নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

জ্যাম হবে না কেন?

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৫



১. বাংলাদেশের ড্রাইভারদের আমি মনে করি বিশ্বের সবচেয়ে ভালো/দক্ষ ড্রাইভার। তেনারাই সম্ভবত বিশ্বে সবচেয়ে বেশী ধৈর্য্য পরীক্ষা দেন রাজপথে। অন্য অনুন্নত দেশগুলোর ব্যপারে জানি না, তবে বাংলাদেশের মত একই রাস্তায় যান্ত্রিক/অযান্ত্রিক/ধীর গতির/উচ্চগতির যানবাহনের ভীড়ে তেনারা বাস, ট্রাক, কার, টেম্পু চালিয়ে আমাদের সেবা করে যাচ্ছেন প্রতিনিয়ত। স্যালুট বস...

২. এই দক্ষ ড্রাইভার রা যে দেশে আছে সে দেশে কেন জ্যাম হবে? ছোটবেলায় ভাবতাম বিশ্বরোড গুলোতে সামনের দিকে গাড়ি চলতে থাকলে জ্যাম কেন হয়? বড় হয়ে বুঝলাম, জ্যাম হয় কারণ, সামনে কোন গাড়ি ব্রেকডাউন হয়ে আছে অথবা এক্সিডেন্ট করেছে যেটাকে সরাতে না পেরে ধীরে ধীর জ্যাম লম্বা হয়েছে।

৩. ঢাকাতে কয়েকটা ফ্লাইওভারের পরও জ্যাম থেকে মুক্তি পায়নি ঢাকাবাসী। বিশেষজ্ঞরা জ্যামের কারণগুলোর মধ্যে সনাক্ত করেছেন অপর্যাপ্ত রাস্তা, মূল রাস্তার উপর পার্কিং করা, প্রাইভেট কারের আধিক্য, সিগনাল না মানা, যাত্রীর জন্য দেরী করা ইত্যাদি। আমি তো বিশেষজ্ঞ না! আমার উর্বর মস্তিস্কে আরো একটা সমস্যা ধরা পড়েছে। তা হল রাস্তায় লেইন না মানা...

৪. দেশের বাইরে এসে দেখেছি যে গাড়ি যে লেইনে থাকে সে লেইনেই চলতে থাকে। লেইন ছাড়া কোন রাস্তাই নেই। ফাঁকা না থাকলে কেউ ওভারটেক করে না। আর আমাদের এখানে ডানে বামে সামনে খালি থাকলেই গাড়ি ঢুকিয়ে দেয় ড্রাইভাররা। সিটি বাসগুলো যেভাবে পারে ওভারটেক করে। রাস্তা হল ২/৩ লেইনের সেখানে গাড়ি চলে ৫ লেইনের। নীচের ছবি দেখুন

আরেকটা দেখুন গাড়ী কীভাবে রেখেছে-


৫. অথচ লেইন মেনে ধীরে চললেও গাড়ি চলতে থাকত। আর জ্যাম দীর্ঘস্থায়ী হত না। মানিক মিয়া এভিনিউতে উন্মাদের মত লেইন ছাড়া গাড়ি চালাতে থাকে চালকরা। এগুলো নিয়ে প্রচারণা চালাতে হবে। লেইনের বাইরে গেলে জরিমানা করতে হবে। ড্রাইভারদের গ্রুমিং করাতে হবে। লেইনে চললে নীচের ছবির মত জ্যাম লাগার কথা না -


৬. বিশ্বরোড গুলোতে লেইন করা নেই। যার কারণে ড্রাইভাররা ইচ্ছে মত গাড়ি চালিয়ে যান। এখানেও নজর দেয়া উচিত। নীচের ছবিগুলো দেখুন-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (লেইন নেই)

আরেকটি মহাসড়ক (লেইন নেই)

লেইন না থাকাতে বিশৃঙ্খল ভাবে গাড়ি চালাচ্ছে ড্রাইভার রা...




৬. কাজেই মহাসড়কগুলোতে অবশ্যই লেইন ঠিক করে দিতে হবে এবং এই লেইনের মধ্য থেকেই গাড়ী চালাতে উদ্বুদ্ধ করতে হবে চালকদের...

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৪

শাহিন বিন রফিক বলেছেন:





ভাইরে, যারা লেইন ঠিক করে দিবে তারাই তো এখন বেলাইনে চলছে, আগে তাদের লাইন ঠিক করতে হবে তবেই রাস্তার লেইন ঠিক করা সম্ভব হবে।

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দায়িত্বশীলদের যখন দায়িত্বে অবহেলার জন্য শাস্তি দেয়া হবে তখন অটোমেটিক সবাই লাইনে আসবে...

২| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


সমস্যাগুলো বের করা হয়েছে; সেগুলোকে ম্যানেজ করার মত দক্ষ লোকজন সরকারের নেই

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দক্ষ লোকজন আছে। তারা ঐ পদে যেতে পারছে না। আর দীর্ঘদিনের অলস ব্যুরোক্রেটও এটার একটা কারণ...

৩| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সব কথার শেষ কথা এবং আসল কথা- মহাসড়কগুলোতে অবশ্যই লেইন ঠিক করে দিতে হবে এবং এই লেইনের মধ্য থেকেই গাড়ী চালাতে উদ্বুদ্ধ করতে হবে চালকদের...

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দরকার হলে লেইন টানার জন্যও কিছুটা চুরি/ডাকাতি করুক সওজ-এর লোকেরা। তবুও তাদের লেইনে চলতে বাধ্য করা উচিত...

৪| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫০

রাকু হাসান বলেছেন: ভাল একটি সমস্যা তুলে ধরেছেন ......... দেখতে সাধারণ বিষয় হলেও ,সরকার অাগে থেকে ভাবেনি!

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাজে পদ্ধতি ও বাজে উপকরণ দিয়ে প্রতি বছর রাস্তার কাজ করে। লেইন দেয়ার সময় কই?

৫| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৬

রাকু হাসান বলেছেন: সেটাই........সু-পরিকল্পনা নেই ,দুঃখজনক.......এটা তো ‘‘গাভী কিনবো তবে বাছুর নিব’না ’’মতই .... |-)

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঘুষখোরের কাছে সু কিছু আশা করতে পারবেন না। সব কিছু কু হবে...

৬| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:২১

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: ঘুষ বন্ধ হলেই সব ঠিক হয়ে যাবে

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঘুষ বন্ধ এবং ঘুষখোরদের শাস্তি দিলে দেশও ঠিক হয়ে যাবে...

৭| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৭:২৪

সিগন্যাস বলেছেন: জ্বি ভাইয়া একদম ঠিক বলেছেন।মূল সমস্যা হলো রাস্তায় লেন না থাকা।উন্নত বিশ্বে গাড়ি শুধু একই দিকে যেতে পারে।আর বাংলাদেশে ড্রাইভাররা পারলে নতুন আরেকটা দিক বানিয়ে সেদিকে চলে যায়।আধুনিক বিশ্বের টেকনোলজি সম্পর্কে সরকার সম্পূর্ণ ভাবে অজ্ঞ।তাই তো কুড়িগ্রামে বছর বছর বণ্যা হয়।

০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকারের লোকেরা অভিজ্ঞতা অর্জনের জন্য প্রতি বছর বিদেশ সফর করে। কিন্তু তেনারা বউর বাচ্চার জন্য শপিং করে চলে আসে। অভিজ্ঞতা সেখানে রেখে আসে। আর কোন জবাবদিহিতা নেই। বছরের পর বছর একই রাস্তা সংস্কার করে পরিবার চালায়। এদের কাছে আর কী আশা করা যায়...

৮| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষ নিয়ম কানুন মানে না।
প্রচন্ড অভদ্র জাতি আমরা। সিগনালে পাঁচ মিনিট দাঁড়াতে চাই না, ফুটপাতে হোণ্ডা উঠিয়ে দেই। ব্যস্ত রাস্তায় গাড়ি পার্ক করে রাখি।

০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। ট্রেনের সিগনাল থাকার পরও সেই সিগনাল-এর নীচ দিয়ে গাড়ি চালিয়ে যায়। এতই ব্যস্ত এই জাতি। জ্যাম একটু ছুটলেই সবারই গাড়ি ছোটাতে হবে। আরে বাবা, সামনে খালি হোক না রাস্তাটা...

৯| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১:১৯

নিশি মানব বলেছেন: আমাদের দেশের ড্রাইভারেরা যেমন দক্ষ তেমন ধৈর্যশীল। নইলে কি আর দীর্ঘ সময় স্টিয়ারিং ধরে রাখে।
আর তারা অপশ্যই দয়ালু। দয়া করে ট্রাফিক পুলিশকে টাকা দেন। সার্জেন্টকে ঘুষ দেন। সরকারী কর্মকর্তাদের উৎকোচ যোগান দেন। পথে পথে সন্ত্রাসীদের চাদা দেন। নেতাদের খরচ দেন। সহকারীদের বখশিশ দেন। ভিক্ষুকদের ভিক্ষা দেন। ধর্মীয় প্রতিষ্ঠানে দান করেন। ধর্মীয় ব্যাক্তিদের হাদিয়া দেন। বৌকে সারপ্রাইজড দেন। বাচ্চাদের আব্দার পুরন করেন। বাবা-মা, ভাই-বোনদের প্রয়োজন পুরন করেন। নইলে কবেযে চাক্কার নীচে পিষিয়ে ফেলতো সবাইকে।
তবে এরা বড্ড অসহিন্জু। যার ফলে রেইপ আর যত্র তত্র দুর্ঘটনা।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব পেশাজীবিদের মধ্যেই ভালো খারাপ আছে...

১০| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১:৪২

নিশি মানব বলেছেন: সওজের জন্য সামান্য ঘুষ চালুর জন্য শিক্ষামন্ত্রীকে সড়কমন্ত্রী করা যেতে পারে।
আর অভিজ্ঞতার কথাযে বলেছিলেন, এরা চাকুরী পায় ঘুষ দিয়ে। ইংলিশ জানে কিনা সন্দেহ। সেখানে ভিন দেশে গিয়ে আবার ভিন্নভাষীর কাছে অভিজ্ঞতা ভাগ করে নিবে।
আমার মতে ট্রেনের সিষ্টেম চালুক হোক এবং সার্ভিস বাড়ানো হোক। পথচারীদের পথ পারাপারে ওভার ব্রিজের বদলে আন্ডারপাস চালু করা হোক। আর ওভার ব্রিজের জায়গায় ফ্লাইওভার, ওভারপাস আর ট্রেনের উড়ালপথ করা হোক।

চাদগাজী ভাই
দক্ষলোক আমাদের দেশের অভাব নেই। কিন্তু তারা আমাদের দেশের ঐ পদে যেতে চায়না। আর গেলেও থাকতে চায়না। থাকতে চাইলেও কেউ থাকতে দেয়না।

শাহীন বিন রফিক ভাই
তাদের ঠিক করার জন্য আরেকটা ফখরুদ্দীন-মইনুদ্দীন দরকার।

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কী আর বলব, ঘুষ খেয়েও যদি সার্ভিসটা ঠিক দিত তাও অর্থমন্ত্রীর মত 'স্পিড মানি' বলে চুপ থাকতাম। কিন্তু এরা এত জঘন্য ঘুষ-ও খাবে আবার কাজও বাজে করবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.