|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

 
 
১. ১৯৯১ সাল থেকে মোটামুটি গণতান্ত্রিক ভাবে সরকার নির্ধারিত হত। তিন মাসের 'অসীম ক্ষমতাধর তত্ত্বাবধায়ক সরকার'-এর উপর সংখ্যাগরিষ্ঠ জনগণ সন্তুষ্ট থাকত। ১৯৯১, ১৯৯৬, ২০০১ সাল পর্যন্ত জনগণ ক্ষমতার পালাবদলকে অবধারিত হিসেবেই নিয়েছিল। '৯৬-এর কার্যকলাপের পর আওয়ামী লীগের পক্ষে '০৬-এ আসা সম্ভব ছিল না। কারণ, বিএনপি ভোট ও জামায়াত ভোট ছাপিয়ে আওয়ামী লীগের পক্ষে জেতা সম্ভব ছিল না(এখনও সম্ভব নয়)...
২. তবে বিএনপি'র মধ্যে সৎ সাহসের অভাব ছিল। তারা জানত, 'তিন মাসের অসীম ক্ষমতাধর তত্ত্বাবধায়ক সরকার'-এর সময় আওয়ামী লীগ ভোটারদের পক্ষে নিলেও নিতে পারে! নিজেদের খাম্বা দুর্নীতি, বাংলা ভাই/জেএমবি ইস্যু, বিকল্প ধারা মিলিয়ে তারা ভেবেছিল  আওয়ামী লীগ আবারও কান্না কাটি করে ক্ষমতায় চলে আসতে পারে! মওদুদের মাথায়(কিংবা দলের প্ররোচনায়) কুবুদ্ধি আসে বিচারকদের বয়স বাড়ানোর সিদ্ধান্ত। বাকীটা সবাই জানে কী থেকে কী হয়েছে...
৩. ১/১১ সরকারের সহায়তায় আওয়ামী লীগ ২০০৮-এ আসলেও তারাও জানত 'তিন মাসের অসীম ক্ষমতাধর তত্ত্বাবধায়ক সরকার'-এর জুজুর ভয়। তাই তারা সুযোগ পেয়েই জনমত এবং আদালতের বিপরীতে গিয়ে সেটা বাতিল করল। বাকীটা সবাই জানে কী থেকে কী হয়েছে। আওয়ামী লীগের মত দল টানা ১০ বছর ক্ষমতায়। প্রতিকূল জনসমর্থনের পরও তারা টিকে আছে তাদের নিজস্ব কৌশলের কারণে। আবার সুবিধাভোগী বিশাল এক শ্রেণীও পরবর্তী দৌড়ানির ভয়ে আর চাইছে না আওয়ামী লীগের পরাজয়...
৪. বর্তমান অবস্থায় আর আওয়ামীলীগকে হারানো যাবে না। যদি ২০০৬-এর ২৮শে অক্টোবরের মত কিছু হয় তাহলে 'ওনারা' কিছু একটা করতে পারেন। কিন্তু এখন আর তেমন কিছু করার আগ্রহ কারো মধ্যে নেই। নিজের জানের মায়া সবারই আছে। বি এন পি নেতাদের প্রায় সবারই পরিবার সেটেল্ড। এখন ক্ষমতার আগ্রহও কমে গিয়েছে মনে হয়। হরতাল, অবরোধ দিয়ে সরকারের পতন ঘটানো যায় না সেটা প্রমাণ হয়ে গিয়েছে। তবে, আওয়ামী লীগকে হারানোর একটা উপায় আমার মাথায় আছে। সেটা পরবর্তী পোস্টে প্রসব করব ইনশাআল্লাহ...
 ৩৪ টি
    	৩৪ টি    	 +২/-০
    	+২/-০  ২৮ শে জুন, ২০১৮  রাত ৮:০১
২৮ শে জুন, ২০১৮  রাত ৮:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জেনারেল জিয়া যদি জানতেন তিনিও শেখ সাহেবের মত হত্যার শিকার হবেন, তাহলে রাজনীতিতে আরেকটু কৌশলী হতেন...
২|  ২৮ শে জুন, ২০১৮  রাত ৮:০০
২৮ শে জুন, ২০১৮  রাত ৮:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: এটাকে কি কৌশল বলে?
মিথ্যাচারিতা, অত্যাচার, জুলুম, খুন, গুম, মিডিয়া কোলাপস! 
আপনার আইডিয়ার অপেক্ষায় আমরা আম ব্লগার...... 
  ২৮ শে জুন, ২০১৮  রাত ৮:০৫
২৮ শে জুন, ২০১৮  রাত ৮:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই কৌশলের মেধাস্বত্ত শুধুমাত্র শেখ হাসিনার। পুতিন, কিম জন উং লেভেলের...
৩|  ২৮ শে জুন, ২০১৮  রাত ৮:০৮
২৮ শে জুন, ২০১৮  রাত ৮:০৮
রাকু হাসান বলেছেন: সহজে সরানো যাবে না আমার মনে হয় ।
  ২৮ শে জুন, ২০১৮  রাত ৮:১৩
২৮ শে জুন, ২০১৮  রাত ৮:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই তো দেখা যাচ্ছে...
৪|  ২৮ শে জুন, ২০১৮  রাত ৮:১৪
২৮ শে জুন, ২০১৮  রাত ৮:১৪
কাওসার চৌধুরী বলেছেন: অন্তত: আগামী সাড়ে পাঁচ বছরে সে সম্ভাবনা নেই।
  ২৮ শে জুন, ২০১৮  রাত ৮:১৭
২৮ শে জুন, ২০১৮  রাত ৮:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই সিস্টেমে 'অস্বাভাবিক' কিছু হওয়া বা করা ছাড়া আর সম্ভাবনা নেই...
৫|  ২৮ শে জুন, ২০১৮  রাত ৮:১৯
২৮ শে জুন, ২০১৮  রাত ৮:১৯
চাঁদগাজী বলেছেন: 
লেখক বলেছেন, " জেনারেল জিয়া যদি জানতেন তিনিও শেখ সাহেবের মত হত্যার শিকার হবেন, তাহলে রাজনীতিতে আরেকটু কৌশলী হতেন..."
-সেনা বাহিনীতে ১ জন মুক্তিযোদ্ধা জীবিত থাকলেও জেনারেল জিয়ার বেঁচে থাকার কোন সম্ভাবনা ছিলো না; উনার শেষ সুযোগ ছিলো, ৭ই নভেম্বর ১৯৭৫ সালে; তিনি বুদ্ধমান ছিলেন না। তিনি ১৮টি ক্যু সামাল দিয়েছেন, মানুষ টের পায়নি; তিনি প্রেসিডেন্ট ভবনে বসে মুক্তিযো্দ্ধাদের ফাঁসী দিচ্ছিলেন, জামাত ও ডা: বদরুদ্দোজারা হাসছিলেন।
  ২৮ শে জুন, ২০১৮  রাত ৮:২৯
২৮ শে জুন, ২০১৮  রাত ৮:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনার অংকে ভুল ছিল।
৬|  ২৮ শে জুন, ২০১৮  রাত ৮:২৪
২৮ শে জুন, ২০১৮  রাত ৮:২৪
নাজিম সৌরভ বলেছেন: রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করাই ছেড়ে দিয়েছি ভাই । এদেশে এখন রাজনীতি নিয়ে ভাবার চেয়ে বসে বসে ন্যাশনাল জিওগ্রাফি দেখা উত্তম !
  ২৮ শে জুন, ২০১৮  রাত ৮:৩০
২৮ শে জুন, ২০১৮  রাত ৮:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিও ছেড়ে দিয়েছি। তবে প্রবাসে জিং জিং বিহীন জীবনে ফ্রি ওয়াই ফাই কাজে লাগাই আর কি!...
৭|  ২৮ শে জুন, ২০১৮  রাত ৮:৩৯
২৮ শে জুন, ২০১৮  রাত ৮:৩৯
রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগকে ক্ষমতা থেকে সরানোর যাবে না।
  ২৮ শে জুন, ২০১৮  রাত ৮:৪৯
২৮ শে জুন, ২০১৮  রাত ৮:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বর্তমান সিস্টেমে অবশ্যই যাবে না...
৮|  ২৮ শে জুন, ২০১৮  রাত ৮:৪৭
২৮ শে জুন, ২০১৮  রাত ৮:৪৭
চাঁদগাজী বলেছেন: 
লেখক বলেছেন, " উনার অংকে ভুল ছিল। "
-উনি ক্যানটনমেন্টে বসে আইয়ুব খানের রাজনীতি শিখেছিলেন; শেখ সাহেবের পর, তিনি জাতির স্বপ্নকে বুটের নিছে পদদলিত করেছেন।
  ২৮ শে জুন, ২০১৮  রাত ৮:৫২
২৮ শে জুন, ২০১৮  রাত ৮:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার ভাষায় শেখ সাহেব ও তাজউদ্দিন নিজেও ঠিক মত দেশ চালায়নি, মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেনি। তাই জিয়া শেখ সাহেবকে অনুসরণ না করে আইয়ুব খানকে অনুসরণ করছিলেন...
৯|  ২৮ শে জুন, ২০১৮  রাত ৮:৫৭
২৮ শে জুন, ২০১৮  রাত ৮:৫৭
শাহাদাত নিরব বলেছেন: বি এন পির কেন্দ্রীয় নেতাদের এখন আর রাজনীতির প্রতি তেমন আক্ষেপ নাই 
যা কামিয়েছে তা দিয়ে পরিবার নিয়ে সুন্দর ভাবে বাকী জীবন অতিবাহিত করে যেতে পারলেই হলো মাঝখানে বলীর পাঠা হয়ে গেলো জিয়া পরিবার ।
এই দুঃসময়ে কয়েকজন নেতার মিডিয়ার সামনে কয়টা কথা আর প্রেস বিজ্ঞপ্তিতেই সীমাবদ্ধ।
ভুলে গেছে এটা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল ।
  ২৮ শে জুন, ২০১৮  রাত ৯:০৩
২৮ শে জুন, ২০১৮  রাত ৯:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক ধরেছেন। যে কারণে তাদের তেমন রাজপথে দেখা যায় না। অথচ কয়েকজনের সেক্রিফাইস না হলে স্বৈরাচারকে হটানো যায় না...
১০|  ২৮ শে জুন, ২০১৮  রাত ৯:০২
২৮ শে জুন, ২০১৮  রাত ৯:০২
সাদা মনের মানুষ বলেছেন: এক সরকার বেশীদিন ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের জন্য ভালো, তবে সুবিধাভোগীদের অত্যচারের মাত্রা সেক্ষেত্রে বেড়ে যায়, যেমনটা বর্তমান। আর আমরা আমাদের ভোটের অধিকার সঠিক ভাবে প্রয়োগ করতে পারছিনা, এটা খুবই খারাপ লক্ষণ। আপনার পরবর্তি পোষ্ট দেখার অপেক্ষায় আছি।
  ২৮ শে জুন, ২০১৮  রাত ৯:০৫
২৮ শে জুন, ২০১৮  রাত ৯:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উন্নয়নের জন্য ভালো মানলাম কিন্তু ভোটাধিকার প্রয়োগ ছাড়া করতে গেলে তো আপত্তি থাকবেই! এখন যদি বিএনপি এসে আওয়ামী স্টাইল অনুসরণ করে তাহলে আবারও আরেকটা সংকটে পড়বে দেশ। এসব কারো কাম্য নয়। আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে দুই দল মিলে...
১১|  ২৮ শে জুন, ২০১৮  রাত ৯:০৭
২৮ শে জুন, ২০১৮  রাত ৯:০৭
সাদা মনের মানুষ বলেছেন: এসব কিন্তু বিএনপিই শুরু করেছিল, আওয়ামীলীগ শুধু মাত্রাটা একটু একটু করে বাড়িয়ে যাচ্ছে। সেই সময়ের তত্ত্বাবধায় ইয়াজদ্দিন মিয়ার সরকারের কথাটা মনে আছে কি?
  ২৮ শে জুন, ২০১৮  রাত ৯:১৬
২৮ শে জুন, ২০১৮  রাত ৯:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ২ নং পয়েন্টে সেটাই বলা হয়েছে। বিএনপি তখন বিচারপতিদের বয়স না বাড়ালে আজকে এত সংকট হত না। কিন্তু তাই বলে একটা খারাপের পর আরেকটা খারাপ কখনোই সমাধান হতে পারে না। বিএনপি'র তখনকার ভুলের খেসারত তো ১২ বছর ধরে দিচ্ছে তারা...
১২|  ২৮ শে জুন, ২০১৮  রাত ১০:৫০
২৮ শে জুন, ২০১৮  রাত ১০:৫০
কবীর বলেছেন: আরামের গদি কেউ কী ছাড়তে চায় ! হাসিনা বেঁচে থাকাকালীন ক্ষমতা থেকে নামবে বলে মনে হয় না 
  ২৮ শে জুন, ২০১৮  রাত ১১:২৫
২৮ শে জুন, ২০১৮  রাত ১১:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ কথা আমি বেশ কয়েকবার বিভিন্ন পোস্ট ও মন্তব্যে লিখেছি...
১৩|  ২৯ শে জুন, ২০১৮  সকাল ১১:০০
২৯ শে জুন, ২০১৮  সকাল ১১:০০
টারজান০০০০৭ বলেছেন: সেফ এক্সিট না দিলে কোন সরকারই নামিতে সাহস করিবে না। আমাদের সংস্কৃতিতে সাবেক কাহাকেও সম্মান , ছাড় দেওয়া হয় না ! তাই বাঘের পিঠ হইতে কেহ বাঘের ভয়েই নামিতে চাহে না !
 আপাতত কোন পরিবর্তনের আভাস নাই। জনগণ বুঝিয়া গিয়াছে থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড় ! লাউ আর কদু একই হইলে পরিবর্তনের দরকার কি ! বরং তত্ত্বাবধায়ক সরকারই জনগনের পছন্দ ! গণভোট হইলে জনগণ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেই ভোট দিবে ! 
বেকারত্ব দূরীকরণ, সন্ত্রাস, দুর্নীতি , স্বজনপ্রীতি দমন করিয়া অর্থনৈতিক উন্নয়ন করিলে যে সরকারই আসুক না কেন ম্যাংগোপিপলের আপত্তি নাই !
  ২৯ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৪
২৯ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা যাচাই করার সুযোগ দেয়া হচ্ছে না...
১৪|  ২৯ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৪০
২৯ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৪০
একদম_ঠোঁটকাটা বলেছেন: বাংলাদেশ মনে হয় বিগত সরকারগুলির শাসন কালের চেয়ে বর্তমান সরকারের শাসনে তুলনামূলক ভাবে ভালো অবস্থানে আছে। কি বলেন !
  ২৯ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:০১
২৯ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বালাও, পোড়াও, হরতাল, অবরোধ থেকে মুক্তি পেয়েছে। তবে অর্থনৈতিক ভাবে মধ্যবিত্তদের অবস্থা খুব খারাপ। রাস্তা ঘাট, ফ্লাইওভার, বিদ্যুৎ-এ উন্নয়ন হয়েছে। তবে ব্যাংক লুট, গুম, ক্রসফায়ার, জনগণের ভোটাধিকার কেড়ে নিলে সে দেশকে ভালো বলা যায় না...
১৫|  ২৯ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:০০
২৯ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:০০
সিগন্যাস বলেছেন: রাজনীতি ঘৃণা করি।আমেরিকার নোংরা পলিটিক্সের জন্য হাজার হাজার ফিলিস্তিনি আজ রিফিউজি
  ২৯ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:০২
২৯ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:০২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঘৃণা করলেও এড়ানো যায় না। তবে আপনি বাঁচলে বাপের নাম...
১৬|  ২৯ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:০৭
২৯ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:০৭
সিগন্যাস বলেছেন: আপনি বিশ্বরাজনীতি নিয়ে লিখুন।আমরা সবাই জানতে চায় কেন ফ্রান্স জার্মানি কে দেখতে পারেনা
  ০২ রা জুলাই, ২০১৮  রাত ১২:৪২
০২ রা জুলাই, ২০১৮  রাত ১২:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিশ্ব রাজনীতি নিয়ে তো আমাদের চাঁদগাজী ভাই লিখছেন। আমিও যতটুকু জানি তা অন্য সবার মত পত্র পত্রিকা থেকেই! ফ্রান্স জার্মানীর কোন দ্বন্দ্ব আছে বলে আমার জানা নেই...
১৭|  ০২ রা জুলাই, ২০১৮  রাত ১২:২৫
০২ রা জুলাই, ২০১৮  রাত ১২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: এই সরকারে পতন হওয়া আবশ্যক । হয় তো একদিন হবে ।পাপ করিলে মৃত্য অবধারিত ্
  ০২ রা জুলাই, ২০১৮  রাত ১২:৪৩
০২ রা জুলাই, ২০১৮  রাত ১২:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: একদিন তো সব কিছুরই অবসান হবে। তবে এমন যেন না হয় যেখান থেকে বেরিয়ে আসতে আরো পিছিয়ে পড়বে দেশ...
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০১৮  রাত ৮:০০
২৮ শে জুন, ২০১৮  রাত ৮:০০
চাঁদগাজী বলেছেন:
জেনারেল জিয়া যাদেরকে বিএনপি'তে নিয়েছিলেন, তাদেরকে রাজনিতি করার জন্য নেননি, তিনি তাদের নিয়েছিলেন মাথা গণনা করার জন্য; তিনি যাদের নিয়েছিলেন, তারা আসলে রাজনীতির লোক ছিলেন না।