নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন বলেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে তেনার কাজ শুধু জানাজা ও মিলাদ পড়া। বাংলাদেশের রাষ্ট্রপতিদের আসলে নামেই ১ নম্বর ব্যক্তি করা হয়েছে। কিন্তু তেনারা রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ, জানাজা, মিলাদ পড়ানো ছাড়া আর তেমন কাজ করেন না। বাকী যেসব কাজ আছে যেমন - প্রধান বিচারপতি নিয়োগ, সংসদ ভেঙে দেয়া সেগুলো প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে(পড়ুন আদেশে/নির্দেশে) করে থাকেন...
২. বদরুদ্দোজা চৌধুরী সামান্য একটু নিরপেক্ষ হতে গিয়ে বঙ্গবন্ধুর কবরে যেতে চেয়েছিলেন তাতেই তাকে সমালোচনার মুখে প্রেসিডেন্সি থেকে পদত্যাগ করতে হয়। অথচ তিনি তখন বিএনপি'র কেউ নন! তেনার এই পরিণতি দেখেই পরবর্তী ইয়াজউদ্দিন আহমদ হয়েছিলেন 'ইয়েস উদ্দিন' আর তৈলুর রহমান খ্যাত 'জিল্লুর রহমান' প্রেসিডেন্ট হিসেবে শপথের প্রথম দিনই বলেছিলেন, 'আমার নেত্রী(!) কোন ভুল করতে পারেন না...
৩. রাষ্ট্রবিজ্ঞানীরা প্রায়শই বলে থাকেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকা দরকার। তাহলে প্রধানমন্ত্রী অনেক সময় স্বৈরশাসক হওয়া থেকে বেঁচে যাবেন। বাংলাদেশে এখনো ৭০ অনুচ্ছেদ(নিজ দলের বিপক্ষে ভোট দেয়া) বাতিল হয়নি। তাহলে সংসদের লোক দেখানো 'হ্যাঁ' 'না' ভোটের পদ্ধতি হাস্যকর। অথচ আমেরিকার প্রেসিডেন্টকেও বড় কোন সিদ্ধান্ত নিতে হলে কংগ্রেস থেকে পাস করিয়ে আনতে হয়...
৪. কয়েক বছর আগে সংবিধান সংশোধনের জন্য যে কমিটি হয়েছিল সেই কমিটি(সাজেদা চৌধুরী নেতৃত্বাধীন) পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিল। আদালত কতৃক নিয়োজিত ৭ এমিকাস কিউরির মধ্যে ৬ জনই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিলেন। তবুও শেখ হাসিনার ইচ্ছাতে 'তত্ত্বাবধায়ক সরকার' বাতিল হয়। যার কারণে আজকে বাংলাদেশে গণতন্ত্র প্রায় মৃত। এটা হতে পারত না যদি প্রেসিডেন্ট-এর আরেকটু ক্ষমতা থাকত। যদি নতজানু প্রেসিডেন্ট না বসত...
৫. আমরা বাংলাদেশের ১ নম্বর নাগরিককে এত অসহায় দেখতে চাই না। এটা রাজতন্ত্র নয় যে, প্রধানমন্ত্রী সুপ্রীম পাওয়ার পেয়ে যাবেন। ১/১১ সরকারের যদি একটা ভালো কাজ হয়ে থাকে তা হল, ন্যাশনাল আই ডি বানানো। আর যুক্তফ্রন্ট যদি ক্ষমতায় গিয়ে 'প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য' এনে দিতে পারে তাহলে সেটা হবে যুগান্তকারী কাজ। কারণ, আওয়ামী লীগ, বিএনপি তথা দুই পরিবার কখনোই এই কাজ করবে না...
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: একবার আসুক। যোগ্য লোকের অভাব নেই। আপনার পছন্দের ড. মঈন খান তো আছে। তেনার বাসায় গতকাল বিদেশীদের মিটিং হল...
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫
চাঁদগাজী বলেছেন:
ড: কামাল ও ডা: বদরুদ্দোজা এই দেশ চালিয়েছিলেন; উনারা পুরোপুরি অযোগ্য। উনারা গণতন্ত্র শব্দটা বলেন, কিন্তু উহাতে কি আছে তা বুঝেন না, উনাদের অতীত ইতিহাস সেটাই বলে
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি রাজনীতিতে না এলে বা সচেতন লোকেরা রাজনীতিতে না থাকলে কামাল, বি চৌধুরীদের বিকল্প বের হবে না...
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
মেহেদী হাসান হাসিব বলেছেন: এ দেশের রাজনীতি আমি কিছুই বুঝি না।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সমস্যা নেই। সৎ নাগরিক হলেও চলবে...
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪০
সৈয়দ ইসলাম বলেছেন:
হু, একটা ভিডিও দেখেছিলাম! যেখানে রাষ্ট্রপতি নিজেকে গোয়ালঘরে বন্দি থাকার মতই তুলনা দিয়েছেন। আসলে তাদের অবস্থা এর চেয়েও আরো খারাপ! হয়ত এটা তাদের ইচ্ছায় কিংবা অনিচ্ছায়! তবে গণতন্ত্রের শ্লোগান দিয়ে যদি জীবনের শেষ নিশ্বাসটা শান্তিতে ফেলা যায় তাতে মন্দ কী!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেকে পাপেট বলে থাকেন। তবে সম্মান নিয়ে শেষ নিঃশ্বাস ফেলবেন আর তেনার আত্মীয় স্বজন 'রাষ্ট্রপতি'র আত্মীয়' বলে তৃপ্তির ঢেঁকুর তুলবেন...
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৮
কানিজ রিনা বলেছেন: আচ্ছা চাঁদগাজীকে যদি এবার শেখহাসীনা
একটা নোমীনেশন দেন তাহলে আমরা ব্লগ
বাসীর ভোটেই উনি জিতে যাবে। তাছাড়া
তো সবাই বিনা ভোটেই সরকার গঠন হবে।
এখন আমরা ব্লগ বাসী প্রধান মন্ত্রীর হাতে
পায়ে ধরে রাস্ট্রপতি যদি চাঁদগাজীকে
বানানো যায় কেমন হবে। বেচারা একজন
মুক্তি যোদ্ধা হিসাবে কিছুই পায় নাই।
শেখ মজিবর জাতীরপিতা মুক্তিযোদ্ধাদের
নিয়ে দেশ চালালে চাঁদগাজী আজ হয়ত
একজন মন্ত্রী হতে পারতেন। সুন্দর পোষ্ট।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চাঁদগাজীকে প্রেসিডেন্ট বানালে লাভ হবে না। কারণ তিনি কারো গোলামী করতে পারবেন না। তবে মন্ত্রী বানালে সফল হতে পারবেন...
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫০
ল বলেছেন: সুন্দর লিখেছেন।।। ভালো লাগলো।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যার জন্য ধন্যবাদ...
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৪
আবু মুহাম্মদ বলেছেন: সবাই সুযোগ সন্ধানী। তবে ভাল একটা দল আশা দরকার, কিন্তু ভাল দল কারা আমার জানা নাই।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই দুই দল একই ধারার। তাই ভিন্ন একটা ধারা দরকার...
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০০
সৈয়দ ইসলাম বলেছেন:
কানিজ রিনার মন্তব্য কি ট্যাগিং?
এটা হলে ভাল না!
না হলে; খারাপ না!
তবে চাঁদগাজী যে 'শেখ হাসিনা প্রেমিক' এটা কিন্তু না!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চাঁদগাজী 'শেখ হাসিনা প্রেমিক' না কিন্তু তিনি শেখ হাসিনার পতন চান না...
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৪
ল বলেছেন: বেচারা একজন মুক্তি যোদ্ধা হিসাবে কিছুই পায় নাই।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুনিয়ার বেহেশত আমেরিকা পেয়েছেন...
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১১
চাঁদগাজী বলেছেন:
যাক, গতকাল ড: কামাল "জাতীয় ঐক্যের" ব্যাখ্যা দিয়েছেন, উনি বলেছেন যে, ঐক্য মানে জনতার সাথে ঐক্য, ভালো!
দেখা যাক, কি হয়, লোকজন উনাকে ভোট দেয় কিনা!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনাকে ভোট দিলে তো জামানত বাজেয়াপ্ত হবে। উনি আসলে বিএনপি'র ভোট নিয়ে ক্ষমতায় যেতে চাইছেন...
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১১
সৈয়দ ইসলাম বলেছেন:
উনার মেয়ে ক্ষমতায় থাকলে যেটা চাইতেন এখন সেটাই চাচ্ছেন। তার চাওয়াই প্রাপ্তি। আর মুক্তিযোদ্ধারা মরহুম জিয়াউর রহমান ও খালেদার কাছ থেকে যা পেয়েছে তার চেয়ে বেশি পেয়েছে মুজিবের থেকে। এটা আপেক্ষিক না। এটাই প্রাপ্তি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশের জনকের মেয়ের পক্ষে থাকা স্বাভাবিক।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মুক্তিযোদ্ধারা কার থেকে বেশী পেয়েছে এটা ভিন্ন বিতর্ক। তবে বিএনপি-তে তুলনামূলকভাবে বেশী মুক্তিযোদ্ধা...
১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'র ২ ্ প্রেসিডেন্ট ছিলেন: বিশ্বাস সাহেব ও ইয়াজুদ্দিন সাহেব, ১মটা ছিল শান্তি কমিটির লোক, অন্যজন ছিলেন পাগল। আওয়ামী লীগের ২ প্রেসিডেন্ট: জিল্লুর রহমান সাহবে, ও আবদুল হামিদ; ২ জনকেই শেখ হাসিনা বানিযয়েছেন, কারণ শেখ হাসিনা মনে করেছেন যে, এঁরা কোন কাজের জন্য যোগ্য নন, কিন্তু দলে আছেন অনেক যুগ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই ধারার পরিবর্তন দরকার। প্রেসিডেন্টকে আরো ক্ষমতা দিতে হবে...
১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: এ দেশের কিছু কিছু পদের মানুষের জীবন বড়ই দুর্লভ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাতো বটেই...
১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে দলের ও সরকারী লোকদের কার ক্ষমতা নেই, ক্ষমতানুসারে কে কাজ করে?
যেহেতু, শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব কাজ করেননি সঠিকভাবে, ওনাদের প্রভাবে বড় হওয়া কেহই কাজ করার মতো দক্ষ নন।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আশাবাদী হতে হবে। কিছুই করার নেই। হয়তো আমরা দেখে যেতে পারব না...
১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩২
সনেট কবি বলেছেন: পড়লাম
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ...
১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৬
মাহমুদুর রহমান বলেছেন: তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে রাষ্ট্রপতি কোন কাজের না?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ এটাই বলতে চাইছি। কাজের হলে উনি শেখ হাসিনার সব কাজে 'জ্বি ম্যাডাম' করতেন না...
১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৫৩
হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপি-জামাত একটা আনস্মার্ট দল।
মেকানাইজেশন ও টেকনলজি অনিচ্ছুক। ইন্টার্নেট, মোবাইল, বিদ্যুৎ উৎপাদনে বার বার সিদ্ধান্থীনতা .. অদুরদর্শি ভিতু একটি দল।
ব্যায়বহুল বলে বিদ্যুৎ উৎপাদনে পিছিয়ে আসে, যে কারনে ৭ বছর বিদ্যুৎ উৎপাদন বাড়েনি।
সে তুলনায় শেখহাসিনার দল অনেক বেশী স্মার্ট। অনেক দু:সাহসী উচ্চাভিলাষী।
উচ্চমুল্যে সত্তেও বিদ্যুৎ উৎপাদন ৫ গুন বৃদ্ধি করেছে, জনগন আভ্যন্তরিন উৎপাদন সবক্ষেত্রেই বহুগুন বৃদ্ধি করে তার প্রতিদান দিয়েছে।
আওয়ামীলীগ ২০০৭ এ বলে গেছে ক্ষমতায় গেলে কি কি করা হবে। ২০২১ পর্যন্ত প্ল্যান করা ছিল। বর্তমানে ২০৪১ পর্যন্ত কি কি করা লাগবে সবকিছু হাসিনার নখদর্পনে।
বিএনপি ২০২১ তো দুরের কথা, আগামীকাল কি করবে এটাও জানে না।
খালি বলে - "আগে জিত্তা নেই তারপর ভাববো"
এইসব আবাল, অযোগ্য, টেকনলজি অনিচ্ছুকদের ঠেলে ক্ষমতার ভারসাম্য করে দিলে সেটা দেশের জন্য স্থায়ী ক্ষতি হবে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৩৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আল্টিমেটলি দেশের ভাল হবে। সাময়িক ঝামেলা হলেও...
১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫
রাজীব নুর বলেছেন: অভিনন্দন মুস্তাফিজ
অভিনন্দন মুশফিক
অভিনন্দন মাশরাফি
জয় বাংলা
১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭
আতোয়ার রহমান বাংলা বলেছেন: এদেশের রাজনীতি বোঝা বড় দায়........
রাজনীতি সহ দেশের সব ধরনের খবর পেতে চোখ রাখুন আজকের প্রসঙ্গ তে
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দীর্ঘদিন ধরে একই গ্রুপের হাতে এ দেশের রাজনীতি ঘুরপাক খাচ্ছে...
২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০২
সাহিদুর রহমান তুর্য বলেছেন: আমার রক্ষনশীল রাজনীতি ভালো লাগে।সে হিসেবে বলা দেশ যেভাবে চলছে, একেবারে মন্দ নয়।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এর চেয়ে রাজতন্ত্র ভালো...
২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪
কে ত ন বলেছেন: বদরুদ্দোজা কেবল বঙ্গবন্ধুর মাজারে যাবার 'অপরাধ' করেননি। তার পুত্রধন (এলাকার এম পি) তৎকালীন বিরোধী দলীয় নেত্রীকে মুন্সীগঞ্জে স্বাগত জানানোর জন্য ১৪ টি তোরণ সরকারী খরচে নির্মাণ করিয়েছিলেন, স্কুলগুলোতে ছুটি দিয়ে ছাত্র ছাত্রীদের হাতে জাতীয় পতাকা দিয়ে রোদের মধ্যে দাড় করিয়ে রেখেছিলেন শেখ হাসিনাকে বরণ করার জন্য। যে নেত্রী ক্ষমতায় গেলে বিরোধী দলের নেতা-কর্মীদেরকে মানুষ বলেই জ্ঞান করেনা, তার প্রতি এত আদিখ্যেতা দেখানো বিএনপি নেতারা সহজে মেনে নিতে পারেনি বলেই বদরুদ্দোজাকে পদত্যাগের অনুরোধ করেছিল। কারণ এরকম ধ্বজভঙ্গ প্রেসিডেন্ট থাকা জাতির জন্য লজ্জার।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আরো একটা অপরাধ করেছিলেন তিনি। তা হল পত্রিকাতে জিয়াউর রহমানকে 'স্বাধীনতার ঘোষক' না লেখা...
২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমাদের রাষ্ট্রপতিরা তালপাতার সেপাই। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা না দিয়ে এর বিকেন্দ্রীকরণ করতে হবে।
আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের প্রধাদের আলাদা মূল্যায়ন করতে হবে। সংবিধানের ৭৭অনুচ্ছেদের ন্যায়পাল পদকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে হবে। নচেৎ লাউ কদুর পরিবর্তন হবে না।।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা করা যাবে যদি দুই দলের বাইরে কেউ ক্ষমতায় আসে...
২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫
রূপক বিধৌত সাধু বলেছেন: যুক্তফ্রন্টকে দু বছরের ক্ষমতা দিলে মনে হয় খারাপ হতো না।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমারও তাই মনে হয়। তবে এরকম একটা চেষ্টা ১/১১'র সরকার করেছিল। পরে বদহজম হয়ে গিয়েছে...
২৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৩
যবড়জং বলেছেন: ২ বছরে হবে তো ।।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব কিছু সদিচ্ছার উপর নির্ভর করছে। বিদেশ গেলে ১ দিনে কীভাবে বাংলাদেশীরা ঠিক হয়?
২৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২১
উদাসী স্বপ্ন বলেছেন: রাস্ট্রপতির হাতে এখন যা ক্ষমতা আছে এর বেশী দেয়া মানেই একনায়কতন্ত্রে ফিরে যাওয়া। এখন বলতে পারেন তাহলে আমেরিকায় কি? আসলে আমেরিকাতেও প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নাই দুয়েকটা এক্সিকিউটিভ অর্ডার ছাড়া তাও বিশেষ পরিস্থিতিতে বিশেষ কিছু বযাক্তি তা পালনে বাধ্য নাও হতে পারেন।
বাংলাদেশে সুশাসনের জন্য দরকার নির্দিষ্ট কিছু কনস্টিটিউশনাল বডির সায়্ত্তশাসিত পরিপূর্ন ক্ষমতা এবং তাদের তদারকী করবে একটা স্বাধীন সায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিচারপতি সিনহা, মাজদার হোসেন সেটাই করতে গেছিলো। কিন্তু অশিক্ষিত জঙ্গি বাঙ্গালীর নাকের ডগা দিয়ে এই স্বৈরাচারী সরকার সেটা ভন্ডুল করে দিছে। সমস্যা বিদ্যমান সংবিধান ও আইন অনুযায়ী দেশে সুশাসন সম্ভব কিন্তু তার আগে জনগনকে জঙ্গিবাদ ছেড়ে সঠিক পথে যেতে হবে
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখন রাষ্ট্রপতির হাতে তেমন কিছু নেই। প্রধানমন্ত্রীর হাতে যা আছে তাতেই একনায়কতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে বাংলাদেশে। অশিক্ষিত, দুর্নীতিবাজ, চোর, লুটপাটকারী সাংসদ হলে তো বিরোধীতা করবেই...
২৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৮
উদাসী স্বপ্ন বলেছেন: সস্তা প্রতিষ্ঠা পেয়েছে বিরোধী দলের কারনে। ৯০ এর পর বিরোধী দলের সংসদ বর্জন করার সংস্কৃতি যদি রুখে দাড়াতে আর কনস্টিটিউশনাল বডিগুলো শক্তিশালী হতো তাহলে এসবের কিছুর দরকার ছিলো না।
আর আজ পর্যন্ত কোনো আধুনিক রাস্ট্রবিজ্ঞানীই বলে নাই যে প্রধানমন্ত্রী ও রাস্ট্রপতির ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। যদি বলে থাকেন তার রেফারেন্স দিন
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: টক শো, কলামে প্রায়ই বলা হয়ে থাকে। তবে ক্ষমতা যেহেতু দুই দলে সীমাবদ্ধ তাই এসব কথা বেশী প্রচার পায় না...
২৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৬
উদাসী স্বপ্ন বলেছেন: ভাই একে তো বাংলাদেশ, তার ওপর আপনে রেফারেন্স দেন টকশো.... এরাও রাস্ট্রবিজ্ঞানী আর তেলাপোকা একটা পাখি। কি আর কইতাম!!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেশের কাঠামোতে একটা পরিবর্তন দরকার...
২৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৩
উদাসী স্বপ্ন বলেছেন: অবশ্যই দরকার। কিন্তু সেটার জন্য জনগনের ভূমিকা অপরিসীম। মার্কা নয়, ব্যাক্তি দেখে ভোট দিতে হবে, সরকারের সবকিছু মেনে নিয়মতান্ত্রিক পন্থায় প্রতিবাদ করে সরকারকে বাধ্য করতে হবে। তাহলেই পরিবর্তন াসবে। পরিবর্তন এ সরকারের অধীনেই শুরু হইছে। বেশ কিছু প্রজেক্ট হাতে নেয়া হইছে যার ফলে দেশের প্রগতি হতে বাধ্য
আমি তো আশাবাদী
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আলোচনায় অংশ নেয়ার জন্য ধন্যবাদ...
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১২
চাঁদগাজী বলেছেন:
মনে করলাম, ড: কামাল ও ডা: বদরুদ্দোজা গণতন্ত্র ফিরায়ে আনলেন, তখন দেশে কি কি ঘটবে? দেশ চালনা করবেন কারা?