নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

মেসি কিংবা আর্জেন্টিনা প্রথম রাউন্ডে ঝরে গেলেও সমর্থন করে যাব...

৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:২৮





১. লা লীগায় যখন রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার বিপক্ষে কোন নতুন বা দুর্বল দল খেলে তখন একটা জিনিস দেখা যায় যে দুর্বল দলের সমর্থকরাও নিজ দলকে সমর্থন দিয়ে যায়। দুর্বল দল অনেক গোল খেলেও যদি সবল দলের জালে একটা গোলও দেয় তখন তাদের উল্লাস করতে দেখা যায়। বিপক্ষ দলে মেসি বা রোনালদোর মত খেলোয়াড় থাকার পরও তারা সেসব দলকে সমর্থন করে না ঐদিন। নিজ দলের জার্সি পতাকা নিয়ে হাজির হয় মাঠে...

২. বাংলাদেশে প্রতি চার বছর পর পর বিশ্বকাপ নিয়ে যা হয় তা এক ধরনের মাতলামি। যদিও মিডিয়া এটাকে উন্মাদনা বলে থাকে। কিন্তু এই উন্মাদনা এক সময় মৃত্যু, আত্মহত্যা পর্যন্তও গড়ায়। পাড়ায় পাড়ায়, বন্ধুতে বন্ধুতে মারামারি একদমই অগ্রহণযোগ্য। মিডিয়ার উচিত এই উন্মাদনার খবরের পাশাপাশি মনস্তাত্বিকভাবে সবাইকে সঠিক পথে রাখা। কেউ যেন উসকানিতে পা না দেয়। তারকাদের উচিত ম্যাসেজ দেয়া যাতে কেউ বাড়াবাড়ি না করে। সামাজিকভাবেও সিনিয়রদের দায়িত্ব আছে। এটা স্রেফ একটা খেলা মাত্র - এটা সবার বোঝা উচিত। আল্লাহ বাঁচাইছে শেষ মুহূর্তে আর্জেন্টিনা চান্স পেয়েছে এবার। না হলে ব্রাজিলিয়ান সমর্থকদের উসকানিতে কতই না মারামারি হত!

৩. প্রাইমারী বইতে কালো মানিক পেলের কথা থাকলেও সম্ভবত বড় মামার প্রভাবে ম্যারাডোনার কারণে আর্জেন্টিনার প্রতি সমর্থন শুরু হয়। তার উপর ১৯৯০ থেকেই(যেবার বিশ্বকাপ বুঝতে শিখি) বিশ্বকাপ বিটিভির পর্দায়(এর আগে বিটিভিতে দেখিয়ে থাকলে আমার ভুল শুধরে দেবেন কেউ) দেখানো শুরু হওয়ায় সবার মনে ধরে যায় ম্যারাডোনার কীর্তি আর কান্নার গল্প। এক ম্যারাডোনার কারণেই বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার ভক্ত। সেই যে শুরু হল আর কমেনি বরং বেড়েছে। তার উপর আরেক জাদুকর মেসির কারণে আর্জেন্টিনার ভক্তকূল ভালোভাবেই প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এবং থাকবে মনে হয় আরো অনেক বছর(সাফল্য না থাকলেও)...

৪. খেলোয়াড়রা দল বদলায়, রাজনীতিবিদরা দল বদলায় কিন্তু সত্যিকারের সমর্থকরা মন বদলায় না। ১৯৯০ থেকে ২০১৪ পর্যন্ত বিশ্বকাপ ও কোপা-তে আর্জেন্টিনার বারবার ব্যর্থতার পর মন কয়েকদিন খারাপ থাকত। কিন্তু এখন আর মন খারাপ হয় না। এটা একটা খেলাই। মনকে বেশী জড়ালে নিজেরই ক্ষতি। তাই এবারও যদি আর্জেন্টিনা বা মেসি ব্যর্থ হয় তবুও সমর্থন করে যাব আর্জেন্টিনা ও মেসিকে...

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৬

মায়াবী ঘাতক বলেছেন: ফুটবল নিয়ে উন্মাদনা একসময় ছিল। গত দুই বিশ্বকাপের থেকে এইসব ছাগ্লামি বাদ দিয়েছি। আপনি তো প্রবাসী, তাহইলে আপনার হয়তো জানা আছে আমরা বাঙ্গালীরা ফুটবল বিশ্বকাপ নিয়ে যা করি যেই দেশগুলা ফুটবল বিশ্বকাপে অংশ নেয় তারাও বোধ হয় এমন করে না। আর্জেন্টিনা, ব্রাজিল বা জার্মানি যেই জিতুক আমাদের কিছু আসবে যাবে না। তারচেয়ে বরং ক্রিকেট-হকি নিয়েই আমাদের মনোযোগ দেয়া উচিৎ। নিজের দেশের পতাকা বাড়ির ছাদে টাঙ্গানো উচিৎ।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি উন্মাদনা করতাম না। তবে খুব খারাপ লাগত ঝরে যাওয়ার পর। মুড অফ থাকত ২/৩ দিন। ২০১০ থেকে স্বাভাবিক ভাবে নেয়া শুরু হয়। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ব্রাজিল, ব্রা জিল! ওজিল!
আরজেন্টিনা, আরজেন টিনা, টিনা, টিনা ।


অধিক প্রত্যাশায় মেসি ভক্তদের এবার হয়তো হতাশ হতে হবে!!:((আমিও এককালে আরজেন্ট দলের সাপোর্ট করতুম):(


৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি অধিক প্রত্যাশা করছি না। তবে মেসির অতি মানবীয় পারফরম্যান্সের কারণে আর্জেন্টিনার ভক্তরা বেশী সিরিয়াস। তবে বাস্তবতা মানতে হবে। এটা শুধু খেলা মাত্র...

৩| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাক্ একটা বিষয়ে অন্তত আমাদের মিল আছে! :)

আবেগী ভক্তদের বুঝতে হবে, টেনিসের মত এটা একজনের খেলা নয়! ফুটবলে ১১জনকেই গুরুত্ব দিতে হবে!!

৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের মানুষের জীবনটা খুব একটা ভালো নেই। তাই যখন ২/১ টা আনন্দের উপলক্ষ পায় খুবই এক্সসাইটেড হয়ে যায়...

৪| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা মনেপ্রাণে ফুটবলের ভক্ত

৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা খুব সহজ আর উত্তেজনা পূর্ণ...

৫| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২২

ব্লগার_প্রান্ত বলেছেন: রাইট! আমিতো প্রোপিকই পাল্টিয়ে ফেলেছি =p~

৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক আছে। তবে বেশী আবেগ দিলে বুকে ব্যথা হতে পারে...

৬| ৩১ শে মে, ২০১৮ রাত ৮:৩৪

কাওসার চৌধুরী বলেছেন:
আমি এবার উরুগুয়ে। B-)

৩১ শে মে, ২০১৮ রাত ১০:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাও ভালো। ব্রাজিল না! =p~ =p~ =p~

৭| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:০০

বিএম বরকতউল্লাহ বলেছেন: তালগাছটা যখন আপনার তো আপনি সমর্থন করে যান বিরামহীন, কিচ্ছুটি বলব না।

৩১ শে মে, ২০১৮ রাত ১০:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। আপনার সমর্থন কোন দলে থাকবে? আপনি মনে হয় ব্রাজিলেরই হবেন। কারণ, আপনারা পেলের খেলা দেখেছেন...

৮| ৩১ শে মে, ২০১৮ রাত ১০:৫৫

মোঃ ইকবাল ২৭ বলেছেন: যখন হতে ফুটবল বুঝি সেই ১৯৯০ সাল হতে কখনো আর্জেন্টিনা ছাড়া অন্য কোন দলকে সমর্থন দিতে পারিনি।জিতলেও আর্জেন্টিনা হারলেও আর্জেন্টিনা।বিশ্বকাপ হতে বিদায় হলে খুব খারাপ লাগে তবে মন আবার তাড়াতাড়ি ভাল হয়ে যায় তখনই যদি সাথে সাথে ব্রাজিল বিদায় হয়।ব্রাজিলের বিদায় কামনা করা জরুরি হয়ে যায় এই জন্য যে ব্রাজিল সমর্থক গুলোর লাফালাফি থামানোর জন্য।

০১ লা জুন, ২০১৮ রাত ১২:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা! আপনি অনেকটা আমার কিংবা অসংখ্য আর্জেন্টাইন সমর্থকদের মত। =p~ =p~ =p~

৯| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:০৮

প্রামানিক বলেছেন: আমি কোন দলে নাই

০১ লা জুন, ২০১৮ রাত ১২:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটাই ভালো। শুভ কামনায়...

১০| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:২৮

অর্ক বলেছেন: ভালো লাগলো। ভালো বলেছেন। মাত্রাতীত কিছুই ভালো নয়। পতাকা ওড়ানোটা আমাদের সংস্কৃতি। এতে দোষের কিছু দেখি না। বরং ফুটবল প্রেমিক জাতি হিসেবে আমরা গর্ববোধ করতে পারি। ঢাকায় তেমন পতাকা দেখছি না এখন, সামনে বাড়বে। এমনিতেই উন্মাদনা কমে আসছে ক্রমশ। তথ্যপ্রযুক্তি, আকাশ বিনোদন, স্থানীয়ভাবে এটা সেটা আয়োজন, সবমিলিয়ে মানুষের এখন উপলক্ষ অনেক ও চলমান...

ধন্যবাদ।

০১ লা জুন, ২০১৮ রাত ১২:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ। ঠিকই বলেছেন। মানুষের জীবনে এখন অনেক সমস্যা চলে আসায় আবেগটা একটু একটু করে নিয়ন্ত্রণে আসছে। পতাকা নিয়ে আমারও কোন আপত্তি নেই। তবে পতাকার জন্য জমি বিক্রি(ফেকও হতে পারে এই খবরটা) করা কিংবা দীর্ঘ পতাকা বানিয়ে রেকর্ড করা একটু বাড়াবাড়ি...

১১| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: মেসি কিংবা আর্জেন্টিনা প্রথম রাউন্ডে ঝরে গেলে তারপরও একটা খেলা মিস করবো না।

০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক আছে...

১২| ০৩ রা জুন, ২০১৮ রাত ৯:৩৯

পবন সরকার বলেছেন: হুদাহুদি আমিও কোন দলে নাই।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই ভাল...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.