নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. খবরে দেখলাম বাংলাদেশ সার্ভিস লিমিটেড (বিএসএল) (নতুন ভাবে সংস্কারের পর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর মালিক) যদি ৪০% লাভ করে তাহলে ইন্টারকন্টিনেন্টাল পাবে ৮% যদি ৪০ থেকে ৫০% লাভ করে তাহলে পাবে ৯% আর যদি ৫০% -এর উপর লাভ করে তাহলে তারা পাবে ১০%। এভাবে ৩০ বছর তারা পরিচালন লাভ পাবে।
২. এর আগে শেরাটন কর্তৃপক্ষ এভাবে লাভ নিত এই হোটেলটি পরিচালনা করে। তারা সরে গেলে দুই বছর বিএসএল নিজেরাই 'রূপসী বাংলা' নামে হোটেল পরিচালনা করে। এরপর আবার ইন্টারকন্টিনেন্টালের সাথে চুক্তি হয় এবং তারা ৪ বছর সংস্কার করে নতুন রূপে আত্মপ্রকাশ করে।
৩. আমার প্রশ্ন হল -
* যে দুই বছর বাংলাদেশীরা 'রূপসী বাংলা' চালিয়েছিল তাতে কি লস হয়েছিল?
* ফাইভ স্টার হোটেল চালানোর জন্য বিদেশী চেইন রাখার বাধ্যবাধকতা আছে কিনা?
* যদি আমাদের দেশের কর্মীরাই ওখানে কাজ করে তাহলে লাভের অংশ দেশের বাইরে চলে যাওয়া ঠিক কিনা?
৪. বাংলাদেশ এখন আর আগের মত নেই। আমাদের কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরি বিশ্বের টপ টেনের মধ্যে আছে যেগুলো বাংলাদেশীরাই চালাচ্ছে। এশিয়ার বৃহত্তম শপিং মল বাংলাদেশেই আছে। ওষুধ ফ্যাক্টরিগুলো বিশ্বমানের। প্রতি বছর অসংখ্য মেধাবী বের হচ্ছে। অসংখ্য মেধাবী দেশ বিদেশে সুনাম ও দক্ষতার সাথে কাজ করছে। তাহলে হোটেল চালাতে বিদেশী কেন ভাড়া করতে হবে? এত বছরেও কি এই বিষয়ে আমাদের দক্ষতা তৈরি হয়নি?
৫. গার্মেন্টস-এ উচ্চ পদে অন্য দেশের লোকেরা বিশাল মুদ্রা নিয়ে যাচ্ছে বলে একটা হাহাকার প্রায়ই শোনা যায়। অথচ একটু খরচ করে বিদেশ থেকে ট্রেনিং দিয়ে আমাদের দেশী মেধাবীদের দিয়েই ঐ স্থানগুলো পূরণ করা যায়। ঠিক একই ভাবে ফাইভ স্টার হোটেলগুলো পরিচালনার জন্য বিদেশ থেকে ট্রেনিং, গ্রুমিং করিয়ে এনে দেশী ব্যবস্থাপকদের দিয়েই পরিচালনা করা যায় যদি না অন্য কোন কারণ থেকে থাকে...
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেরকম ভালো প্রফেশনাল খুঁজে পাওয়াও কঠিন কিছু নয়। জনসংখ্যা বেশী। তাই মেধাবীর পাশাপাশি অমেধাবীও থাকবে...
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দেশ এগিয়ে যাচ্ছে। এখন দক্ষ জনশক্তির কোন বিকল্প নেই।
@হোটেল ইন্টারকন্টিনেন্টাল কি বাংলাদেশীরা চালাতে পারবে না?
পারবে।
বিদেশ থেকে ট্রেনিং, গ্রুমিং করিয়ে এনে দেশী ব্যবস্থাপকদের দিয়েই পরিচালনা করতে হবে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আগে না হয় আমরা কম জানতাম। ৩০ বছর শেরাটনের সাথে থেকেও কিছুই শিখলাম না?
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৫
ঠাকুরমাহমুদ বলেছেন: বিদেশী মেহমানগণ ব্রান্ডেড হোটেলে থেকে নিরাপত্তা বোধ করেন, রুপসী বাংলা আন্তর্জাতিক ব্রান্ড নয়, তবে ইন্টারকন, শেরাটন তারা আন্তর্জাতিক ব্রান্ড ও চেইন ।
বাংলাদেশী ঔষধ কোম্পনিতে বিদেশী কর্মী আছে, গার্মেন্টসে ও আছে - বাংলাদেশী সব প্রতিষ্ঠান বাংলাদেশী দ্বারা চালাতে গেলে বিদেশে যতো বাংলাদেশী আছে তাদের দেশে চলে আসতে হবে - সম্ভব কি ?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেরকম পরিবেশ ও সুবিধা পেলে আসতে অসুবিধা নেই। তাছাড়া কিছু অংশ বাইরে থাকবে এটা বৈশ্বিক নিয়ম। আমার কাছে হোটেল চালানোর জন্য বিদেশী কর্তৃপক্ষ লাগবে - এটা মানতে কষ্ট হচ্ছে। এটা তো রকেট সায়েন্স না...
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০১
অভিশপ্ত জাহাজী বলেছেন: অমেধাবীর কথা বলিনি ভাই। বলছি প্রফেশনালিজম। যেমন ধরুন, কোম্পানির কিছু গোপন একটিভিটি বা বিজনেস স্ট্রাটেজি উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা জানে। ওই অফিসার চাকরি চেঞ্জ করলো ,আর নতুন কোম্পানিতে যদি সেই পুরান কোম্পানির স্ট্রেটিজি জানতে চায় , তখন অফিসার বাঙ্গালী হলে হুড়াহুড়ি করে সব বলে দিবে প্রমোশন এর জন্য। কিন্তু অন্যদেশের মানুষ বেশিরভাগ সময় তা করেনা। এইটা একটা উদাহরণ মাত্র।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিও বুঝেছি সেটা। যে কারণে বিমান বাংলাদেশ চালাতেও বিদেশী এমডি রাখতে হয় আমাদের। তবে চেষ্টা করলে দক্ষ লোক খুঁজে পাওয়া যায়। ভারতে বিশ্ব ব্যাংকের আঞ্চলিক প্রধান একজন বাংলাদেশী। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক- মালয়েশিয়ার সিইও একজন বাংলাদেশী...
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৩
রাকু হাসান বলেছেন: ভাল বলেছেন । যোগ্য অনেকেই আছে । তাদের কে সুযোগ দেওয়া উচিত । প্রয়োজনে বিদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে হলেও ,বাংলাদেশীরা যাতে চালাতে পারে । এতে করে মুদ্রা লাভ আমাদের ই ্
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটার উদ্যোগ দেখা যাচ্ছে না। আমরা যেন বিদেশীদের করুণা নিয়েই ব্যবসা করতে হবে...
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো কথা বলেছেন । বিবেচনা করা প্রয়োজন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৩০ বছর শেরাটনের সাথে থেকেও কিছু শিখতে পারল না?
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৫
নতুন বলেছেন: আমি পাচ তারা হোটেলের কামলা.... তাই অভিঙ্গতা অনুযায়ী বলি...
বাইরের দেশের চেইনের একটা নাম আছে... সেই কারনে বিদেশীরা বেশি নিরাপদ বোধ করে।
আর বাংলাদেশের পানি, বিদ্যুত, টেলিফোন সংস্থা গুলি কেমন চলছে??? তাদের সাভিস কেমন।
দেশের মানুষের এখনো এই রকমের ব্যবসা পরিচালনার করার মতন প্রফেসনালিসম হয়ে উঠেনাই।
তবে ভালো খবর হলো আমাদের দেশের বেশির ভাগ তারকা হোটেলে বিদেশে কাজের অভিঙ্গতা সম্পন` বাংলাদেশীরাই কাজ করছে। আমার বেশ কয়েকজন কলিগই এখন নাম করা কয়েকটা হোটেলে আছে...
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি এই পোস্ট ১৯৭২ সালে প্রসব করলে কথা ছিল, কিন্তু এখন ২০১৮। আপনার শেষ কথাটাই তো আমার পয়েন্ট। আমাদের হোটেল পরিচালনা করার মত দক্ষ প্রফেশনাল অবশ্যই আছে। তবে খুঁজে বের করার দায়িত্ব সরকারের...
পানি, বিদ্যুৎ, টেলিফোন সংস্থা সরকারী প্রতিষ্ঠান তাই এ অবস্থা। এসব প্রতিষ্ঠান বেসরকারীকরণ করলে আরো ভালো করবে। ইন্টারকন্টিনেন্টাল সরকার না চালালেও দেশী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া যেতে পারত...
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৬
শাহিন বিন রফিক বলেছেন:
আমরা মনে হয় মদের ব্যান্ড সর্ম্পকে ভাল জানি না তাই বিদেশীদের আনতে হয়।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা! আমার মনে হয় না ওখানে কর্মীদের মধ্যে বিদেশী আছে। উপরের লেভেলে শুধু বিদেশীরা থাকে...
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৩
চাঁদগাজী বলেছেন:
এগুলো সাধারণ মানুষের হাতে নেই; যারা এগুলো চালায়, সেসব বাংগালী কোন দেশের নাগরিক, তাদের পরিবার কোথায় থাকে, বাকী বাংগালীরা জানেও না
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটার মালিক সরকার...
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৩
নতুন বলেছেন: এখন কি কি বিভাগে অভিঙ্গতা সম্পন্ন বাংলাদেশী আছে....
কিন্তু পুরো একটা হোটেল চালানোর মতন অভিঙ্গ বাংলাদেশেী জনশক্তি এখনো তৌরি হয়ে উঠেনাই।
আমি একটা ডিপাটমেন্ট চালাতে পারতো... কিন্তু এতো বড় একটা প্রতিস্ঠান চালানোর মতন প্রফেসশনাল দেশে আপনি পাবেননা।
আমি গত ছুটিতে আমার কয়েক কলিগের সাথে দেখা করি...তাদের সাথে আলোচনা হয়....তারা শ্রীগ্রহী অপেন হবে কিছু হোটেলের নাম বললেন.... এবং তারা আরো জানালোন.... এই গুলির বিভিন্ন ডিপাটমেন্টের প্রধান হিসেবে কাজের জন্য যোগ্য লোক সংখ্যা কম...
তাহলে আপনি কিভাবে পুরো প্রতিস্ঠান চালাবেন।
আরো সময় লাগবে...
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহলে এটা খুবই দুঃখজনক। আমাদের এ সেক্টরের দিকে নজর দেয়া উচিত...
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৯
হাসান কালবৈশাখী বলেছেন:
সরকার কোন ব্যবসাপ্রতিষ্ঠান চালাতে পারে না।
আমলারা ব্যবসায়ে দক্ষ না।
তাই পৃথিবীর যেসব প্রতিষ্ঠান রাষ্ট্র চালায় তার পর্যাপ্ত লাভ করতে পারে না, বেশিরভাগই লসে চলে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকার বেসরকারী প্রতিষ্ঠানকে দায়িত্বে রাখতে পারে। এতদিন শেরাটনের সাথে থেকেও অভিজ্ঞতা হয়নি তা আমার মনে হয় না...
১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৭
ল বলেছেন: ইন্ডিয়ান দের দিয়ে চালিয়ে দেয়া যাবে।ওরা তো আছে?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই সেক্টরে এখনো তারা কব্জা করতে পারেনি...
১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: সহমত।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...
১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:১৬
ঠাকুরমাহমুদ বলেছেন: ইন্ডিয়ানরা হোটেলে এক্সপার্ট, তবে তাদের বাংলাদেশে ঠায় দেওয়া উচিত না কারণ বাংলাদেশী কর্মী কয়জন আছে ভারতে - যা আছে সব পলাতক আসামী ? বাংলাদেশে - জাপান থেকে ইংল্যান্ড থেকে ম্যানপাওয়ার আনুক এর ফিডব্যাক পাবে ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের কর্মীরা দুবাই, মালয়েশিয়া, কাতার সহ অনেক দেশের চেইন হোটেল শেরাটন, মুভ এন পিক, ইন্টারকন্টিনেন্টালে কাজ করছে। অন্য দেশ থেকে দরকার হবে না মনে হয়...
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩২
অভিশপ্ত জাহাজী বলেছেন: আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষের ভেতর প্রফেশনালিজম খুব কম আছে। সবাই না