাসের শিক্ষা যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহন করে না । কিন্তু সময় পার হওয়ার সাথে সাথে ইতিহাস সবাইকে একটা শিক্ষা দিয়েও যায় ! সবাই পাবে, কেবল সময়ের অপেক্ষা !
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময় থাকতে কেউ হুঁশিয়ার হয় না...
২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২০
মোঃ ইমরান আখন্দ বলেছেন: বিএনপির দেখানো পথে অনির্বচিত সরকার, গুম, খুন, জুলুম, স্বৈরাচারিতা, দ্রব্যমূেল্যর উদ্ধগতি, শিক্ষার মান তলানীতে ঠেকানো, বিদ্যুতের, গ্যাস, তেলের মূল্যবৃদ্ধি, শেয়ার বাজার, বাংলাদেশ ব্যাংক লুট, বেসরকারী ব্যাংক গুলোর দেউলিয়াত্ব, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার, ইয়াবায় ডুবে যাওয়া দেশ, ছাত্রলীগের ধর্ষন রেকর্ড, শিক্ষক, মানী, গুনিদের নিত্য লাঞ্চিত হওয়া, প্রশাসনকে নিলর্জ দলীয় করন, বিচার বিভাগকে নিয়ে পুতুল খেলা, ভারতের সাথে অসম বানিজ্য ঘাটতি, ট্রানজিটের নামে একতরফা সুবিধা প্রদান,পদ্মা, তিস্তা অসমাপ্ত চুক্তি, অকাল বন্যায় বারবার ভেসে যাওয়া, হওরের বাঁধ দূর্নীতি, সুন্দরবন ধ্ভংসকারীঢ সরকার, গুম, খুন, জুলুম, স্বৈরাচারিতা, দ্রব্যমূেল্যর উদ্ধগতি, শিক্ষার মান তলানীতে ঠেকানো, বিদ্যুতের, গ্যাস, তেলের মূল্যবৃদ্ধি, শেয়ার বাজার, বাংলাদেশ ব্যাংক লুট, বেসরকারী ব্যাংক গুলোর দেউলিয়াত্ব, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার, ইয়াবায় ডুবে যাওয়া দেশ, ছাত্রলীগের ধর্ষন রেকর্ড, শিক্ষক, মানী, গুনিদের নিত্য লাঞ্চিত হওয়া, প্রশাসনকে নিলর্জ দলীয় করন, বিচার বিভাগকে নিয়ে পুতুল খেলা, ভারতের সাথে অসম বানিজ্য ঘাটতি, ট্রানজিটের নামে একতরফা সুবিধা প্রদান,পদ্মা, তিস্তা অসমাপ্ত চুক্তি, অকাল বন্যায় বারবার ভেসে যাওয়া, হওরের বাঁধ দূর্নীতি, সুন্দরবন ধ্ভংসকারী ইত্যাদি। হায়রে মানুষ যদি নিজের অন্ধ বিশ্বাসের দিকে তাকাতো তবে হয়তো আজ এ অবস্থা দেখতে হোতো না।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐ চেয়ারটার মধ্যে আজব এক মোহ আছে যেটা সবাইকে অতীত ভুলিয়ে দেয়...
৩০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সময়ই সব বলে দিবে... এটাই সব কথার শেষ কথা!!
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমম। কেউ চিরস্থায়ী নয়। আজ হোক, কাল হোক প্রস্থান অনিবার্য...
৩১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিএনপি কে রাজনৈতিক দূরদর্শী সিদ্ধান্ত নিতে আরো কৌশলী হতে হব।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনার কৌশলের কাছে মার খাচ্ছে বিএনপি। এখন শুধু সময়ের অপেক্ষা ছাড়া কিছুই করার নেই...
৩২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৮
পলাশবাবা বলেছেন: চাঁদগাজী কে কেউ এক জগ পানি আর একটা গ্লাস দেন, বেচারা বি এন পি র বিলুপ্তি চাইতে চাইতে মুখ শুকিয়ে ফেলেছেন .।.। প্রায় সব পোষ্টেই একই কথা কপি পেষ্ট মারিচ্ছেন .।।। ১ টা আইডিয়াই প্রশব করতে সক্ষম হয়েছেন।। বাহ বাহ
ভাল হবে যদি প্লাকার্ড হাতে গণভবনের সামনে দাড়ায়ে থাকেন। ওনার নজরে আসলে পুরাই লাল হয়ে যাবেন। প্রধান মন্ত্রীর বিশেষ দূত - ২ । এরশাদের পরই আপনার স্থান।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিএনপি'র বিলুপ্তির ব্যপারে চাঁদগাজী খুবই উদগ্রীব। তবে সেটা সম্ভব নয় - এটা উনিও জানেন...
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ "ইসলামী লেবাস" নেয়াতে পরে হেরেছিল, আওয়ামী লীগ ধর্ম প্রচারের পার্টি নয়