নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

চেতনায় নাম্বার ওয়ান, নীতিতে আর দেশপ্রেমে?

০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫০



১. আমাদের দেশে ধর্মীয়, রাজনীতি কিংবা অন্য বিষয়ে চেতনা খুবই উচ্চমানের। যেমন -
* বই মেলায় লাইন ধরে টিকেট কেটে বই কিনতে যাওয়া (সারা বছর বই না পড়লেও)
* ২১ শে ফেব্রুয়ারীতে প্রভাত ফেরী এবং শহীদ মিনারে খালি পায়ে গিয়ে ফুল দেয়া (সারা বছর ঐসব মিনারে গরু ছাগল হাঁটলেও)
* জুমার নামাজ আর ঈদের নামাজে ব্যাপক মানুষের অংশগ্রহণ (সারা বছর নামাজ না পড়লেও)
* ১লা বৈশাখে আড়ম্বরভাবে নতুন বছর শুরু করা (সারা বছর বাংলা সন ব্যবহার না করলেও)
* ক্রিকেটে একটা জয় পেলেই সব অন্যায়, অনাচার ভুলে যাওয়া (সারা বছর কষ্টে থাকলেও)

২. তাহলে দেখা যাচ্ছে, সব ক্ষেত্রেই আমাদের চেতনার লেভেল উপরেই থাকে। কিন্তু -
* এটা কীভাবে সম্ভব যে দেশের এত লোক বই পড়ে সে দেশ দুর্নীতিতে উপরের দিকে থাকে!
* এটা কীভাবে সম্ভব যে দেশের এত লোক স্বাধীনতা দিবস, শহীদ দিবস, বিজয় দিবস পালন করে সে দেশের পুলিশ, মন্ত্রী, এম পি রা(বেশীরভাগ) দুর্নীতিবাজ হয়!
* এটা কীভাবে সম্ভব যে দেশের এত লোক নামাজ পড়ে সে দেশে ঘুষ ছাড়া(৯৯%) কোন কাজ হয় না!
* এটা কীভাবে সম্ভব যে দেশের এত লোক বৈশাখ পালন করে সে দেশের মানুষই আবার পশ্চিমাদের মত ভ্যালেন্টাইনস ডে, থার্টি ফার্স্ট নাইট পালন করে!
* এটা কীভাবে সম্ভব যে দেশের এত লোক খেলার জন্য এত পাগল, সে দেশের মানুষ খুন, ধর্ষণ করে অবলীলায়!

৩. আসলে সব কিছুই সম্ভব যদি আইনের সঠিক প্রয়োগ না থাকে, যদি আইন সবার জন্য সমান না হয়, যদি সরকার সবাইকে সমান ভাবে না দেখে, যদি একটা দল আরেকটা দলের পেছনে লেগে থাকে, যদি সবাই যার যার দায়িত্ব ঠিকভাবে পালন না করে। স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা যেহেতু এখন ব্যবসা হয়ে গিয়েছে সেহেতু এখন দেশপ্রেমের চেতনাতেই উদ্ধুদ্ধ হতে হবে। ঐসব ১ দিনের চেতনা বাদ দিয়ে সৎ ও সুনীতি'র চেতনা জাগ্রত করতে হবে।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা মুখে বলে একটা, করে আরেকটা (হিপো)।

জাতি গঠন কঠিন হবে!

০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ কারণেই অধঃপতনের মাত্রা বেড়েই চলেছে...

২| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:১১

তারেক_মাহমুদ বলেছেন: আমাদের চেতনা হচ্ছে মৌসুমি চেতনা, মৌসুম শেষ চেতনাও যাদুঘর এ চলে যায়।

০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটাই বোঝাতে চেয়েছি। তাইতো এই জাতির কোন হুঁশ হচ্ছে না এখনো...

৩| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সব চেতনাই ধান্ধা!

০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই তো বললাম। এই জাতির যে কী আছে কপালে...

৪| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: দ্বিচারিতা বোধহয় সবমসময়ই আমাদের মধ্যে ছিল। সমস্যাটা সংকর জাতি হওয়ার কারণে কি না কে জানে! বর্তমান সময়ে রুপটা খুব বেশি নগ্নভাবে প্রকাশ পাচ্ছে আর কী।

০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত দিনে তো একটা লাইনে থাকার কথা। কিন্তু দিন দিন বেলাইনেই যাচ্ছে জাতি। এর কারণ হতে পারে দুই দলের প্রায় একই রকম রাজনীতি...

৫| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:২৬

নিরাপদ দেশ চাই বলেছেন: চেতনা শব্দটা আসলে একটা ধান্দা।

০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধান্দা না হলে কত আগেই জাতি উন্নত দেশে পরিণত হয়ে যেত...

৬| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:৩০

ইমরান আশফাক বলেছেন: আগে বিভিন্ন চেতনায় চেতিত লোকজনেরা কিছুটা হলেও রেখে ঢেকে লুটপাট করতো, কিন্তু এখন তো খুল্লাম খুল্লা লুটপাট করে।

যখনই কেউ কোন একটা চেতনা নিয়ে কথা শুরু করবে তখনই বুঝে নিবেন যে সে একজন ধান্দাবাজ।

০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিকই বলেছেন। দেশ চলবে দেশের আইনে। যে কোন কিছুতে চেতনা নিয়ে আসলেই বুঝতে হবে তার মতলব ভিন্ন...

৭| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:৩২

মো: সালাউদ্দিন রাসেল বলেছেন: আমরা বাঙালিরা অতি চেতনায় খুবই উত্তেজিত হই। চেতনার কালে চেতিত হয়ে মৌসুম ফুরলে অচেতন।

০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা। মন্দ বলেননি...

৮| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:৪১

হাফিজ বিন শামসী বলেছেন:

এটা হল স্বার্থান্বেষী চেতনা।

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই। সারা বছর দেশ রসাতলে যায় সেই খবর নাই। আর এক দিনের জন্য চেতনাগিরি!

৯| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: চেতনার ঝাঁঝে ক্ষতবিক্ষত জাতি। এই চেতনার মাইরে....... (ইচ্ছেমত বাক্য পূর্ণ করে নিবেন)।

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিলাম...

১০| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:২৬

যবড়জং বলেছেন: চেতনাবাজি !!!

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: লতিফ সিদ্দিকীর ভাষায় চেতনামারানি...

১১| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:৪৩

সৈয়দ ইসলাম বলেছেন:


আজ মসজিদের ইমাম সাহেব যা বললেন তা আপনার দ্বিতীয় স্টেপের তৃতীয় সারির উত্তর। উনি বলেছেন, যার নামায কবুল হয় না, সে হাজার বছর নামায পড়লেও সুদ ঘুষ ছাড়তে পারে না; আপনি ট্রাই করর দেখতে পারেন।

এটা উনার কথা। হয়ত যারা ধর্ম মানেন তারা এটা মেনে নেবেন। সেটাও ঠিক। ধর্মকে এভাবেই মানতে হয়।

ভাললাগলো আমাদের চেতনায় পঞ্চমুখ হয়ে লেখা আপনার এই ব্লগ।

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি তো শুধু ঘুষের উদাহরণ দিয়েছি। এই নামাজীরাই লিভ টুগেদার, পরকীয়া, পার্কে হোটেলে নষ্টামি, পতিতালয়ে গমন করে। তো দেশের উন্নতি হবে কীভাবে?
বিশ্ব এজতেমায় (যদিও সমর্থন করি না) এত মুসুল্লীর ভীড় দেখে অবাক লাগে এই দেশে কেন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি হয়!

১২| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: সত্য কথা।

০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। যদি একটু আয়নার সামনে দাঁড়াত এই জাতি...

১৩| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:৪৩

শাহিন বিন রফিক বলেছেন: আমাদের দেশের ধর্মের মূল সমস্যা হচ্ছে- অল্প পড়েই মোল্লা সেজে দাপট দেখাচ্ছে। আজকের একটি ঘঠনা বলি- মাগরিবের নামাজ শেষে তাবলীগের দাওয়াতে একটু বসলাম তাদের কথা শুনতে, আমির সাহেব বলেন- হযরত দাউদ (আ:) নাকি বলতেন হে আল্লাহ তুমি আমাতে তাবলীগ ছাড়া এক কদম সামনে অগ্রহসর কর না। সবচেয়ে মারাত্বক ভূল উনি করলেন তা হল- তিনি বললেন হযরত দাউদ (আ:) নাকি সবচেয়ে মিষ্ঠিভাষায় কোরআন তেলোয়াত করতেন। অথচ তা হবে শেষ বিচারের ময়দানে। তিনি সেই দিন সুরালো কন্ঠে কোরআন তেওয়াত করবেন।

০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটাই হল সমস্যা। যেমন - পীরেরাও পীরগিরি জারি রাখার জন্য অনেক জাল হাদীস-এর রেফারেন্স দেয়! কোরআন অবতীর্ণ হয়েছিল হযরত মোহাম্মদ (সাঃ)-এর উপর সেখানে দাউদ(আঃ) কীভাবে কোরআন তেলাওয়াত করবেন! সবাই যদি একটু লোক দেখানো ইসলাম থেকে সরে এসে সঠিক ইসলাম চর্চা করত তাহলে সমাজে একটা পরিবর্তন আসত...

১৪| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ৩:৩৭

কেএসরথি বলেছেন:

২১শে ফেব্রুয়ারীতে কালো ব্যাজ পড়েছেন?
শহীদ মিনারে ঠিক রাত ১২টায়, খালি পায়ে গিয়ে ফুল দিয়েছেন?
কপালে সবুজ-লাল গামছা বেধেছেন? লাল-সবুজের পান্জাবী/শাড়ী পরেছেন?!

ব্যস!
এখন আর মাত্র ৩৬৪টি দিন বাকী - এরপর আবার একই কাজ করুন - অন রিপিট!

আপনি দেশের অনেক উপকার করেছেন। বাংলী হিসেবে সার্থক হয়েছেন।

০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৮:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর এটা না করলে 'চেতনাদ্রোহী' ট্যাগ খেতে হতে পারে...

১৫| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৬

প্রামানিক বলেছেন: চেতনা নিয়ে এখন অনেকেই ধান্ধাবাজি করে থাকে এটা ঠিক না।

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি ক্ষমতায় থাকলে চেতনাজীবিদের টক শোতে আর সেমিনারে যাওয়া নিষিদ্ধ করতাম। আর দেশে ক্যাচাল জারি রাখার জন্য জেলে ভরতাম...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.