নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

২ বছর টিকবে আশা করিনি, এখন আশা করি ২০ বছর টিকবে...

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮





১. ২০১৪ সালে প্রায় ভোটারবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হওয়ার পর(অবশ্য ১৫০+ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এমনিতেই আর ভোটের দরকার ছিল না। তবুও সাংবিধানিক বাধ্যবাদকতা ও গণতেন্ত্রের ধারা (!) অব্যাহত রাখার জন্য 'তেনারা' নির্বাচনের আয়োজন করেন।

২. এরশাদের ১৯৮৬ সালের নির্বাচনের পর সরকার টিকেছিল ২ বছর। ১৯৮৮ সালের নির্বাচনের পর টিকেছিল ২.৫ বছরের মত। ৮৬-তে আওয়ামী লীগ অংশ নিলেও তখনকার বড় ও জনপ্রিয় দল বিএনপি অংশ নেয়নি। আর ৮৮-তে আওয়ামী লীগ, বিএনপি কেউই অংশ নেয়নি। খালেদার ১৯৯৬ সালের ১৫ ই ফেব্রুয়ারীর নির্বাচনেও বড় কোন দল অংশ নেয়নি। সেই সরকার টিকেছিল মাত্র ২১ দিন। এসব লেখার উদ্দেশ্য হলো সব দলের অংশগ্রহণ না থাকলে সেই সরকার বেশীদিন টিকতে পারে না! ২০১৪ সালের ৫ই জানুয়ারির আগ পর্যন্ত তাই ছিল অঘোষিত নিয়ম।

৩. কিন্তু যেটা এরশাদ পারেননি, যেটা খালেদা পারেননি সেটা করে দেখিয়েছেন শেখ হাসিনা। অনেকের মত আমিও ভাবতে পারিনি তিনি ২ বছর টিকতে পারবেন! কারণ হয়তো বা এই যে, তিনি বলেছিলেন এটা নিয়ম রক্ষার নির্বাচন এবং একাদশ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। তাছাড়া সরকারকে হঠানোর জঘন্য অস্ত্র হরতাল, অবরোধ, লগি, বৈঠা, কাস্তে এসব উপাদান তো তখনও শেষ হয়ে যায়নি! এত আন্দোলনে তিনি কীভাবে টিকে থাকবেন!

৪. শেখ হাসিনাকে আমি আজীবন ধন্যবাদ জানাবো তিনি হরতাল, অবরোধ কে জাদুঘরে পাঠিয়েছেন এই জন্য। অনেকে বলতে পারেন, আওয়ামীলীগ বিরোধী দলে গেলে আগের মত হিংস্র ভাবে হরতাল, অবরোধ করবে, জনতার মঞ্চ করবে। আমার সেটা মনে হয় না। কারণ, আন্দোলন দমন এবং বিরোধী দলকে কোণঠাসা করার সব পথ ও শিক্ষা শেখ হাসিনা দেখিয়েছেন গত ৪ বছরে!

৫. যেহেতু, তিনি আর তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিবেন না, যেহেতু, তোফায়েল, হানিফ, ওবায়দুল কাদেররা প্রতিদিন বিএনপিকে দিচ্চ্ছেন 'পারলে ঠেকাও' জাতীয় উস্কানি, যেহেতু, আর্মি পুলিশ শেখ হাসিনার অনুগতই থাকবে(আর্মি না দেয়ারও চিন্তা করছে আওয়ামী লীগ), যেহেতু বিডি ইসিদের তেমন ক্ষমতা নেই, তাই এই সংসদ তো টিকবেই বরং একই ফর্মূলায় আগামী ২০ বছরও আওয়ামী লীগ টিকে থাকবে...

মন্তব্য ৪৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৪

ধ্রুবক আলো বলেছেন: ২০ বছরই ঠিকবে, দেশে তো বিরোধী দল নেই!!

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: থাকলেও এই পদ্ধতিতে অন্য দল ক্ষমতায় আসতে পারবে না...

২| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া টিকিয়ে রাখছে আওয়ামী লীগ, বেগম জিয়া বিএনপি'র সবাপতি না থাকলে, আওয়ামী লীগের পতন হতে লাগতো ২/১ বছর। বেগম জিয়া থাকাতে আওয়ামী লীগ সার্কাস করে আনন্দ পাচ্ছে

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমারও মনে হয় খালেদা জিয়ার পদত্যাগ করা উচিত...

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৬

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: বিশ্বাসে মরিচা ধরেছে।কি আর বলাবো...

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছুই বলার নেই। হতাশ...

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ এবার জয়ী হবে; আগামী টার্ম পুরো করার আগে লীগের পতন হবে।

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেখা যাক। এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে সহসা হারানো যাবে না...

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: কোন সরকারের পতন ঘটাতে হলে ব্যাপক জনসমর্থন প্রয়োজন, '৯০ এবং '৯৬ সালে যেমনটা ছিলো। বিএনপির জন্য কেউ নিজের জীবন দেবে না। কারণ, তাদের রাজনীতি সম্পর্কে জনসাধারণ ওয়াকিবহাল। বিভিন্ন কারণে আওয়ামীলীগ এর ওপর ব্যাপক সংখ্যক মানুষ রুষ্ট; এ ক্ষোভকে কাজে লাগিয়ে যদি বিএনপি জনগণকে আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে পারে, তাহলে হয়তো ভালো কিছু করতে পারে। তা হলে শুধু নির্বাচন নির্বাচন বুলি আওড়ালে লাভ হবে না।

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। বিএনপি কিন্তু জীবন দেয়ার মত কর্মী না পাওয়াতে ক্ষমতায় যেতে পারেনি। কারণ, তাদের নেতারা ঘরে বসে থাকেন নাহয় বিএনপি অফিসে লুকিয়ে থাকেন। ২৮শে অক্টোবরের মত কিছু(যদিও এসব ভালো নয়, সমর্থনও করি না) হলে শেখ হাসিনারও সাহস হতো লম্বা সময় টিকে থাকতে...

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:


বিএনপি ক্ষমতায় আবার এলে, জাতি পুরোপুরি কাবুলীওয়ালাদের মতো হয়ে যাবে; দেশে মানুষ কম থাকার সময়, ও জীবনযাত্রার মান কম থাকার সময় বিএনপি'র লোকেরা চুরিদারী করেছে, কোনভাবে চলে গেছে; এখন সেই অবস্হা নেই।

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা...

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৪

প্রামানিক বলেছেন: কি যে হয় দেখা যাক।

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অপেক্ষা ছাড়া উপায় নেই...

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৪

শিখণ্ডী বলেছেন: বিএনপি মনে করেছিল এরশাদের ক্ষেত্রে যেমন হয়েছে আওয়ামী লীগের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। কিন্তু বিএনপি এটা এখনও বুঝতে পারছে না দেশের ৩০%-৩৫% অন্ধ আওয়ামী সমর্থক আছে, যারা দুনিয়া উল্টে গেলেও নেত্রী থেকে সমর্থন তুলে নেবে না। এরশাদের যা ছিল না।

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খালেদাও তো ৯৬-তে টিকতে পারেনি। সমর্থন থাকা ব্যপার না। ব্যপার হলো আর্মি, পুলিশ দিয়ে বিরোধী মতকে দাবড়ানোর মত পলিসি...

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপি একটা এইমলেস অপরিকল্পিত দল।
নেত্রী ঢাকায়, বাট হুকুম লন্ডন থেকে।

হাসিনা গেইটে আসবেন, একঘণ্টা আগে টিভি স্ক্রল।
হাসিনার দেহরক্ষী খালেদার দেহরক্ষী কথাচালাচালি শেষ।
কিন্তু লন্ডন থেকে একঘন্টায়ও সিদ্ধান্ত দেয়া সম্ভব হয়নি।
যে কারনে গেইটে বেকুবের মত দুমিনিট দাঁড়িয়ে থেকে ফিরে যেতে হয়েছিল।

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিএনপি আশা করেছিল জামাত শিবির তাদের জন্য মরবে। এভাবে ক্ষমতায় যাওয়া যায় না। ত্যাগ করতেই হবে...

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৩২

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:



আপনার অধিকাংশ মতের সাথে একমত হয়ে দু একটা কথা যোগ করতে চাই।

১. "সব দলের অংশগ্রহণ না থাকলে সেই সরকার বেশিদিন টিকতে পারে না। ২০১৪ সালের ৫ই জানুয়ারির আগ পর্যন্ত তাই ছিল অঘোষিত নিয়ম।"
আমার মতে, আওয়ামীলীগ ব্যতীত অন্যান্য দলের জন্য ২০১৪ সালের ৫ই জানুয়ারির পরেও এই অঘোষিত নিয়ম বলবত আছে। শুধুমাত্র আওয়ামীলীগের জন্য এই নিয়ম প্রযোজ্য না।

২. "আন্দোলন দমন এবং বিরোধী দলকে কোণঠাসা করার সব পথ ও শিক্ষা শেখ হাসিনা দেখিয়েছেন গত ৪ বছরে।"
আমার মতে, শিক্ষা দেখিয়েছেন বটে, কিন্তু এই শিক্ষা আয়ত্ত করা আওয়ামীলীগ ছাড়া অন্য কোন দলের পক্ষে সম্ভব না।

০৬ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৬:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দ্বিমত করার কারণ নেই। কারণ অন্য দল না পার‌বে এত হিংস্র হ‌তে আর না পার‌বে জনমত‌কে উ‌পেক্ষা ক‌রে এভা‌বে দেশ চালা‌তে। ধন্যবাদ...

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:২৪

মিঃ আতিক বলেছেন: জামায়াতের সঙ্গ ত্যাগ করার কোনো বিকল্প আপাতত নেই।

০৬ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৬:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জামায়াত‌কে ছাড়‌লে কি তত্ত্বাবধায়ক সরকার দি‌বে? জামায়াত‌কে ছাড়‌লে কি আওয়ামীলীগ জোট কর‌বে না গ্যারা‌ন্টি আ‌ছে?

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

রাজীব নুর বলেছেন: রাজনীতি খুব খারাপ জিনিশ ভাই।
কখন কি হয় বলা যায় না।

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো সময়ের অপেক্ষায়...

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৮

সাইন বোর্ড বলেছেন: ক্ষমতায় যাওয়ার জন্য যারা জনগণকে তোয়াক্কা করেনা, তাদের রুখবে কে ? তবে যার শুরু অাছে তার শেষও অাছে ।

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: exactly. সব কিছুর শেষ আছে...

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮

আলআমিন১২৩ বলেছেন: সকলেই এটা সেটা predict করছেন।নীদলীয় ভাব দেখানোর ভাব করার পরও মন্তব্যকারীর দলীয় চরিএ লুকাতে পারছেন না । আমি মনে করি আওয়ামী লীগকে অবশ্যই বিএনপি র সাথে compromise করেই ইলেকশানে যেতে হবে তাদের টিকে থাকার শেষ চেষ্টা হিসাবে। Otherwise নিবাচন হবেনা এবং এর ফলে আওয়ামী লিগ অস্তিত্ব সংকটে পরবে। দলটি চরম সংকটে পরবে। কারন Democracy কে Hypocracy দিয়ে আর ঢেকে রাখা সম্ভব হবেনা। এটাই গনতন্এের শিক্ষা। অত বছর তত বছর টিকার তো প্রশ্নই উঠেনা।

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যা বোঝা যাচ্ছে উনি এত সহজে মানবেন না। এখন যদি 'ঐ গ্রুপ' কিছু করে আর কী!...

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৮

খায়রুল আহসান বলেছেন: উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস বড় করুণ!

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজনৈতিক কারণেই উপমহাদেশ এখনো অনেক পিছিয়ে আছে পশ্চিমা দেশগুলোর চাইতে...

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি বিএনপির সমর্থক হলেও জামায়াতকে নিয়ে বিএনপি ক্ষমতায় যাক এটা চাই না।
জোটের সুযোগ নিয়ে বিএনপির হাজার হাজার সমর্থক্কে জামায়াত দলে ভিড়িয়েছে। সারা দেশে যদি জামায়াতের একজন সমর্থক বাড়ে, সেই একজন বিএনপি থেকেই যায় । এটা বিএনপি নেতৃত্বের বুঝা উচিত।

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যতদিন পার্লামেন্টারিয়ান পদ্ধতি থাকবে ততদিন এটা নিয়ে ঝামেলা থাকবেই। আর জামায়াতকে নিয়ে সবচেয়ে বড় ভয় হলো, বিএনপি ছেড়ে দিলেই গিয়ে আওয়ামী লীগে যোগ দেয়। আর আওয়ামীলীগও বি এন পি-কে হারানোর জন্য দলে ভেড়ায়। এই কারণে বিএনপি'র ইচ্ছা না থাকলেও জামায়াতকে রাখতে হয়! তবে এলাকাভিত্তিক গণতান্ত্রিক ভোটে যদি নেতা নির্বাচন করা যেত তাহলে ছোট দলগুলো বিলীন হয়ে যেত। আমাদের আসলে দুই দলের সিস্টেমে চলে যেতে পারলে হানাহানি অনেক কমে যেত...

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মেধাবীরা রাজনীতিতে নেই বলে এই অবক্ষয়।

০৮ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৬:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মেধাবীদের রাজনীতিতে আসতে দেয় না দুই পরিবারের চামচারা...

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯

আটলান্টিক বলেছেন: ভাইয়া ভারত তো অনেক এগিয়ে যাচ্ছে।তাদের কি কোন সমস্যা নাই?

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক সমস্যা তাদের। তবে তাদের চাইতে আমরা সুবিধাজনক অবস্থানে আছি। আমরা একটু চেষ্টা করলেই অনেক উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারব...

১৯| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৪২

চাঁদগাজী বলেছেন:



আপনার সবকিছু ভালো তো?

২০| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:


আপনার খবর কি?

২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


আশাকরি, ভালো আছেন

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আলহামদুলিল্লাহ। ভালো আছি। আপনি আমার খবর জানতে চেয়েছেন দেখে খুবই ভালো লেগেছে। কিছুদিন দেশে গিয়েছিলাম। তাই দেশ আর রাজনীতি নিয়ে চিন্তা বাদ দিতে হয়েছে। এখন আবার লেখার কিছু আসছে না। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন...

২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বিএনপি/জামাত কিছুই করতে পারবে না | তবে ইতিহাসের অমোঘ নিয়মেই জোর করে ক্ষমতায় থাকা স্বৈরাচারের পতন ঘটবেই - সম্ভবত: খুব মর্মান্তিকভাবেই | যেভাবে পতন ঘটেছে আরব বসন্তে কিছু স্বৈরশাসকদের | ক্ষমতায় কোনো রাজবংশই আজীবন থাকতে পারে নাই | আফসোস..... ইতিহাস থেকে কোনো বেকুবই শিক্ষা নেয় না |

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সমস্যা হচ্ছে এখন পতন হলেও সেটা তেমন গায়ে লাগার কথা না। কারণ, ভোটারবিহীন নির্বাচন করেও ৫ বছর টিকে থাকাও একটা সাফল্য। আর বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি'র সমর্থক এত কাছাকাছি যে কেউ হারলেই মর্মান্তিক কিছু ঘটবে না। মানে, সাদ্দাম, হোসনী মোবারক, গাদ্দাফীদের মত...

২৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩২

উম্মু আবদুল্লাহ বলেছেন: গাদ্দাফী ৪২ বছর ছিল...........।

আওয়ামী লীগ সিন্দাবাদের ভূত হয়ে সেই লিমিটও পার করে দেবে মনে হচ্ছে.......।

সামনেও ৫ই জানুয়ারী মার্কা যে নির্বাচন হবে তাতে বিএনপির অংশ না নিলেই ভাল হত। কিন্তু বিএনপির কাছে মনে হয় না এর কোন বিকল্প রয়েছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আওয়ামী লীগ হেফাজত, সাঈদী, সাকা, নিজামী কেইসে পাস করেছে। বি এন পি তো নস্যি মাত্র...

২৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৫

চাঁদগাজী বলেছেন:


আমি সেটাই ভেবেছিলাম, দেশে গিয়েছেন যথাসম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.