নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
চৌধুরী বাড়িতে বড় ছেলে মানে আমার বড় মামার বিয়ের আয়োজন। সব কিছু তদারকি করছে আমার খালু। চার ভায়রার মধ্যে তিনি ২য় হলেও তার কথা ছাড়া আমার নানা নানু একটুও নড়ে না! জজ কোর্টের সেরেস্তাদার তিনি। নিজ এলাকা, শশুর বাড়ির এলাকার যত জমি জমা, মামলা, কোন্দল তিনি সামলে থাকেন। তাই তার কদর এবং প্রভাব বেশী। বড় মামাও 'মেজ দুলাভাই' (আমার খালু) যেখানে ঠিক করেছে সেখানেই বিয়েতে রাজি হয়েছেন...
২.
বিয়ে বাড়িতে সবাই খুব হই হুল্লোড় করছে। মাঝে মাঝে খালুর ভরাট কন্ঠে ধমক আবার হাসি আবার নির্দেশনা চলছে। তেনার দম ফেলার সময় নেই। সব কিছু ভালোয় ভালোয় শেষ হয়েছে। সবাই খুশী। খুব ভালো একটা আয়োজন হয়েছে। খালুও খুশী। চারিদিকে রব রব - 'এরকম সুন্দর বিয়ে এই অঞ্চলে আর দেখিনি'। সবই 'মেজ জামাই'(আমার খালু)র কৃতিত্ব...
৩.
চার বোনের পর আমার বড় মামা। মামা যতদিন বউ নিয়ে ঢাকা না যাচ্ছে ততদিন বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছে চার বোন। আমরা সব খালাতো ভাই বোন চরম আনন্দিত। বিয়ের পর প্রতিদিন সন্ধ্যায় খালু কোর্ট থেকে বাড়িতে আসার সময় নাস্তা নিয়ে আসেন। কোনদিন মোগলাই পরটা, কোনদিন আইসক্রিম, কোনদিন চিকেন ফ্রাই। আর খাবার আসা মাত্রই আমরা কাজিন গ্রুপ যে যা পারি খেয়ে নিই...
৪.
আজ(বিয়ের পর ৫ম দিন) খালু বাড়িতে ঢুকতেই দেখা গেল গোমড়া মুখ! হাতে কোন খাবারের প্যাকেট নেই। নানা নানু চিন্তিত। বড় মামা গম্ভীর হয়ে ভাবছে নতুন বউ কী কোন দোষ করল? বাড়ির সবার মধ্যে চিন্তার ভাব। এমন কি আমরা 'কাজিন গ্রুপ'-ও দুষ্টুমি বন্ধ করে খালুর মন খারাপের কারণ জানার চেষ্টা করলাম। মুরুব্বীরা এক সাথে বসল। আমাদের অধিকার নেই সেখানে থাকার...
৫.
কৌতুহল চেপে রাখতে না পেরে, আম্মাকে জিজ্ঞেস করলাম, 'খালুর মন খারাপ কেন?' আম্মা বললেন, 'উনার প্রমোশন হয়েছে'। আমি অবাক হয়ে বললাম, 'প্রমোশন হলে মন খারাপ কেন?' আম্মা বললেন 'তুমি বুঝবে না।' আমি আরো অবাক হয়ে বললাম, ' আম্মা, আমি এবার এইচ. এস. সি. পরীক্ষা দিব আর আমি বুঝব না?' আম্মা বললেন, 'উনি এখন পেশকার। পেশকারদের 'ইনকাম(!)', সেরেস্তাদার থেকে কম, তাই উনার মন খারাপ। যাও কাপড় গুছিয়ে নাও। কাল সকালে আমাদের যেতে হবে'...
(সত্য ঘটনা অবলম্বনে)
১১ ই জুলাই, ২০১৮ রাত ২:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখানে আসলে মন খারাপ হয়েছে 'উপরি' কম হবে এই কারণে(যেটা পরে বুঝেছি)...
২| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৩:০৬
চঞ্চল হরিণী বলেছেন: সরকারী বেতন কাঠামোয় সৎভাবে যে টাকা পাওয়া যায় তাতে মানুষ স্বাচ্ছন্দে থাকতে পারে না, তাই উপরি পয়সার দিকেই ঝোঁক বেশীরভাগ মানুষের। ব্যতিক্রম খুবই কম।
আমার 'আনন্দ' গল্পে আপনার মন্তব্য '৩য় পর্ব দরকার ছিল না' বলার প্রেক্ষিতে অনুরোধ করেছিলাম শেষ অংশটি পড়তে। আবারও অনুরোধ করে যাচ্ছি পড়তে। একটা গল্প পুরো না পড়ে 'আগেই বুঝেছি' ভাবের এমন মন্তব্য করা মোটেই যথাযথ নয়।
১১ ই জুলাই, ২০১৮ রাত ৩:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি শেষ অংশও পড়েছি। কিন্তু আপনি দুঃখ পাবেন তাই মন্তব্য করা থেকে বিরত থেকেছি...
৩| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৩:৩৭
চঞ্চল হরিণী বলেছেন: আচ্ছা তাহলে পড়ার জন্য ধন্যবাদ। আপনার গল্পটা ভালো না লাগতে পারে, তেমন মন্তব্য করলে বা সমালোচনা করলে আমি মোটেই দুঃখ পেতাম না। আমার পয়েন্ট ছিল, ৩য় পর্বটা যে গল্পের মূল বিষয়ের একটি অংশ ছিল সেটা আপনি বুঝতে পেরেছেন কি-না। আবারো ধন্যবাদ।
১১ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা যে আপনি টেনে আনবেন সেটা বোঝা গিয়েছে প্রথম পর্বেই। আমি 'দরকার ছিল না' এই জন্য বলেছি যে, গল্পের মধ্যে টোকাইদের না নিয়ে এসে (তাও আবার ৬ বছরের একটা শিশুর জন্য দুই টোকাইয়ের ভালোবাসা) অন্যভাবেও সমাপ্তি টানা যেত। যেহেতু আপনি ও আপনার বোনের গল্প, সেহেতু আপনাদের অধিকার আছে গল্প সাজানোর। ধন্যবাদ...
৪| ১১ ই জুলাই, ২০১৮ ভোর ৬:২১
পদাতিক চৌধুরি বলেছেন: তালগাছ ভাই,
আপনাদের জন্য খারাপ লাগছে । বড়মামার বিয়ের কটা দিন পরে যদি খালুর প্রমোশনটা হত তাহলে আনন্দটা এভাবে মাটি হতনা। কূ আর করা যাবে, আমরাও আপনার সঙ্গে বিয়ে বাড়ি থেকে আগে ভাগে চলে এলুম। হা হা হা
অনেক শুভকামনা আপনাকে।
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। আসলে বিয়েতে খুব মজা হয়েছিল...
৫| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫১
রাজীব নুর বলেছেন: আমার পোড়া কপাল।
আমার খালু নেই, মামা নেই।
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহলে তো ভালো! নানার সম্পদ আপনিই পাবেন। অবশ্য আপনি তো নিজের বাবার সম্পদই চান না...
৬| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৬
খাঁজা বাবা বলেছেন: আমি এমন অনেক লোক লেখেছি যারা ঘুষ দিয়ে নিজের প্রমোশান আটকে দিয়েছে
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার আরও একজন আত্মীয় ছিল যিনি সিবিএ নেতা থেকে অফিসার হওয়ার চান্স থাকলেও অফিসার হতেন না...
৭| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সন্মানের চাইতে মাঝেমধ্যে আর্রথিক দিকটা প্রাধান্য দেয়া হয়।
১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কঠিন বাস্তবতা...
৮| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৪
খায়রুল আহসান বলেছেন: অনুগল্পে সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন। এসব অসঙ্গতি দূর না হলে দিনে দিনে দুর্নীতি শেকড় গেড়ে বসে।
২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বি। দুর্নীতির ব্যপারে নিরুৎসাহিত করতে হবে পরিবার থেকেই। তারপর তা সমাজে প্রভাব ফেলবে...
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০১৮ রাত ২:০৬
চাঁদগাজী বলেছেন:
প্রমোশান যখন আয়ের দিক থেকে ডিমোশান, এই কি চাকুরী, জীবন পেরেশান